ময়মনসিংহের নান্দাইলে বাসচাপায় এক ইজিবাইকচালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যাত্রী।
শনিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পৌর সদরের মৎস্য খামারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নান্দাইলের সাভার এলাকার ইজিবাইকচালক রহমত উল্লাহ্ (৪৬) ও পৌরসভার ঝালুয়া মধ্যপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে হাবিব উল্লাহ্ (২২)।
নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেছেন।
খোরশেদ আলম বলেন, নান্দাইল পুরাতন বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে ঝালুয়ার দিকে যাচ্ছিল ইজিবাইকটি। মৎস্য খামারের কাছে পৌঁছাতেই বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি বাসচাপা দিলে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে গুরুতর আহত অবস্থায় চালকসহ চার যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসক তাদেরকে ময়মনসিংহ মেডিকেলে পাঠান। পরে ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার পথে হাবিব উল্লাহ্ এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইজিবাইক চালক রহমত উল্লাহ্ মারা যান।
তিনি বলেন, আহত নেজাতুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং আব্দুস সালাম ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন। দুমড়ে-মুচড়ে যাওয়া ইজিবাইকটি উদ্ধার করা হলেও বাসচালক পালিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কামরুজ্জামান মিন্টু/পপি/