পা দিয়ে লিখে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীর অদম্য মেধাবী শিক্ষার্থী রফিকুল ইসলাম রাব্বির পাশে দাঁড়িয়েছে দৈনিক খবরের কাগজ-এর পাঠক ও স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধুজন।
শুক্রবার (২৮ জুন) সকাল ১০টায় সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নে রাব্বির গ্রামের বাড়িতে ‘অদম্য মেধাবী বৃত্তি-২০২৪’-এর আর্থিক সহায়তা তার হাতে তুলে দেওয়া হয়।
চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশনের (সিডব্লিওএফ) আর্থিক সহায়তায় ‘অদম্য মেধাবীদের পাশে আছি’ এই মূলমন্ত্র নিয়ে খবরের কাগজ বন্ধুজন-সিডব্লিওএফ রাব্বিকে এককালীন এ বৃত্তি দিয়েছে। শারীরিক অক্ষমতা, পারিবারিক দৈন্যসহ নানা প্রতিবন্ধকতা ডিঙিয়ে পড়াশোনায় কৃতিত্বের স্বাক্ষর রাখায় রাব্বি এ বৃত্তি পেল।
এ সময় উপস্থিত ছিলেন, ভাটিয়ারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দীন, খবরের কাগজের চট্টগ্রাম ব্যুরোপ্রধান ইফতেখারুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, রাব্বির বাবা বজলুর রহমান, খবরের কাগজের চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার এম কে মনির, স্টাফ ফটোগ্রাফার মোহাম্মদ হানিফ, স্থানীয় সংবাদকর্মী মুসলেহ উদ্দিনসহ অন্যরা।
এ সময় ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন বলেন, রাব্বি আমাদের গর্ব। সে অন্যরকম এক প্রতিভাবান ছেলে। ছোটবেলা থেকেই সে খুব পরিশ্রমী। তার কাছে কোনো বাধাই বাধা নয়। দুই হাত না থাকলেও সে পা দিয়ে লিখে জিপিএ-৫ পেয়েছে। আমি চাই রাব্বি অনেক বড় হোক। আর খবরের কাগজ বন্ধুজন-সিডব্লিওএফকে ধন্যবাদ জানাচ্ছি এমন উদ্যোগের জন্য। এ সময় তিনি খবরের কাগজের বন্ধুজন ও সিডব্লিওএফের সারা দেশে চলা মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
রফিকুল ইসলাম রাব্বির বাবা বজলুর রহমান খবরের কাগজকে বলেন, আপনাদের ছোট ছোট সহযোগিতাগুলো আমার ছেলেকে অনেক দূর নিয়ে যাবে। স্মৃতিচারণ করে তিনি বলেন, তার মা ছোটবেলায় তিন কিলোমিটার দূরের স্কুলে নিয়ে যেতেন প্রখর রোদে হেঁটে। আর হেঁটে হেঁটে ছেলেকে পড়াতেন। তার মা আর শিক্ষকদের অনুপ্রেরণায় সে এতদূর এসেছে।
২০১৬ সালের ৫ অক্টোবর স্কুল থেকে বাড়ি ফেরার সময় আগ্রহের বশে বন্ধুদের সঙ্গে ফুটওভার ব্রিজ দেখতে যায় রফিকুল ইসলাম রাব্বি। কিন্তু সেদিন তার শখ পরিণত হয় চিরদুঃখে। ব্রিজে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয় সে। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার দুটো হাত কেটে ফেলা হয়। রাব্বিকে সুস্থ করতে তার বাবাকে কয়েক লাখ টাকা ঋণ করতে হয়েছে। একপ্রকার নিঃস্ব হয়ে পড়েন তিনি। সংসারে দেখা দেয় চরম অভাব। সেই সঙ্গে রাব্বির শারীরিক অক্ষমতা। এত কিছুর পরও ভেঙে পড়েনি অদম্য রাব্বি। চালিয়ে যায় লেখাপড়া। একসময় মুখ দিয়ে লেখার অভ্যাস গড়ে তোলে সে। পিএসসি পরীক্ষায়ও রেখেছেন কৃতিত্বের স্বাক্ষর। মুখ দিয়ে লিখতে সমস্যা হওয়ায় পরে পায়ে লেখার অভ্যাস করে ছেলেটি। এভাবেই সব বাধা-বিপত্তিকে ডিঙিয়ে রাব্বি এসএসসিতে জিপিএ-৫ অর্জন করেছে। রাব্বি এখন অগণিত মানুষের প্রশংসায় ভাসছে। রাব্বি একজন শিক্ষক হতে চায় বলে জানিয়েছে। বর্তমানে নগরের একটি সরকারি কলেজে এইচএসসি প্রথম বর্ষে ভর্তির জন্য সে নির্বাচিত হয়েছে।