
আগামী শুক্রবার থেকে শুরু হবে দেশের ক্রিকেটের একমাত্র ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল। এই টুর্নামেন্টকে সামনে রেখে বিপিএলের আম্পায়ার তালিকা চূড়ান্ত করেছে বিসিবি। ৯ দেশি আম্পায়ারের সঙ্গে কাজ করবেন তিন বিদেশি আম্পায়ার। দেশিদের মধ্যে এক মৌসুম বিরতির পর বিপিএলে দেখা যাবে শরফুদৌল্লা ইবনে শহীদ সৈকতকে।
বিপিএলের শুরুর দিকে থাকবেন না দেশের সেরা তিন আম্পায়ার শরফুদৌল্লা ইবনে সৈকত, মাসুদুর রহমান মুকুল ও গাজী সোহেল। সৈকত থাকবেন অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট পরিচালনার দায়িত্বে। মুকুল ও সোহেলকে দেখা যাবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের দায়িত্ব পালন করতে। ফলে শুরুর দিকে তাদের উপস্থিতি থাকবে না। এই তিন জন ছাড়াও আরও ৬ দেশি আম্পায়ারকে বিপিএলের ম্যাচ পরিচালনার দায়িত্ব দিয়েছে বিসিবি।
দেশি আম্পায়াররা হলেন- তানভীর আহমেদ, মাহফুজুর রহমান লিটু, মোর্শেদ আলী খান, আলী আরমান রাজন, মোহাম্মদ কামরুজ্জামান ও মনিরুজ্জামান টিংকু।
দেশিদের পাশাপাশি থাকছেন তিন বিদেশি আম্পায়ার। পাকিস্তান থেকে আসবেন আসিফ ইয়াকুব, ইংল্যান্ডের ডেভিড মিলন্স ও ওয়েস্ট ইন্ডিজ থেকে আসবেন ডেইটন বাটলার। তিন বিদেশি আম্পায়ার আসলেও থাকছেন না কোনো বিদেশি ম্যাচ রেফারি। দেশের ৬ ম্যাচ রেফারির উপর ভরসা রাখছে বিসিবি।
ম্যাচ রেফারি হিসেবে বিপিএলে দায়িত্ব পালন করবেন- রকিবুল হাসান, আখতার আহমেদ শিপার, নিয়ামুর রশিদ রাহুল, সেলিম শাহেদ, শওকতুর রহমান চিনু ও এহসানুল হক সেজান।