বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর সদর দপ্তরে উদ্বোধন করা হলো ‘নাফিসা হোসাইন মারওয়া শিশু দিবাযত্ন কেন্দ্র’।
মঙ্গলবার (৫ নভেম্বর) বেবিচক কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে এই কেন্দ্রের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সচিব নাসরীন জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচক এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।
শিশু দিবাযত্ন কেন্দ্রটি শহিদ নাফিসা হোসাইন মারওয়ার নামে নামকরণ করা হয়েছে, যিনি সাহসিকতার সঙ্গে জুলাই-আগস্ট বিপ্লবে অংশগ্রহণকালে ৫ আগস্ট সাভারে গুলিতে শহিদ হন। তিনি সাহাজ উদ্দিন সরকার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন।
এই কেন্দ্রের মাধ্যমে বেবিচক কর্মরত কর্মকর্তা/কর্মচারীরা, তাদের সন্তানদের নিরাপদ ও আরামদায়ক পরিবেশে রাখতে পারবেন, যা তাদের কর্মক্ষেত্রে আরও মনোযোগী হতে সহায়তা করবে। ৬ মাস থেকে ৩ বছর বয়সী ৩০ জন শিশু এই ডে-কেয়ার সেন্টারে থাকার সুযোগ পাবে। এখানে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য রয়েছে সাউন্ডলেস স্লিপিং এরিয়া, প্লে-জোন, ব্রেস্ট ফিডিং কর্নার, ফুড জোন, রিডিং জোন এবং টেলিভিশন।
এ ছাড়াও, শিশুদের সেবা ও সুরক্ষার জন্য রয়েছে ওভেন, ফ্রিজ, শিশুদের উপযোগী ওয়াশরুম, গিজার, ওয়াটার পিউরিফায়ার, রাইডস এবং খেলনা। শিশুদের সার্বিক তত্ত্বাবধান নিশ্চিত করতে কেন্দ্রটিতে পর্যাপ্তসংখ্যক কর্মী ও প্রাক-প্রাথমিক শিক্ষকের ব্যবস্থাও রাখা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহিদ নাফিসা হোসাইন মারওয়ার বাবা ও বোন, জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুগ্ধের ভাই স্নিগ্ধ, বেবিচক এর সদস্য (পরিচালনা ও পরিকল্পনা), সদস্য (প্রশাসন), সদস্য (এটিএম), সদস্য (অর্থ), সদস্য (নিরাপত্তা), সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস), বেবিচক ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাসহ গণমাধ্যম কর্মীরা।
তিথি/এমএ/