ঢাকা ১৮ আষাঢ় ১৪৩১, মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪

প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে হবে

প্রকাশ: ২৯ জুন ২০২৪, ১০:৫৫ এএম
আপডেট: ২৯ জুন ২০২৪, ১০:৫৫ এএম
প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে হবে

প্রাকৃতিক ভারসাম্য বিনষ্টের কারণে আমাদের প্রাণ-প্রতিবেশে তৈরি হয়েছে বড় ধরনের জটিলতা। পরিবেশের প্রতিটি কীটপতঙ্গই কোনো না কোনোভাবে আমাদের উপকারে আসছে। প্রাণ-প্রতিবেশ রয়েছে বলেই আমরা নিরাপদে খাদ্য উৎপাদন করতে পারি। বর্তমানে রাসেলস ভাইপার সাপ নিয়ে সারা দেশে মহা-আতঙ্ক বিরাজ করছে। ভয়ে এখন মানুষ সাধারণ নির্বিষ সাপ পর্যন্ত নিধনযজ্ঞে মেতে উঠেছে। এভাবে সাপ নিধনে পরিবেশে তার দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব বিরাজ করবে, যা আমরা কোনো অর্থ দিয়েই পূরণ করতে পারব না। 

আমাদের দেশে যত প্রজাতির সাপ রয়েছে, তার মধ্যে মাত্র ১০ ভাগ সাপ বিষধর। বাকি ৯০ ভাগ সাপই নির্বিষ। তা হলে এখন রাসেলস ভাইপার মনে করে সব সাপ মেরে ফেললে পরিবেশের ব্যাঙ খাবে কে? ইঁদুর ধরে কৃষকের ফসল রক্ষা হবে কীভাবে? আবার ব্যাঙ না থাকলে পিঁপড়া নিধন করবে কে? তাই সাপ নিধনের ফলে পরিবেশের ইকো সিস্টেমে দেখা দেবে বড় ধরনের বিপর্যয়। রাসেলস ভাইপার সাপ মূলত পাহাড়ি জঙ্গলের সাপ। প্রাকৃতিক বন্যা-জলোচ্ছ্বাসে নদী দিয়ে দেশের বিভিন্ন এলাকায় এ বিষধর সাপটি পৌঁছে গেছে। এ সাপ মোকাবিলায় নিতে হবে বিজ্ঞানভিত্তিক কার্যকর পদক্ষেপ।

অপরদিকে দেশের সুন্দরবনের খালগুলোয় জেলেরা বিষ প্রয়োগে মাছ নিধনের কুফল এখন আমরা সবাই ভোগ করছি। সেখানকার বিষাক্ত মাছ খেয়ে বনের প্রাণিকুল নির্বিচারে মারা যাচ্ছে। এতে করে বনের পশুপাখি বিলুপ্ত হওয়ায় কীটপতঙ্গ সুন্দরবনের গাছপালার রস চুষে খেয়ে গাছ হত্যায় মেতে উঠেছে। প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হওয়ায় সুন্দরবনের জীববৈচিত্র্যে দেখা দিয়েছে নানা জটিলতা। তাই প্রাকৃতিক ভারসাম্য রক্ষার বিকল্প কিছু হতে পারে না।  

অলিউর রহমান ফিরোজ 
সাংবাদিক
মিরাপাড়া, রিকাবীবাজা, মুন্সীগঞ্জ
[email protected]

প্রত্যন্ত অঞ্চলে সংস্কৃতিকেন্দ্র গড়ে উঠুক

প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ১০:৫৪ এএম
আপডেট: ০২ জুলাই ২০২৪, ১০:৫৪ এএম
প্রত্যন্ত অঞ্চলে সংস্কৃতিকেন্দ্র গড়ে উঠুক

সংস্কৃতির বড়ই অভাব। সংস্কৃতি মানুষের মনের খোরাক। সংস্কৃতি বলতে আমরা বুঝি একটি অঞ্চলের দীর্ঘদিনের আচার, ব্যবহার, রীতিনীতি, চালচলন; যা ওই সমাজ কর্তৃক নির্ধারিত ও পরিচালিত। অর্থাৎ মানুষ যা কিছুই করে তাই সংস্কৃতি। অন্যদিকে অপসংস্কৃতি হলো এমন কিছু যা ওই সমাজের লোকদের চোখে দৃষ্টিকটু ও সমাজের রীতিনীতির পরিপন্থি ও হানিকর এমন কিছু আচার আচরণ। আমাদের সমাজে এই অপসংস্কৃতি দিন দিন বেড়েই চলেছে।  

দেশে সংস্কৃতির অভাবেই যত অনিয়ম-দুর্নীতি হচ্ছে। এমনিতেই বিশ্বায়নের যুগে সারা বিশ্বে জাতীয় সংস্কৃতি টিকে থাকার সংকটের মুখে পড়েছে। বাঙালি সংস্কৃতিও তার স্বকীয়তা টিকিয়ে রাখতে পারছে না। এ পরিস্থিতি থেকে উত্তরণে বাংলাদেশের সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার যে ধারা, তা পুরোপুরি পালটে ফেলে স্কুল-কলেজ ও স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করে সামগ্রিক সাংস্কৃতিক জাগরণ সৃষ্টি করতে হবে। 

সাংস্কৃতিক জোট, দল ও  নাট্য ফেডারেশনের মতো সংগঠনগুলোও বছরের পর বছর ধরে রুটিন ওয়ার্কের মতো একই ধারায় একই নাটক পরিবেশন করে যাচ্ছে। এখন মানুষ আর এসব গ্রহণ করছে না। নতুনত্ব আর পাওয়া যাচ্ছে না। মানুষের মনের মধ্যেও সংস্কৃতি আর কাজ করে না। এটাও সত্যি, অসংখ্য সাংস্কৃতিক সংগঠন থাকলেও তাদের অনুষ্ঠান করার মতো জায়গা নেই। নেই কোনো মঞ্চশালা, পাঠাগার বা ক্লাব। বিনোদনের কোনো জায়গা নেই। ফলে মানুষ নেশার জগতে ঢুকে গেছে। মাদকে আসক্ত হচ্ছে। তরুণ সমাজকে বাঁচাতে প্রত্যন্ত গ্রামাঞ্চলে সংস্কৃতিকেন্দ্র গড়ে তুলতে হবে। 

নিপাতন সন্ধি
হাতিরপুল, ঢাকা

রাস্তা দখল করায় যানজটের সৃষ্টি

প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ১০:৫৭ এএম
আপডেট: ০১ জুলাই ২০২৪, ১০:৫৭ এএম
রাস্তা দখল করায় যানজটের সৃষ্টি

ঢাকা বাংলাদেশের রাজধানী হলেও রাস্তা খুবই সংকীর্ণ ও সরু। অতিরিক্ত বাস, প্রাইভেট কার, রিকশা ও অন্যান্য যানবাহনের কারণে রাস্তায় চলাচল করাই বেশ কঠিন হয়ে গেছে। তার পরও কিছু কিছু রাস্তায় দেখা যায় রাস্তা দখল করে ভ্যান, রিকশা দাঁড়িয়ে আছে। প্রশস্ত রাস্তা থাকলেও এক পাশ দিয়ে কিছু গাড়ি চলাচল করছে। নিত্যদিনের এ রকম ঘটনা দেখা যাচ্ছে ঢাকার বাংলামোটর থেকে হাতিরপুল পর্যন্ত প্রধান সড়কে। এই সড়কের দুই পাশে অনেক টাইলসের দোকান গড়ে ওঠায় রাস্তার দুই পাশে অনেক ভ্যান, পিকআপ ও রিকশা দাঁড়িয়ে থাকে। এদের ড্রাইভারও খুঁজে পাওয়া কঠিন। রাস্তা দখল করে এসব যানবাহন প্রতিনিয়ত জায়গা দখল করে রেখেছে।  এই সড়কের রাস্তা দখলের চিত্র সিটি করপোরেশন বা পুলিশ কি দেখে না? দেখেও তারা না দেখার ভান করে। কারণ চারদিকে টাইলস ও অন্য ব্যবসায়ীদের সুবিধার্থে এই সুবিধাগুলো পুলিশ দিয়ে থাকে। এর কি কোনো পরিত্রাণ নেই। এভাবে রাস্তা দখল করে থাকায় যানজটসহ মানুষের স্বাভাবিক চলাচলে ব্যাপক ক্ষতি হচ্ছে। এর থেকে জনগণ মুক্তি চায়। তাই সিটি করপোরেশনের দৃষ্টি আকর্ষণ করছি, ঢাকার রাস্তা দখল করে থাকা যানবাহনগুলো অপসারণসহ যানজটমুক্ত রাস্তা বজায় রাখুন। 

নিপাতন সন্ধি
হাতিরপুল, ঢাকা

লাগাতার অবহেলায় পরিস্থিতি খারাপ

প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ১০:৫৫ এএম
আপডেট: ০১ জুলাই ২০২৪, ১০:৫৫ এএম
লাগাতার অবহেলায় পরিস্থিতি খারাপ

সম্প্রতি বাংলাদেশের কোনো এক জেলা শহরের জজ কোর্টে গিয়ে বেশ করুণ অভিজ্ঞতা হলো। উকিলবাবুর সঙ্গে বার লাইব্রেরিতে বসে প্রয়োজনীয় কিছু কথা বলা দরকার ছিল, কিন্তু বসার জায়গায় প্রস্রাবের এত ঝাঁঝালো গন্ধ নাকে আসছিল যে, থেকে থেকে গা গুলিয়ে উঠছিল। বার লাইব্রেরিসংলগ্ন উকিলবাবুদের জন্য চিহ্নিত শৌচাগার থেকে গন্ধটি বাতাসে ছড়াচ্ছিল। শুনলাম, শৌচাগারটি কালেভদ্রে পরিষ্কার করা হয়। লাগাতার অবহেলায় পরিস্থিতি এতটা খারাপ হয়েছে। ভাবতে অবাক লাগে, উকিলবাবুরা এ ব্যাপারে এতটা উদাসীন কী করে থাকতে পারেন। তারা কি তাদের প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছেন? বাংলাদেশের বিভিন্ন জেলা শহরের এমন বার লাইব্রেরির সভাপতির উচিত বিষয়টির প্রতি নজর দেওয়া। 

লিয়াকত হোসেন খোকন 
রূপনগর, ঢাকা
[email protected]

গলায় ফাঁস লাগলে দায় নেবে কে?

প্রকাশ: ৩০ জুন ২০২৪, ১১:০৯ এএম
আপডেট: ৩০ জুন ২০২৪, ১১:০৯ এএম
গলায় ফাঁস লাগলে দায় নেবে কে?

ঘর থেকে বের হলেই রাস্তায় রাস্তায় ডিশ ও ইন্টারনেটের তারের জঞ্জাল। কখন তারের মধ্যে কার গলা ঢুকে পড়ে যে বলা যায় না। হঠাৎ গলা ঢুকে গেলে ফাঁস লেগে যাওয়ার আশঙ্কা বেশি। 

ফাঁস লেগে মানুষ মরলে দায় নেবে কে? সবই তো ডিশ ও ইন্টারনেটের তার। তারের এ জঞ্জাল যারা সৃষ্টি করে রেখেছে আর যাদের দায়িত্ব, তারের জঞ্জাল দূর করার উভয়ই কিন্তু তখন আসামি হবে। এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। 

লিয়াকত হোসেন খোকন 
রূপনগর, ঢাকা
[email protected] 

চারদিকে অবক্ষয় আর অস্থিরতা…

প্রকাশ: ৩০ জুন ২০২৪, ১১:০৬ এএম
আপডেট: ৩০ জুন ২০২৪, ১১:০৬ এএম
চারদিকে অবক্ষয় আর অস্থিরতা…

চারদিকে অবক্ষয়ের ধ্বনি কানে ভেসে আসছে। অবক্ষয় এবং অস্থিরতা যেন আমাদের অমাবস্যার অশনিসংকেত দিচ্ছে। নদী অবক্ষয় বর্ষার জলে। বেনজীর, মতিউর অবক্ষয় টাকায়। লোভের বিভীষণে আমাদের মননশীলতা অবক্ষয়ের কুরুক্ষেত্র তৈরি করছে। নীতি-নৈতিকতা থেকে আমরা অনেক দূরে সরে যাচ্ছি। দেশের প্রতিটি আনাচে-কানাচে শুধু অবক্ষয় আর অবক্ষয়। মা লোভের অনলে পড়ে হত্যা করছে সাত রাজার ধন নিজের সন্তানকে। বাবা পিটিয়ে হত্যা করছে মাদকাসক্ত ছেলেকে। ছেলে হত্যা করছে মা-বাবাকে। সমাজবিজ্ঞানের ভাষায় এটাকে কী বলে? 

মানসিক অস্থিরতা নাকি অন্য কিছু। সামাজিকতার বন্ধন, পারিবারিক মায়ামমতা, মায়ের নিবিড় স্নেহের বাঁধন সবকিছুই কি ঘুনে ধরেছে। রাষ্ট্র থেকে শুরু করে পারিবারিক প্রেক্ষাপট কেন যেন ঠুনকো হয়ে গেছে সব। সবার মাঝেই এক অলিখিত অস্থিরতা। কেউ টাকার পাহাড় বানিয়ে অস্থিরতায় ভুগছে। কেউবা রাজনৈতিক মদদে খুনখারাবি করে অস্থির হচ্ছে। দেশের ব্যাংক খাত অস্থির ঋণখেলাপিতে। ক্ষমতাশালী অস্থির ক্ষমতার মোহে। 

বিরোধী দল অস্থির ফিরে আসার জন্য। সব ক্ষেত্রেই অবক্ষয় আর অবক্ষয়। ডাক্তার অস্থির রোগী মেরে। শাহেদ অস্থির ভুয়া চিকিৎসায়। সাবরিনা অস্থির জেল থেকে বেরিয়ে। সাকলায়েন অস্থির পরীর অবক্ষয়ে। নদীর কূল ভাঙছে। দিশেহারা পাড়ের মানুষ। রাস্তার বুভুক্ষু মানুষ কাঁদছে ক্ষুধার যন্ত্রণায়। অসহায় গরিব দুঃখী কাঁদছে এক টুকরো গোশত না পেয়ে। জীবনের বহমানতা যেন এখন শেষ পর্যায়ে এসে পড়েছে। চারদিকে অবক্ষয় আর অস্থিরতা।

তাওহীদ হোসাইন নাঈম
শিক্ষার্থী, মুন্সীগঞ্জ
[email protected]