প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারস্পরিক সুবিধাজনক সময়ে আলাদাভাবে ভারতের নয়াদিল্লিতে একটি পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। তিনি বলেছেন, তখন বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই এবং কিছু গুরুত্বপূর্ণ চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে।
গত বৃহস্পতিবার রাতে এক অনুষ্ঠানের সাইডলাইনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রসচিব একথা জানান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পররাষ্ট্রসচিব বলেন, ‘আমরা একটি পৃথক সফর নিয়ে কাজ করছি। বর্তমান সফরটি একটি আনুষ্ঠানিক সফর, বিশেষ উপলক্ষ্যে এই সফর হচ্ছে। আমরা পরে একটি সময়সূচি ঠিক করব।’
নরেন্দ্র মোদির শপথ আগামী রবিবার অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে ও নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহালসহ বিশ্ব নেতারা যোগ দেবেন। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, শপথ অনুষ্ঠানে প্রায় আট হাজারেরও বেশি বিশিষ্টজন অংশ নেবেন।
এর আগে মোদি হাসিনাকে তার সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন এবং তিনি আমন্ত্রণ গ্রহণ করেছিলেন। নির্বাচনে জয়ের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উষ্ণ শুভেচ্ছার জন্য মোদি তাকে ধন্যবাদ জানান।
রিয়াজ/এমএ/