গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে একটি পোশাক কারখানার ছাঁটাইকৃত শ্রমিকরা পুনরায় চাকরিতে নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন।
বুধবার (৪ ডিসেম্বর) কোনাবাড়ী বিসিক শিল্পনগরীর রেজাউল অ্যাপারেলস প্রাইভেট লিমিটেড কারখানার ছাঁটাই করা ৮৭ জন শ্রমিক পুনরায় চাকরিতে নিয়োগের দাবিতে সকাল থেকে কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এতে কারখানার কার্যক্রম ব্যাহত হয় এবং পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে ওঠে। নিরাপত্তার স্বার্থে কারখানা ছুটি ঘোষণা করে দেয় কর্তৃপক্ষ।
জানা যায়, কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে গতকাল মঙ্গলবার ৮৭ জন শ্রমিককে ছাঁটাই করা হয়। আজ সকালে কাজে যোগ দিয়ে শ্রমিকরা বিষয়টি জানতে পারেন। এরপরই তারা পুনরায় চাকরিতে নিয়োগের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন।
শ্রমিকরা জানান, কিছুদিন আগে কোনো পূর্বঘোষণা ছাড়াই কারখানা কর্তৃপক্ষ তাদের ছাঁটাই করায় পরিবার নিয়ে চরম আর্থিক সংকটে পড়েছিল। ছাঁটাই প্রক্রিয়া অন্যায় এবং শ্রম আইন লঙ্ঘন করা হয়েছে। তাই শ্রমিকরা তাদের পুনর্নিয়োগের দাবিতে কারখানার সামনে স্লোগান দিতে থাকেন।
কারখানা কর্তৃপক্ষ জানায়, শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের সব পাওনাদি পরিশোধ করা হয়েছে। কিন্তু পুনরায় তাদের নিয়োগের দাবিতে তারা বিক্ষোভ করছেন। যে কারণে নিরাপত্তার স্বার্থে কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।
গাজীপুর শিল্প-পুলিশ-২-এর কোনাবাড়ী জোনের পুলিশ পরিদর্শক মোর্শেদ জামান জানান, সকাল থেকেই ছাঁটাই হওয়া শ্রমিকরা কারখানার মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রমিকদের সঙ্গে এবং কারখানা কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা করেছে শিল্প-পুলিশ। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। কারখানা আগামীকালের (বুধবার) জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।