দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। বলিউডেও কাজ করে পাচ্ছেন প্রশংসা। বরুণ ধাওয়ানের বিপরীতে ‘সিটাডেল: হানি বানি’তে অভিনয় করে সিনেমাপ্রেমী ও সমালোচকদের আলাদা নজর কেরেছেন এই অভিনেত্রী। তবে ব্যক্তি জীবনটা মোটেও ভালো যাচ্ছে না সামান্থার। ভালোবেসে বিয়ে করেছিলেন নাগা চৈতন্যকে। তবে হঠাৎ ভেঙে যায় সংসার। গত ৪ ডিসেম্বর বিয়ে করে নাগা আবার সংসারও শুরু করে দিয়েছেন। এদিকে সঙ্গীহীন সামান্থার আকাশ যেন কালো মেঘে ছেঁয়ে গেছে। আর তাই জীবনকে রঙিন করতে সঙ্গী খুঁজছেন সামান্থা। তবে এবার আর ভুল করতে চান না, সঙ্গীকে অবশ্যই বিশ্বস্ত ও যত্নশীল হতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামের এক পোস্টে এমনটিই তুলে ধরেছেন অভিনেত্রী।
ইন্সটাগ্রাম পোস্টে অভিনেত্রী ২০২৫ সালের জন্য বৃষ, কন্যা এবং মকর রাশির ব্যক্তিদের কেমন যাবে এমন একটি তথ্য তুলে ধরেছেন। ভবিষ্যদ্বাণী হিসেবে বছরটিকে এখানে দেখানো হয়েছে, ক্যারিয়ারের সাফল্য, আর্থিক স্থিতিশীলতা এবং ‘বিশ্বস্ত ও যত্নশীল সঙ্গী’ পাওয়ার বছর হিসেবে। কার্ডটি শেয়ার করে সামান্থা লিখেছেন ‘আমিন’। আর তা দেখে ভক্তদের বুঝার বাকি নেই তিনি আসলে নতুন কাউকে চাচ্ছেন।
ইন্সটাগ্রামে সামান্থার পরের পোস্টটি আরও ইঙ্গিপূর্ণ ছিল। ২০২৫ সালে নিজের জীবনকে অন্যভাবে গড়ে তুলবেন পোস্ট থেকে তা স্পষ্ট হয়েছে। তিনি লেখেন, ‘কিছু বছর জয়ের জন্য, কিছু বছর চরিত্র গঠনের জন্য।’
কয়েকদিন আগে আরেকটি পোস্টে তার পোষা কুকুর সম্পর্কে বলেন, ‘শাসা, তোমার ভালোবাসার তুলনা হয় না।’
হাসান