ঢাকা ১৯ আষাঢ় ১৪৩১, বুধবার, ০৩ জুলাই ২০২৪

রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত

প্রকাশ: ২৩ মে ২০২৪, ০১:৪৭ পিএম
আপডেট: ২৩ মে ২০২৪, ০৩:৩১ পিএম
রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত
ছবি: খবরের কাগজ

নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণা চালানোর সময় প্রতিপক্ষের হামলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. সুমন মিয়া নিহতের ঘটনায় এই উপজেলার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী জেলা নির্বাচন কর্মকর্তা মোহম্মদ রবিউল আলম।

তিনি জানান,  স্থগিতের নির্দেশ কপি সংশ্লিষ্টদের দেওয়া হয়েছে।

বুধবার (২২ মে) বিকেলে উপজেলার পাড়াতলী ইউনিয়নে মিরেরকান্দি এলাকায় প্রচারণা চালানোর সময় প্রতিদ্বন্দ্বী একটি পক্ষের হামলায় তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. সুমন মিয়া নিহত হন।

শাওন খন্দকার/সাদিয়া নাহার/অমিয়/

শিশুশ্রম নিরসনে সামাজিক আন্দোলন সৃষ্টি করতে হবে: শ্রম প্রতিমন্ত্রী

প্রকাশ: ০৩ জুলাই ২০২৪, ০৫:০০ পিএম
আপডেট: ০৩ জুলাই ২০২৪, ০৫:০০ পিএম
শিশুশ্রম নিরসনে সামাজিক আন্দোলন সৃষ্টি করতে হবে: শ্রম প্রতিমন্ত্রী
শিশুশ্রম নিরসনবিষয়ক বিভাগীয় কর্মশালায় কথা বলছেন শ্রম প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী

শিশুশ্রম নিরসনে সামাজিক আন্দোলন সৃষ্টি করতে হবে বলে মন্তব্য করেছেন শ্রম প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী। 

বুধবার (৩ জুলাই) রাজধানীতে শিশুশ্রম নিরসনবিষয়ক বিভাগীয় কর্মশালায় এ মন্তব্য করেন তিনি।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘স্বাধীনতা লাভের পর বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের কল্যাণ ও অধিকার সংরক্ষণকে গুরুত্ব দিয়ে সব শিল্পকারখানা রাষ্ট্রীয়করণ করেন, ১৯৭২ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-তে যোগ দেন এবং তার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ আইএলওর সদস্যপদ লাভ করে। শিশুদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে বঙ্গবন্ধু ১৯৭৪ সালেই শিশু নীতি প্রণয়ন করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’

গত কয়েক দশকে বাংলাদেশ শিশুশ্রম নির্মূলে অবিশ্বাস্য উন্নতি করেছে উল্লেখ করে নজরুল ইসলাম চৌধুরী বলেন, ‘সরকার ইতোমধ্যে আইএলও কনভেনশন ১৩৮-এর আনুষ্ঠানিক অনুসমর্থন করেছে। আইএলও কনভেনশন, ইউএনসিআরসি, শ্রম আইন ২০০৬-সহ আন্তর্জাতিক আইন ও বিধিগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে শিশুশ্রম নিরসনে একটি জাতীয় নীতি অনুমোদন করা হয়েছে। ৪৩টি সেক্টরকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে শিশুশ্রম নিষিদ্ধ করার জন্য গেজেট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।’

শ্রম প্রতিমন্ত্রী আরও বলেন, “শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সরকারের নিজস্ব অর্থায়নে ২৮৪.৪৯ কোটি টাকা ব্যয়ে ‘বাংলাদেশে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন (৪র্থ পর্যায়)’ প্রকল্পের মাধ্যমে এক লাখ শিশুকে ৬ মাস উপানুষ্ঠানিক শিক্ষা এবং চার মাস মেয়াদি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিয়েছে।” সরকারি উদ্যোগের পাশাপাশি শিশুশ্রম নিরসনে সমাজের সর্বস্তরের মানুষকে আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।

বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব আলম, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. তরিকুল আলম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর হোসেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুর রহিম খান, ঢাকার উপ মহাপুলিশ পরিদর্শক সৈয়দ নুরুল ইসলাম। 

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে কর্মশালায় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও এনজিওর প্রতিনিধি, শ্রমিক-মালিক পক্ষসহ সরকারি  ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আবদুল্লাহ আল মামুন/সালমান/

প্রত্যয় স্কিম শিক্ষক সমিতির সঙ্গে ওবায়দুল কাদেরের বৈঠক বৃহস্পতিবার

প্রকাশ: ০৩ জুলাই ২০২৪, ০৩:৩৯ পিএম
আপডেট: ০৩ জুলাই ২০২৪, ০৩:৪৫ পিএম
শিক্ষক সমিতির সঙ্গে ওবায়দুল কাদেরের বৈঠক বৃহস্পতিবার
ওবায়দুল কাদের

প্রত্যয় পেনশন স্কিমে অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো চলছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন। এ অবস্থায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন।

আগামীকাল বৃহস্পতিবার (৪ জুলাই) এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বুধবার (৩ জুলাই) ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকালে বৈঠকের বিষয়ে ওবায়দুল কাদের তাদের সঙ্গে কথা বললেও এখনো সময় নির্ধারণ করা হয়নি।

আন্দোলন চলবে কি-না জানতে চাইলে তিনি জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কাজে ফিরবেন না।

প্রত্যয় পেনশন স্কিমে অন্তর্ভুক্তির প্রতিবাদে গত সোমবার (১ জুলাই) অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এই কর্মবিরতির অংশ হিসেবে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিত, সান্ধ্যকালীন প্রফেশনাল, অনলাইন ও অফলাইন প্রোগ্রামসহ সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে।

একাডেমিক কার্যক্রম ছাড়াও চেয়ারম্যান অফিস, হল প্রভোস্ট অফিস, গবেষণা কেন্দ্র, ইনস্টিটিউট, কেন্দ্রীয় গ্রন্থাগার, ডিন অফিস, কম্পিউটার ল্যাব ও সেমিনার কক্ষসহ প্রশাসনিক অফিসগুলো বন্ধ রাখা হয়েছে। ইউএনবি

সালমান/

সচিবালয়ে বিএসআরএফের ফল উৎসব

প্রকাশ: ০৩ জুলাই ২০২৪, ০৩:০০ পিএম
আপডেট: ০৩ জুলাই ২০২৪, ০৩:২৪ পিএম
সচিবালয়ে বিএসআরএফের ফল উৎসব
সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে আজ। ছবি: খবরের কাগজ

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ জুলাই) দুপুরে সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

এ সময় মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।

বিএসআরএফের সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব। 

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এ উৎসব। উৎসবে স্থান পায় আম, জাম, কাঁঠাল, লিচু, আমড়া, লটকন, ড্রাগন, আনারসহ নানা জাতের ফল।

আবদুল্লাহ আল মামুন/সাদিয়া নাহার/অমিয়/

ওষুধের মান নিশ্চিত করে জনগণের স্বাস্থ্য সুরক্ষা করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ: ০৩ জুলাই ২০২৪, ০২:৪৬ পিএম
আপডেট: ০৩ জুলাই ২০২৪, ০৩:৫৮ পিএম
ওষুধের মান নিশ্চিত করে জনগণের স্বাস্থ্য সুরক্ষা করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
বক্তব্য রাখছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। ছবি: পিআইডি

ওষুধের গুণগতমান নিশ্চিত করার মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের জনগণের স্বাস্থ্য সুরক্ষা করতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

তিনি বলেন, ‘আমরা সবাই জানি, ওষুধের নিরাপত্তা, কার্যকারিতা এবং গুণগতমান নিশ্চিত করার মাধ্যমে জনগণের স্বাস্থ্য সুরক্ষা করতে হবে। এই প্রচেষ্টায় যে সাধারণ চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হই, তার মধ্যে রয়েছে নিম্নমানের এবং ভেজাল ওষুধের অব্যাহত ঝুঁকি।’

বুধবার (৩ জুলাই) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সাউথ ইস্ট এশিয়া রেগুলেটরি নেটওয়ার্কের সদস্য রাষ্ট্রসমূহের বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

দক্ষিণ-পূর্ব এশিয়া রেগুলেটরি নেটওয়ার্ক (এসইএআরএন) হচ্ছে ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের দেশগুলোর জাতীয় নিয়ন্ত্রক কর্তৃপক্ষের একটি স্বেচ্ছাসেবী সংস্থা।   

অনুষ্ঠানে ডা. সামন্ত লাল সেন বলেন, সাউথ-ইস্ট এশিয়া রেগুলেটরি নেটওয়ার্কের সমাবেশে বক্তব্য দেওয়াটা আমার জন্য সম্মানের। সদস্য রাষ্ট্রগুলোর এই সমাবেশ আমাদেরকে একত্রিত করে অভিজ্ঞতা বিনিময় এবং আমাদের অঞ্চলে ওষুধের অপব্যবহার নিয়ন্ত্রণকে শক্তিশালী করার জন্য একটি মূল্যবান সুযোগ এনে দিয়েছে। 

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, সাউথ-ইস্ট এশিয়া রেগুলেটরি নেটওয়ার্কে কাজ করার মাধ্যমে আমরা এই চ্যালেঞ্জগুলোকে কার্যকরভাবে মোকাবিলা করতে পারি। এ জন্য আমরা আমাদের যৌথ দক্ষতা, সম্পদ এবং সর্বোত্তম অনুশীলনকে কাজে লাগাতে পারি। তথ্য আদান-প্রদান, সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের নিয়ন্ত্রক ব্যবস্থাকে উন্নত করতে পারি। 

ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা। 

অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. আহমেদুল কবীর বক্তব্য রাখেন।। 

এতে সদস্য দেশগুলোর মধ্যে বাংলাদেশ, ভুটান, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং পূর্ব তিমুরের প্রতিনিধি ও পর্যবেক্ষকরা অংশগ্রহণ করেন। সূত্র: বাসস

অমিয়/

শাহজালালে সাড়ে ৪ কেজি স্বর্ণ জব্দ

প্রকাশ: ০৩ জুলাই ২০২৪, ১১:৩৮ এএম
আপডেট: ০৩ জুলাই ২০২৪, ০১:০১ পিএম
শাহজালালে সাড়ে ৪ কেজি স্বর্ণ জব্দ
ছবি : সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওমানের মাস্কাট থেকে আসা একটি ফ্লাইট থেকে ৪ কেজি ৪২০ গ্রাম স্বর্ণ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দারা।

বুধবার (৩ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে সালাম এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে এই স্বর্ণ জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণের বাজারমূল্য চার কোটি ৫০ লাখ টাকা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (এ-শিফট) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক প্রদীপ কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল এ-শিফটের সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন। এ সময় মাস্কাট থেকে আসা সালাম এয়ারলাইন্সের ফ্লাইট নং ওভি-৪৯৭ আনুমানিক ভোর ৫টা ৩০ মিনিটে রামেজিং করা হয়। এ সময় বিমানের সিট নং ২ (ডি-ই-এফ)-এর ওপরে লাগেজ রাখার কেবিনে কালো স্কচটেপ মোড়ানো দুটি ভারী বস্তু পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে কালো স্কচটেপ কেটে ৩৮ পিস (প্রতি পিস ১০ তোলা) গোল্ডবার পাওয়া যায়, যার ওজন চার কেজি ৪২০ গ্রাম।

জব্দ করা স্বর্ণগুলো কাস্টম হাউসের শুল্কগুদামে জমা করা হয়েছে বলে জানানো হয়।

অমিয়/