ঢাকা ১৫ আষাঢ় ১৪৩১, শনিবার, ২৯ জুন ২০২৪

ইন্টারভিউয়ে যা করবেন না

প্রকাশ: ২৭ মে ২০২৪, ১১:৫৭ এএম
আপডেট: ২৭ মে ২০২৪, ১২:২৫ পিএম
ইন্টারভিউয়ে যা করবেন না
মডেল: ফারহান রহমান, ছবি: শরিফ মাহমুদ

আপনার জীবনবৃত্তান্ত বা সিভি আপনাকে ইন্টারভিউ অবধি নিয়ে যেতে পারে আর ভালো ইন্টারভিউ আপনাকে চাকরি পর্যন্ত নিয়ে যেতে পারে। আপনার সম্ভাব্য নিয়োগকর্তাকে আপনার‌ এমনভাবে খুশি করতে হবে যেন এই পদে আপনার চেয়ে বেশি অন্য কাউকে উপযুক্ত বলে মনে না হয়।ইন্টারভিউয়ে সাফল্য নিশ্চিত করার লক্ষ্যে কোন কোন বিষয় থেকে বিরত থাকতে হবে এবং আপনার ব্যক্তিত্ব এবং ক্ষমতা অনুযায়ী কী কী করা প্রয়োজন তা নিচে উল্লেখ করা হলো-

সময়ানুবর্তিতা
চাকরির ইন্টারভিউয়ে দেরি করে আসবেন না। বরং ১0-১৫ মিনিটে আগে পৌঁছানোর চেষ্টা করুন যেন আপনি ফরম পূরণ এবং আপনার ইন্টারভিউয়ের ব্যাপারে প্রস্তুতি নিতে পারেন।

মানানসই বেশভূষা
ইন্টারভিউ দিতে যাওয়ার সময় রক্ষণশীল পোশাক পরিধান করুন। অত্যধিক খোলামেলা, অতিরিক্ত গয়না অথবা অদ্ভুত রং যেন পরা না হয়, তা নিশ্চিত করুন (পুরুষ বা মহিলা উভয় ক্ষেত্রেই)।

কোম্পানি সম্পর্কে জেনে নিন
ইন্টারভিউয়ে অংশগ্রহণ করতে যাওয়ার আগে 
কোম্পানি ও নিয়োগ করা পদের অবস্থান সম্পর্কে 
বিস্তারিত জেনে নিন। এতে করে আপনি কোম্পানি সম্পর্কে একটি বুদ্ধিমান এবং ওয়াকিবহাল আলোচনা রাখতে সক্ষম হবেন। এ ছাড়া আপনি আরও ব্যাপকভাবে প্রশ্ন করতে পারবেন।

প্রস্তুতি গ্রহণ করুন
কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো সাধারণত বেশির ভাগ ইন্টারভিউয়ে করা হয়। যেমন- ‘আপনার ক্ষমতা এবং দুর্বলতাগুলো কী?’ ‘আগামী ১০ বছরে আপনি নিজেকে কোথায় দেখতে পছন্দ করবেন?’ ‘আপনি এই কোম্পানিতে এমন কী আনতে পারেন, যা অন্য কেউ করতে পারেন না বা যা অন্য কেউ পারবে না?’ ‘আপনার ক্যারিয়ারের কোন অংশটি আপনাকে এই পর্যন্ত নিয়ে এসেছে?’ ইত্যাদি। এসব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন।
প্রশ্ন প্রস্তুত করুন
ইন্টারভিউয়ে আপনাকে যেমন প্রশ্ন করা হবে ঠিক তেমনি নিয়োগকর্তাকেও আপনার প্রশ্ন করা উচিত। আপনার নিয়োগ করা পদের অবস্থান এবং কোম্পানি সম্পর্কে নিয়োগকর্তাকে করার জন্য প্রশ্ন প্রস্তুত করুন। নিয়োগকর্তারা তাদের চেয়ে এক ধাপ বেশি চিন্তা করে এমন প্রতিযোগীদের সম্পর্কে আগ্রহী। সুতরাং ইন্টারভিউ বোর্ডে প্রশ্নকর্তাকে করার মতো কিছু প্রশ্ন আগেই তৈরি করে ফেলুন যেন ইন্টারভিউয়ে বসে আপনাকে অপ্রস্তুত হতে না হয়।

স্নায়বিক অস্থিরতায় ভোগা
ইন্টারভিউয়ের আগে এবং ইন্টারভিউয়ের সময় স্নায়বিক অস্থিরতায় ভুগবেন না। এটি অস্থিরতা এবং উদ্বেগ তৈরি করে। কোনো নিয়োগকর্তা একজন স্নায়বিক অস্থির সহকর্মী চান না।

মিথ্যা
চাকরির ইন্টারভিউয়ে কোনো মিথ্যা তথ্য দেওয়া নিতান্তই ভুল। সততা একজন কর্মীর সবচেয়ে 
বড় গুণ এবং একজন নিয়োগকর্তা ইন্টারভিউয়ে আপনার সত্য ও সততাকে সম্মান করবেন। আপনি কোথাও কাজ না করে থাকলে এই ধরনের কোনো কিছু বলবেন না।

সার্টিফিকেট
চাকরির ইন্টারভিউয়ের সময় আপনার শিক্ষাগত যোগ্যতার মূল সার্টিফিকেটগুলো সঙ্গে নিয়ে যাবেন। অনেক সময় নিয়োগকর্তারা এগুলো দেখতে চান।

ভুল করে কিছু বলা
একটি ভুল আপনাকে নিক্ষেপ করতে পারে ইন্টারভিউয়ের বাইরে। ভুল নিয়ন্ত্রণ করা কঠিন হলেও, মানুষ প্রায়ই তা করে থাকে। মানুষ দুর্ঘটনাক্রমে কাউকে ছোট দেখানো অথবা হেয়প্রতিপন্ন করার মতো ভুলগুলো করে থাকে। সুতরাং যথাসম্ভব বুদ্ধিমত্তার সঙ্গে ইন্টারভিউয়ে করা প্রশ্নের উত্তর দিন। 
মুঠোফোনের রিংটোন
ইন্টারভিউয়ের আগে আপনার ফোনটি বন্ধ কি না, তা নিশ্চিত করুন। ইন্টারভিউয়ের সময় মুঠোফোনের রিংটোন যদি বেজে উঠে তাহলে আপনি চাকরির দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়বেন।

সময় পরীক্ষা করা
ইন্টারভিউয়ের মাঝখানে আপনার ঘড়ি বা দেয়ালঘড়ির প্রতি নজর দেবেন না। ইন্টারভিউবোর্ডে বারবার ঘড়ি দেখাটা অনেকটাই দৃষ্টিকটু।

বেতন সম্পর্কে জিজ্ঞাসা করবেন না
ইন্টারভিউয়ে নিজ থেকেই বেতন সম্পর্কে জিজ্ঞাসা করা উচিত নয়। নিয়োগকর্তারাই বরং বেতন এবং চাকরির সুবিধা সম্পর্কে আপনাকে জানাবেন। আপনি এসব সম্পর্কে যতটা স্মার্ট উত্তর দেবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা ততটাই বাড়বে।

আপনার চাহিদা প্রদান
ইন্টারভিউয়ে যদি এমন হয় আপনি বেকার ও চাকরি খুঁজছেন, সেক্ষেত্রে আপনি অনেকটাই পিছিয়ে আছেন। অতএব, ইন্টারভিউয়ে আপনার কোনো দাবি তুলে ধরা উচিত নয়।

অন্যান্য কাজের প্রস্তাব সম্পর্কে বলা
অন্যান্য কোম্পানি আপনাকে কী পজিশন প্রস্তাব করছে সে সম্পর্কে ইন্টারভিউয়ে কোনো কিছু না বলাই ভালো। কারণ এতে করে তারা ভাবতে পারেন আপনি ইতোমধ্যে একটি কাজ পেয়েছেন বা অন্য কোথাও কাজ করছেন। তারা হয়তো এমন কাউকে চাকরি দেবেন না যিনি একটি কাজ পেয়েছেন বা অন্য কোথাও কাজ করছেন।

পূর্ববর্তী বস সম্পর্কে নেতিবাচক কথা বলবেন না
অনেকেই নতুন চাকরির ইন্টারভিউ দিতে গেলে পূর্ববর্তী বস সম্পর্কে নেতিবাচক কথা বলেন। এ ধরনের ভুল কখনোই করবেন না। যদি কোনো অভিযোগ থাকে, সেটি নিজের ভেতরে চেপে রাখুন। কারণ যখন আপনি ইন্টারভিউ বোর্ডে পূর্বের বস সম্পর্কে বদনাম করবেন, তখন আপনি তাদের চোখে নেতিবাচক একজন মানুষ হিসেবে দেখা দেবেন। যে কারণে সম্ভাব্য চাকরিটি হাতছাড়াও হয়ে যেতে পারে।

সাক্ষাৎকারগ্রহীতার চোখের দিকে তাকান
ইন্টারভিউয়ের সময় সাক্ষাৎকার গ্রহীতার চোখের দিকে অনেকেই তাকান না। এদিক ওদিক বা নিচে তাকিয়ে থাকেন অনেক চাকরিপ্রার্থী। এটা আপনার নিরাপত্তাহীনতা বোধের প্রকাশ করে। তাই ইন্টারভিউয়ে আপনার আত্মবিশ্বাস ও মনোযোগ রয়েছে এটা প্রকাশের জন্য সাক্ষাৎকার গ্রহীতার চোখের দিকে সরাসরি তাকান।

কলি

 

কারিতাস বাংলাদেশে চাকরি

প্রকাশ: ২৪ জুন ২০২৪, ০১:১৪ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৪, ০১:১৬ পিএম
কারিতাস বাংলাদেশে চাকরি

বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি কক্সবাজারে ‘ইমার্জেন্সি রেসপন্স টু দ্য ফোরসিভলি ডিসপ্লেসড পিপল অব মিয়ানমার ইন বাংলাদেশ’ প্রকল্পে ম্যানেজার-শেল্টার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: ম্যানেজার-শেল্টার

পদসংখ্যা:

যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো সংস্থায় শেল্টার সেক্টরে ম্যানেজার বা সমপদে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কক্সবাজারে রোহিঙ্গা রেসপন্স প্রোগ্রামে শেল্টার ম্যানেজার পদে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। সাংগঠনিক দক্ষতা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৪৫ বছর

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মস্থল: উখিয়া, কক্সবাজার

বেতন: ১,১০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের কারিতাস বাংলাদেশের ওয়েবসাইটের এই https://caritasbd.org/career/job-career/ লিংকে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে হবে।

কারিগরি সহযোগিতায় [email protected] ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে।

আবেদনের শেষ তারিখ: ২৫ জুন ২০২৪।

 কলি

 

গোল্ডেন হারভেস্টে বড় নিয়োগ

প্রকাশ: ২৪ জুন ২০২৪, ০১:১১ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৪, ০১:১১ পিএম
গোল্ডেন হারভেস্টে বড় নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেডে (জিএইচআইটিএল)। ‘ডেটা এন্ট্রি অপারেটর’ পদে ৪০০ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ১৩ জুলাই পর্যন্ত।

পদের নাম: ডেটা এন্ট্রি অপারেটর

পদসংখ্যা: ৪০০

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/ডিপ্লোমা ডিগ্রি থাকলে ডেটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করা যাবে

অন্যান্য যোগ্যতা: বেসিক ইংরেজি, দ্রুত টাইপিংসহ কম্পিউটারের প্রাথমিক জ্ঞান থাকতে হবে।

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়।

আবেদনের বয়স: ১৮ থেকে ৩৫ বছর

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

কর্মস্থল: রাজধানী ঢাকার (মহাখালী)

বেতন: ডেটা এন্ট্রি অপারেটর পদে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

অন্যান্য সুবিধা: বেতনের পাশাপাশি অন্যান্য সুবিধার মধ্যে বছরে দুটি উৎসব ভাতা ছাড়া ডেটা এন্ট্রি অপারেটর পদে চাকরি পেলে বিভিন্ন সুবিধা পাবেন। এ ছাড়া প্রশিক্ষণের সময় পাঁচ মাসের জন্য ‘প্যাকেজ অ্যালাউন্স’ বাবদ কিছু সুবিধা পাবেন।

যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের https://jobs.bdjobs.com/bn/jobdetailsbn.asp?id=1262958&fcatId=61&ln=1 লিংকে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ১৩ জুলাই, ২০২৪।

কলি

স্কয়ার গ্রুপে ক্যারিয়ার গড়ার সুযোগ

প্রকাশ: ২৪ জুন ২০২৪, ০১:০৬ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৪, ০১:০৬ পিএম
স্কয়ার গ্রুপে ক্যারিয়ার গড়ার সুযোগ

স্কয়ার গ্রুপের স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির মার্কেটিং বিভাগ ‘ব্র্যান্ড ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ৩০ জুন পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা
যেকোনো স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিবিএ/এমবিএ ডিগ্রি থাকতে হবে। মার্কেটিংয়ে বিবিএ/এমবিএ থাকলে ভালো।

অভিজ্ঞতা
সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার মিলবে।

আবেদনের বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর

বেতন
আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

যেভাবে আবেদন করবেন
আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে https://hotjobs.bdjobs.com/jobs/sq.toiletries/sq.toiletries284.htm ভিজিট করুন।

 কলি

 

উত্তরা ব্যাংক নেবে প্রবেশনারি অফিসার

প্রকাশ: ২৪ জুন ২০২৪, ০১:০৪ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৪, ০১:২০ পিএম
উত্তরা ব্যাংক নেবে প্রবেশনারি অফিসার

দেশের অন্যতম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক উত্তরা ব্যাংক পিএলসিতে ‘প্রবেশনারি অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ৩০ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের হার্ড কপি গ্রহণ করা হবে না।

পদের বিবরণ
শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশের যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি পাস হতে হবে। একাডেমিক সব পরীক্ষায় প্রথম শ্রেণি অথবা জিপিএ-৫-এর মধ্যে ৪ থাকতে হবে।

বেতন: প্রথম বছর প্রবেশন বা প্রশিক্ষণ পিরিয়ড চলবে। এ সময় মাসে বেতন হবে ৪০ হাজার টাকা। প্রবেশনারী অফিসার শেষে সিনিয়র অফিসার হওয়ার সুযোগ থাকবে।

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ

কর্মস্থল: যেকোনো স্থান

বয়স: আগ্রহী প্রার্থীদের বয়স ৩০ জুন পর্যন্ত সর্বোচ্চ ৩০ বছর হতে হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা উত্তরা ব্যাংক পিএলসির https://www.uttarabank-bd.com/home/career মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত https://www.uttarabank-bd.com/downloads/Jobs/CO_PO_2024.pdf এই লিংকে প্রবেশ করে জানতে পারবেন।

 কলি

 

বিআইডব্লিউটিএতে নিয়োগ

প্রকাশ: ২৪ জুন ২০২৪, ০১:০১ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৪, ০১:০১ পিএম
বিআইডব্লিউটিএতে নিয়োগ

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) একটি প্রকল্পে ‘অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌপরিবহন প্রকল্প-১ (বিআরডব্লিউটিপি-১)-এর আওতায় এ নিয়োগ দেওয়া হবে। নারী-পুরুষ যে কেউ এ পদের জন্য আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা
ন্যূনতম এইচএসসি/সমমান পাস থাকলে ‘অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর’ পদের আবেদন করা যাবে। কর্মক্ষেত্রে কমপক্ষে দুই বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই প্রতি মিনিটে বাংলায় ৩০ অক্ষর ও ইংরেজিতে ৩০ অক্ষর টাইপ করার যোগ্যতা থাকতে হবে।

আবেদনপত্র সংগ্রহ
আগ্রহী প্রার্থীদের বিআইডব্লিউটিএর চাকরির আবেদন ফরম্যাটে আবেদন করতে হবে। আগ্রহী প্রার্থীরা আবেদনের নমুনা বিআইডব্লিউটিএর ওয়েবসাইট (www.biwta.gov.bd) থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।

আবেদনের ঠিকানা
প্রকল্প পরিচালক, বিআরডব্লিউটিপি-১ প্রকল্প, বিএসসি টাওয়ার (১৯ তলা)।

আবেদন ফি
আবেদনপত্রের সঙ্গে বিআরডব্লিউটিপি-১ প্রকল্প বরাবর ১০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে।

আবেদনের শেষ সময়
আগামী ৩০ জুলাই বিকেল ৫টা পর্যন্ত।

 কলি