আমেরিকান প্রযুক্তি জায়ান্ট গুগল তাইওয়ানের একটি সোলার কোম্পানিতে বিনিয়োগ করছে। এর মাধ্যমে গ্রিন এনার্জির উৎপাদন ও ব্যবহার বাড়াতে চায় গুগল।
এআই সেমিকন্ডাক্টর তৈরির বিশ্বের অন্যতম হাব তাইওয়ান। এই অঞ্চলে গ্রিন এনার্জিভিত্তিক ১ গিগাওয়াট সক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা নিয়ে নিউ গ্রিন পাওয়ার (এনজিপি) নামের কোম্পানির সঙ্গে অংশীদারত্ব করছে গুগল। এই উদ্যোগ জলবায়ু লক্ষ্য অর্জনে গুগল ও তাইওয়ানকে সাহায্য করবে। একই সঙ্গে নতুন এআই-নির্ভর বিশ্বের গুরুত্বপূর্ণ সেমিকন্ডাক্টর কেন্দ্রগুলোর একটিতে গ্রিন এনার্জি উৎপাদন স্থিতিশীল করতে সাহায্য করবে।
ইতোমধ্যে গুগলের একটি ডেটা সেন্টারসহ উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে তাইওয়ানে। গুগলের ডেটা সেন্টার এনার্জির গ্লোবাল প্রধান আমান্ডা পিটারসন কোরিও জানিয়েছেন, বর্তমানে জীবাশ্ম জ্বালানি দিয়ে তাইওয়ানের বিদ্যুৎ গ্রিডের প্রায় ৮৫ শতাংশ উৎপাদন করা হয়। এই বাধাগুলো কাটিয়ে উঠতে, কোম্পানিগুলোকে নবায়নযোগ্য শক্তি উৎসের সরবরাহ বাড়ানোর নতুন কৌশল খুঁজে বের করতে হবে। আঞ্চলিক বিদ্যুৎ ব্যবস্থার সম্পূর্ণ কার্বন নিঃসরণ হ্রাস করার জন্য উদ্ভাবনী প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তাইওয়ানে ডেটা সেন্টারগুলো চালানোর জন্য ৩০০ মেগাওয়াট পর্যন্ত সৌরবিদ্যুৎ ব্যবহারের আশা করছে গুগল। পিটারসন কোরিও বলেন, এই গ্রিন এনার্জি সক্ষমতার একটি অংশ অঞ্চলটির গুগলের সেমিকন্ডাক্টর সরবরাহকারী ও উৎপাদনকারীদের দিতে পারে। এটি অংশীদারদের গ্রিন এনার্জির লক্ষ্য পূরণে সাহায্য করবে।
নিয়ন্ত্রকরা এখনো এই চুক্তি অনুমোদন করেনি। গুগল এনজিপিতে কত অর্থ বিনিয়োগ করছে তা জানায়নি।