ঢাকা ২৩ আশ্বিন ১৪৩১, মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪

তারল্য সহায়তা পাবে ৩ ব্যাংক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫২ এএম
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৫ এএম
তারল্য সহায়তা পাবে ৩ ব্যাংক
তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে সহায়তা করবে বাংলাদেশ ব্যাংক। ছবি: খবরের কাগজ গ্রাফিকস

দুর্বল ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়াতে সহযোগিতা করতে বাংলাদেশ ব্যাংক নিজ দায়িত্বে তারল্য সুবিধা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। আপাতত তিন ব্যাংকের আবেদন পর্যালোচনা করছে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে রয়েছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। কোন ব্যাংক থেকে তারল্য সহায়তা নিয়ে দুর্বল ব্যাংকগুলোকে দেওয়া হবে তারও একটি প্রাথমিক তালিকা করা হয়েছে। এই তালিকায় প্রথমেই রয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। এ ছাড়াও আর্থিক অবস্থা ভালো এমন কয়েকটি বেসরকারি ব্যাংকও এ তালিকায় রয়েছে। আগামী দুই-তিন দিনের মধ্যেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে তারল্য সহায়তা চাওয়া ওই তিন ব্যাংকের প্রতিনিধিরা বৈঠক করেছেন। বৈঠক সূত্র জানায়, উল্লিখিত তিনটি ব্যাংক সুনির্দিষ্ট দাবি নিয়ে আবেদন করার পরিপ্রেক্ষিতে ব্যাংকগুলোর প্রতিনিধিদের ডাকা হয়েছিল। তাদের চাহিদা হাজার হাজার কোটি টাকা। কিন্তু প্রাথমিকভাবে পৃথক বৈঠকে তাদের বলা হয়েছে যে, প্রতিটি ব্যাংক যেন নিজস্ব ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্তৃক নিজেদের আর্থিক অবস্থা পর্যালোচনা করে বাস্তবতাকেন্দ্রিক তারল্য চাহিদার পরিমাণ নির্ধারণ করে নিয়ে আসে। তার আলোকে বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত দেবে কী পরিমাণ সহায়তা দেওয়া হবে।

ওই তিন ব্যাংকের একটির ব্যবস্থাপনা পরিচালক নাম প্রকাশ না করার শর্তে এই প্রতিবেদককে বলেন, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলে দিয়েছেন, বারবার তারল্য সুবিধা দেওয়া হবে না। তাই ঠিক কতটুকু অর্থ সহায়তা পেলে প্রতিটি দুর্বল ব্যাংক ঘুরে দাঁড়াতে পারবে তার আলোকে চাহিদাপত্র দিতে বলা হয়েছে।

বৈঠকের অপর একটি সূত্র জানায়, সম্প্রতি বেসরকারি একটি ব্যাংককে ১ হাজার কোটি টাকার বিশেষ তারল্য সুবিধা দেওয়া হয়েছিল। ব্যাংকটি ওই টাকা নিয়ে অনুমোদনহীন খাতে ব্যয় করে ফেলেছে। ওই টাকার কোনো হিসাব দিতে পারছে না ব্যাংকটি। এদিকে ব্যাংকটির তারল্য সংকট রয়েই গেছে। বাংলাদেশ ব্যাংক এমন অভিজ্ঞতার পুনরাবৃত্তি করতে চায় না বলে বার্তা দিয়েছে দুর্বল ব্যাংকগুলোকে। এখন যেহেতু বাংলাদেশ ব্যাংক নিজে দায় নিয়ে ব্যাংক খাতের উন্নয়নের উদ্দেশ্যে দুর্বল ব্যাংককে তারল্য সুবিধা দেবে, তাই অর্থের সঠিক ব্যবহারে ফোকাস করবে কেন্দ্রীয় ব্যাংক।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদার আত্মগোপনে চলে যান। এরপর প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে গভর্নর হিসেবে নিয়োগ দেয়। নতুন গভর্নর ব্যাংক খাতের সংস্কারে মনোযোগ দেন। ইতোমধ্যে অনিয়ম-দুর্নীতির কারণে দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ বাতিল করে নতুন পর্ষদ নিয়োগ দেওয়া হয়েছে।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন আর্থিক প্রতিবেদনের সূত্র ধরে গভর্নর সাংবাদিকদের জানান মোট ১০টির মতো ব্যাংক আর্থিকভাবে দুর্বল অবস্থায় রয়েছে। এর মধ্যে উপরোল্লিখিত তিনটি ব্যাংকের সঙ্গে তারল্য সহায়তা নিয়ে আলোচনা চলমান রয়েছে। অপর সাতটি ব্যাংকের মধ্যে রয়েছে পদ্মা ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও কমার্স ব্যাংক।

এর মধ্যে অন্য সব ব্যাংকের পরিচালনা পর্ষদ থাকলেও পদ্মা ব্যাংকের তা নেই। এই ব্যাংকটিতে কোনো নগদ টাকা নেই। আমানতকারীরা চেক নিয়ে দফায় দফায় ব্যাংকটির বিভিন্ন শাখায় ধরনা দিয়েও নিজেদের টাকা তুলতে পারছেন না।

পদত্যাগী শেখ হাসিনা সরকারের শেষভাগে এসে দুর্বল ব্যাংকগুলোকে সবল ব্যাংকের সঙ্গে একীভূত করার উদ্যোগ নিলে এক্সিম ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার পদ্মা ব্যাংককে অ্যাকুইজিশন করার ঘোষণা দেন। এরপর বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে নিয়মানুযায়ী সম্পদ ও দায়দেনা হিসাব করতে নিরীক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু সরকার পতনের পর এ ব্যাপারে কোনো আপডেট পাওয়া যায়নি। ফলে পদ্মা ব্যাংক নিয়ে অনিশ্চয়তা আপাতত কাটছে না। অন্য দুর্বল ব্যাংকগুলোর চাহিদার ভিত্তিতে পর্যায়ক্রমে কেন্দ্রীয় ব্যাংক তারল্য সহায়তা দেবে বলে ঘোষণা রয়েছে।

ভ্যানচালক থেকে কোটিপতি!

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০২:৫০ এএম
আপডেট: ০৭ অক্টোবর ২০২৪, ১১:২৪ পিএম
ভ্যানচালক থেকে কোটিপতি!
মুসলেম মিয়া

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটিয়ারা গ্রাম থেকে বাবার সঙ্গে ৩৫ বছর আগে আখাউড়ায় আসেন মুসলেম মিয়া। শুরুতে ভাঙারি কুড়িয়ে বিক্রি করতেন। পরে ভ্যানগাড়ির ঠেলা শ্রমিকের কাজ এবং ভ্যানগাড়ি চালানোর কাজ করতেন মুসলেম। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে পেশা পরিবর্তন করে আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকায় মাদক বিক্রি শুরু করেন তিনি। হয়ে উঠেন স্টেশন এলাকার অপরাধ জগতের সিন্ডিকেট প্রধান। গড়ে তোলেন মাদক চোরাচালানের সাম্রাজ্য। এরপর ভাগ্যের চাকা ঘুরতে থাকে তার। মুসলেম থেকে হয়ে যান ‘মুসলেম ভাই’। 

ভ্যানচালক হিসেবে জীবিকা শুরু করলেও তিনি ছিলেন রেলওয়ে স্টেশন এলাকার অঘোষিত মাদক চোরাচালানের সম্রাট। কয়েক বছরের ব্যবধানে আলাদীনের চেরাগ পাওয়ার মতো রাতারাতি মুসলেম মিয়া বিপুল অর্থ-সম্পত্তির মালিক বনে যান। এরপর উপজেলা জাতীয় রিকশা-ভ্যান শ্রমিকলীগ নামে সংগঠনের সভাপতি হয়ে যান তিনি। উপজেলা পরিষদ সংলগ্ন ও কলেজপাড়ায় তার রয়েছে একাধিক বাড়ি ও জমি। 

স্থানীয় একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলা রিকশা-ভ্যান শ্রমিক লীগ নামে ভুঁইফোঁড় সংগঠনের সভাপতি হয়ে মুসলেম অল্পদিনেই ফুলেফেঁপে কলাগাছ হয়ে যান। নিজ খরচে আওয়ামী লীগের বিভিন্ন মিছিল-সমাবেশে বিপুলসংখ্যক কর্মী নিয়ে যেতেন বলে তার কদর ছিল বেশি। হয়ে উঠেন উপজেলা আওয়ামী লগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. তাকজিলর খলিফার আস্থাভাজন। তাই অল্প কিছুদিনের মধ্যেই আলোচনায় চলে আসেন মুসলেম। 

ক্ষমতার জোরে রেলওয়ে স্টেশন এলাকায় অবৈধভাবে জায়গা দখল করে রিকশা-ভ্যান শ্রমিক লীগের অফিস করেন। অভিযোগ আছে, ওই অফিসে বসেই মুসলেম স্টেশন এলাকার অপরাধ নিয়ন্ত্রণসহ ট্রেনে মাদক পাচার করতেন। কিছুদিন অবৈধভাবে বিদেশেও লোক পাঠাতেন এই রিকশা-ভ্যান শ্রমিকলীগ নেতা। 

বিভিন্ন সূত্রে জানা গেছে, মুসলেম মাত্র কয়েক বছরের মধ্যেই পৌরশহরের কলেজপাড়ায় ও উপজেলা কমপ্লেক্স সংলগ্ন এলাকায় দুটি পাকা বাড়ি করেছেন। একটিতে তিনি পরিবার নিয়ে থাকেন। আরেকটি ভাড়া দেওয়া হয়। এ ছাড়াও তার দুটি প্লট রয়েছে। গ্রামেও কয়েকটি চাষের জমি কিনেছেন। পৈতৃক ভিটায় করেছেন পাকা বিল্ডিং।

উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া জানান, মুসলেম রিকশা-ভ্যান শ্রমিক লীগের অফিসে বসেই ইয়াবা ব্যবসা করতেন। বড় নেতাদের মনোরঞ্জন দেওয়ার জন্য সেখানে মাঝে মাঝে নাচগানের আসর বসাতেন। মুসলেম তার মাদক ব্যবসা টিকিয়ে রাখতে আওয়ামী লীগের সভা সমাবেশে বিপুল সংখ্যক রিকশা ও ভ্যান শ্রমিকদের নিয়ে উপস্থিত থাকার পাশাপাশি নেতাদের টাকা-পয়সা দিয়ে খুশি রাখতেন। ১২ বছরের বেশি সময় তিনি এভাবেই মাদক ব্যবসা করে আসছিলেন।

গত ৫ আগস্ট সরকারের পতন হলে মুসলেমও গা ঢাকা দেন। গত শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে পৌরশহরের উপজেলা কমপ্লেক্স সংলগ্ন নিজ বাড়ি থেকে তাকে আটক করে। পরে রবিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করে পুলিশ। 

আখাউড়া থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ আবুল হাসিম খবরের কাগজকে বলেন, সরকার পতনের পর মারামারি, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনের ধারায় তার বিরুদ্ধে মামলা হয়। মুসলেম সেই মামলার এজাহারভুক্ত আসামি। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্রাফিকের দায়িত্ব পালন করা ৩ হাজার ৭০০ শিক্ষার্থী পাবেন সনদ

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০৩:২৮ পিএম
ট্রাফিকের দায়িত্ব পালন করা ৩ হাজার ৭০০ শিক্ষার্থী পাবেন সনদ
ট্রাফিকের দায়িত্ব পালন করা ৩ হাজার ৭০০ শিক্ষার্থী পাবে সনদ। ছবি: খবরের কাগজ

৫ আগস্ট সরকার পতনের পর দেশের ট্রাফিকব্যবস্থা নিয়ন্ত্রণে ছাত্রদের ভূমিকা দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে। সে সময় সড়কে দায়িত্ব পালনকারীদের স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ভোলা, যশোর, চট্টগ্রামসহ আরও কয়েকটি জেলায় পুলিশের পক্ষ থেকে দায়িত্ব পালনকারী শিক্ষার্থীদের সনদ দেওয়া হয়েছে। সনদ দেওয়ার জন্য ৩ হাজার ৭০০ শিক্ষার্থীর একটি তালিকা তৈরি করেছেন ঢাকা মহানগর পুলিশসহ ৬৪টি জেলার পুলিশ সদস্যরা। এই তালিকায় রয়েছেন সাধারণ শিক্ষার্থীসহ বিএনসিসি, স্কাউটস, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

অভ্যুত্থানের সময় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের স্থাপনায় হামলা হয়। নিরাপত্তাহীনতার কথা বিবেচনা করে সে সময় অনেক ট্রাফিক পুলিশ সড়কে দায়িত্ব পালন করা থেকে বিরত থাকে। এতে সড়কে যানজট দেখা দেয়। ভোগান্তির মধ্যে পড়েন পথচারীরা। এ সময় সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় এগিয়ে আসেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গলায় স্ব-স্ব প্রতিষ্ঠানের আইডি কার্ড ঝুলিয়ে হাতে ছোট লাঠি নিয়ে তারা সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন। 

রোদ, ঝড়-বৃষ্টি উপেক্ষা করে তাদের এই দায়িত্ব পালনের বিষয়টি দেশে ও বিদেশে ব্যাপকভাবে প্রশংসিত হয়। দেশের নাগরিকদের কষ্টের কথা বিবেচনা করে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে শিক্ষার্থীদের এই দায়িত্ব পালনকে যথেষ্ট সুনজরে দেখছেন পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের ডিআইজি (অপারেশন্স) মো. রেজাউল করীম রবিবার (৬ অক্টোবর) খবরের কাগজকে জানান, ‘যে শিক্ষার্থীরা সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন তাদের সনদ দেওয়া হবে।’

এ বিষয়ে ট্রাফিকের মিরপুর বিভাগের এডিসি ইয়াসমিন ফেরদৌস বলেন, ‘মিরপুরের বিভিন্ন সড়কে ট্রাফিক পুলিশের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী দায়িত্ব পালন করছেন। কিছুদিন আগেও তাদের খণ্ডকালীন ভলান্টিয়ার হিসেবে কাজের জন্য আবেদন করতে বলা হয়েছিল। অনেক শিক্ষার্থীর সাড়া পাওয়া গিয়েছিল। পরে সে উদ্যোগ আর এগোয়নি।’

পুলিশের একাধিক দায়িত্বশীল কর্মকর্তার সূত্রে জানা গেছে, ৫ আগস্ট সড়ক থেকে ট্রাফিক পুলিশ চলে যায়। প্রায় ছয় দিন পর তারা দায়িত্বে ফিরে আসে। ওই সময় ট্রাফিকের দায়িত্ব পালন করেন সাধারণ শিক্ষার্থীরা। গত ১১ আগস্ট স্বরাষ্ট্র উপদেষ্টা (তৎকালীন) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন রাজারবাগে এক অনুষ্ঠানে বলেন, ট্রাফিকের কাজ করা শিক্ষার্থীদের সার্টিফিকেট দেওয়া হবে। এর পর থেকে এ নিয়ে কাজ শুরু হয়। গত ১৩ আগস্ট ভোলা জেলার পুলিশ সুপার মাহিদুজ্জামানের পক্ষ থেকে শিক্ষার্থীদের সনদ দেওয়া হয়। 

সূত্র জানায়, ঢাকার বাইরে জেলা পুলিশ সুপারদের তত্ত্বাবধানে সড়কে দায়িত্ব পালনকারী শিক্ষার্থীদের আলাদা একটি তালিকা তৈরি করা হয়েছে। কেউ যেন দায়িত্ব পালন না করে সনদের অধিকারী হতে না পারেন, সেদিকে খেয়াল রাখা হচ্ছে। সনদ দেওয়ার ক্ষেত্রে ভিডিও ফুটেজ, সেলফি ও গণমাধ্যমে প্রকাশিত ছবিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। পাশাপাশি তথ্য সংগ্রহে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতা নিচ্ছে পুলিশ।

ডিমের বাজারে নৈরাজ্য, ২০ দিনে লুটপাট ১৬০ কোটি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ১২:৪৩ পিএম
আপডেট: ০৭ অক্টোবর ২০২৪, ১২:৪৫ পিএম
ডিমের বাজারে নৈরাজ্য, ২০ দিনে লুটপাট ১৬০ কোটি
খবরের কাগজ গ্রাফিকস

‘ডিমের ডজন ১৮০ টাকা। কম দাম হবে না। কারণ আড়তেই বেশি দাম।’ রাজধানীর তেজগাঁও স্টেশন রোডের জলিল ভ্যারাইটি স্টোরের স্বত্বাধিকারী আব্দুল কুদ্দুস খুচরা বিক্রির সময় এভাবেই ক্রেতাকে বেশ ঝাঁজের সঙ্গে ডিমের বাড়তি দামের কথা জানান। এ সময় সেখানে উপস্থিত ক্রেতারা ক্ষুব্ধ হয়ে বলেন, ওপর থেকেই দাম বাড়ছে। সরকার দাম বেঁধে দেওয়ার পরও প্রতিদিন বাড়ছে। অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্থ হয়েছে।

তেজগাঁওয়ে ‘বিক্রমপুর ডিমের আড়ত’-এর পাশেই এই দামে বিক্রি হচ্ছিল ডিম। আড়তদার জুবায়েরের অভিযোগ, বেশি দামে কেনা। তাই প্রতিটি ডিম ১৩ টাকা ১০ পয়সা দরে বিক্রি করতে হচ্ছে। সে হিসাবে এই আড়তে এক ডজন ডিমের দাম ১৫৭ টাকা ২০ পয়সা। অন্যদিকে কারওয়ান বাজারের খুচরা বিক্রেতা রাফসান জাহান বলেন, আড়ত থেকে প্রতি পিস কিনতে হয়েছে ১৩ টাকা ৬০ পয়সা দরে। 

খামারিরা বলছেন, নিয়মের তোয়াক্কা না করে ডিম উৎপাদনের সঙ্গে যুক্ত করপোরেট সিন্ডিকেট প্রতিদিন সরকার-নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডিম বিক্রি করছে। সরকারের নির্ধারিত দামে খুচরা পর্যায়ে ডিমের দাম হওয়ার কথা ১৪৪ টাকা ডজন। তবে আড়তেই করপোরেট সিন্ডিকেট বেশি দামে ডিম বিক্রি করায় খুচরায় ডিমের দাম পড়ছে প্রায় ১৮০ টাকা ডজন। এভাবে বেশি দামে বিক্রি করে গত ২০ দিনে ভোক্তাদের পকেট থেকে ১৬০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে মামলা হওয়ার পরও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় ভোক্তাদের পকেট কাটা থামছে না। এখনই কঠোরভাবে দাম নিয়ন্ত্রণ না করতে পারলে বাজার আরও অস্থির হবে। ডিম ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট করপোরেট ব্যবসায়ী, আড়তদার, খামারি, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।

এক বছর ধরে ডিমের দাম বাড়ছে। বাধ্য হয়ে সরকার দাম বেঁধে দেয়। গত ১৫ সেপ্টেম্বর প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ রেয়াজুল হকের সই করা চিঠিতে সংশ্লিষ্টদের ডিমের দাম ডজনে ১৪৪ টাকা বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে জানানো হয়, কৃষি বিপণন অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর এবং পোলট্রিসংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠানের নেতাদের সমন্বয়ে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মতামতের ভিত্তিতে কৃষি বিপণন অধিদপ্তর ২০২৪ সালের মুরগি (সোনালি ও ব্রয়লার) ও ডিমের যৌক্তিক মূল্য নির্ধারণ করেছে। 

এ ব্যাপারে জানতে চাইলে মোহাম্মদপুরের টাউন হল বাজারের ডিম বিক্রেতা কামাল হোসেন এ প্রতিবেদককে বলেন, ‘ডিমের ডজন ১৭০ টাকা।’ এই বাজারের অন্য ডিম ব্যবসায়ীরাও বলেন, ‘প্রতিদিন বাড়ছে ডিমের দাম। আড়তেই বাড়ছে। সে ক্ষেত্রে আমরা কী করব।’ 

ডিমের দাম প্রসঙ্গে কারওয়ান বাজারের বিক্রেতা রাফসান জাহান ক্যাশ মেমো দেখিয়ে বলেন, শনিবার ১৩ টাকা ২০ পয়সা পিস কেনা হয়েছে। গতকাল তা ১৩ টাকা ৬০ পয়সা কিনতে হয়েছে। তাই বেশি দামেই বিক্রি করতে হচ্ছে। এক ডজনে ৬ টাকা লাভ হয়। হাতিরপুল বাজারের খুচরা বিক্রেতাদেরও একই অভিযোগ, আড়ত থেকেই কিনতে হচ্ছে বেশি দামে।

কারওয়ান বাজারের ডিম বিক্রেতা রাফসানের দোকানে ডিম কেনার সময় নাঈম উদ্দীনসহ আরও দুজন ছাত্র বলেন, ‘লেখাপড়া শেষ করে চাকরি পাওয়ার আশায় ঢাকায় অবস্থান করছি। সব জিনিসের দাম বাড়তি। কম দামের আমিষ ডিমের দামও হুহু করে বাড়ছে।’ 

খুচরা বিক্রেতাদের কথার সত্যতা যাচাই করতে গতকাল বিকেলে তেজগাঁও স্টেশন বাজার রোডে সরেজমিন গেলে দেখা যায়, অধিকাংশ আড়তের দোকানগুলোতে তালা মারা। গভীর রাত থেকে ভোরের মধ্যেই তারা বেচাকেনা শেষ করেন। 

তেজগাঁও ডিম আড়ত ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আমান উল্লাহ বলেন, ‘আড়তে প্রতি পিস ১৩ টাকা ১০ পয়সা দরে বিক্রি করা হচ্ছে। এর চেয়ে কমে বিক্রি করলে লোকসান করতে হবে। পিসে ১০ পয়সা লাভ করা হয়। দোকান ভাড়া, পরিবহন খরচও তো আছে। সরকারের বেঁধে দেওয়া দামে আমরা কিনতেই পারি না। তাহলে বিক্রি করব কীভাবে? গতকাল প্যারাগন, ডায়মন্ডসহ বিভিন্ন কোম্পানি ১১ টাকা ৫০ পয়সা থেকে ১২ টাকা পিস বিক্রি করেছে। তার পরও তাদের সেই ডিম আমরা পাই না।’

কী করলে ডিমের দাম কমবে? এমন প্রশ্নের উত্তরে এই ডিম ব্যবসায়ী দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে বলেন, ‘পাইকারি পর্যায়ে ১১ টাকা পিস বিক্রি করতে হবে। কার সঙ্গে কথা বলে সরকার এ দাম নির্ধারণ করেছে, তা আমরা জানি না। করপোরেটদের কথা শুনলে হবে না। ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠান ডায়মন্ডই তো ১২ টাকা পিস বিক্রি করছে। খামারে বেশি লাভ করা হয় না। তারা লোকসান দিয়ে ব্যবসা করছে। অনেক খামার বন্ধ হয়ে গেছে। অবশ্যই বাচ্চা ও খাদ্যের দাম কমাতে হবে।’

দেশের বিভিন্ন প্রান্তে খামারিদের উৎপাদিত ডিম ৮০ শতাংশ চাহিদা মেটায়। তার পরও করপোরেটরা বাজার নিয়ন্ত্রণ করছে। এ ব্যাপারে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার এ প্রতিবেদককে বলেন, ‘বাজারকে অস্থির করার জন্যই প্রাণিসম্পদ অধিদপ্তর ডিম ও মুরগির দাম নির্ধারণ করেছে। দাম নির্ধারণের সময় তারা আমাদের কোনো প্রতিনিধি রাখেনি। করপোরেটদের কথামতো এই দাম বেঁধে দিয়েছে। ফলে বাজারে কোনো প্রভাব নেই। বরং বেশি দামেই বিক্রি হচ্ছে। আমাদের খামারে ডিমের উৎপাদন খরচই ১০ টাকা ২৯ পয়সা। তাহলে কীভাবে ১০ টাকা ৫৮ পয়সা পিস বিক্রি করা যায়। কিন্তু করপোরেটদের উৎপাদন খরচ ৮ টাকা ৪০ পয়সা। তারা ১১ টাকা ৫০ পয়সা থেকে ১২ টাকা পিস বিক্রি করছে। তারা ইচ্ছামতো দাম বাড়িয়ে বা কমিয়ে খামারিদের নিঃস্ব করে দিচ্ছে। আবার আমাদের কাছে বেশি দামে খাদ্য ও মুরগির বাচ্চা বিক্রি করছে। অবশ্যই সরকারকে এই খাদ্য ও বাচ্চার দাম কমাতে হবে। না হলে বাজার আরও অস্থির হয়ে যাবে।’ 

অন্য এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, করপোরেট ব্যবসায়ীরা দেশের সব জায়গায় মোবাইলে মেসেজ দিয়ে দাম বেঁধে দেন। দাম কমলে ব্যবসায়ীরা ডিম হিমাগারে রাখছেন। দাম বাড়লে বিক্রি করছেন। সরকার নির্দেশ দিলে ১০ টাকা ৫৮ পয়সা দরে ডিম বিক্রি করতে তারা বাধ্য হবেন। কিন্তু করপোরেটরা উৎপাদক পর্যায়ে ১১ টাকা দরে বিক্রি করার কথা বললেও বাস্তবে ১১ টাকা ৫০ পয়সা থেকে ১২ টাকা ৫০ পয়সা দরে প্রতি পিস বিক্রি করছে। প্রতিদিন তারা ৪ কোটি ডিম বিক্রি করছে। এভাবে বেশি দামে বিক্রি করার মাধ্যমে তারা ২০ দিনে ১৬০ কোটি টাকা ভোক্তাদের পকেট থেকে হাতিয়ে নিয়েছে।’

এই সিন্ডিকেট গত বছরও এই সময়ে হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। প্রতিযোগিতা কমিশন তাদের বিরুদ্ধে গত বছরও মামলা করেছে। কিন্তু দৃষ্টান্তমূলক কোনো শাস্তি হয়নি। 

ডিমের বাড়তি দাম আদায় করার ব্যাপারে ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খবরের কাগজকে বলেন, ‘আমরা বাজারে চাহিদার মাত্র ২০ শতাংশ ডিম সরবরাহ করি। এটা দিয়ে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব না।’

এর আগে বেশি দাম রাখায় আপনাদের বিরুদ্ধে মামলা হলেও দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি, তাই সুযোগে ভোক্তাদের পকেট কাটছেন কি না- এমন অভিযোগের উত্তরে তিনি বলেন, ‘এই অভিযোগ সঠিক নয়। আসলে এই সময়ে ডিমের চাহিদা বেড়ে গেছে। কিন্তু এবার গরমে অনেক এলাকার খামার নষ্ট হয়ে গেছে। ফলে উৎপাদন কমে গেছে। আবার দেশি ভুট্টা, সয়াবিনসহ সবকিছুর দাম বেড়েছে। ডলারের দাম তো কমে না। তাই এ মুহূর্তে খাবারের দাম কমানো সম্ভব না।’

বিশ্ব শিশু দিবস ডিজিটাল ডিমেনশিয়ায় আক্রান্ত শিশুরা

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ১০:৪৪ এএম
আপডেট: ০৭ অক্টোবর ২০২৪, ১০:৪৬ এএম
ডিজিটাল ডিমেনশিয়ায় আক্রান্ত শিশুরা
খবরের কাগজ গ্রাফিকস

জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী ১৮ বছরের কম বয়সী সব মানুষই শিশু এবং বাংলাদেশও মেনে চলে এ সংজ্ঞা। সে অনুযায়ী দেশের প্রায় ৬০ শতাংশ শিশুর নিজস্ব মোবাইল ফোন রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স (এসভিআরএস) ২০২৩ জরিপে এ তথ্য উঠে এসেছে।

জরিপের তথ্য অনুযায়ী, দেশে ৫ বছর থেকে ১৫ বছর বয়সী মোট জনগোষ্ঠীর ৫৯.৯ শতাংশের নিজস্ব ব্যবহারের জন্য মোবাইল ফোন রয়েছে। আর এদের মধ্যে ৪৫ দশমিক ৭ শতাংশ ইন্টারনেট ব্যবহার করে।

বিশ্লেষকরা বলছেন, এদের অধিকাংশই জানে না নিরাপদ ও কার্যকরীভাবে মোবাইল ও ইন্টারনেট ব্যবহার সম্পর্কে। ফলে প্রতিদিনই শিশুদের মাঝে বাড়ছে ডিজিটাল ডিমেনশিয়া। এমন অবস্থায় ‘প্রতিটি শিশুর অধিকার, রক্ষা করা আমাদের অঙ্গীকার’ এই প্রতিপাদ্য নিয়ে দেশে আজ পালিত হচ্ছে বিশ্ব শিশু দিবস। 

ডিজিটাল ডিমেনশিয়া কী?
সম্প্রতি যুক্তরাষ্ট্রে এক গবেষণায় দেখা গেছে, সে দেশের ৯৫ শতাংশ শিশুই ডিজিটাল ডিমেনশিয়ায় ভুগছে। যেখানে বিশেষজ্ঞরা ডিজিটাল ডিমেনশিয়াকে সংজ্ঞায়িত করেছেন এভাবে- স্ক্রিনে অতিরিক্ত টাইম দেওয়ার ফলে অনেক সমস্যা দেখা দেয় যেমন- আচরণে পরিবর্তন, দুর্বল স্মৃতিশক্তি, ফোকাস করতে অক্ষমতা, আগ্রাসী আচরণ, বিরক্তিভাব, দুর্বল সামাজিক দক্ষতা, ক্লান্তি এবং কম ঘুম ও আত্মবিশ্বাসের অভাব। এগুলোকেই ডিজিটাল ডিমেনশিয়া বলা হচ্ছে। এ গবেষণা বলছে, বর্তমানে শিশুদের একটি ডিভাইস ব্যবহার করার গড় সময় দিনে ৭.৫ ঘণ্টা। কিছু কিছু কিশোরের ক্ষেত্রে এটি দিনে ৮-১২ ঘণ্টাও হয়ে যায়। আর ফোনের অত্যধিক ব্যবহার এবং তার ওপর নির্ভরশীল এসব বাচ্চারাই ডিজিটাল ডিমেনশিয়ার শিকার হচ্ছে। সেই কারণে স্মৃতিশক্তি নষ্ট হচ্ছে তাদের।

বাংলাদেশে বাড়ছে ডিজিটাল ডিমেনশিয়া
ডিজিটাল ডিমেনশিয়ার এসব লক্ষণ এখন বাংলাদেশের শিশুদের মধ্যে প্রবলভাবে দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, করোনার আগেও এ ধরনের সমস্যা নিয়ে তেমন শিশু আসত না মনোরোগ বিশেষজ্ঞ বা সংশ্লিষ্টদের কাছে। তবে এখন অভিভাবকরা যেমন ভুলে যাওয়া, বেশিক্ষণ মনোযোগ ধরে রাখতে না পারা ও দুর্বল সামাজিক দক্ষতার অভিযোগ নিয়ে শিশুদের নিয়ে আসছেন। 

এর কারণ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালমা আক্তার বলেন, মূলত তিনটি কারণে শিশুদের মধ্যে মোবাইলের ব্যবহার বেড়েছে। তার মধ্যে প্রথমটি হলো করোনাকালে অনলাইন স্কুলিং হওয়ায়, তখন অভিভাবকরা শিশুদের হাতে মোবাইল ফোন দিয়েছেন। সেই সময় শিশুরা মোবাইল নিজে ব্যবহারের সুযোগ পেয়েছে যা পরে আর পরিবর্তন করা হয়নি। অন্যটি হলো, অভিভাবকরা প্রচণ্ড ব্যস্ত থাকে এখনকার দিনে। কারণ তাদের চাকরি, বাসার কাজে সাহায্যকারী না থাকা, যৌথ পরিবারে না থাকা। ফলে তারা সময় দিতে পারছেন না সন্তানকে, তখন তারা শিশুদের ব্যস্ত রাখার জন্য তাদের হাতে মোবাইল তুলে দিচ্ছেন। এ ছাড়া যেহেতু অনেক বাচ্চাই এখন মোবাইল ব্যবহার করে, তাই সচেতন বাবা-মা যারা শিশুর হাতে মোবাইল দিচ্ছেন না তারাও এখন তার বাচ্চাদের কাছে চাপের মুখে পড়ছে যে তাদের বন্ধুরা মোবাইল ব্যবহার করছে কিন্তু সে কেন মোবাইল ব্যবহার করতে পারছে না। ফলে ওই অভিভাবকরাও বাচ্চাকে মোবাইল ব্যবহার করতে দিচ্ছেন। 

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক হেলাল উদ্দিন আহমেদ খবরের কাগজকে বলেন, ‘অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে মানসিক অসুস্থতা, যেমন উদ্বেগ এবং বিষণ্নতা আমাদের শিশুদের মধ্যে ছড়িয়ে পড়ছে। তথ্যপ্রযুক্তির এই যুগে স্মার্টফোন বা ডিজিটাল আসক্তি সবার মধ্যেই কমবেশি দেখা যায়। কখনো কাজ, তো কখনো সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, কখনো বা সিনেমা দেখা, কখনো আবার গেম খেলায় ঘণ্টার পর ঘণ্টা আসক্ত থাকে। যার ফলে শারীরিক এবং মানসিক উভয় স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব পড়ে। ফলে মস্তিষ্কের কাজ করার ক্ষমতা কমে যেতে থাকে। বিশেষ করে ডিজিটাল ডিভাইসের অত্যধিক ব্যবহারের ফলে অল্প বয়সীদের আক্রান্ত করছে ডিজিটাল ডিমেনশিয়ার মতো সমস্যা।

একাগ্রতা এবং ভুলে যাওয়ার সমস্যা বাড়ছে
অধ্যাপক হেলাল উদ্দিন আহমেদ খবরের কাগজকে বলেন, ‘করোনা পরবর্তী সময়ে আমাদের কাছে অভিভাবকরা শিশুদের মধ্যে বেশিক্ষণ কোনো বিষয়ে মনোযোগ ধরে রাখতে না পারা বা একাগ্রতা রাখতে না পারা এবং পড়ার কিছুক্ষণ পর বা কিছুদিন পরই তা ভুলে যাওয়ার অভিযোগ নিয়ে আসছেন।’ 

বিশেষজ্ঞরা জানান, স্ক্রিন টাইম দিনে তিন ঘণ্টার বেশি হলে তা আসক্তি হয়ে যায়। বিশেষ করে অনেকের স্ক্রিন টাইম ১২-১৫ ঘণ্টা, যা বেশ বিপজ্জনক। পাশাপাশি রাতে বেশি সময় স্মার্টফোন ব্যবহার করলে তা ঘুমের ওপরেও ক্ষতিকর প্রভাব ফেলছে। স্ক্রিনের নীল আলো মস্তিষ্ককে জাগ্রত রাখে এবং ঘুমের জন্য প্রয়োজনীয় মেলাটোনিন হরমোনের মাত্রা কমায়।

বাঁচার উপায়
এসব সমস্যা থেকে বাঁচার উপায় হিসেবে অধ্যাপক হেলাল উদ্দিন আহমেদ খবরের কাগজকে বলেন, ‘ঘুমানোর ১ ঘণ্টা আগে ডিজিটাল ডিটক্সের নিয়ম মেনে চলা উচিত। অর্থাৎ এ সময় কোনো ধরনের ডিজিটাল ডিভাইস ব্যবহার করা যাবে না। স্ক্রিন টাইম নির্ধারণের পাশাপাশি বিরতিও নিতে হবে। একজনকে ভার্চুয়াল জগৎ থেকে বেরিয়ে বন্ধু এবং পরিবারের সঙ্গে সময় কাটানো উচিত। আর সেই সঙ্গে নিয়মিত ৭-৮ ঘণ্টা ঘুমানো উচিত এবং স্ক্রিন টাইম ৩ ঘণ্টারও কম রাখা উচিত। তিনি আরও বলেন, উন্নত দেশগুলোতে শিশুরা মোবাইল ব্যবহার করে কিন্তু সেটি হয় ইতিবাচক ব্যবহার। আমাদের দেশের শিশুরাও যদি ইতিবাচক ব্যবহার করতে পারে তবে শিশুদের মোবাইল ব্যবহারে কোনো সমস্যা নেই। তবে মোবাইলের নিরাপদ, যৌক্তিক ও কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে। অর্থাৎ সে যে মোবাইল ব্যবহার করছে সেটি কতটা কার্যকরী হচ্ছে তার জন্য তা দেখতে হবে এবং কার্যকরী ব্যবহার তাকে শেখাতে হবে। পাশাপাশি শিশুটি মোবাইল ও ইন্টারনেট ব্যবহার করে নিজে বা অন্যকে ঝুঁকিতে ফেলছে কি না তাও তাকে শেখাতে হবে। পরিমিত ব্যবহার তাকে শেখাতে হবে যেন সে একটি নির্দিষ্ট সময় মোবাইল ব্যবহার করে। এবং সবচেয়ে বড় বিষয় অভিভাবকদেরকেও মোবাইলের ব্যবহারে পরিমিত হতে হবে।’ 

অনেকটা একই মত দিয়ে অধ্যাপক সালমা আক্তার খবরের কাগজকে বলেন, ‘স্কুলে মোবাইল ব্যবহারে যে রেস্ট্রিকশনটা আছে সেটা রাখা, এবং বাচ্চাদের জন্য হেলদি প্লে-টাইম বের করতে হবে। এ ছাড়া স্কুলেও যদি তাদের বিতর্ক, খেলা, ছবি আঁকা বা সাংস্কৃতিক কার্যক্রমের সঙ্গে যুক্ত করা যায় তাহলেও তাদের যোগাযোগের ক্ষমতা বৃদ্ধি পাবে। পাশাপাশি অভিভাবকদেরও বাচ্চাদেরকে বেশি সময় দিতে হবে, তাদের বাইরে খোলা জায়গায় খেলতে নিয়ে যেতে হবে।’ 

সীতাকুণ্ডের মামুনের ১০ বছরেই বিপুল সম্পদ

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০৯:৫৭ এএম
আপডেট: ০৭ অক্টোবর ২০২৪, ০৯:৫৭ এএম
সীতাকুণ্ডের মামুনের ১০ বছরেই বিপুল সম্পদ
এস এম আল মামুন

১০ বছর আগেও চট্টগ্রাম-৪ আসনের আওয়ামী লীগদলীয় সাবেক সংসদ সদস্য (এমপি) এস এম আল মামুনকে সীতাকুণ্ড জনপদে চিনত হাতে গোনা কিছু লোক। তার বাবা মরহুম আবুল কাশেম মাস্টার ছিলেন ওই আসনের সাবেক এমপি ও সংসদের সাবেক ডেপুটি স্পিকার। উপজেলা আওয়ামী লীগের সভাপতিও ছিলেন তিনি।

আল মামুন ছাত্রজীবনে ছাত্রলীগের তেমন কোনো বড় নেতা না হয়েও তার বাবার কল্যাণে উত্তর জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পান। এরপর থেকেই দলে মামুনের বন্দনা বাড়তে থাকে। শুরু থেকেই মামুন জনপ্রিয়তার বদলে দখলদার ও ক্যাডার বাহিনীর গডফাদার হিসেবে রাজনীতিতে আবির্ভূত হন। ২০১৪ সালে একতরফা কারচুপির নির্বাচনে তিনি সর্বপ্রথম উপজেলা পরিষদের চেয়ারম্যান হন। এরপর মামুনকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। যেদিকে চোখ গেছে শুধু দখল আর দখলের সাম্রাজ্য গড়েছেন তিনি। হিন্দুদের শ্মশান, সরকারি জমি, বন, অসহায় মানুষের জমি কোনোটিই দখলে নিতে বাদ রাখেননি। ২০১৯ সালেও তিনি আওয়ামী লীগের হাফ ডজন নেতাকে পেছনে ফেলে উপজেলা চেয়ারম্যানের আসন দখল করেন। মাত্র ১০ বছরের ফ্রন্টলাইন রাজনীতিতে তিনি হয়েছেন টাকার কুমির। গড়েছেন সম্পদের পাহাড়। 

গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে গা ঢাকা দিয়েছেন মামুন। তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় ও আদালতে হয়েছে ছাত্র-জনতার আন্দোলনকেন্দ্রিক হত্যা মামলা। 

কীভাবে মামুন টাকার কুমির হয়েছেন তা অনুসন্ধান শুরু করে খবরের কাগজ। তাতে উঠে এসেছে ভয়ংকর চিত্র। জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মামুন এমপি হলেও সময় পেয়েছেন মাত্র সাত মাস। এ কারণে অনেকেই বলেছেন, সুযোগের অভাবে এমপি হিসেবে মামুন তেমন সম্পদ গোছাতে পারেননি। মূলত, এক দশক উপজেলা চেয়ারম্যান থাকাকালেই সব সম্পদ গড়েছেন তিনি। 

অনুসন্ধানে আল মামুনের তিনটি নির্বাচনি হলফনামা আমাদের হাতে এসেছে। সেগুলো বিশ্লেষণে দেখা গেছে, বিগত সরকারের শেষ ১০ বছরে তার সম্পদ বেড়েছে কয়েক গুণ। ৫০০ কোটি টাকা খরচ করে কক্সবাজারে বিলাসবহুল পাঁচ তারকা হোটেল গড়েছেন তিনি। এ ছাড়া আছে একাধিক শিপইয়ার্ড, হোটেল, মোটেল, মদের বার, ট্রাক টার্মিনাল, ফিশিং ট্রলার, অভিজাত খুলশীতে বাড়িসহ নামে-বেনামে অসংখ্য ব্যবসা-বাণিজ্য। তিনি এসব গড়েছেন অবৈধ উপায়ে।
 
নির্বাচনি হলফনামায় মামুনের সম্পদ

আল মামুন ২০১৪ উপজেলা নির্বাচনে কাপ-পিরিচ মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। বিতর্কিত ও অংশগ্রহণবিহীন ওই নির্বাচনে উপজেলা চেয়ারম্যান হিসেবে প্রথমবারের মতো জনপ্রতিনিধি হন তিনি। সেবার তিনি হলফনামায় উল্লেখ করেন, তার নামে কোনো বাণিজ্যিক বা আবাসিক ভবন নেই। একই তথ্য তিনি ২০১৯ সালের ১৫ মার্চের উপজেলা পরিষদ নির্বাচনের সময়ও ঘোষণা দিয়েছেন। কিন্তু ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হফলনামা তিনি উল্লেখ করেছেন, তার নামে ৩ কোটি ২৯ লাখ টাকার ভবন আছে। অর্থাৎ চার বছরে তিনি এই সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া ২০১৯ সালে তিনি বাড়ি ও অ্যাপার্টমেন্টের মূল্য দেখিয়েছেন ৭০ লাখ টাকা। তবে ২০২৪ সালের নির্বাচনে সেটি কমিয়ে দেখান ৬২ লাখ ৪৩ হাজার টাকা। 

আবার ২০১৪ সালে নিজ নামে অকৃষি জমি ও অর্জনকালীন মূল্য দেখিয়েছেন ৫১ লাখ ৫৪ হাজার ৫৫০ টাকা, ২০১৯ সালে দেখিয়েছেন ১৯ লাখ ৮৬ হাজার টাকা। ২০২৪ সালে দেখিয়েছেন ৮৯ লাখ ৮৬ হাজার ৩০০ টাকা। 

১৪ সালে তার স্ত্রীর নামে কোনো অকৃষি জমি না থাকলেও ২০১৯ সালে এসে তার নামে হয়েছে ১ কোটি ১০ লাখ টাকার সম্পদ, যা ২০২৪ সালেও একই দেখানো হয়েছে। এতে বোঝা যায়, ২০১৪ সাল থেকে ২০১৯ সালে মামুনের সম্পদের পরিমাণ ক্রমান্বয়ে বেড়েছে। আগের দুবার তিনি কৃষিজমি না দেখালেও ২০২৪ সালের নির্বাচনি হলফনামায় দেখিয়েছেন ২ কোটি ৪৬ লাখ ৮৩ হাজার টাকা। 

২০১৪ সালে মামুনের বন্ড শেয়ার, ঋণপত্র ও কোম্পানির শেয়ার দেখিয়েছেন ৩৮ লাখ ৮৫ হাজার টাকা, যা তিনি ২০১৯ সালেও একই রেখেছেন। ২০১৪ সালে মোট স্থাবর ও অস্থাবর মিলে মোট সম্পদ ছিল ১ কোটি ৮৩ লাখ ৪৯ হাজার ৫৫০ টাকার। আর ওই বছর ব্যক্তিগত ও ব্যাংক লোন মিলে ঋণ দেখিয়েছেন ৯ কোটি টাকা। ২০১৯ সালে আয় দেখান ৯৩ লাখ ৫০ হাজার ৪০৬ হাজার। তিনি ও তার স্ত্রীর নামে অস্থাবর সম্পতি দেখান ৫ কোটি ৭৮ লাখ ২২ হাজার টাকার। তবে ২০২৪ সালে তার সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে কয়েক গুণ। এতে তার নামে আয় আছে ১ কোটি ৮০ লাখ ২৩ হাজার। আর অস্থাবর সম্পত্তি আছে ৬ কোটি ২৬ লাখ ১৪ হাজার ২১২ টাকা। আর স্ত্রীর নামে অস্থাবর সম্পত্তি আছে ৭ কোটি ৭২ লাখ ৮ হাজার টাকার। অথচ ২০১৯ সালে তার স্ত্রীর অস্থাবর সম্পদ ছিল ১ কোটি ৭৮ লাখ টাকার। ৫ বছরে সেটি বেড়ে হয়েছে ৭ গুণ। 

এ ছাড়া ২০২৪ সালের হলফনামায় মামুনের স্থাবর সম্পদ দেখানো হয়েছে ২৯ কোটি ৮২ লাখ ২২ হাজার ৩৬৫ টাকার। অথচ ২০১৯ সালে তার স্থাবর সম্পদ ছিল ৮৯ লাখ ৮৬ হাজার ৩০০ টাকার। অর্থাৎ কেবল পাঁচ বছরে তার স্থাবর সম্পদ বেড়েছে ২৮ গুণের বেশি। আশ্চর্যজনকভাবে ২০১৪, ২০১৯ ও ২০২৪ সালে তিনি যথাক্রমে ৯ কোটি, ৯ কোটি ৯২ লাখ ও ১০ কোটি ৪ লাখ ৯৪ হাজার টাকা ঋণ দেখিয়েছেন ব্যক্তি ও ব্যাংক লোন হিসেবে। 

এস এম আল মামুন নির্বাচনি হলফনামাও ছলচাতুরী করেছেন বলে অভিযোগ আছে। তার স্ত্রীর নামে দেখানো বেশির ভাগ সম্পত্তিই তার বলে গুঞ্জন উঠেছে। সচেতন রাজনৈতিক মহলের মতে, আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতার সম্পদের অনুসন্ধান করা জরুরি। দেশে ও বিদেশেও তার অনেক সম্পত্তি রয়েছে। 

কক্সবাজারে বিলাসবহুল হোটেল

২০১৯ সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর কক্সবাজারের সুগন্ধা বিচে মোটা অঙ্কে জমি কেনেন মামুন। এ জন্য তিনি মিরসরাইয়ের সাবেক এমপি রুহেলের সহযোগিতা নেন। এরপর সেখানে তিনি অত্যাধুনিক ও বিলাসবহুল পাঁচ তারকা হোটেল ‘গ্রিন ন্যাচার রিসোর্ট অ্যান্ড সুইটস’ তৈরির কাজ শুরু করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি সেই রিসোর্টের উদ্বোধন করেন। ওই সময় সীতাকুণ্ড থেকে দলীয় কয়েক শ নেতা-কর্মী নিয়ে সেখানে ভোজের আয়োজন করেন। সেই সময় তিনি তার ফেসবুকে লেখেন, ‘কক্সবাজারে আমার হোটেল উদ্বোধন করা হলো।’ 

খোঁজ নিয়ে জানা গেছে, মামুন যেই মানের রিসোর্ট গড়েছেন সেটি নির্মাণ করতে বর্তমানে ৫০০ কোটি টাকার মতো খরচ হতে পারে। এত বিলাসী হোটেল তৈরির জন্য তার এই টাকার উৎস কী, সেই প্রশ্ন তুলেছেন অনেকে। চট্টগ্রাম মহানগরের ফিনলে স্কয়ারে মামুনের নামে আছে দুটি দোকান। এ ছাড়া দুটি শিপইয়ার্ড এবং ট্রান্সপোর্ট ব্যবসা আছে মামুনের। 

বন ও পাহাড় দখলে মামুন 
২০২২ সালে মামুন সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় নড়ালিয়া মৌজায় উপকূলীয় বন বিভাগের ৫ একর জমি সাইনবোর্ড টাঙিয়ে ও খুঁটি গেড়ে দখল করেন। ওই সময় একটি গণমাধ্যম এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করলে তিনি ২ সাংবাদিককে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা দিয়ে চরম হয়রানি করেন। সে সময় বন বিভাগ তাকে দখল ছেড়ে দিতে নোটিশ করলেও তিনি বিষয়টিকে পাত্তাই দেননি। উল্টো বন কর্মকর্তাদের ধমকানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। 

এর আগে ২০০৮ সালে আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর মামুনের নেতৃত্বে তার সহযোগীরা সোনাইছড়ি উপকূলে হাজার হাজার গাছ কেটে দুটি শিপইয়ার্ড গড়ে তোলেন। এ ঘটনায় তখন কোনো থানায় মামলা হয়নি। পরে বন বিভাগ আদালতে মামুনসহ ১৩ জনের নামে মামলা করে। ওই মামলায় মামুন ২ নম্বর আসামি। এ ছাড়া উপজেলার জঙ্গল ছলিমপুরে মামুন ও তার ছোট ভাই এস এম আল নোমানের দখলে রয়েছে ১০ একর পাহাড়। সেখানে তার বিরুদ্ধে আছে ভূমিহীনদের কাছে সরকারি জমি প্লট আকারে বিক্রি ও একই প্লট একাধিকবার বিক্রির অভিযোগ। 

অন্যের জমি দখল করে ট্রাক টার্মিনাল

অভিযোগ আছে ফৌজদারহাটের আউটার লিংক রোড়ে কাট্টলী মৌজায় বিশাল আকৃতির জমি দখল করে সাগর থেকে বালু তুলে ভরাট করেন আল মামুন। তবে তিনি প্রভাবশালী হওয়াতে এখনো তার বিরুদ্ধে কেউ মুখ খুলছেন না। সেখানে তিনি এসএম ট্রাক টার্মিনাল নামে একটি ট্রাক ইয়ার্ড গড়ে তোলেন। এ ছাড়া ফৌজদারহাটে বাইপাসের মুখে মোবারক হোসেন নামে ঢাকার এক বাসিন্দার জায়গা দখল করে ট্রাক টার্মিনাল করেন মামুন। প্রায় ১৫ বছর সেই জমি দখলে রাখেন তিনি।

পরিবেশ ধ্বংসযজ্ঞে মামুন 

পরিবেশ হুমকির মুখে ফেলে বিনা অনুমতিতে অবৈধভাবে সাগর থেকে বালু উত্তোলন করেন মামুন। এ জন্য ২০২২ সালের ২৪ মার্চ তাকে ২০ লাখ টাকা জরিমানা করে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর। ওই সময়ে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মো. মুফিদুল আলম এ জরিমানা করেন। সে বছর পরিবেশ অধিদপ্তর ঘটনাস্থল পরিদর্শন করে মামুনের বিরুদ্ধে ৪০ লাখ ঘনফুট বালু উত্তোলন করার প্রমাণ পায়। 

কাজ না করেই কোটি টাকা উত্তোলন 

জুলাইয়ের মাঝামাঝিতে কোনো প্রকার কাজ না করেই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর থেকে এক কোটি টাকা তুলে নেন আল মামুন। তার পিএস সাইদুর রহমান মারুফ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছ থেকে ওই টাকা তুলে নিয়ে যান। জানা গেছে, প্রত্যেক আসনের এমপিদের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থোক বরাদ্দ দিয়েছিল ২ কোটি টাকা। এই টাকা থেকে নিজ দায়িত্বে এলাকার রাস্তাঘাট, ব্রিজ নির্মাণ বা উন্নয়ন করতেন পারেন সংসদ সদস্যরা। কিন্তু মামুন কোনো উন্নয়ন না করেই টাকা তুলে নেন। টাকা তুলে নেওয়ার বিষয়টি স্বীকার করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম খবরের কাগজকে বলেন, ‘উন্নয়ন কাজের কিছু ছবি তিনি আমাদের দিয়েছেন।’ তিনি প্রতিনিধি পাঠিয়ে টাকাটা তুলে নিয়ে যান। তবে সেসব ছবি প্রতিবেদককে পাঠাতে বললেও তিনি ব্যর্থ হয়েছেন। 

সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক ছিলেন মামুন 

এস এম আল মামুন একসময় যুবলীগের উত্তর জেলার সভাপতি থাকলেও ২০১৯ সালে তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি হতে চেয়ে হয়ে যান সাধারণ সম্পাদক। এরপর থেকে দলে মামুন বন্দনা ও প্রভাব আরও বাড়তে থাকে। আওয়ামী লীগের পাশাপাশি যুবলীগকে নিজের নিয়ন্ত্রণে রাখতেন তিনি। ২০২৪ সালের একতরফা নির্বাচনে উত্তরাধিকার সূত্রেই তিনি নৌকার মনোনয়ন পান। মামুন তার রাজনীতির সুবিধার্থে গড়ে তোলেন বিশাল ক্যাডার বাহিনী। তিন হত্যা মামলার আসামি সাইদুল ইসলাম, নিহত দাউদ সম্রাট, শাহাজাহান, বদিউল আলম জসিম, রবিউলসহ শীর্ষ সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিতেন তিনি। তার ছিল একক আধিপত্য। তার ছত্রচ্ছায়ায় সন্ত্রাসীরা সীতাকুণ্ডে মানুষকে জিম্মি করে রাখতেন বলে অভিযোগ রয়েছে। যে কারণে মামুন আত্মগোপনে চলে যাওয়ার পরও তার অপকর্ম নিয়ে এলাকায় কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

এ বিষয়ে কথা বলার জন্য সাবেক এমপি এস এম আল মামুনের মোবাইলে একাধিক ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।