ঢাকা ১০ আষাঢ় ১৪৩১, সোমবার, ২৪ জুন ২০২৪

এমপি আনার হত্যাকাণ্ড সহানুভূতির নাটক করেছিলেন মিন্টু ও বাবু

প্রকাশ: ১৬ জুন ২০২৪, ০২:৩০ এএম
আপডেট: ১৫ জুন ২০২৪, ০৯:৪৫ পিএম
সহানুভূতির নাটক করেছিলেন মিন্টু ও বাবু
ছবি : সংগৃহীত

এমপি আনার হত্যাকাণ্ডে নিজেদের দায় এড়াতে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করীম মিন্টু এবং ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবু নানা কৌশল অবলম্বন করেছেন। তাদের চতুরতায় অনেকেই হয়েছেন বিস্মিত। হত্যার পর তাদের কর্মকাণ্ড দেখে মনে হয়েছে তারা আনারের বড় শুভাকাঙ্ক্ষী। আনার নিখোঁজ হওয়ার পর এই দুজন আনারের বাসায় একাধিকবার যাওয়া-আসা করেন এবং পরিবারকে সান্ত্বনা দেন। এ ছাড়া আনার হত্যার প্রতিবাদে বিভিন্ন স্থানে সক্রিয় থাকার কারণে কেউ মনেই করতে পারেননি, তারা দুজন পেছন থেকে এই খুনে নেপথ্যে ভূমিকা পালন করেছেন। 

স্থানীয় নেতা-কর্মীদের মনে এই ধারণা তৈরি হয়েছিল, এই হত্যাকাণ্ডে আর যা-ই হোক মিন্টু ও গ্যাস বাবুর সংশ্লিষ্টতা নেই। কিন্তু গত ১ সপ্তাহের গতিবিধি তাদের খুব একটা ভালো ছিল না। তবে এ খুনের ঘটনায় কাউকে সন্দেহের ঊর্ধ্বে রাখেনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঝিনাইদহ জেলা ও কালীগঞ্জ থানার নিম্নস্তরের নেতা থেকে শুরু করে ঊর্ধ্বতন নেতা পর্যন্ত সবার ওপর নজরদারি শুরু করে। প্রযুক্তির মাধ্যমে কল রেকর্ডের তথ্যও সংগ্রহ করে। আনার হত্যার সঙ্গে কারও রাজনৈতিক বিরোধ ছিল কি না অথবা আর্থিক লেনদেনসহ সব বিষয় মাথায় রেখে তদন্ত শুরু করেন গোয়েন্দারা। অনেক নেতার ব্যক্তিগত বায়োডাটাও সংগ্রহ করা হয়। আর এতেই ফেঁসে গেছেন এই দুই নেতা। সহানুভূতি প্রদর্শনের নাটক করেও তারা পার পাননি।

আনার হত্যার মাস্টার মাইন্ড আক্তারুজ্জামান শাহীনের পর এই দুজনের তথ্য যাচাই-বাছাই করে এ খুনের সঙ্গে জড়িত অন্যদের ধরতে মাঠে কাজ করছেন মামলার তদন্তকারীরা। শাহীনকে ফেরাতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলকে একটি চিঠি দিয়েছে। ইন্টারপোলের অফিস এই চিঠিটি রিসিভ করেছে এবং তারা বাংলাদেশের পুলিশকে জানিয়েছে, আমেরিকায় শাহীন কোথায় অবস্থান করছেন এবং এখন তার গতিবিধি কী তারা তা দ্রুতই জানাবে। 

গত ১৩ মে কলকাতার একটি ফ্ল্যাটে খুন হন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। ২২ মে আনোয়ারুল আজীম আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণের অভিযোগে তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন। পরে পুলিশ এ মামলায় গ্রেপ্তার করেন শিলাস্তি, আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া ও তানভীর ভূঁইয়া ওরফে ফয়সাল সাজি। পরে আদালত শিলাস্তিসহ মোট তিনজনকে আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

প্রথম দফায় রিমান্ডে কিছু তথ্যের ঘাটতি থাকার কারণে ডিবি পুলিশ গত ৩১ মে পুনরায় আদালতে আসামিদের হাজির করে আবার রিমান্ডের আবেদন করে। শিমুল ভূঁইয়া তার জবানবন্দিতে গ্যাস বাবুর কথা বলেন। গ্যাস বাবু আবার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর খুনের জড়িত হওয়ার কথা মামলার তদন্ত কর্মকর্তাদের জানান। 

পরে গত সপ্তাহে ধানমন্ডি এলাকা থেকে মিন্টুকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মিন্টুকে বৃহস্পতিবার ডিবি পুলিশ আনার হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার দেখায়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করলে আদালত তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। মিন্টু এখন ডিবির হেফাজতে রয়েছেন। 

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি (এনসিবি) হায়দার আলী চৌধুরী শনিবার বিকেলে খবরের কাগজকে জানান, শাহীনের অবস্থান জানার জন্য আমেরিকায় ওয়াশিংটনের ইন্টারপোল অফিসে চিঠি দেওয়া হয়েছে। 

যোগাযোগ করা হলে আনার হত্যা মামলার তদন্তের মুখ্য সমন্বয়কারী ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ গতকাল বিকেলে বলেন, ‘শাহীনের ব্যাপারে তথ্য জানতে আমরা বাংলাদেশে আমেরিকার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছি।’ 

মামলার তদন্তকারী কর্মকর্তা সূত্রে জানা গেছে, আনার হত্যাকাণ্ড যেহেতু কলকাতায় হয়েছে, এ জন্য তার পরিবারের সদস্যরা দেশে নির্দিষ্ট কাউকে সন্দেহ করতে পারেননি। তবে তার সঙ্গে কার কার বিরোধ ছিল সেই বিষয়টি তারা পুলিশকে জানিয়েছেন। এমপি আনার নিখোঁজ হওয়ায় ঝিনাইদহ জেলার বিভিন্ন সারির নেতা আনারের পরিবারের কাছে এসেছিলেন। আবার অনেকেই আতঙ্কে গা-ঢাকা দেন। তবে শুরু থেকেই পুলিশ সবাইর ওপর নজরদারি করে। 

সূত্র জানায়, এ খুনের মাস্টার মাইন্ড আক্তারুজ্জামান শাহীন কলকাতা থেকে বাংলাদেশে আসেন। এরপর বাংলাদেশের বিমানবন্দর দিয়ে আমেরিকা পালিয়ে যান। আমেরিকা থেকে তাকে ফেরানোর জটিলতা হচ্ছে বাংলাদেশের সঙ্গে আমেরিকার কোনো বন্দি বিনিময় চুক্তি নেই। 

তবে ভারতের সঙ্গে আমেরিকার বন্দি চুক্তি বিনিময় থাকার কারণে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে কলকাতার পুলিশের কাছে একটি অনুরোধ করা হয়েছে। আর সেই অনুরোধ হচ্ছে, কলকাতা পুলিশ যাতে শাহীনকে ভারতে ফিরিয়ে আনে। যেহেতু বাংলাদেশ ও ভারতের বন্দি চুক্তি বিনিময় আছে, সেহেতু তখন তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা যাবে। কলকাতা পুলিশ বাংলাদেশের পুলিশকে আশ্বাস দিয়েছে, শাহীনকে ফিরিয়ে আনার ব্যাপারে তারা শতভাগ চেষ্টা করবে। তাকে ফিরিয়ে আনলে পরে বাংলাদেশের পুলিশের কাছে ফিরিয়ে দেবে। 

সূত্র জানায়, মিন্টুকে গ্রেপ্তার করার মামলার তদন্তকারীরা চাপে রয়েছেন বলে জানা গেছে। তার পক্ষে তদবির অব্যাহত রয়েছে। জানা গেছে, এই খুনের সঙ্গে জড়িত ঝিনাইদহ জেলার সন্দেহভাজন নেতাদের ওপর নজরদারি রয়েছে। ঈদের পর আবার তারা ম্যারাথন অভিযান চালাবেন। 

এদিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, ‘ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত সঠিকভাবে এগিয়ে যাচ্ছে। তদন্তে কারও কোনো হস্তক্ষেপ বা কোনো রাজনৈতিক চাপ নেই। স্বাধীনভাবে আমরা তদন্তের কাজ চালিয়ে যাচ্ছি।’ গতকাল দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির সদর দপ্তরে এক সভায় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, ‘মামলার তদন্তে কারও হস্তক্ষেপ নেই। আমরা স্বাধীনভাবে তদন্ত চালিয়ে যাচ্ছি।’ 

আইএসপিআর পরিচালক রাসেলুজ্জামানকে বদলি

প্রকাশ: ২৪ জুন ২০২৪, ০৭:৩৪ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৪, ০৭:৩৪ পিএম
আইএসপিআর পরিচালক রাসেলুজ্জামানকে বদলি
আবু হায়দার মোহাম্মদ রাসেলুজ্জামান

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল আবু হায়দার মোহাম্মদ রাসেলুজ্জামানকে বদলি করা হয়েছে। তাকে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

রবিবার (২৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, আইএসপিআর পরিচালক লে. কর্নেল আবু হায়দার মোহাম্মদ রাসেলুজ্জামানকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনে মোহাম্মদ রাসেলুজ্জামানকে আইএসপিআর পরিচালক পদে পদায়ন করা হয়।

খাজা/সালমান/

মতিউরের জায়গায় সোনালী ব্যাংকে নতুন পরিচালক নিয়োগ

প্রকাশ: ২৪ জুন ২০২৪, ০৬:৫১ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৪, ০৭:০৩ পিএম
মতিউরের জায়গায় সোনালী ব্যাংকে নতুন পরিচালক নিয়োগ
মতিউর রহমান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে সরানোর পর তার জায়গায় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু ইউসুফকে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২৪ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এক চিঠিতে নতুন পরিচালক নিয়োগের এ আদেশ দেয়।

সোনালী ব্যাংকের চেয়ারম্যানকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু ইউসুফকে যোগ দেওয়ার তারিখ থেকে তিন বছর মেয়াদে সোনালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে নিয়োগ দিতে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

চিঠিতে আরও বলা হয়েছে, সোনালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে ড. মোহাম্মদ আবু ইউসুফের পরিচালক হিসেবে যোগদানের তারিখ আবশ্যিকভাবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে জানানোর অনুরোধ করা হলো।

এর আগে মতিউরকে সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকে অব্যাহতি দেয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। 

রবিবার (২৩ জুন) তাকে এনবিআর থেকে সরিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে যুক্ত করা হয়। 

এবার কোরবানির ঈদে রাজধানীর মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো থেকে মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ১৫ লাখ টাকায় একটি ছাগল ছাড়াও রাজধানীর বিভিন্ন খামার থেকে ৭০ লাখ টাকার গরু কিনেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। 

এর পর থেকে মতিউর ও তার পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, বাংলোবাড়ি, জমিসহ নামে-বেনামে থাকা সম্পত্তি নিয়ে আলোচনা শুরু হয়।

পপি/

বিদেশি নাগরিকরা ১০ মাসে ১৩০ মিলিয়ন ডলার নিয়ে গেছেন : অর্থমন্ত্রী

প্রকাশ: ২৪ জুন ২০২৪, ০৬:২৪ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৪, ০৬:২৪ পিএম
বিদেশি নাগরিকরা ১০ মাসে ১৩০ মিলিয়ন ডলার নিয়ে গেছেন : অর্থমন্ত্রী
ফাইল ছবি

গত বছরের জুলাই থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকরা তাদের আয় থেকে ১৩০ দশমিক ৫৮ মিলিয়ন মার্কিন ডলার নিজ নিজ দেশে নিয়ে গেছেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

সোমবার (২৪ জুন) সংসদে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য আব্দুল কাদের আজাদের এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। 
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

অর্থমন্ত্রী জানান, দেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের বছরে আয় সংশ্লিষ্ট তথ্য বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত নেই। গত বছরের জুলাই থেকে চলতি বছরের এপ্রিল র্পযন্ত দেশে বসবাসকারী বিদেশি নাগরিকরা তাদের আয় থেকে ১৩০ দশমিক ৫৮ মিলিয়ন মার্কিন ডলার নিজ নিজ দেশে নিয়ে গেছেন।

কোন দেশের নাগরিকরা কত ডলার নিয়েছেন সেই তথ্য জানিয়ে মন্ত্রী বলেন, ‘ভারত ৫০ দশমিক ৬০ মিলিয়ন ডলার, চীন ১৪ দশমিক ৫৬ মিলিয়ন ডলার, শ্রীলঙ্কা ১২ দশমিক ৭১ মিলিয়ন ডলার, জাপান ৬ দশমিক ৮৯ মিলিয়ন ডলার, কোরিয়া ৬ দশমিক ২১ মিলিয়ন ডলার, থাইল্যান্ড ৫ দশমিক ৩০ মিলিয়ন ডলার, যুক্তরাজ্য ৩ দশমিক ৫৯ মিলিয়ন ডলার, পাকিস্তান ৩ দশমিক ২৪ মিলিয়ন ডলার, যুক্তরাষ্ট্র ৩ দশমিক ১৭ মিলিয়ন ডলার, মালয়েশিয়া ২ দশমিক ৪০ মিলিয়ন ডলার, অন্যান্য দেশের নাগরিকরা ২১ দশমিক ৯২ মিলিয়ন ডলার নিয়ে গেছেন।’

এমপি আব্দুল লতিফের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অর্থ মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। মূল্যস্ফীতির চলমান সংকটের মূলে যে কারণগুলো রয়েছে তা হলো- বৈশ্বিক পণ্য বাজারে সরবরাহে অনিশ্চয়তা, মার্কিন ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়া এবং দেশের বাজারে সরবরাহ শৃঙ্খলে ত্রুটি। অর্থনৈতিক এ সংকট কাটিয়ে দ্রবমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকার বহুমুখী পদক্ষেপ নিয়েছে।’

এলিস/সালমান/

জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত সেনাপ্রধানের শ্রদ্ধা

প্রকাশ: ২৪ জুন ২০২৪, ০৩:৫৭ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৪, ০৪:৪০ পিএম
জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত সেনাপ্রধানের শ্রদ্ধা
জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করছেন নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার (২৪ জুন) দুপুর ১২টা ২ মিনিটে স্মৃতিসৌধের শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। সেই সঙ্গে বীর শহিদদের সম্মানে সালাম প্রদান করেন তিনি।

এর আগে দুপুর ১২টার দিকে ওয়াকার-উজ-জামান স্মৃতিসৌধ এলাকায় প্রবেশ করেন। এ সময় তাকে অভ্যর্থনা জানান ৯ পদাতিক ডিভিশন জিওসি মেজর জেনারেল মঈন খান। শ্রদ্ধা জানিয়ে ১২টা ৫ মিনিটে  স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন সেনাপ্রধান। পরে ১২টা ১০ মি‌নি‌টে স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন।

নবনিযুক্ত সেনাপ্রধানের সফরসঙ্গী ছিলেন লে. জেনারেল মাজিবুর রহমান, মেজর জেনারেল যুবায়ের সালেহীন (এজি), মেজর জেনারেল সারোয়ার হোসেন, ব্রি. জেনারেল মুনিরুল ইসলাম (ডিপিএস) ও তার নিরাপত্তা অফিসার।

সাভার গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী ও জাতীয় স্মৃতিসৌধের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘সেনাপ্রধান দুপুরে জাতীয় স্মৃতিসৌধের শহিদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সেনাপ্রধানের আগমন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ প্রস্তুত রাখা হয়েছিল। সকাল থেকে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। তবে দুপুরের পর থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয় জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ।’

ইমতিয়াজ/সালমান/

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি টাকা

প্রকাশ: ২৪ জুন ২০২৪, ০৩:০৩ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৪, ০৩:০৭ পিএম
বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি টাকা
ছবি : খবরের কাগজ

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে উত্তরাঞ্চলের মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ। বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ৬০০টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৯২ লাখ ৯৪ হাজার ৫৫০ টাকা। 

সোমবার (২৪ জুন) বঙ্গবন্ধু সেতু সূত্রে জানা যায়, স্বাভাবিক সময়ে ২৪ ঘণ্টায় ১৮ থেকে ২০ হাজার যানবাহন সেতু পারাপার হলেও ঈদযাত্রাকে কেন্দ্র করে তা বাড়তে থাকে। গত শনিবার রাত ১২টা থেকে গতকাল রবিবার রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে ১৪ হাজার ৮৯৭টি যানবাহন পারাপার হয়। এ থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ২৬ লাখ ৬৩ হাজার ৯৫০ টাকা। সেতুর পশ্চিম প্রান্তে ২২ হাজার ৭০৩টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৬০০ টাকা। 

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, ‘স্বাভাবিক সময়ে সেতুর উভয় প্রান্তে ১২টি বুথের মাধ্যমে টোল আদায় করা হলেও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে উভয় প্রান্তে আলাদা মোটরসাইকেলের লেনসহ ১৮টি বুথের মাধ্যমে টোল আদায় করা হচ্ছে।’ 

তিনি আরও বলেন, ‘ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে উত্তরাঞ্চলের মানুষ। এতে যানবাহনের চাপ রয়েছে।’

জুয়েল রানা/সালমান/