ঢাকা ১৭ আষাঢ় ১৪৩১, সোমবার, ০১ জুলাই ২০২৪

লিংকডইন প্রোফাইল যেভাবে সাজাবেন

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৩, ১০:৫৫ এএম
আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৭ পিএম
লিংকডইন প্রোফাইল যেভাবে সাজাবেন

Linkedin হলো পেশাদারদের আন্তঃযোগাযোগ, শেয়ার এবং শেখার জন্য একটি ভিন্ন ধরনের সামাজিক নেটওয়ার্ক প্ল্যাটফর্ম। এটিকে বলা চলে আপনার ক্যারিয়ারের জন্য ফেসবুকের মতো। লিংকডইন হলো পেশাদারদের জন্য একটি সামাজিক যোগাযোগের (Social Media Website) জনপ্রিয় ওয়েবসাইট। নিজের করপোরেট প্রোফাইল তৈরি, কোম্পানি ও ইন্ডাস্ট্রি প্রফেশনালদের সঙ্গে নেটওয়ার্কিং ও চাকরির আবেদন করার জন্য এর ব্যবহার রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন গাজী তাহির।

প্রফেশনাল ছবি ব্যবহার করুন
প্রথমে দর্শনধারী, তারপর গুণবিচারী – বাংলা ভাষার পুরোনো প্রবচন এটি। লিংকডইনের প্রোফাইল ছবি ফেসবুক বা অন্যান্য ব্যক্তিগত সোশ্যাল মিডিয়ার প্রোফাইল ছবির মতো না হওয়া বাঞ্ছনীয়।

সাধারণত ফর্মাল বা সেমিফর্মাল ছবি ভালো দেখায় লিংকডইনে। তাই বলে পাসপোর্ট সাইজের ছবি কাঠখোট্টা চেহারার ছবি দেবেন না যেন। এ ধরনের ছবি পাসপোর্ট, ইমিগ্রেশন ও ন্যাশনাল আইডি কার্ডের মতো গুরুগম্ভীর বিষয়ের জন্য তোলা হয়।

স্মিত হাসির ছবি ব্যবহার করুন। বিকল্পভাবে আপনার স্বাচ্ছন্দ্যময় কর্মজীবনকে তুলে ধরে, এমন ছবিও দিতে পারেন। এ ক্ষেত্রে অন্যরাও আপনার সঙ্গে পেশাগত কারণে যোগাযোগ করতে কম দ্বিধাবোধ করবে।

মাথায় ফ্যাশনের টুপি, চোখে সানগ্লাস, গায়ে অত্যন্ত উজ্জ্বল রঙের জামা বা উদ্ভট ব্যাকগ্রাউন্ডের ছবি দেয়া থেকে বিরত থাকুন।

যথাযথ প্রোফাইল হেডলাইন লিখুন
আপনার প্রোফাইল হেডলাইন এমনভাবে লিখুন যেন যে কেউ তা বুঝতে পারে। এটি হতে পারে আপনার কাজ বিষয়ক বা কাজের ক্ষেত্র সম্পর্কিত। আপনি চাকরিপ্রার্থী হলে সেটা স্পষ্টভাবে জানান।

হেডলাইন মাত্র ১২০ কারেক্টারের মধ্যে লিখতে হয়। অর্থাৎ প্রতিটি অক্ষর, স্পেস, দাড়ি ও কমার সদ্ব্যবহার গুরুত্বপূর্ণ এখানে। সংক্ষিপ্ত ও আকর্ষণীয় হেডলাইন অন্যদের আপনার সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী করে তুলবে।

সামারিতে (Summary) নিজেকে তুলে ধরুন
এ অংশের জন্য বরাদ্দ কারেক্টার সংখ্যা ২০০০। কোনো ধরাবাঁধা নিয়ম না থাকলেও নিজের কাজ ও পরিচয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো উল্লেখ করা বাঞ্ছনীয়।

আপনার প্রোফাইল দেখে অনেকে আপনার সঙ্গে যোগাযোগ করতে আগ্রহী হলেও যোগাযোগের কোনো মেইল আইডি বা অন্য মাধ্যম না থাকায় ব্যাপারটা কষ্টসাধ্য হয় উঠে। বহু ক্ষেত্রে লিংকডইনে নিজের নেটওয়ার্কের বাইরে মেসেজ করা সম্ভব হয় না। তাই কীভাবে আপনার সঙ্গে পেশাগত কারণে যোগাযোগ করা যায়, সে ব্যাপারে সামারিতে লিখতে পারেন। তবে ব্যক্তিগত ফোন/মোবাইল নাম্বার ব্যবহার না করাটাই শ্রেয়। কাজের জন্য নিয়মিত যে ই-মেইল ব্যবহার করেন, সে আইডি শেয়ার করুন।

কাজের অভিজ্ঞতা সম্পর্কে জানান সংক্ষেপে
অনেকে খুব বড় আকারে নিজেদের কাজের অভিজ্ঞতা সম্পর্কে লিখে রাখেন। নিজেকে একজন প্রোফাইল ভিউয়ারের অবস্থান থেকে দেখুন। আপনি কি বড় বর্ণনা আদৌ পড়তে চান বা পড়লেও আগ্রহ ধরে রাখতে পারবেন কি? ভিউয়ারের মনোযোগ বাড়াতে দুটি বিষয়ের উপর সংক্ষেপে লিখুন –

আপনার পেশাগত দায়িত্ব ও অর্জন;

যে প্রতিষ্ঠানে জড়িত আছেন বা ছিলেন, তার লক্ষ্যমাত্রা অর্জনে কীভাবে ভূমিকা রেখেছেন।

আগের প্রতিষ্ঠানে আপনার ভূমিকা চাকরিদাতাদের কাছে আপনাকে আকর্ষণীয় করে তুলবে।

পড়াশোনা, স্কিল ও অর্জন – যেকোনো ক্ষেত্রে সাম্প্রতিক সময়কে আগে রাখুন
দশ বছর আগে আপনি কোন বিষয়ে পড়াশোনা করেছেন, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো দশ মাস আগে আপনি কী শিখেছেন বা সাফল্য পেয়েছেন। তাই সাম্প্রতিক সময়ের পড়াশোনা, স্কিল ও অর্জন নিয়ে সবার আগে লিখুন। এরপর পেছনের টাইমলাইনে যান। ঠিক যে সময় পর্যন্ত তথ্যগুলো প্রাসঙ্গিক, সে সময় পর্যন্ত উল্লেখ করুন।

জাহ্নবী

কারিতাস বাংলাদেশে চাকরি

প্রকাশ: ২৪ জুন ২০২৪, ০১:১৪ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৪, ০১:১৬ পিএম
কারিতাস বাংলাদেশে চাকরি

বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি কক্সবাজারে ‘ইমার্জেন্সি রেসপন্স টু দ্য ফোরসিভলি ডিসপ্লেসড পিপল অব মিয়ানমার ইন বাংলাদেশ’ প্রকল্পে ম্যানেজার-শেল্টার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: ম্যানেজার-শেল্টার

পদসংখ্যা:

যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো সংস্থায় শেল্টার সেক্টরে ম্যানেজার বা সমপদে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কক্সবাজারে রোহিঙ্গা রেসপন্স প্রোগ্রামে শেল্টার ম্যানেজার পদে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। সাংগঠনিক দক্ষতা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৪৫ বছর

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মস্থল: উখিয়া, কক্সবাজার

বেতন: ১,১০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের কারিতাস বাংলাদেশের ওয়েবসাইটের এই https://caritasbd.org/career/job-career/ লিংকে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে হবে।

কারিগরি সহযোগিতায় [email protected] ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে।

আবেদনের শেষ তারিখ: ২৫ জুন ২০২৪।

 কলি

 

গোল্ডেন হারভেস্টে বড় নিয়োগ

প্রকাশ: ২৪ জুন ২০২৪, ০১:১১ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৪, ০১:১১ পিএম
গোল্ডেন হারভেস্টে বড় নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেডে (জিএইচআইটিএল)। ‘ডেটা এন্ট্রি অপারেটর’ পদে ৪০০ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ১৩ জুলাই পর্যন্ত।

পদের নাম: ডেটা এন্ট্রি অপারেটর

পদসংখ্যা: ৪০০

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/ডিপ্লোমা ডিগ্রি থাকলে ডেটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করা যাবে

অন্যান্য যোগ্যতা: বেসিক ইংরেজি, দ্রুত টাইপিংসহ কম্পিউটারের প্রাথমিক জ্ঞান থাকতে হবে।

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়।

আবেদনের বয়স: ১৮ থেকে ৩৫ বছর

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

কর্মস্থল: রাজধানী ঢাকার (মহাখালী)

বেতন: ডেটা এন্ট্রি অপারেটর পদে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

অন্যান্য সুবিধা: বেতনের পাশাপাশি অন্যান্য সুবিধার মধ্যে বছরে দুটি উৎসব ভাতা ছাড়া ডেটা এন্ট্রি অপারেটর পদে চাকরি পেলে বিভিন্ন সুবিধা পাবেন। এ ছাড়া প্রশিক্ষণের সময় পাঁচ মাসের জন্য ‘প্যাকেজ অ্যালাউন্স’ বাবদ কিছু সুবিধা পাবেন।

যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের https://jobs.bdjobs.com/bn/jobdetailsbn.asp?id=1262958&fcatId=61&ln=1 লিংকে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ১৩ জুলাই, ২০২৪।

কলি

স্কয়ার গ্রুপে ক্যারিয়ার গড়ার সুযোগ

প্রকাশ: ২৪ জুন ২০২৪, ০১:০৬ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৪, ০১:০৬ পিএম
স্কয়ার গ্রুপে ক্যারিয়ার গড়ার সুযোগ

স্কয়ার গ্রুপের স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির মার্কেটিং বিভাগ ‘ব্র্যান্ড ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ৩০ জুন পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা
যেকোনো স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিবিএ/এমবিএ ডিগ্রি থাকতে হবে। মার্কেটিংয়ে বিবিএ/এমবিএ থাকলে ভালো।

অভিজ্ঞতা
সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার মিলবে।

আবেদনের বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর

বেতন
আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

যেভাবে আবেদন করবেন
আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে https://hotjobs.bdjobs.com/jobs/sq.toiletries/sq.toiletries284.htm ভিজিট করুন।

 কলি

 

উত্তরা ব্যাংক নেবে প্রবেশনারি অফিসার

প্রকাশ: ২৪ জুন ২০২৪, ০১:০৪ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৪, ০১:২০ পিএম
উত্তরা ব্যাংক নেবে প্রবেশনারি অফিসার

দেশের অন্যতম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক উত্তরা ব্যাংক পিএলসিতে ‘প্রবেশনারি অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ৩০ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের হার্ড কপি গ্রহণ করা হবে না।

পদের বিবরণ
শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশের যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি পাস হতে হবে। একাডেমিক সব পরীক্ষায় প্রথম শ্রেণি অথবা জিপিএ-৫-এর মধ্যে ৪ থাকতে হবে।

বেতন: প্রথম বছর প্রবেশন বা প্রশিক্ষণ পিরিয়ড চলবে। এ সময় মাসে বেতন হবে ৪০ হাজার টাকা। প্রবেশনারী অফিসার শেষে সিনিয়র অফিসার হওয়ার সুযোগ থাকবে।

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ

কর্মস্থল: যেকোনো স্থান

বয়স: আগ্রহী প্রার্থীদের বয়স ৩০ জুন পর্যন্ত সর্বোচ্চ ৩০ বছর হতে হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা উত্তরা ব্যাংক পিএলসির https://www.uttarabank-bd.com/home/career মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত https://www.uttarabank-bd.com/downloads/Jobs/CO_PO_2024.pdf এই লিংকে প্রবেশ করে জানতে পারবেন।

 কলি

 

বিআইডব্লিউটিএতে নিয়োগ

প্রকাশ: ২৪ জুন ২০২৪, ০১:০১ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৪, ০১:০১ পিএম
বিআইডব্লিউটিএতে নিয়োগ

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) একটি প্রকল্পে ‘অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌপরিবহন প্রকল্প-১ (বিআরডব্লিউটিপি-১)-এর আওতায় এ নিয়োগ দেওয়া হবে। নারী-পুরুষ যে কেউ এ পদের জন্য আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা
ন্যূনতম এইচএসসি/সমমান পাস থাকলে ‘অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর’ পদের আবেদন করা যাবে। কর্মক্ষেত্রে কমপক্ষে দুই বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই প্রতি মিনিটে বাংলায় ৩০ অক্ষর ও ইংরেজিতে ৩০ অক্ষর টাইপ করার যোগ্যতা থাকতে হবে।

আবেদনপত্র সংগ্রহ
আগ্রহী প্রার্থীদের বিআইডব্লিউটিএর চাকরির আবেদন ফরম্যাটে আবেদন করতে হবে। আগ্রহী প্রার্থীরা আবেদনের নমুনা বিআইডব্লিউটিএর ওয়েবসাইট (www.biwta.gov.bd) থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।

আবেদনের ঠিকানা
প্রকল্প পরিচালক, বিআরডব্লিউটিপি-১ প্রকল্প, বিএসসি টাওয়ার (১৯ তলা)।

আবেদন ফি
আবেদনপত্রের সঙ্গে বিআরডব্লিউটিপি-১ প্রকল্প বরাবর ১০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে।

আবেদনের শেষ সময়
আগামী ৩০ জুলাই বিকেল ৫টা পর্যন্ত।

 কলি