ঢাকা ১৭ আষাঢ় ১৪৩১, সোমবার, ০১ জুলাই ২০২৪

জ্ঞানকে দক্ষতায় রূপান্তরের আহ্বান শিক্ষামন্ত্রীর

প্রকাশ: ২৭ জুন ২০২৪, ০৮:৪৬ পিএম
আপডেট: ২৭ জুন ২০২৪, ০৮:৪৬ পিএম
জ্ঞানকে দক্ষতায় রূপান্তরের আহ্বান শিক্ষামন্ত্রীর
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী

শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানকে দক্ষতায় রূপান্তরের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। 

বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় শিক্ষা সপ্তাহের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। 

শিক্ষামন্ত্রী বলেন, ‘আজকে যারা পুরস্কার পাচ্ছেন, তাদের উচ্ছ্বাস দেখে বোঝা যাচ্ছে শিক্ষায় প্রধানমন্ত্রীর বিনিয়োগের ফল আমরা পাচ্ছি। শিক্ষা যখন বাস্তবতার সঙ্গে সম্পর্কিত হয়, তখন আনন্দময় হয়ে ওঠে। তথ্যকে জ্ঞানে রূপান্তর এবং জ্ঞানকে দক্ষতায় রূপান্তর করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য শিক্ষার্থীদের মানসিক পরিবর্তনটা আরও বেশি গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে নতুন যা আসবে তা গ্রহণ করে শেখার মানসিকতা শিক্ষার্থীদের থাকতে হবে।’

দক্ষতাবিহীন মেধা কাজে লাগে না উল্লেখ করে তিনি বলেন, ‘বিশেষায়িত জ্ঞান উচ্চশিক্ষার পর্যায়ে অবশ্যই নিয়ে যাওয়া হবে। কিন্তু যে পদ্ধতিটা দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছিল, তা হলো বিশেষায়িত জ্ঞান বিদ্যালয়গুলোতে দেওয়া হচ্ছে আর উচ্চশিক্ষায় গিয়ে গতানুগতিক শিক্ষা দেওয়া হচ্ছে। এ অবস্থার পরিবর্তন করতে হবে।’

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খানের সভাপতিত্বে জাতীয় শিক্ষা সপ্তাহ অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দিন আহমদ প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষক, শিক্ষার্থী, প্রতিষ্ঠানপ্রধানদের সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ৯৯৭০, বহিষ্কার ২০

প্রকাশ: ৩০ জুন ২০২৪, ০৯:৩৯ পিএম
আপডেট: ৩০ জুন ২০২৪, ০৯:৪০ পিএম
এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ৯৯৭০, বহিষ্কার ২০
আজ থেকে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। ছবি : খবরের কাগজ

এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিল ৯ হাজার ৯৭০ জন। বহিষ্কার হয়েছে ২০ জন পরীক্ষার্থী।

রবিবার (৩০ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ১ হাজার ৪৭২ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। বন্যা পরিস্থিতির কারণে সিলেট বোর্ডে পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। আটটি সাধারণ বোর্ডে পরীক্ষার্থী ছিল ৯ লাখ ৩৩ হাজার ৬৮৯ জন। পরীক্ষায় অংশ নেয় ৯ লাখ ২৩ হাজার ৭১৯ জন।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডে ২ হাজার ৬০১ জন, রাজশাহী বোর্ডে ১ হাজার ৫০৮, কুমিল্লা বোর্ডে ১ হাজার ১৫৬, যশোর বোর্ডে ১ হাজার ৩২৮, চট্টগ্রাম বোর্ডে ৯৭৫, বরিশাল বোর্ডে ৭২৭, দিনাজপুর বোর্ডে ১ হাজার ১৩ ও ময়মনসিংহ বোর্ডে ৬৬২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে অনুপস্থিত থাকে ৯৭৫ জন পরীক্ষার্থী। পরীক্ষার কেন্দ্র থেকে বহিষ্কার হয়েছে তিনজন। গত শনিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি ও জলজটে পরীক্ষার্থীদের দুর্ভোগে পড়তে হয়। এর সঙ্গে যোগ হয় পরিবহনসংকট। অনেক পরীক্ষার্থীকে হেঁটে কেন্দ্রে উপস্থিত হতে দেখা যায়।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক এ এম এম মুজিবুর রহমান বলেন, ‘প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে বোর্ড থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে ৩৮টি বিশেষ ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। এ ছাড়া ৬০টি সাধারণ ভিজিল্যান্স টিম কাজ করছে। তবে বৃষ্টির কারণে কোনো কেন্দ্রে প্রশ্নপত্র পাঠাতে দেরি হলে সেই সময় পরীক্ষার্থীদের দেওয়া হবে, সেই নির্দেশনা আমাদের আগে থেকে দেওয়া ছিল।’ 

অন্যদিকে ময়মনসিংহে পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনে সহযোগিতা করায় মো. সাদিকুর রহমান নামে দায়িত্বপ্রাপ্ত প্রভাষককে অব্যাহতি দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলিনূর খান বলেন, ‘পরীক্ষায় অসদুপায় অবলম্বনে সহযোগিতা করার অপরাধে প্রভাষক সাদিকুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি এবং উপজেলার মেজরভিটা এলাকার মর্নিং সান স্কুল অ্যান্ড কলেজের ১০ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।’
 
২০২৬ সালের এসএসসি পরীক্ষার জন্য নতুন পরিকল্পনা

২০২৬ সালের এসএসসি পরীক্ষা নতুন শিক্ষাক্রমে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

রবিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এইচএসসি পরীক্ষার ব্রিফিংকালে এ কথা জানান। 

শিক্ষামন্ত্রী বলেন, ‘নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করা নিয়ে আমরা তড়িঘড়ি করছি না। বিভিন্নভাবে বিশ্লেষণ করে আমরা সেটা ঠিক করতে চাচ্ছি। আমরা নতুন শিক্ষাক্রমে যে এসএসসি পরীক্ষা নেব, সেটা ২০২৬ সালের জানুয়ারিতে নেওয়ার লক্ষ্য ঠিক করেছি।’

পরীক্ষায় ফেল দেখিয়ে শিক্ষার্থীদের লজ্জা দেওয়া হয় উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আগের মূল্যায়ন পদ্ধতিতে পাস-ফেল দেখিয়ে ওপরের শ্রেণিতে শিক্ষার্থীসংখ্যা কমিয়ে ফেলা হতো। এবার এসএসসি পরীক্ষায় প্রায় ২৩ লাখ শিক্ষার্থী অংশ নিল, আমরা সাড়ে ১৬ লাখকে পাস দেখালাম। বাকি প্রায় ৬ লাখ শিক্ষার্থীকে আমরা ফেল বলে দিলাম। এটার মাধ্যমে আমরা শিক্ষার্থীকে নিগৃহীত করলাম। এ পদ্ধতি আর রাখা যাবে না।’

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ

প্রকাশ: ৩০ জুন ২০২৪, ০৭:৫৬ এএম
আপডেট: ৩০ জুন ২০২৪, ১০:০৫ এএম
এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ
খবরের কাগজ (ফাইল ফটো)

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আজ ৩০ জুন। রবিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

তবে বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের পরীক্ষা শুরু হবে আগামী ৯ জুলাই। 

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আগামী ১১ আগস্ট পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান এবং আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক তপন কুমার সরকার খবরের কাগজকে বলেন, ‘পরীক্ষার যাবতীয় প্রস্তুতি শেষ করা হয়েছে। সিলেট বিভাগ ছাড়া সারা দেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী বছর থেকে আমরা পরীক্ষা এপ্রিলে নেওয়ার পরিকল্পনা করছি। করোনা মহামারির কারণে যেটুকু পিছিয়ে পড়েছি সেটা কাটিয়ে ওঠার চেষ্টা হচ্ছে।’

শিক্ষা মন্ত্রণালয় জানায়, এবার ৯টি সাধারণ বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে পরীক্ষায় অংশ নেবে ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৭ লাখ ৫০ হাজার ২৮১ জন এবং ছাত্রীর সংখ্যা ৭ লাখ ৫০৯ জন। মোট কেন্দ্র ২ হাজার ৭২৫টি এবং মোট শিক্ষা প্রতিষ্ঠান ৯ হাজার ৪৬৩টি। 

২০২৩ সালে মোট পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন। ২০২৪ সালে প্রতিষ্ঠান বেড়েছে ২৯৪টি এবং মোট কেন্দ্র বেড়েছে ৬৭টি। এইচএসসি লিখিত পরীক্ষা শেষ হবে আগামী ১১ আগস্ট। আর ব্যবহারিক পরীক্ষা চলবে ২১ আগস্ট পর্যন্ত। তবে কারিগরি বোর্ডে লিখিত পরীক্ষা শেষ হবে ১৮ জুলাই, ব্যবহারিক পরীক্ষা শেষ হবে ৪ আগস্ট।

এদিকে পরীক্ষার্থীদের ওপর চাপ তৈরি করতে পারে, বিধায় এসএসসি পরীক্ষার মতো এইচএসসি পরীক্ষার কেন্দ্রেও পরিদর্শনে যাবেন না শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের জানিয়েছেন, মন্ত্রী বেলা ১১টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে পরীক্ষার বিষয়ে ব্রিফিং করবেন।

Rearrangement-এর ৩টি প্রশ্নোত্তর, এইচএসসি ইংরেজি ১ম পত্র

প্রকাশ: ২৯ জুন ২০২৪, ০৮:০০ পিএম
আপডেট: ২৯ জুন ২০২৪, ০৮:০০ পিএম
Rearrangement-এর ৩টি প্রশ্নোত্তর, এইচএসসি ইংরেজি ১ম পত্র

Rearrangement

Rearrange the following sentences to make a coherent order.
1. (a) He made up his mind to go to the peacocks and live with. 
(b) One day a crow found some beautiful feathers of a peacock in a jungle. 
(c) He thought that crows are ugly to look at. 
(d) They are unhappy and want to be beautiful. 
(e) He took the feathers one by one and stuck them in among his own feathers. 
(f) Looking at himself, he felt glad and proud as he was not looking like other crows.
(g) Seeing him, the peacocks understood that he was a crow in the guise of a peacock. 
(h) They attacked him, pulled out the feathers and drove him away.
(i) The crow realized his fault and promised never to be false and over-ambitious. 
(j) When he returned to the crows, they also drove him away. 
Ans: b, c, d, e, f, a, g, h, j, i.

2. (a) In 1880 Rabindranath was called back to India. 
(b) He was awarded the Nobel Prize in 1913 for Gitanjali. 
(c) He returned home without any qualification of distinction. 
(d) He wrote Gitanjali, a collection of Bangla songs of superior quality. 
(e) Rabindranath Tagore was born in 1861. 
(f) At the age of seventeen in 1878 he reached London to attend school. 
(g) He went to school early and wrote his first verse at the age of eight. 
(h) The experience had a lasting effect on his later life.
(i) However, he never gave of the habit of writing poetry. 
(j) He gathered much experience from his stay in Londo    
Ans: e, g, f, j, h, a, c, i, d, b.

3. (a) As Bagerhat is near the Bay of Bengal, water of this area is saline. 
(b) Khan Jahan Ali was a philanthropic man. 
(c) Therefore, he excavated many tanks to provide people with fresh water. 
(d) He came to Bagerhat to preach Islam and to improve people’s living condition. 
(e) He found Bagerhat beset with many problems. 
(f) His name will never sink into oblivion.
(g) Thus, he solved the problem of drinking water. 
(h) The scarcity of drinking water is one of them.
(i) The people of Bagerhat remember him with great respect. 
(j) Ghora Dighi is one of them.     
Ans: b, i, d, e, h, a, c, j, g, f.

মো. মনসুর আলম, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় চেয়ারম্যান, 
ইংরেজি বিভাগ, ঢাকা কমার্স কলেজ, ঢাকা/আবরার জাহিন

এইচএসসি পরীক্ষার মডেল প্রশ্ন-বাংলা প্রথম পত্র

প্রকাশ: ২৯ জুন ২০২৪, ০৭:৫৮ পিএম
আপডেট: ২৯ জুন ২০২৪, ০৭:৫৮ পিএম
এইচএসসি পরীক্ষার মডেল প্রশ্ন-বাংলা প্রথম পত্র

বাংলা প্রথম পত্র (বহুনির্বাচনি)

সময়: ৩০ মিনিট, মান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহ করা বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণ থেকে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট করা। প্রতিটি প্রশ্নের মান ১। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]
১. বেদুইনের সঙ্গে সম্পর্ক রয়েছে কোন দেশের?
ক. আরবের        খ. মিসরের
গ. ইরানের        ঘ. জাপানের
২. জসীমউদ্দীন কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৭৪ সালে    খ. ১৯৭৫ সালে
গ. ১৯৭৬ সালে    ঘ. ১৯৭৭ সালে
৩. কবি সারাটি জনমভর কী দান করতে চেয়েছেন?
ক. বিশ্বাস    খ. নিশ্বাস
গ. ফুল    ঘ. মমতা
উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
জীবনের সব ক্ষেত্রে সফল আকাশ। কিন্তু তার সাফল্য তার মাকে আলোড়িত করে না। মায়ের  অন্তরজুড়ে অকালে হারিয়ে যাওয়া আবির।
৪. উদ্দীপকের আবির ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কীসের প্রতিনিধিত্ব করে?
ক. বসন্তের        খ. কবির
গ. শীতের        ঘ. প্রকৃতির
৫. উদ্দীপক ও ‘তাহারেই পড়ে মনে’ কবিতা উভয় ক্ষেত্রেই প্রকাশিত-
i. প্রিয়জন হারানোর বেদনা
ii. ব্যক্তিজীবনের রিক্ততা
iii. সাফল্যের প্রতি উদাসীনতা
নিচের কোনটি সঠিক? 
ক. i ও ii     খ. i ও iii
গ. ii ও iii        ঘ. i, ii ও iii
৬. ‘এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে’-এ পঙ্ক্তি দ্বারা কী বোঝানো হয়েছে?
ক. প্রাণবিসর্জন    খ. ব্যর্থতার দীর্ঘশ্বাস
গ. জীবনের ঝুঁকি    ঘ. ভীতির বার্তা
৭. শহরের পথে পথে কোন ফুল ফুটেছে?
ক. জারুল    খ. কৃষ্ণচূড়া
গ. পলাশ    ঘ. শিমুল
৮. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় বর্ণমালাকে কীসের সঙ্গে তুলনা করা হয়েছে?
ক. নক্ষত্র    খ. রক্ত
গ. ফুল    ঘ. রৌদ্র
৯. ‘পিঠে রক্তজবার মতো ক্ষত’ কীসের ইঙ্গিত বহন করে?
ক. কাপুরুষতা    খ. বীরত্ব
গ. উৎকণ্ঠা        ঘ. অত্যাচারিত
১০. ‘দওলত আমার কাছে ভগবানের দাদামশায়ের চেয়েও বড়।’ কার কাছে?
ক. উমিচাঁদ        খ. ঘসেটি বেগম
গ. জগৎশেঠ        ঘ. রায়দুর্লভ

১১. ‘সিরাজের পতন কে না চায়?’ সংলাপটি কার?
ক. রায়দুর্লভ        খ. মীরজাফর
গ. উমিচাঁদ        ঘ. ঘসেটি বেগম
১২. ভারতবর্ষে বাণিজ্যের উদ্দেশ্যে এসেছিল কারা?
i. ডাচরা  ii. ফরাসিরা iii. ইংরেজরা
নিচের কোনটি সঠিক? 
ক. i ও ii         খ. i ও iii
গ. ii ও iii        ঘ. i, ii ও iii 
উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
খোকনের দুই বউয়ের মধ্যে ছোট বেনু। সংসার কী তা সে বোঝে না। সুযোগ পেলে সমবয়সী বান্ধবীদের সঙ্গে গল্প করে হেসে-খেলে দিন কাটে তার।
১৩. উদ্দীপকের বেনু ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের অনুরূপ?
ক. রহিমা    খ. জমিলা
গ. আমেনা        ঘ. হাসুনি
১৪. বেনুর সঙ্গে চরিত্রটির সাদৃশ্য পাওয়া যায়-
i. বয়সে ii. মানসিকতায় iii. বাল্যবিবাহে
নিচের কোনটি সঠিক? 
ক. i ও ii    খ. i ও iii
গ. ii ও iii    ঘ. i, ii ও iii    
১৫. ‘বাহে মুলুক’ বলতে ‘লালসালু’ উপন্যাসের কোন অঞ্চলকে বোঝানো হয়েছে?
ক. উত্তরাঞ্চল    খ. দক্ষিণাঞ্চল
গ. পূর্বাঞ্চল        ঘ. পশ্চিমাঞ্চল
উদ্দীপকটি পড়ে ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
বড় বাড়িতে করিম শেখের আত্মীয়তা হতে পারে না; ওদের বসতে দেওয়ার মতো ব্যবস্থাই তার নেই।
১৬. উদ্দীপকের করিম শেখের অবস্থা ‘অপরিচিতা’ গল্পে কার মতো?
ক. অনুপমের    খ. হরিশের
গ. বিনুদাদার    ঘ. শম্ভুনাথের
১৭. উদ্দীকের মতোই ‘অপরিচিতা’ গল্পে দেখানো হয়েছে-
i. উঁচু-নিচুর প্রভেদ
ii. উপনিবেশবাদের ভয়াবহতা
iii. ধনতান্ত্রিক সমাজব্যবস্থার স্বরূপ
নিচের কোনটি সঠিক? 
ক. i ও ii    খ. i ও iii
গ. ii ও iii    ঘ. i, ii ও iii 
১৮. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম গল্পের নাম কী?
ক. মন্দির        খ. বিলাসী
গ. দেনাপাওনা        ঘ. মহেশ
১৯. মৃত্যুঞ্জয়কে সেবাযত্ন করে কে যমের মুখ থেকে ফিরিয়ে এনেছে?
ক. হৈমন্তী    খ. বিলাসী
গ. ন্যাড়া    ঘ. খুড়া
২০. ‘আমার পথ’ প্রবন্ধে কাজী নজরুল ইসলামের ‘আমি’ ভাবনা বিন্দুতে কীসের উচ্ছ্বাস জাগায়?
ক. সত্যের    খ. আনন্দের
গ. সিন্ধুর    ঘ. উল্লাসের

২১. আবুল ফজল কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
ক. ১৯০৩ খ্রিষ্টাব্দে    খ. ১৯২০ খ্রিষ্টাব্দে
গ. ১৯১৩ খ্রিষ্টাব্দে    ঘ. ১৯২১ খ্রিষ্টাব্দে
২২. কোন ধরনের মানুষের সংখ্যা দিন দিন বেড়ে চলছে?
ক. দুস্থ    খ. সুখী
গ. অসুখী    ঘ. ত্যাগী
২৩. ‘মাসি-পিসি’ গল্পে অল্প দিন আগে কার মেয়েটা শ্বশুরবাড়িতে মরেছে?
ক. কৈলাসের    খ. রহমানের
গ. গোকুলের    ঘ. কানাইয়ের
২৪. ‘শুঁড়িখানায় পড়ে থাকে বারো মাস’ কে পড়ে থাকে?
ক. কৈলাশ        খ. বড় বাবু
গ. দারোগা বাবু    ঘ. জগু
২৫. সালতি থেকে ওদের মাথায় খড় তুলে দিচ্ছে কতজন?
ক. একজন        খ. দুইজন
গ. তিনজন        ঘ. চারজন
২৬. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফেব্রুয়ারি মাসের কত তারিখে মুক্তি পান?
ক. ২২   খ. ২৪  গ. ২৫      ঘ. ২৭
২৭. ‘রেইনকোট’ গল্পের কথক কে?
ক. নুরুল হুদা        খ. গল্পকার
গ. আবদুস সাত্তার    ঘ. মন্টু মিয়া
২৮. ‘সোনার তরী’ কবিতায় নিঃসঙ্গ কৃষক বলতে মূলত কাকে বোঝানো হয়েছে?
ক. কবিকে        খ. শিল্পীকে
গ. অভিনেতাকে    ঘ. গায়ককে
২৯. ‘তরি’ শব্দটির প্রতিশব্দ হলো-
i. ডিঙি ii. সাম্পান iii. নৌকা
নিচের কোনটি সঠিক? 
ক. i ও ii     খ. i ও iii
গ. ii ও iii    ঘ. i, ii ও iii 
৩০. কবি উৎপীড়িতের ক্রন্দন-রোল কোথায় ধ্বনিত না হওয়ার কথা বলেছেন?
ক. আকাশে-পাতালে    খ. আকাশে-বাতাসে
গ. আকাশে-আকাশে    ঘ. আকাশে-মর্তে

উত্তর: ১. ক, ২. গ, ৩. গ, ৪. গ, ৫. ক, ৬. খ, ৭. খ, ৮. ক, ৯. ঘ, ১০. ক, ১১. ঘ, ১২. ঘ, ১৩. খ, ১৪. ঘ, ১৫. ক, ১৬. ঘ, ১৭. খ, ১৮. ক, ১৯. খ, ২০. গ, ২১. ক, ২২. ক, ২৩. খ, ২৪. ঘ, ২৫. খ, ২৬. ঘ, ২৭. ক, ২৮. ক, ২৯. ঘ, ৩০. খ।

মডেল প্রশ্ন তৈরি: মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক (বাংলা) 
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা/আবরার জাহিন

Lesson-1: Talking to People-এর Experience one, ৬ষ্ঠ শ্রেণির ইংরেজি

প্রকাশ: ২৯ জুন ২০২৪, ০৭:৫৪ পিএম
আপডেট: ২৯ জুন ২০২৪, ০৭:৫৪ পিএম
Lesson-1: Talking to People-এর Experience one, ৬ষ্ঠ শ্রেণির ইংরেজি
ছবি: সংগৃহীত

Experience one 

1.1 Ask and answer the following questions with your friend.
• How many members do you have in your family? 
Ans: I have six members in my family.
• Describe your relationship with them.
Ans: They are my father, mother, sister and grandparents.
• Do you talk to your parents in the same way as you talk to your grandparents?
Ans: Yes, I talk to my parents in the same way as I talk to my grandparents.

1.2 • What can you see in the picture?
Ans: I can see three people in the picture. 
• What do you think is the relationship among them? 
Ans: I think they are friends. 
• What do you think they are talking about? 
Ans: I think they are talking about to arrange a picnic.


1.7 Imagine that Silvia, one of your friends, had to go to the village home because her school was closed due to the Corona situation. Now the face-to-face classes have started and Silvia needs help in English and Mathematics. Write a short conversation offering your help.
Myself: Hello! What’s up, Silvia?
Silvia: Not so good.
Myself: Why are you so worried?
Silvia: I had to go to the village home because my school was closed due to the Corona situation.
Myself: oh! I know.
Silvia: The face-to-face classes have started and I need help in English and mathematics.
Myself: Don’t worry. I will help you.
Silvia: I am very weak in English and mathematics. My examination is knocking at the door but I could not complete my Math and English syllabus.
Myself: I will provide you necessary suggestion and notes.
Silvia: Thank you dear for your co-operation.
Myself: My pleasure.

আক্তার জাহান সুমি, সহকারী শিক্ষক, ইংরেজি বিভাগ
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা/আবরার জাহিন