ঢাকা ১৮ আষাঢ় ১৪৩১, মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ৯৯৭০, বহিষ্কার ২০

প্রকাশ: ৩০ জুন ২০২৪, ০৯:৩৯ পিএম
আপডেট: ৩০ জুন ২০২৪, ০৯:৪০ পিএম
এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ৯৯৭০, বহিষ্কার ২০
আজ থেকে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। ছবি : খবরের কাগজ

এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিল ৯ হাজার ৯৭০ জন। বহিষ্কার হয়েছে ২০ জন পরীক্ষার্থী।

রবিবার (৩০ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ১ হাজার ৪৭২ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। বন্যা পরিস্থিতির কারণে সিলেট বোর্ডে পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। আটটি সাধারণ বোর্ডে পরীক্ষার্থী ছিল ৯ লাখ ৩৩ হাজার ৬৮৯ জন। পরীক্ষায় অংশ নেয় ৯ লাখ ২৩ হাজার ৭১৯ জন।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডে ২ হাজার ৬০১ জন, রাজশাহী বোর্ডে ১ হাজার ৫০৮, কুমিল্লা বোর্ডে ১ হাজার ১৫৬, যশোর বোর্ডে ১ হাজার ৩২৮, চট্টগ্রাম বোর্ডে ৯৭৫, বরিশাল বোর্ডে ৭২৭, দিনাজপুর বোর্ডে ১ হাজার ১৩ ও ময়মনসিংহ বোর্ডে ৬৬২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে অনুপস্থিত থাকে ৯৭৫ জন পরীক্ষার্থী। পরীক্ষার কেন্দ্র থেকে বহিষ্কার হয়েছে তিনজন। গত শনিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি ও জলজটে পরীক্ষার্থীদের দুর্ভোগে পড়তে হয়। এর সঙ্গে যোগ হয় পরিবহনসংকট। অনেক পরীক্ষার্থীকে হেঁটে কেন্দ্রে উপস্থিত হতে দেখা যায়।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক এ এম এম মুজিবুর রহমান বলেন, ‘প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে বোর্ড থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে ৩৮টি বিশেষ ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। এ ছাড়া ৬০টি সাধারণ ভিজিল্যান্স টিম কাজ করছে। তবে বৃষ্টির কারণে কোনো কেন্দ্রে প্রশ্নপত্র পাঠাতে দেরি হলে সেই সময় পরীক্ষার্থীদের দেওয়া হবে, সেই নির্দেশনা আমাদের আগে থেকে দেওয়া ছিল।’ 

অন্যদিকে ময়মনসিংহে পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনে সহযোগিতা করায় মো. সাদিকুর রহমান নামে দায়িত্বপ্রাপ্ত প্রভাষককে অব্যাহতি দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলিনূর খান বলেন, ‘পরীক্ষায় অসদুপায় অবলম্বনে সহযোগিতা করার অপরাধে প্রভাষক সাদিকুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি এবং উপজেলার মেজরভিটা এলাকার মর্নিং সান স্কুল অ্যান্ড কলেজের ১০ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।’
 
২০২৬ সালের এসএসসি পরীক্ষার জন্য নতুন পরিকল্পনা

২০২৬ সালের এসএসসি পরীক্ষা নতুন শিক্ষাক্রমে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

রবিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এইচএসসি পরীক্ষার ব্রিফিংকালে এ কথা জানান। 

শিক্ষামন্ত্রী বলেন, ‘নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করা নিয়ে আমরা তড়িঘড়ি করছি না। বিভিন্নভাবে বিশ্লেষণ করে আমরা সেটা ঠিক করতে চাচ্ছি। আমরা নতুন শিক্ষাক্রমে যে এসএসসি পরীক্ষা নেব, সেটা ২০২৬ সালের জানুয়ারিতে নেওয়ার লক্ষ্য ঠিক করেছি।’

পরীক্ষায় ফেল দেখিয়ে শিক্ষার্থীদের লজ্জা দেওয়া হয় উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আগের মূল্যায়ন পদ্ধতিতে পাস-ফেল দেখিয়ে ওপরের শ্রেণিতে শিক্ষার্থীসংখ্যা কমিয়ে ফেলা হতো। এবার এসএসসি পরীক্ষায় প্রায় ২৩ লাখ শিক্ষার্থী অংশ নিল, আমরা সাড়ে ১৬ লাখকে পাস দেখালাম। বাকি প্রায় ৬ লাখ শিক্ষার্থীকে আমরা ফেল বলে দিলাম। এটার মাধ্যমে আমরা শিক্ষার্থীকে নিগৃহীত করলাম। এ পদ্ধতি আর রাখা যাবে না।’

নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত

প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ০৮:২৩ এএম
আপডেট: ০২ জুলাই ২০২৪, ০৮:২৪ এএম
নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত
শিক্ষা মন্ত্রণালয়

নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করা হয়েছে। 

সোমবার (১ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) সভায় মূল্যায়ন চূড়ান্ত করা হয়। 

তবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) তৈরি করা মূল্যায়ন পদ্ধতির কয়েকটি বিষয় সংশোধন সাপেক্ষে এই অনুমোদন দেওয়া হয়। 

এ বিষয়ে এনসিটিবির চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) প্রফেসর মশিউজ্জামান খবরের কাগজকে বলেন, ‘মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করা হয়েছে। তবে কিছু ছোটখাটো বিষয় সংশোধনের জন্য বলা হয়েছে।’

তিনি আরও বলেন, নতুন শিক্ষাক্রমে পাবলিক পরীক্ষায় লিখিত অংশ থাকবে ৬৫ ভাগ (ওয়েটেজ) এবং কার্যক্রমভিত্তিক থাকবে ৩৫ ভাগ (ওয়েটেজ)।

সাত স্কেলে (প্রারম্ভিক, বিকাশমান, অনুসন্ধানী, সক্রিয়, অগ্রগামী, অর্জনমুখী ও অনন্য) মূল্যায়ন করা হবে। তবে এটিকে সহজবোধ্য করার জন্য গ্রেডিং সিস্টেমও থাকবে।

ইউজিসির প্রফেসর হলেন অধ্যাপক লুৎফুল হাসান ও জেবা ইসলাম

প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ০৭:২৩ পিএম
আপডেট: ০১ জুলাই ২০২৪, ০৭:২৩ পিএম
ইউজিসির প্রফেসর হলেন অধ্যাপক লুৎফুল হাসান ও জেবা ইসলাম
অধ্যাপক ড. লুৎফুল হাসান ও অধ্যাপক ড. জেবা ইসলাম সেরাজ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. জেবা ইসলাম সেরাজকে ইউজিসির প্রফেসর হিসেবে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। 

সোমবার (১ জুলাই) ইউজিসির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

গতকাল রবিবার (৩০ জুন) কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরের সভাপতিত্বে ‘ইউজিসি প্রফেসরশিপ’ নিয়োগ কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

অধ্যাপক আলমগীর বলেন, “দেশের দুজন বিশিষ্ট গবেষককে ‘ইউজিসির প্রফেসর’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা স্মার্ট কৃষি, বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি, মাইক্রোবায়োলজি, ইমিউনোলজি ও জেনেটিকস বিষয়ে উচ্চতর গবেষণা পরিচালনা এবং দেশের প্রায়োগিক ও মৌলিক গবেষণায় অনন্য নজির স্থাপন করবেন বলে আশা করি।”

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী দুবছরের জন্য ‘ইউজিসি প্রফেসর’ হিসেবে এ দুজন বিশিষ্ট গবেষক দায়িত্ব পালন করবেন। যোগদানের তারিখ হতে তাদের মেয়াদকাল গণ্য হবে। ‘ইউজিসি প্রফেসরশিপ’ নিয়োগে শিক্ষা, গবেষণা, প্রকাশনা, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কর্ম-অভিজ্ঞতা, গবেষণা কাজে সংশ্লিষ্টতা ইত্যাদি বিষয় বিবেচনা করা হয়। ইউজিসি প্রফেসরশিপ নীতিমালা অনুযায়ী অবসরপ্রাপ্ত খ্যাতিমান শিক্ষক/গবেষকদের ‘ইউজিসি প্রফেসরশিপ’ প্রদান করা হয়। একজন সিলেকশন গ্রেড প্রাপ্ত প্রফেসর সর্বোচ্চ যে সুযোগ-সুবিধা পান ‘ইউজিসি প্রফেসরশিপ’রাও একই সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

Unit-19, Lesson-1-4-এর ১টি প্রশ্নোত্তর, পঞ্চম শ্রেণির ইংরেজি

প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ০৭:২০ পিএম
আপডেট: ০১ জুলাই ২০২৪, ০৭:২০ পিএম
Unit-19, Lesson-1-4-এর ১টি প্রশ্নোত্তর, পঞ্চম শ্রেণির ইংরেজি

Seen Passage 

Read the given text and answer the questions 1-4.
On 14 December, our class went on a field trip to the liberation war Museum at Agargaon, Dhaka. The trip was planned as part of our Bangladesh and Global Studies Course. Our bus reached the museum at 10 am. A guide was waiting for us. He welcomed us warmly and took us on a quick tour of the different galleries and exhibits of the museum. At first, we watched a video clip on our liberation war and our independence.

There were four permanent galleries that exhibited rare photographs, documents and newspaper clippings, and objects used by the freedom fighters and the martyrs of our liberation war. At Gallery 2 ‘Our Rights, Our Sacrifices’, our teacher read out to us the Declaration of independence by Bangabandhu Sheikh Mujibur Rahman. Some other visitors also stopped and listened to it attentively. As we went inside Gallery 4 ‘Our Victory, Our Values’, we fell silent. We were sad as we looked at the personal belongings of some of our martyred intellectuals and freedom fighters- a pair of glasses, a pen, a notebook, a money bag, a shirt and other such things. We left the museum at 12.30. It was an experience we would never forget.

1. Match the words of column A with their meaning that is mentioned in the text in column B (there is two extra).
Answer:
(a+ iii) Trip- a journey to any place. 
(b+ ii) Reach- to arrive somewhere.
(c+ vi) Gallery  a room for exhibiting works of art.
(d+ v) Exhibit- to display something. 
(e+ iv) Martyr- a person who dies for his country.

আস-সাদিক, সিনিয়র শিক্ষক, বিএএফ শাহীন কলেজ, 
কুর্মিটোলা, ঢাকা/আবরার জাহিন

এইচএসসি পরীক্ষার মডেল প্রশ্ন-বাংলা ২য় পত্র

প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ০৭:১৯ পিএম
আপডেট: ০১ জুলাই ২০২৪, ০৭:১৯ পিএম
এইচএসসি পরীক্ষার মডেল প্রশ্ন-বাংলা ২য় পত্র

মডেল প্রশ্ন

বিষয়: বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র 
সময়: ৩ ঘণ্টা, পূর্ণমান: ১০০
(দ্রষ্টব্য-ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। একই প্রশ্নের উত্তরে সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণ দূষণীয়)

১। (ক) ‘অ’ ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।    ৫
অথবা        
(খ) যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ- 
ধন্যবাদ, পরীক্ষিত, আত্মীয়, ঐশ্বর্য, বিহ্বল, বিশ্বাস, জ্ঞাপনপত্র, আবৃত্তি    
২। (ক) বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।    ৫
অথবা  
(খ) যেকোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লেখ-
বাল্মিকি, প্রতিদন্দ্বি, শশ্মাণ, তিরষ্কার, বিনাপানী, মুহূর্মুহূ, ভৌগলিক, শীতাতাপ    
৩। (ক) আবেগ শব্দ কাকে বলে? উদাহরণসহ আবেগ শব্দের শ্রেণিবিভাগ আলোচনা করো।     ৫
অথবা        
(খ) যেকোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ করো।
অধিক ভোজন অনুচিত।
সিক্ত নীলাম্বরী।
মোদের গরব মোদের আশা, আ-মরি বাংলা ভাষা।
দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?
শাবাশ! দারুণ খেলেছে আমাদের ছেলেরা।
ট্রেনটা এখনই এসে পড়বে।
সাদা কাপড় পরলেই মন সাদা হয় না।
সময় নেই তাই বসতে পারছি না।    
৪। (ক) উপসর্গ কাকে বলে? উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে বিশ্লেষণ করো।    ৫
অথবা        
(খ) ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করো (যেকোনো পাঁচটি)।
বিষাদসিন্ধু, আরক্তিম, দম্পতি, হাতাহাতি, শ্রমলব্ধ, আমরণ, দেশান্তর, আশীবিষ    
৫। (ক) বাক্য বলতে কী বোঝ? সার্থক বাক্যের বৈশিষ্ট্যসমূহ উদাহরণসহ আলোচনা করো।     ৫ 
 অথবা    
(খ) বন্ধনীর নির্দেশ অনুসারে যেকোনো পাঁচটির বাক্যান্তর করো।
(i) তারা নিয়মিত শিক্ষার্থী নয়। (অস্তিবাচক)    
(ii) ওকে চেনাই যায় না। (অস্তিবাচক)    
(iii) যে অন্ধ, তাকে আলো দাও। (সরল)    
(iv) তোমার নাম কী? (অনুজ্ঞাসূচক)    
(v) বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। (প্রশ্নবোধক)    
(vi) লোকটি অশিক্ষিত হলেও অভদ্র নয়। (যৌগিক)
(vii) তিনি দরিদ্র কিন্তু সৎ। (জটিল)    
(viii) মানুষ মরণশীল। (নেতিবাচক)    

৬। (ক) যেকোনো পাঁচটি বাক্যের অপপ্রয়োগ শুদ্ধ করে লেখ।         ৫
(i) এ মামলায় আমি সাক্ষী দেব না।    
(ii) মাদকাশক্তি ভালো নয়।    
(iii) সূর্য উদয় হয়েছে।    
(iv) মহারাজা সভাগৃহে প্রবেশ করলেন। (v) ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে।    
(vi) তাকে সপরিবারে দাওয়াত করো।     
(vii) সকল সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন।    
(viii) অধ্যায়নই ছাত্রদের তপস্যা।    
অথবা    
(খ) নিচের অনুচ্ছেদের অপপ্রয়োগগুলো শুদ্ধ করো।    
লজ্জাস্কর ব্যাপার। ছেলেটি বংশের মাথায় চুনকালি দিয়েছে। ওর মা-বাবার আর বাঁচার স্বাদ নেই। তারা খুবই অপমান হয়েছেন। সবাই ওকে সচ্চরিত্রবান মনে করত।    
৭। (ক) যেকোনো ১০টি শব্দের পারিভাষিক রূপ লেখ।    ১০
Manuscript, Geology, Dialect, Auditor, Agenda, Index, Ad-hoc, Book-post, By-Law, Census, Sabotage, Forecast, White paper, Myth, Up-to-date.
 অথবা        
(খ) নিচের অনুচ্ছেদটি বাংলায় অনুবাদ করো।
Bengali is our mother tongue, our state language and the language of our hearts. It is our fundamental duty to learn to write and read this language correctly. We should make efforts for the all-round development of this language. English is mostly used in the international level. We can’t be acquainted with the knowledge of science of the western world without the knowledge of English. We should learn English properly even for the development of our mother tongue.     
৮। (ক) তোমার কলেজের প্রথম দিনের দিনলিপি রচনা করো।     ১০
অথবা (খ) ‘খাদ্যে ভেজালের কারণ ও প্রতিকার’ শিরোনামে একটি প্রতিবেদন রচনা করো।
৯। (ক) তোমার বড় বোনের বিয়েতে নিমন্ত্রণ জানিয়ে বন্ধুকে ই-মেইল পাঠাও।     ১০
 অথবা        
(খ) কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে একজন সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদনপত্র লেখ।
১০। (ক) সারমর্ম লেখ।
দৈন্য যদি আসে, আসুক, লজ্জা কিবা তাহে? 
মাথা উঁচু রাখিস, 
সুখের সাথী মুখের পানে যদি না চাহে
ধৈর্য ধরে থাকিস।
রুদ্ররূপে তীব্র দুঃখ যদি আসে নেমে, 
বুক ফুলিয়ে দাঁড়াস।
আকাশ যদি বজ্র নিয়ে মাথায় পড়ে ভেঙে,
ঊর্ধ্বে দু’হাত বাড়াস।        ১০
অথবা    
(খ) ভাব-সম্প্রসারণ লেখ।    
রাত যত গভীর হয়, প্রভাত তত নিকটে আসে।

১১। (ক) নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা করো। ১০
অথবা    
(খ) নিচের উদ্দীপক অনুসরণে একটি খুদেগল্প লেখ।
হেমন্তের পড়ন্ত বিকেল। নদীর ধারের বটগাছটার নিচে বসে আছে সাদমান। হঠাৎ পেছনে কারও পায়ের শব্দ শুনে চমকে উঠল সে। ... .. .. ..    
১২।  যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ লেখ। ২০
(ক) স্বদেশপ্রেম    
(খ) তথ্যপ্রযুক্তি ও বাংলাদেশ    
(গ) মুক্তিযুদ্ধের চেতনা ও তরুণ প্রজন্ম    
(ঘ) বাংলাদেশের পর্যটনশিল্প     
(ঙ) পদ্মা সেতু: উন্নয়ন ও সম্ভাবনা

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক (বাংলা) 
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা/আবরার জাহিন

Lesson-1: Talking to People-এর Experience one, ২য় পর্ব ৬ষ্ঠ শ্রেণির ইংরেজি

প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ০৭:১৫ পিএম
আপডেট: ০১ জুলাই ২০২৪, ০৭:১৫ পিএম
Lesson-1: Talking to People-এর Experience one, ২য় পর্ব ৬ষ্ঠ শ্রেণির ইংরেজি
ছবি: সংগৃহীত

Experience one 


1.9 a) Sorry. I have not seen the notice.
b) Sorry. It will not happen again.
c) Oh! Sorry I can’t remember you. How forgetful I am!
d) Hello! Uncle. I am fine. I hope you are also fine.
e) It’s alright. See you later.

1.10 Answer: a. True, b. True, c. True, d. False, e. True.
1.11 Situation-1: Here is a conversation between Ruman and uncle about asking for help.
Ruman: Good afternoon, uncle.
Uncle: Good afternoon.
Ruman: I saw you standing here for a long time. Can I help you? 
Uncle: Thank you, my son. I am waiting here for my daughter. She will come soon. 
Ruman: oh, I see. It may rain soon. Better you stand under the shade.
Uncle: oh, sure. Thank you. 
Ruman: My pleasure. Have a good day uncle!

Situation-2: Here is a dialogue between Mahir and uncle about finding an address. 
Mahir: Good morning, uncle.
Uncle: Good morning.
Mahir: Are you looking for anything, uncle?
Uncle: Yes, I need to be at this address but I can’t find it.
Mahir: oh, that’s easy. Go straight and then turn left. You will find a hospital. After that you will look at the right side and there will be the desired address.
Uncle: Thank you my dear for your co-operation.
Mahir: It’s my pleasure.

Situation-3: Here is a dialogue between Simi and Siam about how to improve skills in English.
Simi: How are you, my friend?
Siam: Not so good. I need to improve skills in English.
Simi: oh! That’s the matter. It’s not so difficult.
Siam: Please suggest me some ways how can I improve myself.
Simi: To improve skills in English you can watch English cartoon on TV, read English magazine, join English language club etc.
Siam: Okay, I will try to follow your suggestion.
Simi: To follow these rules I have improved my skills in English.
Siam: Thank you my dear friend for you co-operation.
Simi: You’re welcome.

আক্তার জাহান সুমি, সহকারী শিক্ষক, ইংরেজি বিভাগ
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা/আবরার জাহিন