একের পর এক মৃত্যু হুমকি পাচ্ছেন বলিউড সুপারস্টার সালমান খান। কখনো ফোনে, কখনো চিঠিতে, আবার কখনো শুটিং ফ্লোরে ঢুকে সরাসরি সালমান খানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আর এ কারণেই বলিউড ভাইজানের নিরাপত্তা বাড়ানো হয়েছে। নিরাপত্তাজনিত কারণে কিনেছেন নতুন বুলেট প্রুফ গাড়িও। তারপরও যেন শঙ্কা কমছে না এই তারকার। কারণ এই হত্যার হুমকি দেওয়া হয়েছে লরেন্স বিষ্ণোইর গ্যাং থেকে।
এ জন্যই সালমান খানের নিরাপত্তা নিয়ে বেশ চিন্তিত তার পরিবার। তাই তো সালমানের জন্মদিন নিয়ে পরিবারের সদস্যরা নিয়েছেন বিশেষ সিদ্ধান্ত।
আগামী ২৭ ডিসেম্বর ৫৯তম বছরে পা দিতে যাচ্ছেন সালমান খান। গত বছরও এই দিনে মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে ছিল ভক্তদের ভিড়। বাবা সেলিম খানকে নিয়ে বাড়ির বারান্দায় এসেছিলেন বলিউড ভাইজান। ভক্তদের শুভেচ্ছা গ্রহণ করেছিলেন তিনি। এবার কি একই দৃশ্য দেখা যাবে? এই প্রশ্নের জবাবে সালমান খানের ভাই সোহেল খান জানান, একেবারে ঘরোয়াভাবেই ভাইজানের জন্মদিন পালন করা হবে। পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। হাতে গোনা কয়েকজন বন্ধুও আসবেন তাকে শুভেচ্ছা জানাতে। এখন নিরাপত্তার বড় কড়াকড়ি। তাই যা আয়োজন সবকিছু বাড়ির মধ্যেই হবে।
উল্লেখ্য, কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নাম জড়ানোর পর থেকেই লরেন্স বিষ্ণোইর নেতৃত্বাধীন বিষ্ণোই গ্যাংয়ের হুমকি পেয়ে আসছেন সালমান খান। রাজনীতিবিদ বাবা সিদ্দিকীর হত্যাকাণ্ডের পর থেকে এই আতঙ্ক আরও বেড়েই যাচ্ছে। শেষ পর্যন্ত দেখা যাক এবার সালমানের জন্মদিনের আয়োজন কতটা উৎসবমুখর হয়।
হাসান/মেহেদী