ঢাকা ১৮ আষাঢ় ১৪৩১, মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪

সিলেটে রান তাড়ায় জয়ের রেকর্ড নেই!

প্রকাশ: ২৪ মার্চ ২০২৪, ০২:০২ পিএম
আপডেট: ২৪ মার্চ ২০২৪, ০২:০২ পিএম
সিলেটে রান তাড়ায় জয়ের রেকর্ড নেই!
ছবি : সংগৃহীত

সিলেট টেস্টে কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ভালো শুরু করার পরও তা ধরে রাখতে না পারাতে এখন পড়েছে চাপে। এই চাপে পড়ে তাদের সামনে যে দৃশ্য ভেসে উঠছে, তাতে করে ম্যাচে ফিরে আসার লড়াই করছে। আপাতত জয় নয়, হারের শঙ্কা মাথার ওপর। দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কা ৫ উইকেট হাতে নিয়ে ২১১ রানে এগিয়ে। উইকেটে আছেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ২৩ ও নাইটওয়াচম্যান বিশ্ব ফার্নান্দো ২ রানে। ডেসিংরুমে বসে ব্যাটে শান দিচ্ছেন প্রথম ইনিংসের আরেক সেঞ্চুরিয়ান কামিন্দু মেন্ডিস। বোঝাই যাচ্ছে শ্রীলঙ্কা তাদের লিড আরও বাড়িয়ে নিবে। যা অনেকটাই বাংলাদেশের নাগালের বাইরে চলে যাবে বলে ধরে নেওয়া যায়। এর কারণও আছে। সিলেট ভেন্যুও পরিসংখ্যান বলে রান তাড়া করে জয়ের নজির নেই।

সিলেটে এর আগে যে দুটি টেস্ট অনুষ্ঠিত হয়েছে, তাতে একবার জিম্বাবুয়ে বাংলাদেশকে ৩২০ রান তাড়া করতে দিয়েছিল। বাংলাদেশ করতে পেরেছিল মাত্র ১৮১ রান। হেরেছিল ১৫১ রানে। পরের টেস্ট আবার বাংলাদেশ জিতেছিল ১৫০ রানে। প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। বাংলাদেশ নিউজিল্যান্ডের সামনে টার্গেট দিয়েছিল ৩৩১ তাড়া করার। নিউজিল্যান্ড করতে পেরেছিল ১৮১ রান। শ্রীলঙ্কা এমনিতেই ২১১ রানে এগিয়ে। সেখানে আরও রান যোগ হবে। তাদের টার্গেট ৩০০ ছাড়িয়ে যাওয়া। দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে কথা বলতে এসে সে রকমটি জানিয়েছেন দলের বোলিং কোচ দর্শনা গামাগে। তিনি বলেন, ‘আমরা তিনশোর্ধ রানের লিড নিতে চাই। এটি করতে পারলে আমরা ডিফেন্ড করতে পারব।’ কিন্তু বাংলাদেশের টার্গেট আড়াই শ রানের লিড দেওয়া। তাহলে সেটা অতিক্রম করা যাবে বলে মনে করেন দলের ব্যাটিং কোচ ডেভিড হেম্প। তিনি বলেন, ‘আমরা কাল (আজ তৃতীয় দিন) সকালে যদি তাদের দ্রুত উইকেট নিয়ে আড়াই শ রানের লিড দিতে পারি, আমরা সে লক্ষ্যে এগুব।’

বাংলাদেশ এ রকম পরিস্থিতিতে পড়েছে মূলত ব্যাটিং ব্যর্থতার কারণে। শ্রীলঙ্কার ২৮০ রান খুব বেশি সংগ্রহ নয়। কিন্তু ১৮৮ রানে অলআউট হয়ে সেই সংগ্রহ বাংলাদেশের সামনে পাহাড় সমান হয়ে উঠেছে! ডেভিড হেম্প সেই কথাটিই বলেন সংবাদ সম্মেলনে, ‘আমরা মাত্র ৫১ ওভারের বেশি ব্যাটিং করতে পারিনি। এটি খুবই হতাশজনক। কিন্তু যা হওয়ার হয়ে গেছে। আমরা তাদের কয়েকটি উইকেট নিতে পেরেছি। আরও কয়েকটি উইকেট নিতে পারলে ভালো হতো।’ তাইজুলের ব্যাটিংয়ের উচ্ছ্বাসিত প্রশংসা করে তিনি বলেন, ‘একটি খেলায় এক থেকে এগার নাম্বার পর্যন্ত সবাইকে ব্যাট করতে হয়। তাদের অবদান রাখতে হয়, বিশেষ করে লম্বা সংস্করণে। আমরা লোয়ারের অর্ডার কথা বলি। সে ৮০ বল (হবে ৮২ বল) খেলেছে। এটি ছিল তার একটি দুর্দান্ত প্রচেষ্টা। সে আমাদের গর্বিত করেছে।’

সিলেটে আগের দুই টেস্টে স্পিনারদের দাপট ছিল। এই টেস্ট পেসারদের। ধারণা করা হয়েছিল সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উইকেটের পরিবর্তন আসতে পারে। কিন্তু দ্বিতীয় দিন শেষেও উইকেটে তেমন কোনো পরিবর্তন আসেনি। হেম্প বলেন, ‘সকল ব্যাটারই বলছে উইকেট ভালো। ভালো শট খেলতে পারলে রান আসবে। শেষ বিকেলে কিছু বল নিচু হয়ে এসেছিল। সেগুলো ছিল ওয়াইড বল। কিন্তু আপনি যদি ভালো বল করতে না পারেন, তাহলে আপনাকে সেই বলের সাজা পেতেই হবে। আমার মনে হয় না কালও (আজ) খুব বেশি পরিবর্তন হবে।’

টেস্ট ম্যাচ খেলার আগে বাংলাদেশের ব্যাটার বিপিএল খেলেছে, ডিপিএল খেলেছে। এমনকি শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলেছে। এটি টেস্ট ম্যাচে প্রভাব পড়েছে কিনা জানতে চাওয়া হলে ডেভিড হেম্প বলেন, ‘এটি নিয়ে তর্ক হতে পারে। তবে এটি মানসিকতার ব্যাপার। আমি এটিকে কোনো সমস্যা মনে করি না। সাদা বল, লাল বল শুধুই একটি রঙ।’

এদিকে গতকাল রাতে সিলেটে প্রচণ্ড বাতাসের সঙ্গে বৃষ্টিও হয়েছে। আজ সকালে ঘণ্টায় ৩৬ কিলোমিটার বেগে দমকা বাতাসের সঙ্গে বৃষ্টিরও সম্ভাবনা আছে।

মুশতাকে আগ্রহী বিসিবি

প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ১১:৫০ এএম
আপডেট: ০২ জুলাই ২০২৪, ১১:৫০ এএম
মুশতাকে আগ্রহী বিসিবি
ছবি- সংগ্রহীত

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের স্পিন বোলিং পরামর্শকের দায়িত্বে ছিলেন মুশতাক আহমেদ। স্বল্প সময়ে তার হাত ধরে সাফল্য পেয়েছে বাংলাদেশ দল। এবার তার চুক্তির মেয়াদ বাড়াতে যাচ্ছে বিসিবি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস।

আজ দুপুর তিনটায় বিসিবির বোর্ড সভায় মুশতাক আহমেদের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনা হবে। এছাড়া বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স, পূর্বাচল শেখ হাসিনা স্টেডিয়াম প্রকল্প নিয়ে আলোচনা হবে।

বিশ্বকাপসহ দুই মাস বাংলাদেশ দলের কোচিং প্যানেলে কাজ করেছেন মুশতাক আহমেদ। তার অধীনে নিজেকে আরও বেশি শানিয়ে তুলেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। তার কাজে খুশি হয়ে আপাতত চুক্তির মেয়াদ বাড়াতে আগ্রহী বিসিবি।

বেলজিয়ামকে বিদায় করে কোয়ার্টারে ফ্রান্স

প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ১২:৫৭ এএম
আপডেট: ০২ জুলাই ২০২৪, ১২:৫৭ এএম
বেলজিয়ামকে বিদায় করে কোয়ার্টারে ফ্রান্স
ছবি: সংগৃহীত

ফিফা র‍্যাঙ্কিংয়ে ফ্রান্স ও বেলজিয়ামের অবস্থান পাশাপাশি। তবে মাঠের খেলায় সেই প্রতিদ্বন্দ্বিতার দেখা মেলেনি। অবশ্য সাম্প্রতিক পারফরম্যান্সে বেলজিয়ামের চেয়ে যোজন যোজন এগিয়ে ছিল ফরাসিরা। তার প্রমাণ পুরো ম্যাচজুড়ে আধিপত্য কিলিয়ান এমবাপ্পে-অ্যান্তেনিও গ্রিজম্যানদের। মাঠের প্রভাব অবশ্য বোঝা যায়নি ফল দেখে। কারণ, গোল পেতে ফরাসিদের অপেক্ষা করতে হয়েছে ৮৫ মিনিট পর্যন্ত। নিজেদের জালে বল জড়িয়ে ফ্রান্সের কোয়ার্টার ফাইনালে ওঠা নিশ্চিত করে দেন জ্যান ভার্টোনেন।

ডুসেলডর্ফে ম্যাচের শুরু থেকে বেলজিয়ামের ওপর ছড়ি ঘোরায় ফরাসিরা। একের পর এক আক্রমণ করেও বলার মতো কোনো সুযোগ তৈরি করতে পারেনি। ফরাসি স্ট্রাইকারদের একের পর এক ব্যর্থতায় মনে হচ্ছিল খেলা হয়তো গড়াবে অতিরিক্ত সময়ে। ম্যাচ শেষ হওয়ার মিনিট পাঁচেক আগে ডেডলক ভাঙেন কোলো মুয়ানি। বেলজিয়ামের জাল উদ্দেশ করে নেওয়া তার শট ভার্টোনেনের পায়ে লেগে জড়ায় জালে। তাতে ফরাসিদের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়।

 

আরসিবির কোচ হলেন দিনেশ কার্তিক

প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ০৫:১৫ পিএম
আপডেট: ০১ জুলাই ২০২৪, ০৫:১৫ পিএম
আরসিবির কোচ হলেন দিনেশ কার্তিক
ছবি : সংগৃহীত

সবশেষ মৌসুমটাই আইপিএলে দিনেশ কার্তিকের শেষ ছিল। এরপর ধারাভাষ্যকের ভূমিকায় দেখা যায় সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে। এবার নতুন ভূমিকায় দেখা যাবে তাকে। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের ব্যাটিং কোচ এবং মেন্টর হলেন তিনি।

কোচ হওয়ার খবরে ৩৯ বছর বয়সী কার্তিক বলেছেন, ‘বিষয়টা দারুণ যে আমি বেঙ্গালুরুর সঙ্গে যুক্ত হয়েছি। চেষ্টা করব দলকে আরও শক্তিশালী করার। পেশা হিসেবে আমার কাছে কোচিং খুবই রোমাঞ্চকর একটা ব্যাপার। জীবনের নতুন অধ্যায় নিয়ে আমি সত্যিই খুবই রোমাঞ্চিত। আশা করি খেলোয়াড় হিসেবে আমার যে অভিজ্ঞতা সেটা দলের উন্নয়নে কাজে লাগাতে পারব। এই দলের ব্যাটিং বিভাগের সঙ্গে কাজ করতে আমার তর সইছে না।’

ভারতের হয়ে ওয়ানডে ও টেস্ট দলে তার অভিষেক হয় ২০০৪ সালে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক ২০০৬ সালে। খেলোয়াড়ি জীবন চলমান অবস্থাতেই তিনি ধারাভাষ্যকক্ষে বিচরণ শুরু করেন। ২০২১ সালে কাজ করেছেন ইংল্যান্ড-ভারত সিরিজে। একই ভূমিকায় ছিলেন দ্য হান্ড্রেডেও।

জাতীয় দলের হয়ে ২৬টি টেস্ট, ৯৪টি ওয়ানডে ও ৬০ টি-টোয়েন্টি খেলেছেন কার্তিক। খেলোয়াড়ি জীবনে জিতেছেন ১টি টি-টোয়েন্টি বিশ্বকাপ, ১টি চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২টি এশিয়া কাপ। 

বিসিসিআইয়ের ১২৫ কোটি রুপি পুরস্কার ঘোষণা

প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ০৪:৩৯ পিএম
আপডেট: ০১ জুলাই ২০২৪, ০৪:৩৯ পিএম
বিসিসিআইয়ের ১২৫ কোটি রুপি পুরস্কার ঘোষণা
ছবি : সংগৃহীত

দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে আইসিসির শিরোপা খরা কাটিয়েছে ভারত। এই জয়ে ভারত ক্রিকেট দলকে পুরস্কৃত করেছে দেশটির ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই। যে পুরস্কার আইসিসি হতে প্রাপ্ত পুরস্কারের চেয়েও বেশি।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বিসিসিআই সচিব জয় শাহ বলেন, ‘আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতায় ভারতীয় দলের জন্য ১২৫ কোটি রুপি পুরস্কার ঘোষণা করতে পেরে আমি আনন্দিত। টুর্নামেন্টজুড়ে এই দলটি ব্যতিক্রমী প্রতিভা, দৃঢ়তা ও স্পোর্টসম্যানশিপ দেখিয়েছে। ক্রিকেটার, কোচ ও সাপোর্ট স্টাফের সবাইকে অসামান্য অর্জনের জন্য অভিনন্দন।’

এবারের আসরের চ্যাম্পিয়ন হওয়ায় আইসিসি থেকে ২৪ লাখ ৫০ হাজার ডলার প্রাইজ মানি পাচ্ছে ভারত। ভার ভারতীয় মুদ্রায় প্রায় ২০ কোটি ৪২ লাখ রুপি।

এছাড়া সুপার এইট পর্যন্ত ৬ ম্যাচ জেতায় তারা আরও ১ লাখ ৮৬ হাজার ৯২৪ ডলার পাচ্ছে। আইসিসি ও বিসিসিআই হতে প্রাপ্ত পুরস্কারের অর্থসহ মোট দেড় কোটি রুপি পেয়েছে ভারত। আর রানার্সআপ হয়ে ১২ লাখ টাকা ৮০ হাজার ডলার পেয়েছে দক্ষিন আফ্রিকা। 

কানাডায় রিজওয়ানের অধীনে খেলবেন বাবর

প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ০৩:৪৫ পিএম
আপডেট: ০১ জুলাই ২০২৪, ০৩:৪৬ পিএম
কানাডায় রিজওয়ানের অধীনে খেলবেন বাবর
ছবি : সংগৃহীত

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর নেতৃত্ব হারান বাবর আজম। কিন্তু, টি-টোয়েন্টি বিশ্বকাপে ঘুরেফিরে সেই বাবরের কাছেই পাকিস্তান আরেকবার দ্বারস্থ হয় পাকিস্তান। তাতেও লাভ হয়নি, এবারও ভরাডুবি হয়েছে দলটির। যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিদায় নিতে হয়েছে গ্রুপ পর্ব থেকে। এরপর থেকে আবারও শুরু হয়েছে তার অধিনায়কত্ব নিয়ে সমালোচনা। আরেকবার শঙ্কায় তার নেতৃত্ব।

পাকিস্তান ক্রিকেটে তার অধিনায়কত্বের ভবিষ্যত নিয়ে এখনও কোনো নিশ্চয়তা পাওয়া না গেলেও ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে তাকে খেলতে হবে সতীর্থ মোহাম্মদ রিজওয়ানের অধীনে। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে ভ্যানকুবার নাইটসের হয়ে খেলবেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। সেখানে রিজওয়ানের নেতৃত্বে খেলতে হবে বাবরকে।

রিজওয়ানকে অধিনায়ক ঘোষণা করে ফ্র্যাঞ্চাইজটি জানিয়েছে, ‘গ্লোবাল টি-২০ এর চতুর্থ সিজনের জন্য ভ্যানকুভার নাইটস অধিনায়ক হিসেবে মোহাম্মদ রিজওয়ানের নাম ঘোষণা করছে। তার অসাধারণ ব্যাটিং দক্ষতা আর দক্ষ উইকেটকিপিং দিয়ে তিনি আমাদের জয়ের পথে নিয়ে যেতে তৈরি। তৈরি হও নাইটসরা!’

দলটিতে সুযোগ পেয়েছেন পাকিস্তানের অন্য দুই ক্রিকেটার মোহাম্মদ আমির ও আসিফ আলীকে।