বরিশালে খবরের কাগজের পাঠক সংগঠন ‘বন্ধুজন’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট বরিশালের সহায়তায় ব্রজমোহন মাধ্যমিক বিদ্যালয় (বিএম স্কুল) প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বনজ ও ফলদ বৃক্ষ রোপণ করা হয়।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ১২টায় আয়োজিত এ কার্যক্রমে অংশ নেন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বিদ্যালয় আঙিনায় গাছ লাগানোর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএম স্কুলের সহকারী প্রধান শিক্ষক হারুন অর রশিদ। তিনি বলেন, ‘মানুষের বেঁচে থাকার জন্য সবচেয়ে প্রয়োজনীয় অক্সিজেন আমরা গাছ থেকে পেয়ে থাকি। এ ছাড়া গাছ প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করে। তাই গাছ আমাদের পরম বন্ধু। তাই পরিবেশ সমুন্নত রাখতে আমাদের বেশি বেশি গাছ রোপণ করতে হবে।
তিনি খবরের কাগজের পাঠক সংগঠন বন্ধুজনকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘খবরের কাগজের বন্ধুজন বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে যা নিঃসন্দেহে মানবিক এবং পরিবেশবান্ধব। তাদের মানবিক এবং পরিবেশবান্ধব কাজগুলো যেন সারা দেশে ছড়িয়ে পড়ে এই প্রত্যাশা করি।’
এ সময়ে আরও উপস্থিত ছিলেন, খবরের কাগজের দক্ষিণাঞ্চলীয় উপদেষ্টা অরূপ তালুকদার, বিএম স্কুলের সহকারী শিক্ষক রমিজ উদ্দিন তালুকদার, খবরের কাগজের নিজস্ব প্রতিবেদক মঈনুল ইসলাম সবুজ ও স্কুলের শিক্ষার্থীরা।