ঢাকা ২৪ আষাঢ় ১৪৩১, সোমবার, ০৮ জুলাই ২০২৪

একনজরে গ্র্যামি অ্যাওয়ার্ডস

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪২ এএম
আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১১ এএম
একনজরে গ্র্যামি অ্যাওয়ার্ডস

একনজরে গ্র্যামি অ্যাওয়ার্ডস

বর্ষসেরা অ্যালবাম
মিডনাইটস (টেইলর সুইফট)
বর্ষসেরা রেকর্ড
ফ্লাওয়ার্স (মাইলি সাইরাস)
বর্ষসেরা গান
হোয়াট ওয়াজ আই মেড ফর? (বিলি এইলিশ)
সেরা নতুন শিল্পী
ভিক্টোরিয়া মোনে
সেরা পপ একক পারফরম্যান্স
ফ্লাওয়ার্স (মাইলি সাইরাস)
সেরা পপ দ্বৈত/দলীয় পারফরম্যান্স
গোস্ট ইন দ্য মেশিন (সিজা ফিচারিং ফিবি ব্রিজার্স)
সেরা পপ ভোকাল অ্যালবাম
মিডনাইটস (টেইলর সুইফট)
সেরা রিদম অ্যান্ড ব্লুজ (আরঅ্যান্ডবি)
স্নুজ (সিজা)
সেরা আরঅ্যান্ডবি পারফরম্যান্স
আইসিইউ (কোকো জোন্স)
সেরা আরঅ্যান্ডবি অ্যালবাম
জাগুয়ার টু (ভিক্টোরিয়া মোনে)
সেরা র‌্যাপ গান
সায়েন্টিস্টস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (কিলার মাইক ফিচারিং আন্ড্রে থ্রি থাউজেন্ড, ফিউচার, এরিন অ্যালেন কেইন)
সেরা র‌্যাপ পারফরম্যান্স
সায়েন্টিস্টস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (কিলার মাইক ফিচারিং আন্ড্রে থ্রি থাউজেন্ড, ফিউচার, এরিন অ্যালেন কেইন)
সেরা মেলোডিক র‌্যাপ পারফরম্যান্স
অল মাই লাইফ (লিল ডার্ক ফিচারিং জে কোল)
সেরা র‌্যাপ অ্যালবাম
মাইকেল (কিলার মাইক)
সেরা ড্যান্স/ইলেকট্রনিক রেকর্ডিং
রাম্বল (স্ক্রিলেক্স, ফ্রেড অ্যাগেইন ও ফ্লোড্যান)
সেরা ড্যান্স/ইলেকট্রনিক অ্যালবাম
অ্যাকচুয়াল লাইফ থ্রি (জানুয়ারি ওয়ান-সেপ্টেম্বর নাইন ২০২২) (ফ্রেড অ্যাগেইন)
সেরা পপ ড্যান্স রেকর্ডিং
পাডাম পাডাম (কাইলি মিনোগ)
সেরা রক পারফরম্যান্স
নট স্ট্রং এনাফ (বয়জিনিয়াস)
সেরা রক গান
নট স্ট্রং এনাফ (বয়জিনিয়াস)
সেরা রক অ্যালবাম
দিস ইজ হোয়াই (প্যারামোর)
সেরা অল্টারনেটিভ অ্যালবাম
দ্য রেকর্ড (বয়জিনিয়াস)
সেরা অল্টারনেটিভ পারফরম্যান্স
দিস ইজ হোয়াই (প্যারামোর)
সেরা মিউজিকা আরবানা অ্যালবাম
মানিয়ানা চেরা বনিতো (ক্যারল জি)
সেরা আফ্রিকান মিউজিক পারফরম্যান্স
ওয়াটার (টাইলা)
সেরা ফোক অ্যালবাম
জনি মিচেল অ্যাট নিউপোর্ট (জনি মিচেল)
সেরা কান্ট্রি অ্যালবাম
বেল বটম কান্ট্রি (লেইনি উইলসন)
সেরা কান্ট্রি একক পারফরম্যান্স
হোয়াইট হর্স (ক্রিস স্ট্যাপলটন)
সেরা কান্ট্রি গান
হোয়াইট হর্স (ক্রিস স্ট্যাপলটন)
সেরা আমেরিকানা পারফরম্যান্স
ডিয়ার ইনসিকিউরিটি (ব্র্যান্ডি ক্লার্ক ফিচারিং ব্র্যান্ডি কার্লাইল)
সেরা আমেরিকানা অ্যালবাম
ওয়েদারভেন্স (জেসন ইসবেল ও দ্য ফোর হান্ড্রেড ইউনিট)
সেরা ট্র্যাডিশনাল পপ ভোকাল অ্যালবাম
বিউইচড (লুফি)
বর্ষসেরা সংগীত প্রযোজক, নন-ক্লাসিক্যাল
জ্যাক অ্যান্টোনফ
বর্ষসেরা গীতিকবি-সুরকার, নন-ক্লাসিক্যাল
থেরন থমাস
সেরা মিউজিক ভিডিও
আই’ম অনলি স্লিপিং (দ্য বিটলস)
সেরা গীতিকবি-সুরকার (ভিজ্যুয়াল মিডিয়া)
হোয়াট ওয়াজ আই মেড ফর? (সিনেমা: বার্বি, বিলি এইলিশ ও ফিনিয়াস ও’কনেল)
সেরা গানের সংকলন (ভিজ্যুয়াল মিডিয়া)
বার্বি দ্য অ্যালবাম
সেরা আবহসংগীতের অ্যালবাম (ভিজ্যুয়াল মিডিয়া)
ওপেনহাইমার (লুদবিগ গোরানসন)
সেরা অডিও বুক, ন্যারেশন ও স্টোরিটেলিং রেকর্ডিং
দ্য লাইট উই ক্যারি: ওভারকামিং ইন আনসার্টেইন টাইমস (মিশেল ওবামা)
সেরা আবহ সংগীত (ভিডিও গেম অথবা অন্যান্য ইন্টারঅ্যাক্টিভ মিডিয়া)
স্টার ওয়ারস জেডাই: সারভাইভর (সুরকার স্টিফেন বার্টন ও গোর্ডি হাব)
ড. ড্রে গ্লোবাল ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড
জে-জি
এ ছাড়া আরও ৫৪টি শাখায় পুরস্কার দেওয়া হয়েছে।

জাহ্নবী

লোক নাট্যদল পদক পেলেন ৬ নাট্যব্যক্তিত্ব

প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ১২:৩৫ এএম
আপডেট: ০৮ জুলাই ২০২৪, ১২:৩৭ এএম
লোক নাট্যদল পদক পেলেন ৬ নাট্যব্যক্তিত্ব
ছবি: সংগৃহীত

লোক নাট্যদল প্রবর্তিত 'লোক নাট্যদল পদক ২০২১-২২' পেয়েছেন দেশের ৬ গুণী নাট্যব্যক্তিত্ব৷ শনিবার (৬ জুলাই) শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় বর্ণাঢ্য আয়োজনে এ পুরস্কার প্রদান করা হয় ৷

পদকপ্রাপ্ত ছয় গুণী নাট্যব্যক্তিত্ব হলেন- প্রয়াত ড. ইনামুল হক, প্রয়াত এস এম মহসীন, আরহাম আলো, শাহাদাৱ হোসেন খান হীলু, সৈয়দ দুলাল এবং কঙ্কন দাশ। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি সচিব খলিল আহমদ। বিশেষ অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান ৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোক নাট্যদলের অধিকর্তা লিয়াকত আলী লাকী।

প্রয়াত গুণী নাট্যজন ড. ইনামুল হকের পক্ষে পুরস্কার গ্রহণ করেন তার সহধর্মিনী নাট্যব্যক্তিত্ব লাকী ইনাম। প্রয়াত গুণী নাট্যজন এস এম মহসীনের এর পক্ষে পদক গ্রহণ করেন তার ছেলে তন্ময়। এ সময় সংস্কৃতি অঙ্গণে বিশেষ করে দেশের নাট্যচর্চায় তাদের ভূমিকা তুলে ধরা হয়। 

সাংস্কৃতিক পর্বে শুরুতেই ঢাক ঢোল নৃত্য পরিবেশিত হয়। এরপর লোকনাট্য প্রযোজিত বিভিন্ন নাটকের গান নিয়ে পরিবেশনা উপস্থাপন করা হয়। এরপর পরিবেশিত হয় মনোজ্ঞ নৃত্য, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের 'বীরপুরুষ' অবলম্বনে নৃত্যালেখ্য। পরিবেশনায় ছিলো বাংলাদেশ শিল্পকলা একাডেমি শিশু নৃত্য দল। এরপর 'একটি শীতের রাত্রি' নাটক মঞ্চায়িত হয়। নাটকটি রচনা করেছেন স্তাফান গোথে, অনুবাদ করেছেন কৃষ্টি হেফাজ 'এবং নির্দেশনা দিয়েছেন লিয়াকত আলী লাকী। সবশেষে বাংলাদেশ শিশু কিশোর সংগীত দল পরিবেশন করেন 'ধন্য মুজিব ধন্য' ও 'ধন ধান্য পুষ্প ভরা' গান দুটি ৷

জয়ন্ত/এমএ/

আমার ভেতর কোনো জেলাসি কাজ করে না: সাফা কবির

প্রকাশ: ০৭ জুলাই ২০২৪, ১২:৩৭ পিএম
আপডেট: ০৭ জুলাই ২০২৪, ১২:৩৭ পিএম
আমার ভেতর কোনো জেলাসি কাজ করে না: সাফা কবির

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। নাটক, টেলিফিল্মের পাশাপাশি নিয়মিত কাজ করছেন ওয়েবফিল্মেও। বর্তমানে একটি গাড়ি তৈরির প্রতিষ্ঠানে বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন এই তারকা। এসব কাজ ও অন্যান্য প্রসঙ্গে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন এ মিজান

ঈদের পর কাজ শুরু করেছেন?
না, এখনো কাজ শুরু করিনি। তবে শিগগিরই শুরু করব। আমি ‘সুজুকি’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছি। ঈদের আগেই প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। আগামী দুই বছর আমি সুজুকির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করব। এই প্রতিষ্ঠানের একটি ওভিসির মাধ্যমে কাজে ফিরব। আগামীকাল এর শুটিং হবে।

নাটকে ফিরবেন কবে?
আগামী ১৩ জুলাই একটি নাটকের শুটিং করব। এরপর আস্তে-ধীরে হাতে যেসব কাজ এসেছে সেগুলো করব।

ঈদের কাজের কেমন সাড়া পাচ্ছেন?
বেশ কিছু কাজ করেছিলাম। এর মধ্যে কিছু নাটক অনএয়ার হয়েছে। আরও কিছু নাটক প্রচারের অপেক্ষায় আছে। ‘ফিদা’ এবং ‘অনন্ত প্রেম’ দুটি নাটকের জন্য দর্শকদের কাছে ভালো সাড়া পাচ্ছি।

ঈদের কোনো সিনেমা দেখেছেন?
না, আমি এখনো ঈদের কোনো সিনেমা দেখতে পারিনি। তবে বন্ধুরা মিলে পরিকল্পনা করেছি। শিগগিরই ঈদের সিনেমাগুলো দেখব।

এখন তো ছোট পর্দার অনেকেই সিনেমায় কাজ করছেন। আবার অনেকেই কাজের আগ্রহ দেখাচ্ছেন। আপনার ভক্তরাও আপনাকে সিনেমায় দেখতে চায়। আপনার ভাবনা কী?
অবশ্যই আমি সিনেমায় কাজ করতে চাই। আর আমার ভক্তরা সব সময় আমার পাশে আছেন। সিনেমায় কাজের প্রতি আমার আগ্রহ আছে। এখন দেশের সিনেমা ভালো হচ্ছে। চারদিকে সিনেমার কথা শোনা যাচ্ছে। তাই আমরাও সিনেমাতে কাজের আগ্রহী হচ্ছি। আমার কাছেও বেশ কিছু কাজের প্রস্তাব এসেছে। সেগুলো একেবারেই প্রাথমিক পর্যায়ে আছে। প্রতিনিয়ত সিনেমায় কাজের প্রস্তাব পাই। কিন্তু আমি আসলে অপেক্ষা করছি ভালো গল্পের জন্য। যে ধরনের গল্প ও চরিত্রে কাজ করতে চাই তেমন কিছুর জন্যই আমার এই অপেক্ষা।

অনেকেই আপনার পরে মিডিয়ায় কাজ শুরু করেও নানামুখী কাজ করে আপনাকে ছাড়িয়ে গেছে। আপনি শুরু থেকে এখনো একইভাবে এগিয়ে যাচ্ছেন। আপনার লক্ষ্যটা কি?
আমি খুবই শান্ত প্রকৃতির মানুষ। ক্যারিয়ারের দিক দিয়েও আমি খুব শান্ত। আমার ভেতর তাড়াহুড়া নেই। আমি অনেক বেশি কাজ করি তেমনটি নয়। কিন্তু আমার কাজগুলো দর্শকরা গ্রহণ করেন। আমি আসলে সাফা কবির হিসেবেই প্রতিষ্ঠিত হতে চাই। একজন ভালো অভিনেত্রী হিসেবে সবার ভালোবাসা পেতে চাই। আর ছোটবেলা থেকেই আমার ভেতর কোনো জেলাসি কাজ করে না। আমি কখনোই কোনো প্রতিযোগিতার মধ্যে থাকি না। একবারে এসে অনেক কিছু করে ফেলতেও আমি চাই না।

নতুন কোনো ওয়েবসিরিজ ও ওয়েবফিল্মের কাজের খবর আছে?
‘বলী’, ‘নিঃশ্বাস’, ‘টিকিট’, ‘কুহেলিকা’ ওয়েবসিরিজে কাজ করেছি। সব ওয়েবসিরিজ দর্শকরা বেশ ভালোভাবে গ্রহণ করেছেন। সামনে একটি ওয়েবফিল্মে কাজের কথা চলছে। এখনো চূড়ান্ত হয়নি। গল্প, চরিত্র সব কিছু ঠিক থাকলে কাজের ইচ্ছা আছে।

আপনার সমসাময়িক অনেক তারকাই বিয়ে করে সংসার জীবনে থিতু হয়েছেন। বিয়ে নিয়ে আপনার চিন্তা কী?
আমি বাবা-মায়ের একমাত্র মেয়ে। অনেক আদরে বড় হয়েছি। ক্যারিয়ারের দিকেই আমার বর্তমান ফোকাস। তাই বিয়ে নিয়ে আপাতত কিছু ভাবছি না।

জাহ্নবী

কলকাতায় মুক্তি পেল মিথিলার তৃতীয় ছবি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৪, ১২:৩৫ পিএম
আপডেট: ০৭ জুলাই ২০২৪, ১২:৩৫ পিএম
কলকাতায় মুক্তি পেল মিথিলার তৃতীয় ছবি

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। কলকাতার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করে সেখানেই থিতু হয়েছেন তিনি। বর্তমানে কলকাতার ইন্ডাস্ট্রিতেও নিয়মিত কাজ করছেন মিথিলা। দুই বাংলাতেই রয়েছে তার জনপ্রিয়তা। এর আগে কলকাতায় মিথিলা অভিনীত দুই সিনেমা ‘মায়া’ ও ‘অভাগী’ মুক্তি পেয়েছে। এবার মিথিলা অভিনীত তৃতীয় সিনেমা মুক্তি পেয়েছে কলকাতায়। গত শুক্রবার ছবিটি মুক্তি পেয়েছে কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে।

সিনেমার নাম ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’। থ্রিলার গল্পনির্ভর এই ছবিটি পরিচালনা করেছেন দুলাল দে। এতে আরও অভিনয় করেছেন শিলাজিৎ মজুমদার, সুহোত্র মুখোপাধ্যায়, আলোক স্যান্যাল, অনন্যা বন্দ্যোপাধ্যায়, লোকনাথ দে প্রমুখ।

মফস্বলে একটি হাসপাতালের নার্স ‘দেবযানী’ চরিত্রে দেখা যাবে মিথিলাকে। সিনেমার জন্য দর্শকদের কাছে ভালো সাড়া পাচ্ছেন এই অভিনেত্রী এমনটি জানিয়েছেন মিথিলা।

এ সম্পর্কে গণমাধ্যমকে মিথিলা বলেন, ‘কলকাতায় মুক্তি পাওয়া সিনেমাগুলোর জন্য ভালো সাড়া পেয়েছি। অভিনয় করে ভালো প্রশংসাও পেয়েছি। মায়া বেশ ভালো চলেছে। অভাগী পুরস্কার জিতেছে। নীতিশাস্ত্র বিভিন্ন উৎসবে প্রশংসা পেয়েছে। কলকাতার সিনেমায় প্রত্যাশার চেয়ে বেশি পেয়েছি।’

মিথিলা অভিনীত ‘নীতিশাস্ত্র’, ও ‘মেঘলা’ নামে আরও দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। ‘নীতিশাস্ত্র’ ইতোমধ্যেই চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। মিথিলা কলকাতায় এ পর্যন্ত মোট পাঁচটি সিনেমায় অভিনয় করেছেন। তবে সৃজিত মুখার্জির কোনো সিনেমায় অভিনয় করেননি এই অভিনেত্রী।
মিথিলা অভিনীত ‘কাজলরেখা’ সিনেমাটি সর্বশেষ বাংলাদেশে মুক্তি পেয়েছে। এ ছাড়া গত ঈদে দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘বাজি’। এতে মিথিলার সঙ্গে অভিনয় করেছেন তাহসান খান।

বাংলাদেশে মিথিলা অভিনীত আরও দুটি সিনেমা ‘জলে জ্বলে তারা’, ও ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’ মুক্তির অপেক্ষায় রয়েছে। মিথিলা জানান, তিনি নিজেও এই দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছেন।

জাহ্নবী

টম ক্রুজ কি মন্দ বাবা

প্রকাশ: ০৭ জুলাই ২০২৪, ১২:৩৪ পিএম
আপডেট: ০৭ জুলাই ২০২৪, ১২:৩৪ পিএম
টম ক্রুজ কি মন্দ বাবা

বাবা হিসেবে টম ক্রুজ কি মন্দ? নয়তো মেয়ের সঙ্গে কেন এতকাল দেখাই করলেন না তিনি। শোনা যায়, মেয়ে সুরির মুখটাও দেখেননি জনপ্রিয় এই হলিউড তারকা।

তৃতীয় স্ত্রী কেটি হোমসের সঙ্গে প্রায় ১১ বছর আগে বিচ্ছেদ হয়েছে টম ক্রুজের। তাদের মেয়ে সুরির বয়স তখন মাত্র সাত। এখন তার ১৮ বছর। বাবার সঙ্গে মাঝের ১১ বছর একবারও দেখা হয়নি তার।

হলিউডে গুঞ্জন, টম নাকি স্বেচ্ছায় সুরির কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন। টম ক্রুজের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, চাইলেই নাকি মেয়ের সঙ্গে দেখা করতে পারতেন তিনি। বিচ্ছেদের পর সন্তান যদি মায়ের সঙ্গে থাকে, চাইলে বাবা তার সঙ্গে দেখা করতে পারেন। তবু টম নিজেই চাননি মেয়ের সঙ্গে দেখা করতে।

অন্যদিকে দ্বিতীয় স্ত্রী অস্কারজয়ী অভিনেত্রী নিকোল কিডম্যানের সংসারে দুই শিশুকে দত্তক নিয়েছিলেন টম। সেই ইসাবেলা এবং 
কোনর ক্রুজের সঙ্গে আজও দারুণ সম্পর্ক টমের। প্রকাশ্যে একসঙ্গে তাদের দেখা যায় মাঝেমধ্যে। সেখানে সুরির সঙ্গে শেষবার টমকে দেখা গিয়েছিল ২০১২ সালে।

সম্প্রতি নিজের নাম থেকে বাবা ‘ক্রুজ’ পদবি ছেঁটে ফেলেছেন সুরি। তার জায়গায় ব্যবহার করছেন ‘নোয়েল’।  আদতে ‘নোয়েল’ তার মা কেটি হোমসের মধ্যবর্তী নাম। সুরির এই পদক্ষেপ থেকেই স্পষ্ট যে, সে তার নামের সঙ্গে বিশ্ববিখ্যাত বাবার নাম বহন করতে চান না।

জাহ্নবী

যুক্তরাজ্যে চলচ্চিত্র উৎসবে ‘লতিকা’

প্রকাশ: ০৭ জুলাই ২০২৪, ১২:৩৩ পিএম
আপডেট: ০৭ জুলাই ২০২৪, ১২:৩৩ পিএম
যুক্তরাজ্যে চলচ্চিত্র উৎসবে ‘লতিকা’

যুক্তরাজ্যে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ডিভি চলচ্চিত্র উৎসব লন্ডন’। এ উৎসবে দক্ষিণ এশিয়ার ৪১টি পূর্ণদৈর্ঘ্য ফিচার, স্বল্পদৈর্ঘ্য, প্রামাণ্যচিত্র, ফিকশন চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। উৎসবটি নির্বাচিত হয়েছে বাংলাদেশের সামছুল ইসলাম স্বপন পরিচালিত ও প্রযোজিত প্রামাণ্যচিত্র ‘লতিকা’। লন্ডনের ইনস্টিটিউট অব কনটেম্পরারি আর্টস-এ নির্বাচিত চলচ্চিত্রগুলো দেখানো হবে।

চিত্রা নদীপাড়ের মালো সম্প্রদায়ের এক সংগ্রামী নারী ও তার পরিবারকে নিয়ে গড়ে উঠেছে ‘লতিকা’-এর গল্প। যেখানে দেখা যাবে লতিকার স্বামী শ্যাম বিশ্বাস জেলে, ভোঁদড় দিয়ে মাছ শিকার করেন। দুই সন্তান ও তিন জোড়া ভোঁদড় নিয়ে তাদের টানাপড়েনের সংসার। এভাবে এগিয়ে যায় গল্প।

এর আগেও এই প্রামাণ্যচিত্রটি সুইজারল্যান্ডের ফিল্ম মার্কেটে অংশ নিয়েছিল বলে জানিয়েছেন এর নির্মাতা।

জাহ্নবী