ঢাকা ৯ ভাদ্র ১৪৩১, শনিবার, ২৪ আগস্ট ২০২৪

রাজশাহী-ঢাকা মহাসড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ০৪:২৮ পিএম
আপডেট: ১৬ জুলাই ২০২৪, ০৫:১৮ পিএম
রাজশাহী-ঢাকা মহাসড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ
ছবি: খবরের কাগজ

রাজশাহীতে কোটা সংস্কারের দাবিতে মহাসড়কে আন্দোলন কর্মসূচি পালন করেছেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১০টা থেকে নগরীর খড়খড়ি বাইপাস এলাকায় স্থায়ী ক্যাম্পাসের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। 

এতে মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

এতে যানবাহনগুলো নওদাপাড়া আমচত্বর-বেলপুকুর সড়ক ব্যবহার না করে বিকল্প হিসেবে বিমান চত্বর সড়ক দিয়ে চলাচল করছে।

দেখা যায়, কোটা সংস্কারের এক দফা দাবি এবং ঢাকাসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সকালে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সামনে ঢাকা-রাজশাহী বাইপাস সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। 

চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে কর্মসূচি চালানোর ঘোষণা দেন শিক্ষার্থীরা। পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়ে আন্দোলন বেগবান করারও ঘোষণা দেন তারা।

বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘সাধারণ শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে সারাদেশের বিভিন্ন ক্যাম্পাসের কোটা সংস্কারের আন্দোলন করছিল। শিক্ষার্থীদের শান্তিপ্রিয় এই আন্দোলনে ছাত্রলীগ ক্যাডাররা অতর্কিত হামলা চালিয়ে দেশের বিভিন্ন স্থানে শত শত শিক্ষার্থীকে গুরুতর আহত করেছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে সাধারণ শিক্ষার্থীদের ওপর রাতভর তাণ্ডব চালিয়েছে। আমরা সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের পৈশাচিক এ হামলার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি আমাদের এক দফা দাবি আদায়ের উদ্দেশ্যে মহাসড়কে অবস্থান নিয়েছি।’

এ বিষয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা খবরের কাগজকে বলেন, ‘শিক্ষার্থীদের ক্যাম্পাসের গণ্ডির ভেতরে রাখার চেষ্টা করেছিলাম। কিন্তু তারা তা শুনেনি। শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে ঢাকা-রাজশাহী বাইপাস মহাসড়ক অবরোধ করে রেখেছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য ঘটনাস্থলে রয়েছি। শিক্ষার্থীরা বলেছে তারা বিকেল ৩টা পর্যন্ত এই মহাসড়ক অবরোধ করে রাখবে। তারপর তারা মিছিল নিয়ে নগরীর সাহেব বাজারের দিকে রওনা দেবে। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে মহাসড়কের দুই পাশে বেশকিছু যানবাহন আটকা পড়েছিল। পরে সেই যানবাহনগুলো বিকল্প রাস্তা ব্যবহার করে গন্তব্যে গেছে।’

ঘটনাস্থলে থাকা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এডিসি (বোয়ালিয়া) মো. হাফিজুর ইসলাম খবরের কাগজকে বলেন, ‘শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়েছেন। খবর পেয়ে আমরা আসি। আন্দোলনের কারণে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে আমরা কঠোরভাবে নজরদারি করছি।’

এনায়েত করিম/পপি/অমিয়/

সালমান-আনিসুল-দীপু মনি ও জিয়াউল আবারও রিমান্ডে

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ১০:১৮ পিএম
আপডেট: ২৪ আগস্ট ২০২৪, ১০:১৯ পিএম
সালমান-আনিসুল-দীপু মনি ও জিয়াউল আবারও রিমান্ডে
ছবি: সংগৃহীত

সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের পৃথক দুই মামলায় পাঁচ দিন করে ১০ দিন, সাবেক মন্ত্রী দীপু মনির এক মামলায় ৪ দিন ও সাবেক হুইপ আ স ম ফিরোজের এক মামলায় ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (২৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জসিমের আদালত তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। তাদের প্রত্যেককে ১০ দিন করে রিমান্ডে চেয়ে এই আবেদন করা হয়।

এর মধ্যে রাজধানীর আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শনিবার তাদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার সাব-ইন্সপেক্টর আক্কাস মিয়া ১০ দিনের রিমান্ড আবেদন করেন। তাদের উপস্থিতিতে শুনানি নিয়ে আদেশ দেন আদালত।

এর আগে গত ১৪ আগস্ট রাজধানীর নিউ মার্কেট থানার এক হত্যা মামলায় তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আর ১৫ আগস্ট গভীর রাতে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়। পরদিন তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

ওই মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৮ জুলাই লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান ১৯ আগস্ট লালবাগ থানায় এই হত্যা মামলা করেন।

এদিকে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে মো. সুমন শিকদারকে হত্যার অভিযোগে রাজধানীর বাড্ডা থানার মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডা. দীপু মনির ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। গতকাল বাড্ডা থানার পুলিশ এ রিমান্ড আবেদন করে। আবেদনের ওপর শুনানি শেষে আদেশ দেন আদালত।

এর আগে গত ২০ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মিছিলে নির্বিচারে গুলিবর্ষণে রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় দীপু মনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আর বৈষম্যবিরোধী আন্দোলনে সোহাগ মিয়া নামে এক কিশোর হত্যার অভিযোগে রাজধানীর ভাটারা থানার মামলায় জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও টানা আটবারের সংসদ সদস্য আ স ম ফিরোজের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিল পুলিশ। শুনানি নিয়ে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আরও ৪ জেলায় মামলা, মন্ত্রী-এমপিসহ আসামি ১৫০০

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ০৯:৫৫ পিএম
আরও ৪ জেলায় মামলা, মন্ত্রী-এমপিসহ আসামি ১৫০০

ছাত্র-জনতার আন্দোলনে গুলি ও হামলায় হতাহত এবং আগের বিভিন্ন হামলার অভিযোগে গত শুক্রবার রাতে ও শনিবার (২৪ আগস্ট) চার জেলায় সাতটি মামলা হয়েছে। এসব মামলায় সাবেক একজন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী, তিনজন সাবেক সংসদ সদস্য ও দুজন সাবেক মেয়রসহ ১ হাজার ৫৫০ জন আওয়ামী লীগ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। এর মধ্যে ৪০৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আসামি ১ হাজার ১০০ জন। আমাদের ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর:

রাজশাহীতে সাবেক এমপি ও মেয়রের নামে মামলা

পাঁচ বছর আগে রাজশাহীর পবা উপজেলায় মারধর, লুটপাট-ভাঙচুর ও ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য আয়েন উদ্দিনসহ আওয়ামী লীগের ৯ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আসামি আরও ২০০-২৫০ জন। গত শুক্রবার আরএমপির কর্ণহার থানায় তালুক ধর্মপুর গ্রামের সাবের আলীর ছেলে রফিকুল ইসলাম বাদী হয়ে এ মামলাটি করেন।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আনজুম সবুজের (২৫) মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হয়েছে। মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সদ্য সাবেক সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ ৩০০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে এজাহারে ৪২ জনের নাম উল্লেখ আছে।

গত শুক্রবার রাতে রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলাটি করেন নিহতের বাবা মাইনুল হক (৬০)। এজাহার সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট নগরীর শাহ মখদুম কলেজ এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালান। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন সাকিব আনজুম সবুজ। 

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক গণপূর্তমন্ত্রীর নামে হত্যা মামলা

সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীসহ ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতা-কর্মীর নামে হত্যা মামলা হয়েছে। ২০২১ সালের ২৭ মার্চ জেলা শহরে সংঘর্ষের সময় মাদ্রাসাছাত্র হুইসাইন আহম্মেদ নিহতের ঘটনায় এ মামলা করেন নিহতের বড় বোন তানিয়া আক্তার। গত শুক্রবার দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলাটি করা হয়।

মামলায় ব্রাহ্মণবাড়িয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন এবং সাবেক মন্ত্রী মোকতাদির চৌধুরীর দুই ব্যক্তিগত সহকারী আবু মুছা আনছারী ও এম এ এইচ মাহবুব আলমসহ ২৬ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।

খুলনায় হাসিনার চাচাতো চার ভাইয়ের নামে মামলা

খুলনায় বিএনপির অফিস ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো চার ভাইয়ের নামে দুটি মামলা হয়েছে। তারা হলেন সাবেক সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল, শেখ সোহেল, শেখ রুবেল ও শেখ বাবু।

গত শুক্রবার রাতে খালিশপুর থানায় মামলা দুটি করেন ৯ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক শেখ দবির ও ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী মো. ইকরাম মিন্টু। 

এসব মামলায় সাবেক প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য এস এম কামাল হোসেন, সাবেক সিটি মেয়র তালুকদার আবদুল খালেক, কাউন্সিলর আলী আকবর টিপু, জেড এ মাহমুদ ডনসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২১৫ জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়, ২০২২ সালের ২৭ আগস্ট ও ২০২৩ সালের ২২ অক্টোবর স্থানীয় বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন আসামিরা।

বরিশালে আ.লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে বরিশালে আরও দুটি মামলা হয়েছে। এসব মামলায় আওয়ামী লীগের ৪৬৬ জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। 

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, গত শুক্রবার রাতে মহানগর বিএনপির নেত্রী রুমা আক্তার বাদী হয়ে আওয়ামী লীগের ২৩ জন নেতা-কর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২০০ জনকে আসামি করে একটি মামলা করেছেন। এজাহারে তিনি উল্লেখ করেন, গত ১৯ জুলাই নগরীর তন্ময় কমিউনিটি সেন্টারের সামনে ছাত্র আন্দোলনের পক্ষে স্লোগান দিলে অস্ত্রে সজ্জিত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়।  

একই দিন রাতে অন্য মামলাটি করেন মহানগর বিএনপির সদস্য রফিকুল ইসলাম রিপন। মামলায় মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রইজ আহম্মেদ মান্না, বিসিসির কাউন্সিলর শেখ সাইদ আহম্মেদ মান্না, জেলা ছাত্রলীগের সহসভাপতি সাজ্জাদ সেরনিয়াবাত, সদ্য সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিনসহ ৯৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। বিএনপি নেতা এই মামলায় গত ১৯ জুলাই বিএডিসি অফিসের সামনে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ করেছেন।

সাকিবকে জাতীয় দল থেকে বাদ দিয়ে দেশে ফেরাতে আইনি নোটিশ

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ০৯:৪৯ পিএম
সাকিবকে জাতীয় দল থেকে বাদ দিয়ে দেশে ফেরাতে আইনি নোটিশ
সাকিব আল হাসান

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং সদ্য বিলুপ্ত জাতীয় সংসদের আওয়ামী লীগের সংসদ সদস্য সাকিব আল হাসানকে ক্রিকিটের জাতীয় দল থেকে বাদ দেওয়ার জন্য একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে তাকে দেশে ফিরিয়ে আনার দাবিও করা হয়েছে। সাম্প্রতিক বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে ঘটা এক ঘটনায় হওয়া হত্যা মামলায় নাম আসায় এই নোটিশ পাঠানো হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্টসহ পাঁচজনের বরাবর এই নোটিশ পাঠানো হয়।

ওই মামলার তদন্তের স্বার্থের কথা উল্লেখ করে সুপ্রিম কোর্টের আইনজীবী সজীব মাহমুদ আলম এই নোটিশ পাঠান। গতকাল শনিবার ই-মেইল এবং রেজিস্টার্ড ডাকযোগে এই নোটিশ পাঠানো হয় বলে খবরের কাগজকে জানান তিনি। আরেক আইনজীবী মোহাম্মদ রাফিনুর রহমানের পক্ষে তিনি এই নোটিশ পাঠান বলেও জানান আইনজীবী।

সজীব মাহমুদ আলম বলেন, ‘পুলিশ কোনো অভিযোগ গ্রহণ করলে বা কোনো ক্রিকেটারের নামে যখন কোনো ফৌজদারি অভিযোগ আসবে, আইসিসি ও বিসিবির দুর্নীতিবিরোধী কোডে বলা আছে, তখন বিষয়টি সংশ্লিষ্ট বোর্ড বিবেচনা করে তাকে সাময়িকভাবে অপসারণ করতে পারে। যেহেতু সাকিবের বিষয়টি তদন্তাধীন, তাকে খেলা থেকে বাদ দিলেই হবে না, তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। তদন্তের প্রয়োজনে তার কাছে প্রশ্ন থাকতে পারে। আমি একজন আইনজীবী হিসেবে নিয়ম অনুযায়ী যা করা যায়, সে দাবি জানাচ্ছি।’

বিষয়টির গুরুত্ব তুলে ধরে আইনজীবী বলেন, সাকিব আল হাসানের নামে এর আগেও অনেক রকমের অভিযোগ ছিল। এখন তার নামে একটি হত্যা মামলা হয়েছে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী সাম্প্রতিক আন্দোলনের মধ্যে রাজধানীর আদাবরে গত ৫ আগস্ট পোশাক কারখানার কর্মী মো. রুবেল গুলিবিদ্ধ হয়ে পরে ৭ আগস্ট মারা যান। ওই ঘটনায় একটি হত্যা মামলা হয়। নিহতের বাবা রফিকুল ইসলাম এই মামলা করেন। মামলায় সাকিবকে আসামি করা হয়। মামলায় অন্যদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৫৬ জনকে আসামি করা হয়েছে। এতে অজ্ঞাতনামা আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়।

বন্যায় সহায়তার প্রস্তাব দিয়ে ড. ইউনূসকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ০৯:১৫ পিএম
বন্যায় সহায়তার প্রস্তাব দিয়ে ড. ইউনূসকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বন্যা পরিস্থিতিতে সর্বাত্মক সহযোগিতার প্রস্তাব দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। গত শুক্রবার তিনি এই চিঠি দিয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভি।

জিও টিভির খবরে বলা হয়েছে, ‘চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, বন্যায় বাংলাদেশের যারা স্বজন, বাড়িঘর ও কর্মস্থল হারিয়েছেন, পাকিস্তানের জনগণ তাদের পাশে আছে। আমরা আশা করছি, আপনার নেতৃত্বে বাংলাদেশ শিগগিরই বর্তমান সংকট কাটিয়ে উঠবে। এই কঠিন সময়ে আমরা বাংলাদেশকে সর্বাত্মকভাবে সহযোগিতা করতে প্রস্তুত আছি।’

শাহবাজ শরিফ এর আগে গত ১৯ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে আরেকটি চিঠি দিয়েছিলেন। সেই চিঠিতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক ফের এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। 

শনিবার (২৪ আগস্ট) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার জেলা বন্যাকবলিত। এসব জেলায় মোট ৯ লাখ ৪৪ হাজার ৫৪৮ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৯ লাখ ৩৮ হাজার ১৫৯ জন মানুষ।

সুজনের মানববন্ধনে বক্তারা গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র গঠনে সংস্কারের বিকল্প নেই

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ০৯:০৭ পিএম
গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র গঠনে সংস্কারের বিকল্প নেই
ছবি: সংগৃহীত

ন্যায়বিচার, সাম্য প্রতিষ্ঠা, মানবিক মর্যাদাসম্পন্ন রাষ্ট্র গড়তে সংস্কারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনেরা। ছাত্র-জনতার সাম্প্রতিক অভ্যুত্থানের ফলে নতুন রাষ্ট্র গঠনের যে সম্ভাবনা তৈরি হয়েছে, তা সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন তারা।

শনিবার (২৪ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। ‘রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক ও মানবিক ও রাষ্ট্র বিনির্মাণ’ শীর্ষক কর্মসূচি ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলায়ও একযোগে পালন করা হয়। 

মানববন্ধনে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘অতীতে সাম্য, ন্যায়বিচার, মানবিক মর্যাদা প্রতিষ্ঠার যে লক্ষ্য নিয়ে বাংলাদেশ নামের মানচিত্র সৃষ্টি হয়েছিল, তা থেকে আমরা এখনো যোজন যোজন দূরে। ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট স্বৈরশাসকের পতন সম্ভব হয়েছে। এর ফলে দেশ গঠনের যেসব সম্ভাবনা তৈরি হয়েছে তা যেন ছিনতাই হয়ে না যায়, সেদিকে সতর্ক থাকতে হবে। ১৯৯১ সালেও এমন সুযোগ সৃষ্টি হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে তিন জোটের রূপরেখায় তা ছিনতাই হয়ে যায়।’ 

সুজন সম্পাদক বলেন, এই সরকারের ব্যর্থতা মানে সবার ব্যর্থতা। অন্তর্বর্তী সরকারকে একসঙ্গে দুটি কাজ করতে হবে। এক. বিগত সময়ে যারাই দুর্নীতি, দুর্বৃত্তায়ন, হত্যা ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিলেন তাদের বিচার নিশ্চিত করা। দুই. রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করা। 

স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও সুজনের নির্বাহী সদস্য তোফায়েল আহমেদ বলেন, এবার বাংলাদেশ সেনাবাহিনী অভূতপূর্ব কাজ করেছে। তারা জনগণের মুখোমুখি দাঁড়ায়নি- এটি খুবই ইতিবাচক। এই ভূমিকা তারা না নিলে সরকারের পতন এত সহজে হতো না। কোনো কোনো বিদেশি গণমাধ্যমে বাংলাদেশ সম্পর্কে নানা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে উল্লেখ করে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। 

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাণা দাশগুপ্ত বলেন, একটি বৈষম্যহীন ও মানবিক সমাজ নির্মাণের স্বপ্ন নিয়ে ছাত্র-জনতা যে পরিবর্তন ঘটিয়েছে, সে জন্য আন্দোলনের নেতৃত্বকে আন্তরিক অভিনন্দন। ছাত্রসমাজের আকাঙ্ক্ষাকে এগিয়ে নিতে হলে নাগরিক সমাজকে সেই স্বপ্নজালে নাগরিকদের ঐক্যবদ্ধ করতে হবে। ভবিষ্যতের সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে এই সুযোগকে অবহেলা করা যাবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, সব কালোটাকা জব্দ এবং বিদেশে পাচার করা টাকা ফিরিয়ে এনে সরকারি কোষাগারে জমা করতে হবে। রাষ্ট্রের দীর্ঘমেয়াদি সংস্কার অত্যন্ত জরুরি, যাতে খুনি হাসিনার মতো করে ১৫ বছর ক্ষমতায় থেকে যাওয়ার মতো রাষ্ট্রকাঠামো তৈরি না হয়। আগামীর রাষ্ট্র হতে হবে জবাবদিহিমূলক, মানবিক ও অসাম্প্রদায়িক। 

মানববন্ধন কর্মসূচিতে সুজনের পক্ষ থেকে ১৯ দফা দাবি তুলে ধরা হয়। এতে রয়েছে হত্যা, সহিংসতা, লুটপাটে জড়িতদের চিহ্নিত করার জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে দ্রুত তদন্ত কমিটি গঠন; হত্যা ও সহিংসতায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা; আন্দোলনে নিহতদের তালিকা তৈরি করে সংশ্লিষ্ট পরিবারগুলোকে সহায়তা ও ক্ষতিপূরণ দেওয়া; আহতদের সুচিকিৎসাসহ পুনর্বাসন; সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলায় জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা; রাজনীতিতে ধর্মের ব্যবহার ও সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করা; সংবিধান সংশোধনের লক্ষ্যে রাজনৈতিক ঐকমত্য তৈরি করা ইত্যাদি।

এলিস/এমএ/