বলিউডের ‘ভাইজান’ সালমান খান। বর্তমানে তার নতুন সিনেমা ‘সিকান্দার’-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তবে সিনেমার বাইরেও তার ব্যক্তিগত জীবনও সিনেমার মতোই হয়ে গেছে। এই অভিনেতার জীবনে কালো মেঘের ছায়া ভর করেছে। কঠিন সময় যেন কাটছেই না তার। হত্যার হুমকিতে কাঁপছে সালমানের অন্তর। কিছুদিন আগেই সালমানের ঘনিষ্ঠ বন্ধু বাবা সিদ্দিকীকে হত্যার পর লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং থেকে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন বলিউড ভাইজান। এ কারণে সালমানের নিরাপত্তা জোরদার করা হয়েছে। কড়া নিরাপত্তার মধ্যেই শুটিং চালিয়ে যাচ্ছেন তিনি। কিছুদিন আগে সালমানের জন্য ৫ কোটি টাকা মুক্তিপণ দাবি করে মুম্বাই পুলিশের হোয়াটসঅ্যাপ নম্বরে একটি বার্তা এসেছিল। পরে আরেকটি নতুন বার্তায় ২ কোটি টাকা দাবি করা হয়।
সম্প্রতি আবারও হত্যার হুমকি পেলেন এই তারকা। তবে সালমানকে বেঁচে থাকতে হলে শুনতে হবে বিষ্ণোই গ্যাংয়ের কথা। লরেন্স বিষ্ণোইয়ের ভাই দাবি করা এক ব্যক্তি খুদে বার্তা পাঠিয়েছেন, যে সালমানকে মন্দিরে গিয়ে ক্ষমা চাইতে হবে অথবা ৫ কোটি টাকা দিতে হবে।
এবিপি লাইভের খবর অনুযায়ী, পুলিশ একটি বার্তা পেয়েছে যেখানে লেখা ছিল, ‘লরেন্স বিষ্ণোইয়ের ভাই বলছি। সালমান খান যদি বেঁচে থাকতে চান, তাহলে তাকে আমাদের (বিষ্ণোই সম্প্রদায়ের) মন্দিরে গিয়ে ক্ষমা চাইতে হবে বা ৫ কোটি টাকা দিতে হবে। তিনি যদি এটা না করেন তাহলে আমরা তাকে মেরে ফেলব। আমাদের গ্যাং এখনো সক্রিয় আছে।’
উল্লেখ্য, লরেন্স বিষ্ণোই এবং গোটা বিষ্ণোই সম্প্রদায় সালমানের ওপর একটি কালো হরিণ হত্যার অভিযোগে দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ। সালমান এমন কাণ্ড ঘটিয়েছিলেন রাজস্থানে ১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিংয়ের সময়। তখন বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং সালমানকে গ্রেপ্তারও করা হয়েছিল।
এরপর তাকে দোষী সাব্যস্ত করে পরবর্তী সময়ে জামিনে মুক্তি দেওয়া হয়। এ ঘটনার পর থেকেই সালমানকে হত্যার জন্য উঠেপড়ে লেগেছেন লরেন্স। কিছুদিন ধরেই নিয়মিত হত্যার হুমকি পাচ্ছেন সালমান।
হাসান