
বাবুল চৌধুরী পরিচালিত ও চিত্রা জহির প্রযোজিত চলচ্চিত্র ‘চাষীর মেয়ে’। সিনেমাটি ১৯৭৫ সালের ২০ জুন মুক্তি পায়। মুক্তির পাঁচ দশক উপলক্ষে আগামীকাল ২৬ জানুয়ারি রবিবার বেলা ৩টা ০৫ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে।
এতে অভিনয় করেছেন জনপ্রিয় জুটি শাবানা-আলমগীর। এ ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন- প্রবীর মিত্র, সুভাষ দত্ত, আনোয়ারা, টেলি সামাদ প্রমুখ।
সিনেমাটির কাহিনি লিখেছেন সাঈদুর রহমান সাঈদ, সংলাপ রচয়িতা আশীষ কুমার লোহ। সংগীত পরিচালক সত্য সাহা, গীত রচনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন- সাবিনা ইয়াসমিন এবং সৈয়দ আবদুল হাদী। তখনকার সামাজিক প্রেক্ষাপটে চিত্রায়িত রোমান্টিক-প্রেমের অ্যাকশনধর্মী চলচ্চিত্র এটি।
হাসান