
বাঙলা ভাষা
বিজন বেপারী
বাঙলা ভাষার গৌরব গাথা
বিশ্ব ভুবন জানে
বাঙলা আমার অর্জিত ধন
সব বাঙালি মানে।
বাঙলা ভাষায় লালন হাচন
রবীন্দ্রনাথ জ্বলে
সেই ভাষারই সম্মান রাখে
রফিক শফিক দলে।
উনিশ শতক বায়ান্ন সাল
একুশে ফেব্রুয়ারি
ঝরল রক্ত সেই দিনটাকে
কেমনে ভুলতে পারি?
প্রাণের বাংলা ভাষা
জহিরুল হক বিদ্যুৎ
মায়ের মতো মধুর আমার
প্রাণের বাংলা ভাষা,
এই ভাষাতেই পুরাই মনের
সকল স্বপন আশা।
সুখ ও দুঃখ হাসি-কান্না
এই ভাষাতেই গাথা,
মাতৃভাষার গৌরবে আজ
হয় যে উঁচু মাথা।
দোয়েল টিয়া ফিঙে শ্যামা
বাংলাতে গায় গান,
এই ভাষারই দেশের গানে
জুড়ায় মন ও প্রাণ।
সালাম রফিক বরকতেরা
বাংলা ভাষার তরে,
বায়ান্নতে বুক পেতে সব
বীরের মতো মরে।
এই ভাষাতেই বাঁচার স্বপন
এই ভাষাতে মরণ,
রাখব ধরে ভাষারই মান
করব তাদের স্মরণ।
বই মেলায় যাবে খুকি
শেখ সোহেল রেজা
বাবার সাথে যাবে খুকি
ঘুরবে বই মেলায়
ছড়ার বই কিনে খুকি
ফিরবে সন্ধ্যা বেলায়।
কত রকম ছড়ার বই
কিনে খুকি ধন্য
গল্পের বই কিনবে খুকি
ছোট বোনের জন্য।
বই মেলায় ঘুরে খুকি
দেখছে ছড়ার বই
ছড়ার বই কিনে খুকি
করে হইচই।
বই মেলাতে যাই
কাব্য কবির
ইতু, মিতু, রাজু চলো
বই মেলাতে যাই,
নতুন বইয়ের গন্ধ শুঁকে
তৃপ্তি মনে পাই।
বই মেলাতে যায় যে পাওয়া
মজার ছড়ার বই,
মলি, কলি, ওরাও যাবে
বীণা গেল কই?
বই পড়লে বাড়ে জ্ঞান
গুণিজনা কয়
চিরদিনই এই কথাটির
একটুও নেই ক্ষয়।
বই পড়ব মানুষ হব
গড়ব সোনার দেশ,
জ্ঞানের আলোয় আলোকিত
রাখব পরিবেশ।