চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অনার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অত্যাধুনিক দুটি প্রযুক্তি উন্মোচন করেছে। সম্প্রতি অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) এআই প্রযুক্তিগুলো সবার সামনে হাজির করেছে চীনা প্রতিষ্ঠানটি। এই প্রযুক্তিগুলো ব্যবহারকারীদের সাইবার সুরক্ষায় নতুন স্তর ও সক্ষমতা বাড়াতে তৈরি করা হয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর প্রযুক্তি দুটি হচ্ছে ‘এআই ডিপফেক ডিটেকশন’ ও ‘এআই ডিফোকাস আই প্রোটেকশন’। এআই ডিপফেক ডিটেকশন প্রযুক্তির মাধ্যমে অনারের স্মার্টফোনগুলোয় ক্লাউডভিত্তিক ডিপফেক ভিডিও এবং ছবি শনাক্ত করা যাবে। এটি এআই বা কৃত্রিম উপায়ে তৈরি কিংবা পরিবর্তন করা ডিজিটাল ভিডিও এবং ছবি শনাক্ত করতে সক্ষম। ছবির স্বচ্ছতা, আলোকসজ্জা ও ভিডিও প্লেব্যাকের মতো অসংগতি এআই ডিপফেক ডিটেকশন প্রযুক্তি ফ্রেম-বাই-ফ্রেম পরীক্ষা করে সমস্যাগুলো চিহ্নিত করে, যা মানুষের চোখে ধরা পড়ে না।
অনার আরও জানিয়েছে, এআই ডিপফেক ডিটেকশন প্রযুক্তিকে অনলাইন স্ক্যাম বা অনলাইন প্রতারণা সম্পর্কিত বিপুল পরিমাণ ছবি ও ভিডিওর ডেটাবেসের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ কারণে এই প্রযুক্তি ব্যবহারকারীর দেওয়া কনটেন্ট তিন সেকেন্ডের মধ্যে স্ক্রিনিং, শনাক্তকরণ ও তুলনা করতে পারে।
বেশি সময় ধরে মোবাইল দেখার কারণে স্বল্পদৃষ্টি বা মায়োপিয়ার ঝুঁকি বাড়ে। এজন্য এআই ডিফোকাস আই প্রোটেকশন প্রযুক্তি চালু করেছে অনার। এআই নির্ভর এই প্রযুক্তি স্মার্টফোনের ডিসপ্লেতে ডিফোকাস চশমা অনুকরণ করে মায়োপিয়ার ঝুঁকি কমায়। ডিফোকাস গ্লাস ব্যবহারকারীর দৃষ্টি ক্ষেত্রকে নিয়ন্ত্রিতভাবে ডিফোকাস করে। যার মাধ্যমে ব্যবহারকারীর চোখের কেন্দ্রীয় অংশে স্বচ্ছ দৃষ্টি বজায় রাখতে সাহায্য করে। চোখের খুবই সাধারণ সমস্যা মায়োপিয়া বা স্বল্পদৃষ্টি।
এই সমস্যার কারণে দূরের বস্তুগুলো স্পষ্ট দেখা যায় না। অনার দাবি করেছে, তাদের এআই ডিফোকাস আই প্রোটেকশন ফিচারটি স্মার্টফোনে কোনো কিছু ২৫ মিনিট পড়ার পর ব্যবহারকারীদের ট্রান্সিয়েন্ট মায়োপিয়া গড়ে ১৩ ডিগ্রি কমিয়ে দেয়। কিছু ব্যবহারকারীর ক্ষেত্রে এটি ৭৫ ডিগ্রি পর্যন্ত কমিয়েছে।