ঢাকা ১১ আষাঢ় ১৪৩১, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪

মায়ানমার সীমান্ত সরকারের কঠোর নজরদারিতে: ওবায়দুল কাদের

প্রকাশ: ১৬ জুন ২০২৪, ০৩:৪৭ পিএম
আপডেট: ১৬ জুন ২০২৪, ০৪:১০ পিএম
মায়ানমার সীমান্ত সরকারের কঠোর নজরদারিতে: ওবায়দুল কাদের
ফাইল ফটো

মায়ানমার সীমান্ত সরকারের কঠোর নজরদারিতে রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার (১৬ জুন) দুপুরে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ কারও সঙ্গে কখনও নতজানু আচরণ করেনি। মায়ানমার সীমান্তে কঠোর নজরদারি করছে বাংলাদেশ, আমরা সতর্ক অবস্থায় রয়েছি।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সেন্টমার্টিন পরিস্থিতি নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়েছেন। পরিস্থিতি সম্পর্কে তার কোনো ধারণা নেই। সেন্টমার্টিনে যে ঘটনা ঘটেছে, সেটা করেছে আরাকান আর্মি। মায়ানমারের রাষ্ট্রীয় বাহিনী সেটা করেনি।’

সেন্টমার্টিনে খাদ্যবাহী জাহাজ নিয়মিত যাতায়াত করছে জানিয়ে ওবায়দুর কাদের বলেন, ‘আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চাই। গায়ে পড়ে মায়ানমারের সঙ্গে যুদ্ধ বাঁধানোর কোনো প্রয়োজন নেই বাংলাদেশের।’

সেন্টমার্টিন দখল হয়ে যাচ্ছে বলে গুজব ছড়ানো হচ্ছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত এসব গুজব ছড়াচ্ছে। মায়ানমারের সীমান্তরক্ষীরা যারা অনুপ্রবশ করেছিলো, তাদের ফেরত পাঠানো হয়েছে। বিএনপি পারে শুধু অর্বাচীনের মতো হাস্যকর মন্তব্য করতে। এখনও সেটাই করছে। সেনাবাহিনীসহ দায়িত্বপ্রাপ্তরা সতর্ক অবস্থায় আছে।’

তিনি বলেন, ‘রোহিঙ্গাদের ফিরে যেতেই হবে। সেই কূটনৈতিক প্রয়াস অব্যাহত আছে। আমরা কারও সঙ্গে কখনও নতজানু আচরণ করিনি, করবো না। কয়েক দিন আগে মায়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন। তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে।’ 

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

সাদিয়া নাহার/অমিয়/

রেল ট্রানজিট বাংলাদেশের জন্য হুমকির: মিফতাহ্ সিদ্দিকী

প্রকাশ: ২৫ জুন ২০২৪, ০৯:২৮ এএম
আপডেট: ২৫ জুন ২০২৪, ১১:৪১ এএম
রেল ট্রানজিট বাংলাদেশের জন্য হুমকির: মিফতাহ্ সিদ্দিকী
ছবি : খবরের কাগজ

রেল ট্রানজিট বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ নিজেদের ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে দেশকে ভারতের হাতে তুলে দিচ্ছে। আমাদের স্বাধীন দেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করার পাঁয়তারা করছে। যার ফলে ভারত আমাদের দেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে দেশের বুক চিরে রেললাইন চালু করতে যাচ্ছে। রেল ট্রানজিট বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি।’ 

তিনি এ ব্যাপারে মানুষকে ‘জেগে উঠতে হবে’ জানিয়ে বলেন, ‘দেশের মানুষকে জেগে উঠতে হবে। এই সরকারের পতন ঘটিয়ে দেশকে ভারতের দাসত্ব থেকে মুক্ত করে জনগণের ভোটের অধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।’

সোমবার (২৪ জুন) সিলেট বিভাগের নতুন সাংগঠনিক দায়িত্ব পাওয়ায় মিফতাহ্ সিদ্দিকীকে দেওয়া এক সংবর্ধনায় তিনি এসব কথা বলেন। 

সিলেট মহানগরীর ১১ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই অনুষ্ঠান হয়। 

অনুষ্ঠানের শুরুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও বন্যার্তদের জন্য বিশেষ প্রার্থনা করা হয়। 

সংবর্ধনায় সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী ও ১১ নম্বর ওয়ার্ড বিএনপির বিভিন্ন স্তরের নেতারা মিফতাহ সিদ্দিকীকে ফুল দিয়ে বরণ করেন। 

মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেন, ‘রাজপথের সংগ্রামী নেতা মিফতাহ্ সিদ্দিকী জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক নির্বাচিত হওয়া সময়ের সঠিক সিদ্ধান্ত। 

তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে বলেন, অতীতের মতো চলমান আন্দোলনেও সিলেট বিভাগের নেতা-কর্মীদের নিয়ে মিফতাহ্ সিদ্দিকী সামনে থেকে নেতৃত্ব দিতে সক্ষম হবেন।’

১১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ কবির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাইদ মো. তায়েফের সঞ্চালনায় অনুষ্ঠানে মহানগর বিএনপির সাবেক উপদেষ্টা আলাউদ্দিন বাদশাহ, ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি শেখ জয়নাল আবেদিন, সহসভাপতি মাহবুবুর রহমান মন্তাজ, আশরাফ উদ্দীন, মোজাহিদ খান গুলশান, আজমল আহমদ, সাজেদ আহমদ চৌধুরী, আবুল হোসন খাঁন, সাংগঠনিক সম্পাদক মিনহাজুর রহমান রাসেল প্রমুখ বক্তব্য দেন। 

সংবর্ধনার জবাবে  মিফতাহ্ সিদ্দিকী বলেন, ‘যে নেত্রী দেশমাতৃকার জন্য, দেশের গণতন্ত্র,  স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার্থে নিজের জীবন উৎসর্গ করেছেন, যিনি দেশের স্বার্থরক্ষায় কখনো আপস করেননি; সেই আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকারের চক্ষুশূল হয়ে দীর্ঘ ছয় বছর কারাবন্দি জীবনযাপন করছেন। মুমূর্ষু অবস্থায়ও উন্নত চিকিৎসাবঞ্চিত রয়েছেন। এই বঞ্চনার বিষয়টি সারা পৃথিবীর গণতন্ত্রকামী মানুষের কাছে পৌঁছে দিতে বিএনপিকে কাজ করতে হবে।’

সিলেট ব্যুরা/অমিয়/

প্রধানমন্ত্রী ভারতকে শুধু দিয়ে আসেন, কিছুই আনতে পারেন না : জামায়াত

প্রকাশ: ২৪ জুন ২০২৪, ০৯:১২ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৪, ০৯:১২ পিএম
প্রধানমন্ত্রী ভারতকে শুধু দিয়ে আসেন, কিছুই আনতে পারেন না : জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামী

প্রধানমন্ত্রী যখনই ভারতে যান তখন শুধু দিয়েই আসেন, কিছুই আনতে পারেন না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। 

তিনি বলেন, ‘এটা তার নতজানু পররাষ্ট্রনীতির ফসল। আওয়ামী লীগ সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তারা প্রতিবারই প্রহসনের নির্বাচনের আয়োজন করে ভারতের হস্তক্ষেপে বারবার ক্ষমতায় আসে। ফলে জনসমর্থনহীন আওয়ামী লীগকে বরাবর ভারতকে তুষ্ট করে ক্ষমতায় থাকতে হয়।’ 

সোমবার (২৪ জুন) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। 

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে ১০টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। কিন্তু তিস্তাসহ ভারত-বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত অভিন্ন নদীগুলোর পানির বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ে চরমভাবে ব্যর্থ হয়েছেন। প্রধানমন্ত্রীর এ ব্যর্থতা অত্যন্ত লজ্জাজনক।’

তিনি বলেন, ‘বাংলাদেশের অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য পাওনা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এ অধিকারের সঙ্গে কৃষি, শিল্প, ব্যবসায়-বাণিজ্য ও জাতীয় নিরাপত্তার স্বার্থ জড়িত। বাংলাদেশ সরকার অনির্বাচিত হওয়ার কারণেই অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের ব্যাপারে দর-কষাকষিতে বারবার নতজানু নীতি ও দুর্বলতা প্রকাশ করে আসছে। প্রকৃত পক্ষে পশ্চিমবঙ্গ নয়, ভারত সরকারের অনীহার কারণেই তিস্তার পানিবণ্টন চুক্তি হচ্ছে না।’ 

জামায়াতের সেক্রেটারি বলেন, ‘তিস্তা নদীর বাংলাদেশ অংশের পানি-সংরক্ষণের যে প্রস্তাব ভারত দিয়েছে তা বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জাজনক। ভারতের নদী-সংযোগ প্রকল্প সম্পর্কে অবিলম্বে ভারতের নিকট বাংলাদেশ সরকারের প্রতিবাদ জানানো উচিত। পানির ন্যায্য হিস্যা না পাওয়ার কারণে বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থা ও পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের সুস্পষ্ট অভিমত হলো, ভারত-বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যাসহ আমাদের ন্যায্য দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত ভারতকে ট্রানজিটসহ যেসব সুবিধা দেওয়া হয়েছে, তা বন্ধ রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘কলকাতা থেকে রাজশাহী পর্যন্ত বিশেষ ট্রেন সার্ভিস এবং কলকাতা থেকে চট্টগ্রাম পর্যন্ত বাস সার্ভিস চালুর জন্য ভারতের সঙ্গে প্রধানমন্ত্রী যে চুক্তি করেছেন তাতে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা ঝুঁকির সম্মুখীন করেছেন।’ 

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে ৭১ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

প্রকাশ: ২৪ জুন ২০২৪, ০৭:১৯ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৪, ০৮:২০ পিএম
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে ৭১ বিশিষ্ট নাগরিকের বিবৃতি
খালেদা জিয়া। ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য অবিলম্বে তাকে বিদেশ পাঠানোর দাবি জানিয়েছেন দেশের ৭১ জন বিশিষ্ট নাগরিক। 

হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে সোমবার (২৪ জুন) গভীর উদ্বেগ প্রকাশ করে যৌথ বিবৃতিতে সরকারের কাছে এ দাবি জানান তারা। 

বিবৃতিতে তারা বলেন, মিথ্যা-বানোয়াট মামলায় সরকারের হয়রানির শিকার হয়ে বেগম জিয়া দীর্ঘদিন ধরে বন্দি জীবনযাপন করার ফলে নানাবিধ স্বাস্থ্য জটিলতায় আক্রান্ত হয়েছেন। যা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় পৌঁছেছে। ৭৯ বছর বয়সী বেগম জিয়ার মেডিকেল টিম জানিয়েছেন, তার বয়স এবং শারীরিক অবস্থা বিবেচনায় যে ধরনের চিকিৎসা হওয়া প্রয়োজন তা দেশে সম্ভব নয়।

তারা আরও বলেন, মেডিকেল বোর্ড ইতোমধ্যে একাধিকবার পরামর্শ দিয়েছেন যে, খালেদা জিয়া এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।  ফলে তাকে বাঁচাতে হলে বিদেশে ‘অ্যাডভান্সড সেন্টার’-এ নিয়ে চিকিৎসা দেওয়া জরুরি। তার জীবনের এই সংকটকালে আমরা সরকারের কাছে বিশেষ আবেদন জানাচ্ছি, সম্পূর্ণ মানবিক কারণে অনতিবিলম্বে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন। 

বিবৃতিতে স্বাক্ষরকারী বিশিষ্টজনদের মধ্যে রয়েছেন- সাবেক বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ, প্রফেসর ড. আনোয়ারউল্লাহ চৌধুরী, প্রফেসর ড. মাহবুব উল্লাহ, কবি আল-মুজাহেদী, প্রফেসর ড. দিলারা চৌধুরী, প্রফেসর ড. আ ফ ম ইউসুফ হায়দার চৌধুরী, প্রফেসর এম রফিকুল ইসলাম, কবি আবদুল হাই শিকদার, এরশাদ মজুমদার, রুহুল আমিন গাজী, প্রফেসর ড. আব্দুল লতিফ মাসুম, প্রফেসর ড. সদরুল আমীন, অ্যাডভোকেট মো. আবুল কাসেম, প্রফেসর ড. আব্দুর রহমান সিদ্দিকী, কাদের গনি চৌধুরী, সৈয়দ আবদাল আহমেদ, আলমগীর মহিউদ্দিন, প্রফেসর ড. ওবায়দুল ইসলাম (ঢাবি), প্রফেসর ড. মোহা. এনামুল হক (রাবি), ডা. ওয়াসিম হোসেন, প্রফেসর ড. লুৎফর রহমান (ঢাবি), প্রফেসর ড. ইয়ারুল কবীর (ঢাবি), প্রফেসর ড. ফজলুল হক (বাকৃবি), প্রফেসর ড. ছিদ্দিকুর রহমান খান (ঢাবি), প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান (জাবি), প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ (রাবি), প্রফেসর ড. মীর্জা গোলাম হাফিজ কেনেডী (বাকৃবি), প্রফেসর ড. শামছুল আলম (জাবি), প্রফেসর ড. আল মোজাদ্দেদ আলফ সানী (ঢাবি), প্রফেসর ড. তোজাম্মেল হোসেন (ইবি), আমিরুল ইসলাম কাগজী, মোহাম্মদ শহীদুল ইসলাম, খুরশীদ আলম, কবি হাসান হাফিজ, কবি জাহাঙ্গীর ফিরোজ, প্রফেসর ড. নছরুল কাদের (চবি), প্রফেসর ড. রেজাউল করিম (খুবি), প্রফেসর ড. সাজেদুল করিম (শাবিপ্রবি), অ্যাডভোকেট মাইনুল আহসান পান্না,  এফ ই শরফুজ্জামান জাহাঙ্গীর, প্রফেসর ড. এস এম আব্দুর রাজ্জাক (রুয়েট), প্রফেসর ড. দিল আরা হোসেন (রাবি), প্রফেসর ড. মোজাম্মেল হক (শাবিপ্রবি), প্রফেসর ড. নূর মহল বেগম (শেকৃবি) প্রমুখ।

শফিকুল ইসলাম/সালমান/

খালেদা জিয়াকে সিসিইউ সুবিধা সম্বলিত কেবিনে স্থানান্তর

প্রকাশ: ২৪ জুন ২০২৪, ০৬:৫৫ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৪, ০৭:১৯ পিএম
খালেদা জিয়াকে সিসিইউ সুবিধা সম্বলিত কেবিনে স্থানান্তর
ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সিসিইউর সব সুবিধা সম্বলিত কেবিনে স্থানান্তর করা হয়েছে।

সোমবার (২৪ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়। 

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদের বরাতে এসব তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। বিএনপি চেয়ারপারসন সার্বক্ষণিক চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। 

এর আগে গতকাল রবিবার (২৩ জুন) বিকেলে খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার সফলভাবে বসানো হয়। এরপর তাকে সিসিইউতে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়। পেসমেকার বসানোর পর তার শারীরিক অবস্থার আর অবনতি হয়নি। খালেদা জিয়ার স্বাস্থ্যের নতুন কিছু পরীক্ষার পর সোমবার দুপুরে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ড বৈঠক করে। তারা বিএনপি চেয়ারপারসনের গত ১২ ঘণ্টার রিপোর্টগুলো পর্যালোচনা করেন। এরপর বোর্ড সদস্যরা সিসিইউতে বেগম জিয়াকে দেখতে যান। আবার বৈঠকে করে তাকে কেবিনে স্থানান্তরের সিদ্ধান্ত নেন। মেডিকেল বোর্ডের এই বৈঠকে লন্ডন থেকে বেগম জিয়ার পুত্রবধূ ডা. জোবায়দা রহমানসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। তার হৃদরোগের সমস্যা আগে থেকেই ছিল। হার্টে তিনটি ব্লক ছিল। আগে একটা রিং পরানো হয়েছিল। সবকিছু পর্যালোচনা করে বিদেশি চিকিৎসক ও মেডিকেল বোর্ডের পরামর্শে পেসমেকার বসানো হয়েছে বলে তার চিকিৎসক গণমাধ্যমকে জানান। গত শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

মিজানুর রহমান/সালমান/

বিএনপির সংবাদ সম্মেলন মঙ্গলবার

প্রকাশ: ২৪ জুন ২০২৪, ০৬:৪৫ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৪, ০৬:৪৫ পিএম
বিএনপির সংবাদ সম্মেলন মঙ্গলবার
বিএনপি

আগামীকাল মঙ্গলবার (২৫ জুন) সংবাদ সম্মেলন করবে বিএনপি। এদিন বেলা সাড়ে ১২টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে কথা বলবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৪ জুন) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থাসহ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সংবাদ সম্মেলনে তুলে ধরবেন বিএনপি মহাসচিব।

মিজানুর রহমান/সালমান/