পরিচ্ছেদ: সাত
ব্যঞ্জনধ্বনি
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. বাপ্রত্যঙ্গের ঠিক যে জায়গায় বাতাস বাধা পেয়ে ব্যঞ্জনধ্বনি সৃষ্টি হয়, সেই জায়গাটি হলো ব্যঞ্জনের-
ক. উচ্চারণ স্থান
খ. উচ্চারণ প্রকৃতি
গ. ধ্বনি সৃষ্টি
ঘ. ধ্বনি প্রকৃতি
২. দন্ত্য ব্যঞ্জনধ্বনির মুখ্য বাপ্রত্যঙ্গ কোনটি?
ক. নিচের ঠোঁট খ. আলজিভ
গ. জিভের ডগা ঘ. দাঁত
৩. কোন ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা উপরের পাটির দাঁতের গোড়ার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে?
ক. ওষ্ঠ্য ব্যঞ্জন খ. দন্ত্য ব্যঞ্জন
গ. দন্ত্যমূলীয় ব্যঞ্জন ঘ. মূর্ধন্য ব্যঞ্জন
৪. তালব্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ আছে কোন শব্দে?
ক. শসা খ. ঘাস
গ. কল ঘ. দল
৫. পার্শ্বিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ কোনটি?
ক. ল খ. গ
গ. হ ঘ. জ
৬. কোনটি তাড়িত ব্যঞ্জনের উদাহরণ?
ক. ড় খ. গ গ. হ ঘ. জ
৭. কোনগুলো ঘোষ ব্যঞ্জন?
ক. ব, ভ খ. ত, দ
গ. গ, চ ঘ. স, হ
৮. ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহ কম থাকলে সেগুলোকে কী বলে?
ক. ঘোষ ধ্বনি
খ. অঘোষ ধ্বনি
গ. অল্পপ্রাণ ধ্বনি
ঘ. মহাপ্রাণ ধ্বনি
৯. কম্পিত ব্যঞ্জনের উপস্থিতি আছে কোন শব্দে?
ক. বড় খ. চানাচুর
গ. হঠাৎ ঘ. দন্ত্য
১০. উচ্চারণস্থান অনুযায়ী ‘শ’ কেমন ধ্বনি?
ক. মূর্ধন্য খ. তালব্য
গ. দন্ত্য ঘ. কণ্ঠ্য
১১. কোন বর্গের বর্ণগুলো দন্তমূলীয়?
ক. ত বর্গ খ. ট বর্গ
গ. ক বর্গ ঘ. হ বর্গ
১২. ‘প’ বর্গীয় ধ্বনিগুলোর উচ্চারণ স্থান অনুযায়ী নাম কী?
ক. কণ্ঠ্য ধ্বনি খ. মূর্ধন্য ধ্বনি
গ. তালব্য ধ্বনি ঘ. ওষ্ঠ্যধ্বনি
১৩. জিভের ডগা উপরের পাটির দাঁতে লেগে কোন ব্যঞ্জন ধ্বনি উৎপন্ন হয়?
ক. ওষ্ঠ্য ব্যঞ্জন খ. মূর্ধন্য ব্যঞ্জন
গ. তালব্য ব্যঞ্জন ঘ. দন্ত্য ব্যঞ্জন
১৪. নিচের কোনগুলো দন্ত্য ব্যঞ্জন ধ্বনির উদাহরণ?
ক. ক, খ, গ, ঘ খ. প, ফ, ব, ভ
গ. ত, থ, দ, ধ ঘ. ণ, ন, ম, ড়
১৫. জিভের ডগা উপরের পাটির দাঁতের গোড়ার সঙ্গে লেগে কোন ব্যঞ্জন ধ্বনি উৎপন্ন হয়?
ক. দন্তমূলীয় ব্যঞ্জন খ. মূর্ধন্য ব্যঞ্জন
গ. তালব্য ব্যঞ্জন ঘ. দন্ত্য ব্যঞ্জন
১৬. নিচের কোনগুলো দন্তমূলীয় ব্যঞ্জন ধ্বনির উদাহরণ?
ক. ক, খ, গ, ঘ
খ. প, ফ, ব, ভ
গ. ন, র, ল, স
ঘ. ণ, ন, ম, ড়
১৭. উচ্চারণ স্থান অনুযায়ী ড, ঢ, ড়, ঢ় কী ধ্বনি?
ক. তালব্য ধ্বনি
খ. কণ্ঠনালীয় ধ্বনি
গ. মূর্ধন্য ধ্বনি
ঘ. কণ্ঠ ধ্বনি
১৮. জিভের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে কোন ব্যঞ্জন ধ্বনি উৎপন্ন হয়?
ক. ওষ্ঠ্য ব্যঞ্জন
খ. মূর্ধন্য ব্যঞ্জন
গ. তালব্য ব্যঞ্জন
ঘ. দন্ত্য ব্যঞ্জন
১৯. নিচের কোন শব্দগুচ্ছে তালব্য ব্যঞ্জনের উদাহরণ রয়েছে?
ক. রাত, দিন, লাল, সালাম
খ. কাকা, বাঘ, কচি, ব্যাঙ
গ. চাল, জাল, ঝাল, শসা
ঘ. ভাল, খালা, বালা, কলা
২০. জিভের পেছনের অংশ নরম তালুর সঙ্গে বায়ুপথের বাধা সৃষ্টি করে কী ধ্বনি উৎপন্ন হয়?
ক. তালব্য ধ্বনি
খ. কণ্ঠনালীয় ধ্বনি
গ. মূর্ধন্য ধ্বনি
ঘ. কণ্ঠ্য ধ্বনি
২১. ক, খ, গ, ঘ কোন ব্যঞ্জন ধ্বনির উদাহরণ?
ক. তালব্য ধ্বনি
খ. কণ্ঠনালীয় ধ্বনি
গ. মূর্ধন্য ধ্বনি
ঘ. কণ্ঠ্য ধ্বনি
২২. কণ্ঠনালীয় ব্যঞ্জনধ্বনি উচ্চারণের মুখ্য বাকপ্রত্যঙ্গ কোনটি?
ক. জিভের ডগা
খ. নিচের ঠোঁট
গ. ধ্বনিদ্বারের দুটি পাল্লা
ঘ. দন্তমূল
২৩. নিচের কোনটি কণ্ঠনালীয় ব্যঞ্জনের উদাহরণ?
ক. হ খ. জ গ. উ ঘ. ফ
২৪. দুটি বাকপ্রত্যঙ্গ পরস্পর সংস্পর্শে এসে বায়ুপথে বাধা সৃষ্টি করে উৎপন্ন ধ্বনি-
ক. স্পৃষ্ট ব্যঞ্জন
খ. উষ্ম ব্যঞ্জন
গ. নাসিকা ব্যঞ্জন
ঘ. কম্পিত ব্যঞ্জন
উত্তর: ১. ক, ২. গ, ৩. গ, ৪. ক, ৫. ক, ৬. ক, ৭. ক, ৮. গ, ৯. খ, ১০. খ, ১১. ক, ১২. ঘ, ১৩. ঘ, ১৪. গ, ১৫. ক, ১৬. গ, ১৭. গ, ১৮. গ, ১৯. গ, ২০. ঘ, ২১. ঘ, ২২. গ, ২৩. ক, ২৪. ক।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর