ঢাকা ১০ ভাদ্র ১৪৩১, রোববার, ২৫ আগস্ট ২০২৪

পদত্যাগ করলেন ইংল্যান্ডের কোচ

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ০৫:১২ পিএম
পদত্যাগ করলেন ইংল্যান্ডের কোচ
ছবি : সংগৃহীত

২০২১ এর পর ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পর পদত্যাগ করলেন ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট। এবারের ইউরোর ফাইনালে স্পেনের কাছে ২-১ গোলে হেরেছে তার শীষ্যরা।

কোচ থাকাকালীন তিনি দায়িত্ব পালন করেছেন ১০২১ ম্যাচে।

৫৩ বছর বয়সী এই কোচ পদত্যাগ প্রসঙ্গে বলেন, ‘একজন গর্বিত ইংলিশম্যান হিসেবে ইংল্যান্ডের হয়ে খেলা এবং ইংল্যান্ডকে পরিচালনা করা আমার জীবনের সম্মানের বিষয়। এটা

আমার কাছে সবকিছু বোঝায় এবং আমি নিজের সমস্ত কিছু উজাড় করে দিয়েছি। তবে এটা পরিবর্তনের এবং একটি নতুন অধ্যায়ের জন্য উপযুক্ত সময়।’

ইংল্যান্ড দলের দায়িত্ব ছাড়লেও সবসময় ইংল্যান্ডের ভক্ত থাকবেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা জার্মানিতে যে স্কোয়াড নিয়েছিলাম তা দুর্দান্ত তরুণ প্রতিভায় পূর্ণ এবং তারা ট্রফি জিততে পারে, সেই আমরা সবাই স্বপ্ন দেখি। আমাদের বিশ্বের সেরা ভক্ত রয়েছে, এবং তাদের সমর্থন আমার কাছে দুনিয়াকে বোঝায়। আমি ইংল্যান্ডের একজন ভক্ত এবং সবসময় তাই থাকব।’

সাউথগেটই একমাত্র ব্যক্তি যিনি ১৯৬৬ বিশ্বকাপজয়ী স্যার আলফ র‌্যামসির পর ইংল্যান্ড দলকে একটি বড় টুর্নামেন্ট ফাইনালে নিয়ে যান। তিনি চারটি বড় টুর্নামেন্টে জাতীয় দলের কোচ ছিলেন। ২০১৮ বিশ্বকাপ সেমিফাইনাল এবং ২০২২ সালে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলেন।

৯৪ রানে এগিয়ে থেকে দিন শেষ করেছে বাংলাদেশ

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ১০:০৫ পিএম
আপডেট: ২৪ আগস্ট ২০২৪, ১০:০৭ পিএম
৯৪ রানে এগিয়ে থেকে দিন শেষ করেছে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের দুর্দান্ত সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে ৯৪ রানে এগিয়ে সফরকারী বাংলাদেশ।

প্রথম ইনিংসে পাকিস্তানের ৬ উইকেটে ৪৪৮ রানের জবাবে ৫৬৫ রানে অলআউট হয় টাইগাররা। এতে প্রথম ইনিংস থেকে ১১৭ রানের লিড পায় বাংলাদেশ। 

মুশফিকের ব্যাট থেকে আসে ১৯১ রানের নান্দনিক ইনিংস। মেহেদী হাসান মিরাজ খেলেন ৭৭ রানের ইনিংস।

বড় ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে দিন শেষে ১ উইকেটে ২৩ রান করেছে পাকিস্তান।

এখন শেষ দিনে কোনো রোমাঞ্চ অপেক্ষা করছে, না কি ড্র হবে টেস্ট, সেটাই কৌতুহল সবার।

চতুর্থ ডাবল সেঞ্চুরি হলো না মুশফিকের

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ০৫:১০ পিএম
চতুর্থ ডাবল সেঞ্চুরি হলো না মুশফিকের
ছবি : সংগৃহীত

খুব কাছাকাছি ছিলেন নিজের চতুর্থ ডাবল সেঞ্চুরির। উদযাপন করার জন্য ড্রেসিংরুমে প্রস্তুত ছিলেন সতীর্থরাও। কিন্তু মোহাম্মদ আলীর বলে উইকেটকিপার রিজওয়ানকে ক্যাচ দিয়ে ফিরেলন ১৯১ রানে।

নার্ভাস নাইন্টিতে ব্যাটারদের কাটা পড়ার গল্পটা অহরহ। সেই নার্ভাস নাইন্টিতেই উইকেটকিপারকে ক্যাচ দিয়ে ফিরলেন মুশফিক।

আউট হওয়ার আগে ২২টি চার ও ১ ছয়ে ইনিংসটি সাজিয়েছিলেন তিনি। ধীরস্থির ও সতর্কতার সঙ্গে এগোলেও সম্ভব হয়নি চতুর্থ ডাবল সেঞ্চুরির দেখা পাওয়া।

দলীয় ৫২৮ রানে আউট হয়েছেন মুশফিক।

২১ বছরের খরা কাটিয়ে পেছনে ফেললেন তামিমকেও

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ০৪:২৬ পিএম
২১ বছরের খরা কাটিয়ে পেছনে ফেললেন তামিমকেও
ছবি : সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন মুশফিকুর রহিম। তার এই শতক পাকিস্তানের মাটিতে টেস্টে বাংলাদেশের তৃতীয় শতক। সবশেষ ২০০৩ সালে হাবিবুল বাশার সুমন ও  জাভেদ ওমর বেলিম।

২০০৩ সালের পাকিস্তান সফরে করাচি টেস্টে হাবিবুল ও পেশোয়ার টেস্টে তিন অঙ্ক ছুঁয়েছিলেন জাভেদ। দীর্ঘ ২১ বছর পর পাকিস্তানের মাটিতে বাংলাদেশি ব্যাটাদের হয়ে সেঞ্চুরির খরা মেটালেন এই উইকেটকিপার ব্যাটার। ২০২০ সালে বাংলাদেশ দল পাকিস্তান সফরে গেলেও কেউ সেঞ্চুরির দেখা পাননি আর সেই সফরে যাননি মুশফিক।

শুধু যে পাকিস্তানের মাটিতে বাংলাদেশের ব্যাটার হয়ে খরা কাটিয়েছেন তা নয়। এই শতকের মধ্য দিয়ে তিনি টপকে গেছেন সতীর্থ তামিম ইকবালকেও। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে টেস্টে ১২টি সেঞ্চুরি নিয়ে সবার ওপরে আছেন মুমিনুল। দ্বিতীয়তে মুশফিক। আজ তিনি টপকে গেছেন ১০টি সেঞ্চুরির মালিক তামিমকে।

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে তামিম ইকবালের পর আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিক। গতকালই সেই মাইলফলক স্পর্শ করার পর তিনি আজ ছাড়িয়ে গেলে ১৫১৯২ রান নিয়ে সবার ওপরে অবস্থান করা তামিম ইকবালকে। একদিনে দুইবার টপকে গেলেন তামিমকে এই উইকেটকিপার ব্যাটার।

মুশফিককে প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও দেশটির ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান রমিজ রাজা। তিনি বলেছিলেন, ‘মুশফিক বাংলাদেশ দলের সব চাপ শুষে নিচ্ছে। সে এভাবে ব্যাটিং করে গেলে বাংলাদেশ এই টেস্টকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বানিয়ে ফেলতে পারে।’

চা-বিরতি মুশফিক-মিরাজের ব্যাটে ৪৭ রানের লিড

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ০৪:০৫ পিএম
আপডেট: ২৪ আগস্ট ২০২৪, ০৪:০৬ পিএম
মুশফিক-মিরাজের ব্যাটে ৪৭ রানের লিড
ছবি : সংগৃহীত

বাংলাদেশকে এগিয়ে নিচ্ছে মুশফিক-মিরাজের ব্যাট। ক্যারিয়ারের এগারোতম শতকের পর পেরিয়ে গেছেন দেড় শ রানও। তাকে সঙ্গ দিচ্ছেন মেহেদী হাসান মিরাজও, তিনিও পেয়েছেন অর্ধশতকের দেখা।

দুইজনের মিলে পার করেছেন ১৫০ রানের জুটি। চা বিরতির আগে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৪৯। আর বাংলাদেশের লিড ৪৭ রান।

বিরতিতে যাওয়ার আগে মুশফিক অপরাজিত ছিলেন ১৭৩ রানে। আরও একটি ডাবল সেঞ্চুরির কাছাকাছি আছেন এই উইকেটকিপার ব্যাটার।

মেহেদী হাসান মিরাজ অর্ধশতকের দেখা পাওয়ার পর মধ্যাহ্ন বিরতির আগে মিরাজ অপরাজিত ছিলেন ৫০ রানে। এই সেশনে কোনো উইকেট হারায়নি বাংলাদেশ।

সাকিবকে দেশে ফেরাতে আইনি নোটিশ

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ০২:৩৩ পিএম
সাকিবকে দেশে ফেরাতে আইনি নোটিশ
ছবি : সংগৃহীত

অতিসম্প্রতি হত্যা মামলা দায়ের করা হয়েছে সাকিব আল হাসানের ওপর। যদিও সাকিব রয়েছেন দলের সঙ্গে পাকিস্তানে টেস্ট সিরিজে ব্যস্ত। এমন অবস্থায় তাকে দল থেকে বাদ দিয়ে দেশে ফিরিয়ে আনার জন্য আইনি নোটিশ দিয়েছে এক আইনজীবী।

শনিবার (২৪ আগস্ট) এ আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম।

সাকিবের আল হাসানের বিরুদ্ধে ক্রিমিনাল মামলা রেকর্ড করা হয়েছে বলে তিনি দলের থাকার যোগ্যতা হারিয়েছেন আইসিসির নিয়ম অনুযায়ী, এমনটা জানিয়ে তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনার কথা জানান সেই আইনজীবী। 

শেখ হাসিনা সরকারের পতনের পর সেই সরকারের সাবেক সংসদ সদস্যদের নামে বেশকিছু মামলা হয়েছে। গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে তার বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। সেই মামলায় ২৮ নম্বর আসামী করা হয় বাংলাদেশের এই অলরাউন্ডারকে।

সেই হত্যার ঘটনায় মামলার বাকি আসামিরা হলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৫৬ জন। এ ছাড়া অজ্ঞাত ৫০০ জনকে আসামি করা হয়েছে।