ঢাকা ২৪ আষাঢ় ১৪৩১, সোমবার, ০৮ জুলাই ২০২৪

কোটা আন্দোলনের নেতাকে হল থেকে বের করে দেওয়ার চেষ্টা, রুখে দিল শিক্ষার্থীরা

প্রকাশ: ০৫ জুলাই ২০২৪, ০১:২০ পিএম
আপডেট: ০৫ জুলাই ২০২৪, ০১:২০ পিএম
কোটা আন্দোলনের নেতাকে হল থেকে বের করে দেওয়ার চেষ্টা, রুখে দিল শিক্ষার্থীরা
ছবি: খবরের কাগজ

কোটাবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাণিবিদ্যা বিভাগ ও অমর একুশে হলের আবাসিক শিক্ষার্থী সারজিস আলমকে হল থেকে বের করে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। মাঝরাতে এমন খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা জড়ো হতে থাকে। পরে হলগেটের সামনে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে হল প্রশাসনের হস্তক্ষেপে সারজিসকে হলে তুলে দেন প্রাধ্যক্ষ।

শুক্রবার (৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে তাকে হল থেকে বের করে দেওয়ার খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে। পরে রাত পৌনে ১২টার দিকে শিক্ষার্থীরা অমর একুশে হলের সামনে জড়ো হন এবং কোটাবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। রাত ১টার দিকে পরবর্তী সময়ে সারজিসকে কক্ষে পৌঁছে দেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক ইশতিয়াক এম সৈয়দ।

এ সময় সারজিস আলম সাংবাদিকদের বলেন, ‘হল ছাত্রলীগের একাধিক পদপ্রত্যাশী নেতা হল থেকে বের করে দেওয়ার জন্য ছাত্রলীগের শীর্ষ একজন নেতার নির্দেশ রয়েছে বলে জানান। বিষয়টি জানাজানি হলে সাধারণ শিক্ষার্থীরা হলগেটে জড়ো হতে থাকে। এদিকে ছাত্রলীগের হাইকমান্ডের সঙ্গেও আমার কথা হয়। তারা জানিয়েছেন, আমাকে যারা বলেছেন, তাদের সঙ্গে হাইকমান্ডের কোনো কথাই হয়নি। আমাকে বের করতে পারলে সেটা দেখাতে পারবে পদ পাওয়ার জন্য। তারা এটা স্বীকার করেছে, পরবর্তী সময়ে মাফও চেয়েছে।’

এদিকে অমর একুশে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইসতিয়াক এম সৈয়দ বলেন, ‘একটা ভুল বোঝাবুঝি থেকে এমনটি হয়েছিল। পরে আমি সেখানে গিয়ে বিষয়টি সমাধান করে দেই এবং সারজিসকে রুমে দিয়ে আসি। সে এখন নিজের রুমেই অবস্থান করছে।’

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ‘হলে কে থাকবে, কে থাকবে না সেটা হল কর্তৃপক্ষ ঠিক করে। কাউকে হল ত্যাগ করতে বাধ্য করার জন্য আমরা কোনো নির্দেশ দেইনি এবং এ ধরনের নির্দেশনা দিতে পারিও না।’

আরিফ জাওয়াদ/সাদিয়া নাহার/

রাবিতে রিকশাভাড়া ও চালক নির্ধারণ, থাকবে নির্দিষ্ট পোশাক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ০১:৪৬ পিএম
আপডেট: ০৮ জুলাই ২০২৪, ০১:৪৬ পিএম
রাবিতে রিকশাভাড়া ও চালক নির্ধারণ, থাকবে নির্দিষ্ট পোশাক
ছবি : খবরের কাগজ

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে ভাড়া নিয়ে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে রিকশাচালক, ভাড়া ও তাদের পোশাক নির্ধারণ করা হয়েছে।

রবিবার (৭ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে প্রাথমিকভাবে ৩০ জন রিকশাচালকের মাঝে পোশাক বিতরণ করেন প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক।

এর ফলে শিক্ষার্থীরা ক্যাম্পাসের রিকশা সহজেই চিনতে পারবেন। এতে ভাড়া নিয়ে ভোগান্তি ও অভিযোগ কমবে।

এ সময় যেসব রিকশাচালক বিশ্ববিদ্যালয়ের পোশাক নিয়েছেন তারা ক্যাম্পাসেই ভাড়া চালাবেন। তাদেরকে ভাড়ার চার্ট দেওয়া হয়। যাতে শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ভাড়া নিতে পারেন।

এ বিষয়টিকে স্বাগত জানিয়ে সজিব হোসেন নামের এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের ক্যাম্পাসটা বড় এবং শিক্ষার্থীও অনেক। ফলে ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে ভোগান্তি ছিল। নতুন এই উদ্যোগকে স্বাগত জানাই। তবে এই রিকশাচালকের সংখ্যা যথেষ্ট নয়। ক্যাম্পাসে রিকশাচালকের সংখ্যা আরও বাড়ানো দরকার।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক খবরের কাগজকে বলেন, ‘আমাদের শিক্ষার্থী ও চালকদের মাঝে ভাড়া নিয়ে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এ জন্য এ সিদ্ধান্ত নিয়েছি। ক্যাম্পাসে ভাড়া নিয়ে অনেক সময় শিক্ষার্থীদের বিড়ম্বনায় পড়তে হয়। এটি কমাতে রিকশাচালকদের আগ্রহের ভিত্তিতে প্রাথমিকভাবে ৩০ জনকে আমরা পোষাক এবং ভাড়া নির্ধারিত করে দিয়েছি। পরবর্তীতে যদি আরও রিকশাচালক আগ্রহ দেখায় এবং যাদের দেওয়া হয়েছে তাদের কাজের ভিত্তিতে আরও বাড়ানো হবে। তাদের কাছে দাবি জানিয়েছি, নির্ধারিত ভাড়ার বেশি যেন তারা না নেয়।’

এস আই সুমন/জোবাইদা/অমিয়/

বাংলা ব্লকেড কর্মসূচি শাহবাগ-সায়েন্সল্যাব-নীলক্ষেত অবরোধ, তীব্র যানজট

প্রকাশ: ০৭ জুলাই ২০২৪, ০৪:৪৪ পিএম
আপডেট: ০৭ জুলাই ২০২৪, ০৪:৪৭ পিএম
শাহবাগ-সায়েন্সল্যাব-নীলক্ষেত অবরোধ, তীব্র যানজট
ছবি : খবরের কাগজ

সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে কোটা পুনর্বহাল রায়ের প্রতিবাদে ও কোটা বাতিলের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনকারী শিক্ষার্থীদের ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি শুরু হয়েছে। রাজধানীর শাহবাগ-সায়েন্সল্যাব-নিউমার্কেট-নীলক্ষেতে শিক্ষার্থীদের অবস্থানের কারণে এসব সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। শত শত যানবাহন আটকা পড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

রবিবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৩টা থেকে ৪টা পর্যন্ত নীলক্ষেত-নিউমার্কেট-সায়েন্সল্যাব এলাকা ঘুরে দেখা যায়, সারি-সারি যানবাহন আটকা পড়েছে। এতে বন্ধ রয়েছেযান চলাচল। এদিকে বিকেল ৩টা ৫৫ মিনিটে শাহবাগ অবরোধ করেন শিক্ষার্থীরা।

এর আগে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিকেল সোয়া ৩টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শাহবাগ মোড়ে গিয়ে অবরোধ করেনশিক্ষার্থীরা। 

আন্দোলনকারী শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল, বেগম রোকেয়া হল, সুফিয়া কামাল হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল, মাস্টারদা সূর্যসেন হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, হাজী মোহাম্মদ মুহসীন হল, বিজয় একাত্তর হল, কবি জসীম উদ্দিন হল, এ এফ রহমান হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, সলিমুল্লাহ মুসলিম হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, জগন্নাথ হলের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। 

এদিকে শাহবাগ অবরোধের ১০ মিনিট যেতে না যেতে ৪টা ৫ মিনিটে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় দখল করেন শিক্ষার্থীরা। এ সময় তারা জাতীয় পতাকা উড়াতে থাকেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ‘সংবিধানের/মুক্তিযুদ্ধের মূলকথা, সুযোগের সমতা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুন আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘কোটা প্রথা বাতিল চাই বাতিল চাই’, ‘কোটা প্রথার বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

অন্যদিকে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড় এবং সায়েন্সল্যাব অবরোধ করে রেখেছে ঢাকা কলেজের শিক্ষার্থী। দেড়টা থেকে সায়েন্সল্যাব অবরোধ এবং তিনটা থেকে নীলক্ষেত মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা।

এর আগে গত মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ও শনিবার (৬ জুলাই) একই দাবিতে শাহবাগ অবরোধ করেন আন্দোলনকারীরা। ঘণ্টা খানেক অবরোধ শেষে শাহবাগ ত্যাগ করেন তারা। গতকাল দেড় ঘণ্টার বিক্ষোভ মিছিল এবং আধা ঘণ্টার বেশি সময় ধরে শাহবাগ অবরোধ শেষে রবিবার থেকে দেশের গুরুত্বপূর্ণ পয়েন্ট ব্লকেড করার ঘোষণা দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা এর নাম দেয় ‘বাংলা ব্লকেড’। 

গত সোমববার (১ জুলাই) চার দফা দাবি ঘোষণা করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। দাবিগুলো হলো- ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখতে হবে; ২০১৮ সালের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে (সব গ্রেডে) অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে (সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কথা বিবেচনা করা যেতে পারে), সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে; দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

আরিফ জাওয়াদ/সালমান/

এআই-ভিত্তিক জিপিটি প্ল্যাটফর্ম ‘জি ব্রেইন’-এর উদ্বোধন

প্রকাশ: ০৭ জুলাই ২০২৪, ০৪:২৮ পিএম
আপডেট: ০৭ জুলাই ২০২৪, ০৪:২৮ পিএম
এআই-ভিত্তিক জিপিটি প্ল্যাটফর্ম ‘জি ব্রেইন’-এর উদ্বোধন

দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি এবং প্রযুক্তি প্রতিষ্ঠান অরিয়ন ইনফরমেটিকসের সার্বিক সহযোগিতায় জাতীয়ভাবে তৈরিকরা এআই-ভিত্তিক জিপিটি প্ল্যাটফর্ম ‘জি ব্রেইন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্রথম পর্যায়ে বাংলাদেশের সংবিধান, বাজেট এবং স্টার্টআপ- এ তিনটি জিপিটি নিয়ে নিজস্ব টুলসেটের ওপর জাতীয়ভাবে এ প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে।

গত বুধবার আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটোরিয়ামে এ প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের সক্ষমতা তৈরির মাধ্যমে নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জকে আমাদের জয় করতে হবে। সেই লক্ষ্য অর্জনে এআই, ডেটা অ্যানালিটিক্স ও মেশিন লার্নিংয়ের মতো প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ-সমৃদ্ধ স্মার্ট ও মেধাবী প্রজন্ম গড়ে তোলা হবে। এ জন্যই আমরা আজ এআই-নির্ভর জিপিটি প্ল্যাটফর্ম

‘জি ব্রেইন’ (www.gbrainbd.ai) উদ্বোধন করলাম। ভবিষ্যতে এটা মাইগ্রেট করে আমাদের ন্যাশনাল ডেটা সেন্টারে হোস্ট করা হবে এবং নিয়মিত আপডেটের মাধ্যমে এটাকে ব্যবহারবান্ধব করা হবে। সেই লক্ষ্য অর্জনে আমরা পাবলিক প্রাইভেট একাডেমিয়া পার্টনাশিপের ভিত্তিতে এই কাজটা করেছি। তিনি এ বিষয়ে সহযোগিতার জন্য বাংলাদেশ ইউনিভার্সিটিকে ধন্যবাদ জানিয়ে বলেন, এআইর ইতিবাচক প্রয়োগের মাধ্যমে সরকারের সব লক্ষ্য ও পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

বর্তমান বিশ্বের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে ডেটা বা তথ্য-উপাত্ত। সেই ডেটা ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা জেনারেটিভ এআই সাম্প্রতিক সময়ে সারা বিশ্বে প্রযুক্তির প্রভাব ও প্রসারের চিত্র বদলে দিয়েছে। বর্তমানে যে দেশ, সংস্থা বা প্রতিষ্ঠানের কাছে যত সমৃদ্ধ ডেটা ও প্রযুক্তি আছে, সেই প্রতিষ্ঠান, সংস্থা বা দেশ তত বেশি সমৃদ্ধ হচ্ছে এবং দ্রুত এগিয়ে যাচ্ছে।

এ ছাড়া জিপিটি প্ল্যাটফর্ম জি ব্রেইন কীভাবে আমাদের জীবনে উপকারে আসতে পারে, তার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত তথ্য-উপাত্ত অনুষ্ঠানে তুলে ধরা হয়।

কলি

বাউয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ

প্রকাশ: ০৭ জুলাই ২০২৪, ০৪:২১ পিএম
আপডেট: ০৭ জুলাই ২০২৪, ০৪:২১ পিএম
বাউয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) কাদিরাবাদ ক্যান্টনমেন্ট, নাটোর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু করেছে ফল সেমিস্টার ২০২১ সাল থেকে। এখানে আছে অত্যাধুনিক ল্যাবরেটরিসমৃদ্ধ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ। বাউয়েটে পাঁচটি ইঞ্জিনিয়ারিং বিষয়ের মধ্যে সবচেয়ে কম খরচে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পাচ্ছে মেধাবী শিক্ষার্থীরা। এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চার বছরে ৯৫ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ১ লাখ ৯০ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ পাওয়ার সুযোগ রয়েছে।

ক্রেডিট আওয়ার এবং আসন সংখ্যা
চার বছরমেয়াদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি প্রাপ্তির জন্য ৮ সেমিস্টারে মোট ১৬১ ক্রেডিট সম্পন্ন করতে হবে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রাথমিকভাবে মাত্র ২০টি আসনে শিক্ষার্থী ভর্তির অনুমোদন দিয়েছে। ক্রমান্বয়ে আসন সংখ্যা বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে। সেমিস্টারের সঙ্গে সমন্বয় করে শিক্ষার্থীদের চাহিদা অনুসারে আধুনিক যন্ত্রপাতিসমৃদ্ধ গবেষণাগারের সংখ্যাও বৃদ্ধি করা হচ্ছে।

অত্যাধুনিক ল্যাবরেটরি সুবিধাসমূহ
বাউয়েট বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম। এতে রয়েছে অত্যাধুনিক ল্যাব এবং ক্লাসরুম, যেখানে শিক্ষার্থীরা হাতে-কলমে শিক্ষার মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধি করে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের গবেষণার সুযোগ-সুবিধা বিবেচনা করে ১৩টি অত্যাধুনিক ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে। ল্যাবরেটরিগুলো হচ্ছে- ১. ফাউন্ড্রি ল্যাব, ২. ওয়ার্কশপ ল্যাব, ৩. মেশিন টুলস ল্যাব, ৪. থার্মো ডায়নামিক্স ল্যাব, ৫. ফ্লুইড মেকানিক্স ল্যাব, ৬. মেকানিক্যাল ড্রইং ল্যাব, ৭. অটোক্যাড ল্যাব, ৮. মেটালার্জি ল্যাব, ৯. ফিজিক্স ল্যাব, ১০. কেমিস্ট্রি ল্যাব, ১১. ইইই ল্যাব, ১২. প্রোগ্রামিং ল্যাব এবং ১৩. নিউমেরিক্যাল ল্যাব। এ ছাড়া বাউয়েটের অন্য চারটি ইঞ্জিনিয়ারিং বিভাগে বিভিন্ন সুযোগ-সুবিধা সংবলিত ৩৬টি অত্যাধুনিক ল্যাবরেটরি রয়েছে।

চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার
বর্তমানে বিভাগীয় প্রধানের দায়িত্বে আছেন কানাডা থেকে পিএইচডি ডিগ্রি অর্জনকারী সহকারী অধ্যাপক ডক্টর মো. আলমোস্তাসিম মাহমুদ। তিনি বলেন, ‘শিল্পোন্নত বাংলাদেশ হওয়ার পথে দেশে গড়ে উঠছে ভারী শিল্প ও অর্থনৈতিক অঞ্চলসমূহ। এই প্রক্রিয়ায় দেশে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের চাহিদা দিন দিন বাড়ছে। কিন্তু অধিক সংখ্যক ল্যাবের প্রয়োজন হওয়ায় হাতেগোনা কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু করে। চাকরির ক্ষেত্রে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের চাহিদা আগামী তিন-চার বছরের মধ্যে কয়েকগুণ বেড়ে যাবে। দেশের বড় বড় কোম্পানি শিল্প উৎপাদনের মূল চালিকাশক্তি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত সব প্রতিষ্ঠান ও প্রকল্পে বাউয়েটের শিক্ষার্থীদের চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার রয়েছে।

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুজ্জামান বর্তমানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন হিসেবে আছেন। তিনি বুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি এবং এমএমসি ডিগ্রি অর্জন করেছেন।  এ ছাড়া শিক্ষকদের মধ্যে রয়েছে বুয়েট, বিইউপি, রুয়েট, কুয়েট থেকে পাস করা এক ঝাঁক তরুণ ও মেধাবী শিক্ষক।

এ ছাড়া রুয়েটের স্বনামধন্য প্রফেসররা উপদেষ্টা এবং খণ্ডকালীন শিক্ষক হিসেবে ক্লাস নেন। নিজস্ব আধুনিক ল্যাবরেটরির পাশাপাশি রুয়েটের ল্যাবরেটরিসমূহ ব্যবহার করার সুযোগ রয়েছে। শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন শিল্প-কারখানা নিয়মিত পরিদর্শন করানো হয়। চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের শিক্ষাসফর এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট হিসেবে চার সপ্তাহের ট্রেনিং করানো হয়। এ ছাড়া লিডারশিপ স্কিল ডেভেলপমেন্টের জন্য ক্লাস রুমের বাইরে রয়েছে ১৫টি সক্রিয় ক্লাব।

লেখক: ডেপুটি রেজিস্ট্রার, একাডেমিক এবং জনসংযোগ অফিসার, বাউয়েট, নাটোর।

কলি

যুক্তরাজ্যের সেরা স্কলারশিপ

প্রকাশ: ০৭ জুলাই ২০২৪, ০৪:১৭ পিএম
আপডেট: ০৭ জুলাই ২০২৪, ০৪:১৭ পিএম
যুক্তরাজ্যের সেরা স্কলারশিপ

বিদেশে উচ্চশিক্ষার জন্য আর্থিক সহায়তা নিশ্চিত করা দরকার। কেউ কেউ নিজ খরচে, আবার কেউ বৃত্তি নিয়ে বিদেশে পড়তে যান। যারা উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্য যেতে চান, তাদের জন্য সেরা পছন্দের মাধ্যম হলো বৃত্তি। বৃত্তি শুধু আর্থিক বোঝার চাপ কমিয়ে দেয় না বরং একাডেমিক এবং ব্যক্তিগত উন্নয়নে আরও ফোকাস হওয়ার সুযোগ করে দেয়। আন্ডারগ্র্যাজুয়েট (স্নাতক) ছাত্রছাত্রীদের জন্য বৃত্তির সুযোগগুলো গ্রহণ করা দরকার। যুক্তরাজ্য ইম্পেরিয়াল কলেজ প্রেসিডেন্ট বৃত্তি, থিংক বিগ আন্ডারগ্র্যাজুয়েট স্কলারশিপ, আম্বার স্কলারশিপ, আন্ডারগ্র্যাজুয়েট গ্রেট স্টার্ট স্কলারশিপ ও ইউসিএল গ্লোবাল আন্ডারগ্র্যাজুয়েট স্কলারশিপ দেয় বিদেশি শিক্ষার্থীদের জন্য। ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের জন্য, একাডেমিক লক্ষ্য এবং আর্থিক সংগতির সঙ্গে স্কলারশিপগুলো অনেকের জন্য ভালো হতে পারে।

১. ইম্পেরিয়াল কলেজ প্রেসিডেন্ট স্কলারশিপ
যুক্তরাজ্যর লন্ডনের ইম্পেরিয়াল কলেজ প্রেসিডেন্টের আন্ডারগ্র্যাজুয়েট স্কলারশিপ সারা বিশ্বের শিক্ষার্থীদের জন্য। অসামান্য অবদান রাখা ছাত্রদের পুরস্কৃত করার জন্যই এই বৃত্তি। ইম্পেরিয়াল কলেজ স্নাতকে অধ্যয়ন করতে চাইলে আবেদন করতে হবে এ বৃত্তির জন্য।

আবেদনের যোগ্যতা: বিদেশি ছাত্র হতে হবে। ইম্পেরিয়াল কলেজে পূর্ণ সময়ের স্নাতক প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে। একাডেমিক ফলাফল ভালো করা এবং ভালো করার সম্ভাবনা প্রদর্শন করতে হবে। অন্য কোনো উল্লেখযোগ্য বৃত্তিপ্রাপ্ত হলে আবেদনের যোগ্য হবেন না।

বৃত্তির অর্থ: স্নাতকে অধ্যয়নের জন্য প্রতিবছর ১ হাজার পাউন্ড স্টার্লিং মিলবে। (১ পাউন্ড সমান ১৫০ টাকা ধরে ১ লাখ ৫০ হাজার বাংলাদেশি টাকা।)

যে যে নথি প্রয়োজন: একাডেমিক ট্রান্সক্রিপ্ট। পারসোনাল স্টেটমেন্ট। রেফারেন্স। ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণপত্র (যদি প্রযোজ্য হয়)।
অ্যাপ্লাই করতে কিউআর কোডটি স্ক্যান করুন।

২. থিংক বিগ আন্ডারগ্র্যাজুয়েট স্কলারশিপ
ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের একটি বৃত্তি থিংক বিগ আন্ডারগ্র্যাজুয়েট স্কলারশিপ। এ বৃত্তির লক্ষ্য হলো সেরা আন্তর্জাতিক শিক্ষার্থীদের সুযোগ দেওয়া, যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আগ্রহী।

আবেদনের যোগ্যতা: বিদেশি ছাত্র হতে হবে। ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ে পূর্ণ সময়ের জন্য স্নাতক প্রোগ্রামের আবেদনকারী শিক্ষার্থী হতে হবে। একাডেমিক শ্রেষ্ঠত্ব প্রদর্শন করতে হবে। নির্বাচিত প্রোগ্রামের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণের পাশাপাশি ইংরেজি ভাষার দক্ষতা থাকতে হবে।

বৃত্তির অর্থ: প্রতিবছর ৫ হাজার থেকে ১০ হাজার পাউন্ড মূল্যের বৃত্তি।

যে যে নথি প্রয়োজন: একাডেমিক ট্রান্সক্রিপ্ট। পারসোনাল স্টেটমেন্ট। রেফারেন্স। ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণপত্র। 
অ্যাপ্লাই করতে কিউআর কোডটি স্ক্যান করুন।

৩. আন্ডারগ্র্যাজুয়েট গ্রেট স্টার্ট স্কলারশিপ
ওয়েস্টমিনস্টার ইউনিভার্সিটি দেয় আন্ডারগ্র্যাজুয়েট গ্রেট স্টার্ট স্কলারশিপ। এ বৃত্তিতে নিম্ন-আয়ের পরিবারের ছাত্রদের জন্য, যারা স্নাতক ডিগ্রি অর্জন করতে চান। এ বৃত্তি তিন বছর পর্যন্ত দেওয়া হয়।

আবেদনের যোগ্যতা: ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয়ে পূর্ণ সময়ের একটি স্নাতক কোর্সের জন্য একটি অফার থাকতে হবে। পরিবারের আয় ২৫ হাজার পাউন্ড থাকতে হবে।

বৃত্তির অর্থ: প্রতিবছর ২৪০০ পাউন্ড মূল্যের বৃত্তি।

যে যে নথি প্রয়োজন: একাডেমিক ট্রান্সক্রিপ্ট। পারসোনাল স্টেটমেন্ট। রেফারেন্স (একাধিক)। পারিবারিক আয়ের সনদ।

অ্যাপ্লাই করতে কিউআর কোডটি স্ক্যান করুন। 

৪. ইউসিএল গ্লোবাল আন্ডারগ্র্যাজুয়েট স্কলারশিপ
ইউসিএল গ্লোবাল আন্ডারগ্র্যাজুয়েট স্কলারশিপ দেয় ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল)। পূর্ণ সময়ের স্নাতক অধ্যয়নের জন্য স্বল্প আয়ের পরিবারের বিদেশি শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্যই এ বৃত্তি।

আবেদনের যোগ্যতা: বিদেশি ছাত্র হিসেবে ফ্রি পড়াশোনার জন্য তালিকাভুক্ত হতে হবে। নিম্ন আয়ের পরিবারের সদস্য হতে হবে। ইউসিএলে পূর্ণ সময়ের স্নাতক ডিগ্রির জন্য আবেদনকারী হতে হবে। আর্থিক প্রয়োজনীয়তা প্রদর্শন করতে হবে। নির্বাচিত প্রোগ্রামের জন্য একাডেমিক প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণপত্র দিতে হবে।

বৃত্তির অর্থ: সম্পূর্ণ টিউশন ফি মিলবে। বার্ষিক জীবনধারণের ব্যয় পাবেন। আংশিক ভ্রমণ খরচও মিলবে।

যে যে নথি প্রয়োজন: আর্থিক অবস্থার বিবরণী (যেমন পরিবারের আয়)। একাডেমিক ট্রান্সক্রিপ্ট। পারসোনাল স্টেটমেন্ট। রেফারেন্স (একাধিক)। ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণ।  অ্যাপ্লাই করতে কিউআর কোডটি স্ক্যান করুন।

৫. আম্বার স্কলারশিপ
যুক্তরাজ্যের কয়েকটি কলেজ ও বিশ্ববিদ্যালয় আম্বার স্কলারশিপ দেয়। বৃত্তিটি এমন ছাত্রদের জন্য যারা ব্যতিক্রমী একাডেমিক কৃতিত্বের অধিকারী। এই বৃত্তির লক্ষ্য শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে আর্থিক সহায়তা দেওয়া।

আবেদনের যোগ্যতা: স্বীকৃত কলেজ বা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী হতে হবে। ন্যূনতম জিপিএ-৩ বা সমতুল্য থাকতে হবে। নিজে কমিউনিটির সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে। একটি প্রবন্ধ জমা দিতে হবে।

বৃত্তির অর্থ: ১৫ হাজার পাউন্ডের বৃত্তি।

যে যে নথি প্রয়োজন: একাডেমিক ট্রান্সক্রিপ্ট। পারসোনাল স্টেটমেন্ট। রিকমেন্ডেশন লেটার। সম্প্রদায়ের সেবা বা সম্পৃক্ততার প্রমাণ। ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণ। অ্যাপ্লাই করতে কিউআর কোডটি স্ক্যান করুন।

স্কলারশিপের জন্য আবেদন কীভাবে
যুক্তরাজ্যের এই পাঁচ বৃত্তিতে আবেদনের কিছু সাধারণ পদক্ষেপ আছে। এগুলো হলো-
গবেষণা: এসব স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অধ্যয়নের ক্ষেত্র, যোগ্যতার মানদণ্ডসহ সব বিষয়ে খোঁজ নিতে হবে।
কাগজপত্র প্রস্তুত করুন: ট্রান্সক্রিপ্ট, প্রবন্ধ এবং রিকমেন্ডশনের চিঠির মতো প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে রাখুন।
আবেদন করুন: কিছু কিছু ক্ষেত্রে এক আবেদনেই অনেক বৃত্তির আবেদন হয়ে যায়। আবার কিছু কিছু বৃত্তির জন্য আলাদা আবেদনের প্রয়োজন।
সংগঠিত থাকুন: আবেদনপ্রক্রিয়া নিশ্চিত করতে পরিকল্পনা করুন এবং সময়সীমার ওপর নজর রেখে চলুন।

 কলি