চলমান যুদ্ধের কারণে সুদানে অবস্থিত বাংলাদেশ মিশনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
এক প্রশ্নের উত্তরে মুখপাত্র বলেন, ‘বর্তমানে বিশ্বের ৬০টি দেশে বাংলাদেশের মোট ৮১টি দূতাবাস, হাইকমিশন, স্থায়ী মিশন, কনস্যুলেট জেনারেল, উপহাইকমিশন, সহকারী হাইকমিশন রয়েছে। এই দেশগুলোতে বাংলাদেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, স্থায়ী প্রতিনিধিরা দায়িত্ব পালন করছেন। ভিয়েনা কনভেনশন অনুসারে রাষ্ট্রদূত, হাইকমিশনার, স্থায়ী প্রতিনিধি নিয়োগ করা হয়ে থাকে। বর্তমানে দুটি দেশে (বাহরাইন ও মরিশাস) নতুন রাষ্ট্রদূত নিয়োগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ওআইসিতে বাংলাদেশের স্থায়ী মিশন খোলার সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে চলমান যুদ্ধের কারণে সুদানে বাংলাদেশ মিশনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে।’
এক প্রশ্নের উত্তরে মুখপাত্র জানান, বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের শনাক্তকরণের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন এবং এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুনির্দিষ্ট তথ্য দিতে পারবে।
গতকাল বুধবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) মুখ্য সচিবের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। পররাষ্ট্রসচিবও এতে অংশ নেন। সভায় বিভিন্ন দেশের অবৈধ নাগরিকদের বিরুদ্ধে বাংলাদেশের বিদ্যমান আইনানুযায়ী অবিলম্বে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।