ঢাকা ১২ আষাঢ় ১৪৩১, বুধবার, ২৬ জুন ২০২৪

নেপালও ভাবাচ্ছে বাংলাদেশকে

প্রকাশ: ১৬ জুন ২০২৪, ০৮:৪৫ পিএম
আপডেট: ১৬ জুন ২০২৪, ০৮:৩০ পিএম
নেপালও ভাবাচ্ছে বাংলাদেশকে
ছবি : সংগৃহীত

নেদারল্যান্ডসকে ২৫ রানে হারিয়ে সুপার এইটের কক্ষপথে ঢোকার সব ব্যবস্থা করে রেখেছে বাংলাদেশ। নেপালের মতো দলকে হারানো কি আর এমন ব্যাপার? তাই ম্যাচের পরদিন শুক্রবার দলের খেলোয়াড়রা সবাই ছিলেন ‘চিল’ মুডে। কোনো অনুশীলন ছিল না। তাসকিন আহমেদ তার স্ত্রীকে নিয়ে  ক্যারিবিয়ান সাগরের নীল-সবুজ পানির জলকেলিতে মেতে উঠেন। মাহমুদউল্লাহ পড়ে আসেন জুমার নামাজ। অন্যরা ছিলেন যে যার মতো দিনটি উপভোগ করতে ব্যস্ত।  দলে একমাত্র সাকিব ও মাহমুদউল্লাহ ছাড়া বাকি সবাই প্রথমবারের মতো এসেছেন সেন্ট ভিনসেন্ট। নেদারল্যান্ডসকে ২৫ রানে হারিয়ে সুপার এইটের কক্ষপথে ঢোকার সব ব্যবস্থা করে রেখেছে বাংলাদেশ। নেপালের মতো দলকে হারানো কি আর এমন ব্যাপার? তাই ম্যাচের পরদিন শুক্রবার দলের খেলোয়াড়রা সবাই ছিলেন ‘চিল’ মুডে। কোনো অনুশীলন ছিল না। তাসকিন আহমেদ তার স্ত্রীকে নিয়ে  ক্যারিবিয়ান সাগরের নীল-সবুজ পানির জলকেলিতে মেতে উঠেন। মাহমুদউল্লাহ পড়ে আসেন জুমার নামাজ। অন্যরা ছিলেন যে যার মতো দিনটি উপভোগ করতে ব্যস্ত।  দলে একমাত্র সাকিব ও মাহমুদউল্লাহ ছাড়া বাকি সবাই প্রথমবারের মতো এসেছেন সেন্ট ভিনসেন্ট।  

সাগর পরিবেষ্টিত এই দ্বীপ রাষ্ট্রটি তাই যে যার মতো করে দেখছেন। কিন্তু দিন গড়িয়ে রাত আসার পর সবার সেই ‘রিলাক্স’ মুডে চিন্তার ভাঁজ এনে দেয়। এর কারণ ছিল নেপাল দল। বাংলাদেশের ভাগ্য সুপ্রসন্ন যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নেপাল জয়ী হয়নি। যদি তারা জিততে পারতো, তাহলে  আজ  এই নেপালের বিপক্ষে ‘ডি’ গ্রুপে বাংলাদেশের ম্যাচটি হয়ে উঠতো সুপার এইটে উঠার অলিখিত সেমিফাইনালে। ছিটকে পড়তো নেদারল্যান্ডস। তিন ম্যাচে বাংলাদেশ ৪ ও নেপাল ৩ পয়েন্ট নিয়ে পরস্পরের মোকাবেলা করতো। যে দল জয়ী হতো, তারাই সুপার এইটে সঙ্গী হতো দক্ষিণ আফ্রিকার। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের চেয়েও ভালো অবস্থানে থেকে নেপাল শেষ পযন্ত জয়ী হতে পারেনি। দক্ষিণ আফ্রিকার ১১৩ রান তাড়া করতে নেমে শেষ বলে বাংলাদেশের প্রয়োজন ছিল ৬ রানের। বাংলাদেশ নিতে পেরেছিল ১ রান।  হেরেছিল ৪ রানে। নেপাল ১১৫ রান তাড়া করতে নেমে শেষ বলে তাদের প্রয়োজন ছিল ২ রানের। কিন্তু তারা কোনো রানই নিতে পারেনি। হেরে যায় ১ রানে। নেপাল হেরে গেলেও বাংলাদেশে জন্য ভালো একটা বার্তা দিয়ে গেছে। যে বার্তার পূবাভাস ছিল তারাও হেলাফেলার নয়। চাইলেই বাংলাদেশ তাদের বলে-কয়ে হারাতে পারবে না।

যদি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি নেপাল এ রকম তুমুল লড়াই না করত, তাহলে নেপালকে নিয়ে খুব একটা আগ্রহ কারো  থাকতো না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে  তাদের তেজোদ্দীপ্ত লড়াই ক্রিকেট বিশ্বকে করেছে মুগ্ধ। ধারাভাষ্যকাররা বারবার বলছিলেন প্রথম কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে জিততে চলেছে নেপাল। হেরে গিয়েও নেপাল এখন সবার আগ্রহের কেন্দ্র-বিন্দুতে। আর বাংলাদেশের বিপক্ষে ম্যাচকে দিয়েছে নতুন করে গুরুত্ব। বাংলাদেশকেও ভাবতে হচ্ছে গুরুত্ব দিয়ে। পরিকল্পনায় আনতে হচ্ছে পরিবতন। অথচ  এই নেপালকে ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক রাউন্ডের খেলায় বাংলাদেশ পাত্তাই দেয়নি। চট্টগ্রামে বাংলাদেশ হারিয়েছিল ৮ উইকেটে। নেপাল আগে তখনব্যাট করে ৫ উইকেটে করেছিল ১২৬ রান। বাংলাদেশ সেই রান তড়া করেছিল ১৫.৩ ওভারে ২ উইকেট হারিয়ে। 

নেপাল-দক্ষিণ আফ্রিকার ম্যাচ যখন শেষ হয়, সেন্ট ভিনসেন্টে তখন রাত। সকালে হতেই বাংলাদেশ দলের অনুশীলন। কিন্তু সময়ের  ব্যবধানের কারণে  নেপাল দলের এ রকম লড়াই নিয়ে বাংলাদেশ দলের মনোভাব জানা যায়নি। কোন উইকেটে খেলা হবে তাও জানা যায়নি। নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ একটি ম্যাচ খেলাতে সেন্ট ভিনসেন্টের উইকেট নিয়ে যে অন্ধকারভাব ছিল তা কেটে গেছে। কারণ সেই ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ১০ বছর পর। কিন্তু নেপাল-দক্ষিণ আফ্রিকার ম্যাচের পর সে ভাবনায় নতুন করে পরিবর্তন হয়েছে।  নেদারল্যান্ডসের  বিপক্ষে বাংলাদেশ টস হেরে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৫৯ রান করে ম্যাচ জিতেছিল ২৫ রানে। কিন্তু নেপাল-দক্ষিণ আফ্রিকার ম্যাচ হয়েছে লো-স্কোরিং। টস হেরে নেপাল ফিল্ডিং নিয়ে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে মাত্র ১১৫ রান করতে দিয়েছিল। কাজেই আজকের ম্যাচে উইকেট আর টস  দুইটিই খুবই গুরুত্বপূর্ণ। 

দুইটি ম্যাচেই একটি বিষয় পরিস্কার হয়ে গেছে রান খুব বেশি হবে না। বোলারাদের রাজত্ব থাকবে বেশিই। সেখানে আবার ছড়ি ঘুরাবেন স্পিনাররাই। নেদারল্যান্ডসের বিপক্ষে লেগ স্পিনার রিশাদ হোসেন নিয়েছিলেন ৩ উইকেট। আর মাহমুদউল্লাহ রিয়াদ ১ ওভার বোলিং করেই ১ উইকেটের মালিক হয়েছিলেন। নেপাল-দক্ষিণ আফ্রিকা ম্যাচ তো  ছিল স্পিনারদের দাপট। আরও স্পস্ট করে বললে লেগ স্পিনারদের। দুই দলের দুই লেগ স্পিনার নেপালের কুশাল ভুতেল ও দক্ষিণ আফ্রিকার তাবারেজ শামসি ১৯ রান করে দিয়ে ৪টি করে উইকেট নিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকা দলে একজন মাত্র  স্পিনার থাকায় বাধ্য হয়ে অধিনায়ক মার্করামও বল হাতে তুলে নিয়ে ২ ওভার বোলিং করে গুরুত্বপূর্ণ সময়ে তুলে নিয়েছিলেন ১ উইকেট। কাজেই নেদারল্যান্ডসের বিপক্ষে যে উইকেটে খেলা হয়েছে, সেই উইকেটে আজকের খেলা হলে বাংলাদেশ দলের সেরা একাদশে হয়তো কোনো পরিবর্তন আসবে না, কিন্তু নেপাল-দক্ষিণ আফ্রিকা ম্যাচের উইকেটে খেলা হলে সেরা একাদশে পরিবর্তনের সম্ভাবনা খুব বেশি। সেক্ষেত্রে  স্পিনার একজন বাড়ানো হতে পারে। তিন পেসার ভালো করায় টিম ম্যানেজমেন্ট হয়তো সেখানে হাত দিবে না। তখন হয়তো জাকের আলীর উপর খড়গ নেমে আসতে পারে।  খেলার সম্ভাবনা বেশি শেখ মাহেদী হাসানের। তবে সব কিছুর সিদ্ধান্ত হবে কাল ম্যাচের আগে উইকেট দেখে।

নেদ্যারলান্ডেসের বিপক্ষে ম্যাচ জিতে সুপার এইটের পথে এক পা দিয়ে রাখা বাংলাদেশ দলে অনেকখানি স্বস্তি বিরাজ করছিল।  সেখানে নেপাল কপালে চিন্তার একটু ভাঁজ তৈরি করেছে ঠিকই, কিন্তু বাংলাদেশ দলের প্রাপ্তি ছিল দলের সেরা ও অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসানের নিজেকে ফিরে পাওয়া। সাকিবে এই ম্যাচেও নিজের ফেরাটাকে ধরে রাখতে পারলে নেপাল হয়তো কোন রকম প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারবে না।

সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন শান্ত

প্রকাশ: ২৫ জুন ২০২৪, ০৯:০৯ পিএম
আপডেট: ২৫ জুন ২০২৪, ০৯:০৯ পিএম
সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন শান্ত
ছবি : সংগৃহীত

ক্রিকেট বিশ্বের যেখানেই খেলা হোক না কেন, বাংলাদেশের সমর্থকরা ভীড় জমাবেই। ব্যতিক্রম ছিল না ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে আয়োজিত বিশ্বকাপে। গ্রুপ পর্ব থেকে সুপার এইট হয়ে বিশ্বকাপ এখন সেমিফাইনালের অপেক্ষায়। যার আগেই বাদ পড়তে হয়েছে বাংলাদেশকে। আসরজুড়ে বোলাররা দুর্দান্ত পারফর্ম করলেও ব্যাটাররা ছিলেন পুরোপুরি ব্যর্থ।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে অস্ট্রেলিয়া ভারতের কাছে হেরে যাওয়ায় সমীকরণ মিলিয়ে আফগানদের বিপক্ষে জয় নিশ্চিত করতে পারলেই সেমিফাইনালে পা দিতে পারতো বাংলাদেশ। যদিও, সেই সমীকরণ মেলাতে ব্যর্থ হয় নাজমুল হোসেন শান্তর দল।

ভুলেভরা বিশ্বকাপের সমাপ্তি হয়েছে আফগানিস্তানের বিপক্ষে হেরে। তাই ম্যাচ শেষে দেশের ক্রিকেটের সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত বলেন, ‘পুরো টুর্নামেন্ট নিয়ে আমি বলব, আমরা সবাইকে হতাশ করেছি। আমাদের খেলা যাঁরা অনুসরণ করেন, যাঁরা আমাদের সব সময় সমর্থন করেন, তাঁদের আমরা হতাশ করেছি। পুরো দলের পক্ষ থেকে আমি তাঁদের কাছে ক্ষমা চাইছি।’

এমন বাজেভাবে বিশ্বকাপ শেষ হওয়ার দায়টা যে দলের ব্যাটারদের সেটিও সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন শান্ত, ‘ব্যাটিং ইউনিট হিসেবে আমরা দেশের মানুষের জন্য ভালো কিছু দিতে পারিনি। এটার জন্য আমরা দুঃখিত এবং আমরা এখান থেকে ইতিবাচক দিকগুলো নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। ইতিবাচক দিক, বোলাররা অনেক ভালো বোলিং করেছে। বিশেষ করে রিশাদ এত বড় একটা টুর্নামেন্টে এসে প্রায় সবগুলো ম্যাচে ভালো করেছে। তাই বেশ কিছু ইতিবাচক দিকও ছিল।’

ক্রিকেটার পাইলটের মা আর নেই

প্রকাশ: ২৫ জুন ২০২৪, ০৪:৩০ পিএম
আপডেট: ২৫ জুন ২০২৪, ০৪:৩০ পিএম
ক্রিকেটার পাইলটের মা আর নেই
মা নার্গিস আরা বেগমের সঙ্গে খালেদ মাসুদ পাইলট

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের মা নার্গিস আরা বেগম (৭২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

মঙ্গলবার (২৫ জুন) বেলা পৌনে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নার্গিস আরা বেগম দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, কিডনিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মায়ের মৃত্যুর খবরটি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট নিজেই নিশ্চিত করেছেন। 

মঙ্গলবার দুপুরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড পেজ থেকে মায়ের মৃত্যুর খবর নিজের ফলোয়ার, স্বজন ও শুভানুধ্যায়ীদের জানান তিনি। 

এতে খালেদ মাসুদ পাইলট বলেছেন, তার মা নার্গিস আরা বেগম আর নেই। তার মায়ের জানাজার নামাজ মঙ্গলবার বাদ এশা মহানগরের টিকাপাড়া গোরস্থানসংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। এ সময় মায়ের জন্য খালেদ মাসুদ পাইলট সবার কাছে দোয়া চান। 

স্বপ্নের ফেরিওয়ালা

প্রকাশ: ২৫ জুন ২০২৪, ০৬:২৪ পিএম
আপডেট: ২৫ জুন ২০২৪, ১০:৪১ পিএম
স্বপ্নের ফেরিওয়ালা
ছবি : সংগৃহীত

কেউ বলে এলিয়েন, কেউবা ভিনগ্রহের ফুটবলার। বিশ্ব ফুটবলের রাজপুত্তর লিওনেল মেসিকে নিয়ে বিশেষণের শেষ নেই। ক্লাব থেকে শুরু করে জাতীয় দল আর্জেন্টিনা, সবখানেই মেসির আলোকময় উপস্থিতি। কাড়ি কাড়ি গোল আরও রেকর্ডে মোড়ানো বর্ণিল ক্যারিয়ারে সম্ভাব্য সব শিরোপা জেতা লিওনেল মেসিকে তাই অনেকে বলেন, GOAT, গ্রেটেস্ট অব অল টাইম। আর্জেন্টিনার ক্ষুদে এই ফুটবল জাদুকরের জন্মদিন ছিল গতকাল। ৩৭ এ পা রাখা লিওনেল মেসিকে নিয়ে খবরের কাগজের দুই পর্বের বিশেষ আয়োজন। আজ থাকছে শেষ পর্ব।

স্বপ্নের ফেরিওয়ালা প্রথম পর্ব

২০০০ সাল। বার্সেলোনা বিমানবন্দর। অনেকটা অধৈর্য হয়ে অপেক্ষা করছিলেন আর্জেন্টাইন হোরাসিও গাগিওলি। অপেক্ষা ১৩ বছর বয়সী মেসির জন্য। নিওয়েলসে থাকাকালীন ফুটবল নিয়ে মেসির কারিকুরির ভিডিও তিনিই দেখিয়েছিলেন বার্সার কর্তাব্যক্তিদের। তখন রোসারিও পাড়া-মহল্লা ছাড়া মেসিকে কেউ চিনত না। রোসারিও থেকে একটি প্লেন নামল বার্সায়। নামলেন হোর্হে মেসি, সঙ্গে পুঁচকে লিও। মেসিকে দেখে রীতিমতো চোয়াল ঝুলে পড়েছিল গাগিওলির। এমন পাটকাঠির মতো সরু পা দিয়ে কীভাবে ফুটবল খেলবে মেসি, বুঝে উঠতে পারছিলেন না তিনি। গ্রোথ হরমনের সমস্যার কথা জানতেন গাগিওলি, আর তাই সবকিছু সময়ের হাতে ছেড়ে দেন।  

পরদিন ট্রায়ালে মেসির অবিশ্বাস্য কিছু ফুটবল কসরত দেখে সব সন্দেহ দূর হয়েছিল বার্সেলোনা ও গাগিওলির। শুরু হলো মেসির ন্যু ক্যাম্প অধ্যায়। ২০০৩ থেকে বার্সা একাডেমিতে নিয়মিত মুখ মেসি। অনূর্ধ্ব-১৬তে প্রথম মৌসুমে ৩১ ম্যাচে করেন ৩৮ গোল, যা ছিল ওই সময়ের জন্য রীতিমতো অবিশ্বাস্য ব্যাপার। এরপর সরাসরি বার্সার অনূর্ধ্ব ১৮ দলে। সময় যত গড়াচ্ছিল মেসি-মুগ্ধতাও বাড়ছিল। মেসি নামের অবিশ্বাস্য এক ট্যালেন্ট যে রয়েছে লা মাসিয়ায় তা জানতেন তখনকার বার্সার মূল দলের কোচ ফ্রাঙ্ক রাইকার্ড। ২০০৩ সালের নভেম্বরে মাসে হোসে মরিনহোর পোর্তোর বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচে মেসিকে মাঠে নামালেন রাইকার্ড, মাত্র ১৫ মিনিটের জন্য। আর সেই ১৫ মিনিটই যথেষ্ট ছিল মেসির নিজেকে প্রমাণের। এরপর মেসিকে আর বার্সার একাডেমিতে খেলতে হয়নি। বার্সার  ‘সি’ দলে খেলার খেলেন ‘বি’ দলে। সেই বছর ১০ মাসের মৌসুমে বার্সার আলাদা আলাদা পাঁচটি দলে খেলেছিলেন মেসি। ২০০৪ সালের অক্টোবরে ১৭ বছর ৩ মাস ২২ দিন বয়সে কাতালানদের হয়ে অভিষেক হলো মেসির। ম্যাচ ছিল এস্পানিওলের বিরুদ্ধে। 

বার্সেলোনায় মেসি সতীর্থ হিসেবে পেয়েছিলেন ব্রাজিলের রোনালদিনহোকে। ছবি : সংগৃহীত

মেসি বড় হতে থাকেন। তখন বার্সায় তার সতীর্থ ব্রাজিলের রোনালদিনহো ও পর্তুগালের ডেকো। ২০০৭ সালে দলের ওপর কর্তৃত্ব হারান রাইকার্ড। দায়িত্বে আসেন পেপ গার্দিওলা। শুরু হলো মেসি-পেপ অধ্যায়। পেপের ছোঁয়ায় মেসি হয়ে ওঠেন আরও তীক্ষ্ণ, প্রতিপক্ষের ডি বক্সে ক্রমেই দুর্বোধ্য। ফলস নাইন জাদুতে পেপের মূল অস্ত্র তখন লিওনেল মেসি। তার প্রমাণ ২০০৯ সালে বার্সার রেকর্ড ছয়টি শিরোপা। গোল মেশিন মেসি জিতেন প্রথম ব্যালন ডি’অর সঙ্গে ফিফা বর্ষসেরার খেতাব। এই ধারা থাকল টানা চার বছর। তখন মেসি সেরা গোলদাতা, সেরা ড্রিবলার, সেরা অ্যাসিস্টম্যান। 

কিন্তু এত সাফল্যের পরও হৃদয়ে লুকানো ব্যথা ছিল মেসির। আর্জেন্টিনার জার্সিতে ২০১০ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়, ২০১৪ সালে মারাকানায় ফাইনাল ট্র্যাজেডি। এরপর টানা দুই কোপার ফাইনালে হার। সমালোচনা ওঠে তাই ডুকরে, ‘মেসি বার্সার হয়ে খেলে আর্জেন্টিনার হয়ে না।’ রাগে, দুঃখে, অভিমানে জাতীয় দল থেকে অবসরই নিয়ে ফেলেন। কিন্তু আবার ফিরলেন, কখন? যখন ২০১৮ বিশ্বকাপ বাছাই পর্বে কোণঠাসা আর্জেন্টিনা। ডু অর ডাই ম্যাচে ইকুয়েডরের বিরুদ্ধে হ্যাটট্রিক করে মেসি দলকে এনে দিলেন বিশ্বকাপের টিকিট। কিন্তু হায়, রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিতে হলো নক আউট পর্ব থেকেই। 

বেড়েই চলল মেসির দুঃখ। বুয়েনসআয়ার্সে পোড়ানো হলো মেসির কুশপুতুল। বার্সার হয়ে কাঁড়ি কাঁড়ি শিরোপা জেতানো মেসি তখন যেন আর্জেন্টিনার হয়ে অর্থহীন এক ফুটবলার। সেই আক্ষেপ তিনি ঘোচালেন ২০২১ সালে কোপা আমেরিকা ফুটবলে। ফাইনালে ব্রাজিলকে হারিয়ে ২৮ বছর পর কোনো শিরোপা জিতে আর্জেন্টিনা। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি ফাইনাল খেলেছিলেন রক্তাক্ত পায়ে। 

এর পরের ঘটনা মেসিকে বদলে দিল পুরোপুরি। একটা সময় বার্সা ও মেসি ছিল সমার্থক শব্দ। আজীবন বার্সাতেই থেকে যাওয়ার প্রতিশ্রুতি দেওয়া মেসির সঙ্গে ঘটল বিয়োগান্তক ঘটনা। ব্যুরোফ্যাক্স, বার্তামেউ, বার্সা গেট; চোখের জলে ন্যু ক্যাম্প ছাড়তে হলো মেসিকে। মেসি অল্প বেতনে থেকে যেতে রাজি হলেও লা লিগার আর্থিক এবং পরিকাঠামোগত বাধার কারণে তা সম্ভব হয়নি। মেসির নতুন ঠিকানা তখন ফ্রান্সের পিএসজি। এই পোড় খাওয়া অধ্যায় মেসিকে প্রস্তুত করছিল পরের দুই বছরের জন্য। 

বার্সার সঙ্গে ২১ বছরের সম্পর্কের ইতি। প্যারিসে মন টেকেনি মেসির। সাবেক বার্সা সতীর্থ নেইমারের সঙ্গে রসায়নটা ভালো হলেও একপর্যায়ে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে দূরত্বটা বাড়তে থাকে। এমন বিরূপ পরিবেশে মেসি নিজেকে তৈরি করেছেন দৃঢ় মানসিকতায়। মাঠের খেলায় আগের মতো ক্ষিপ্রতা না থাকলেও পরিণত হয়েছিলেন মগজে, মননে। ত্রিশ পেরোনোর পর মেসি খেলার মাঠে সবচেয়ে বেশি হেঁটেছেন। সেটাও প্রতিপক্ষের রক্ষণে হুট করে সাঁড়াশি আক্রমণের জন্য। এসবই মেসিকে বেশি সাহায্য করেছে কাতার ফুটবল বিশ্বকাপে। যেখানে মেসি শুধু একজন খেলোয়াড় নন, আবির্ভূত হয়েছিলেন দক্ষ নেতা হিসেবে।

২০২১ সালে বার্সেলোনা ছাড়ার ঘোষণায় আবেগপ্রবণ হয়ে পড়েন মেসি। ছবি : সংগৃহীত

কাতার বিশ্বকাপ-২০২২। টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে বৈশ্বিক এই টুর্নামেন্টে যায় আর্জেন্টিনা, রীতিমতো হট ফেবারিট হিসেবে। শুরুতেই গলদ, সৌদির আরবের কাছে হার। হায় হায় রব ওঠে তুমুল। দুয়োধ্বনিতে ক্লান্ত আলবিসেলেস্তারা। কিন্তু সেখান থেকেই প্রবল দাপটে ঘুরে দাঁড়াল আর্জেন্টিনা। বলা ভালো মেসির আর্জেন্টিনা। গোল করে, সতীর্থদের করিয়ে, রেকর্ডের ফুলঝুরি ছুটিয়ে বিশ্বকাপের ফাইনালে। সেখানে লড়াইটা শুধু আর্জেন্টিনা-ফ্রান্স হলো না, হলো পিএসজির দুই সতীর্থ মেসি ও এমবাপ্পেরও। রোমাঞ্চের পসরা সাজিয়ে ম্যাচ টাইব্রেকারে। সেখানেই শেষ হাসি হাসেন মেসিরা। গোল্ডেন বলের সঙ্গে জিতেন পরম আরাধ্যের সোনালি ট্রফি। 

এই মেসি অনেক কাঁদিয়েছেন, আবার আবেগে ভাসিয়েছেনও। মুগ্ধতা ছড়িয়েছেন বছরের পর বছর। নিওয়েলস থেকে বার্সা, পিএসজি থেকে ইন্টার মায়ামি; মেসি যেখানেই গেছেন রোমাঞ্চ খেলেছে ফুটবলে। মেসিই একমাত্র ফুটবলার যার মুভমেন্টে বদলেছে ভক্তদের গতিপথও। কখনো বার্সা, কখনো পিএসজি, কখনো বা মায়ামি। আর সবই তো খুদে ওই ফুটবল জাদুকরের জন্য। 

ন্যু ক্যাম্প থেকে সান্তিয়াগো বার্নাব্যু, অথবা স্তেদ দ্য ফ্রান্স থেকে ওয়েম্বলির সবুজ গালিচায় মেসি যা রচনা করেছেন, সবই তো রূপকথা। হৃদয়ে গেঁথে যাওয়া রঙিন চিত্রনাট্য। ১২টি লিগ ও চারটি চ্যাম্পিয়ন্স লিগ জিতে ক্লাব ফুটবলে অনেক আগেই শিখরে ওঠা মেসি এখন বিশ্বকাপ জয়ী অধিনায়কও। নামের পাশে আছে রেকর্ড আটটি ব্যালন ডি’অর। পৃথিবীর সবচেয়ে সুখী ফুটবলার হতে আর কী চাই! 

মেসি সুখী তা স্বীকার করেছেন নিজেও। “আমি সুখী, কারণ সব বাদ দিয়ে আমি ফুটবল খেলতেই চেয়েছি। আমি যেহেতু খেলতে ভালোবাসি, এটা আমার কাছে ‘কাজ’ মনে হয় না। এখনো সেই একই রকম আনন্দ নিয়ে খেলি, যেভাবে সেই ছোট্টবেলায় খেলতাম।” 

২০১৪ বিশ্বকাপে পরাজিত হওয়া ভেন্যু মারাকানাতেই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে ২০২১ কোপা আমেরিকার শিরোপা জেতেন মেসি। ছবি : সংগৃহীত

মেসিকে নিয়ে তার বার্সা সতীর্থ জাভি বলেছেন, ‘এটা পরিষ্কার যে মেসি সবার ওপরে অন্য লেভেলের। যে এটা দেখে না, সে অন্ধ।’ মেসি-রোনালদোর তুলনার প্রসঙ্গে বার্সেলোনার আরদা তুরান বলেছিলেন, ‘মেসি, নাকি রোনালদো, কে সেরা খেলোয়াড়? দুনিয়াতে রোনালদো সেরা। মেসি অন্য গ্রহের।’ ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার মাইকেল ওয়েন একটু বেশিই ছিলেন মেসিতে মন্ত্রমুগ্ধ, ‘আমি বিশ্বাস করি না, মেসির মতো এ রকম করে অন্য কেউ ফুটবল খেলতে পারবে।’ কিছুদিন আগে অন্যলোকে পাড়ি জমানো জার্মানির কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার বলেছিলেন, ‘মেসি হলো একটি প্রতিভা। সে সবকিছু। আমি যখন তাকে দেখি তখন আমার ম্যারাডোনার কথা মনে হয়।’

জীবন নামের বহতা নদীতে চিরস্থায়ী দুঃখ বলে কিছু নেই। কোনো এক রাঙা ভোরে সব হতাশা, গ্লানি, অপ্রাপ্তি, কলঙ্ক উবে যায় প্রখর স্বর্ণালি সাফল্যে। ওই তো সূর্য, ওটাই সাফল্য। জীবন বারবার ফিরে আসার স্ক্রিপ্ট তৈরি করার সুযোগ দেয়, সাহসের সঙ্গে যে গ্রহণ করতে পারে তিনিই দিগ্বিজয়ী, তিনিই কিংবদন্তি; তিনিই লিওনেল আন্দ্রেস মেসি।

বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে আফগানিস্তান

প্রকাশ: ২৫ জুন ২০২৪, ১১:১০ এএম
আপডেট: ২৫ জুন ২০২৪, ১১:১০ এএম
বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে আফগানিস্তান
ছবি- সংগ্রহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে পা রাখতে আফগানিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। তবে জয়ের পাশাপাশি ছিল সমীকরণের হিসাব-নিকাশ। সে লক্ষ্যে শুরু থেকে দারুণ বোলিং করে বাংলাদেশ। আফগানদের ইনিংস থামে ১১৫ রানে। সেমিফাইনাল খেলতে বাংলাদেশকে এই লক্ষ্য তাড়া করতে হতো ১২.১ ওভারের মধ্যে। তবে নির্ধারিত ওভারের মধ্যে সেই লক্ষ্য তাড়া করতে না পারায় সুপার এইট থেকে নিশ্চিত হয় বাংলাদেশের বিদায়। শেষ পর্যন্ত ম্যাচটাও নিজেদের করে নিতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। আফগানদের কাছে ম্যাচ হারে ৮ রানের ব্যবধানে। বাংলাদেশকে হারিয়ে অস্ট্রেলিয়াকে টপকে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠল আফগানরা।

আফগানদের ছুড়ে দেওয়া ১১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্কোরবোর্ডে ২৩ রান যোগ করতে তিন উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান তামিমের পাশাপাশি প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ সাকিব আল হাসান। টুর্নামেন্টজুড়ে টপ অর্ডারের এই ব্যর্থতা সুপার এইটের শেষ ম্যাচে এসেও কাটেনি। এমন ব্যর্থতার মাঝে খানিকটা আশার আলো হয়ে ছিলেন ওপেনার লিটন দাস। পুরো ম্যাচে একপ্রান্ত সামলে রাখেন এই ডানহাতি ব্যাটার। তিনি অপরাজিত ছিলেন ৪৯ বলে ৫৪ রান করে।

২৩ রানে তিন উইকেট হারানো বাংলাদেশকে চতুর্থ উইকেটে পথ দেখানোর চেষ্টা করেন লিটন ও সৌম্য সরকার। দুজন মিলে চতুর্থ উইকেটে যোগ করেন ২২ বলে ২৫ রান। ইনিংসের ৭ম ওভারের তৃতীয় বলে দ্রুতগতির ফ্লাইটেড ডেলিভারি উইকেটে আঘাত করলে আউট হন সৌম্য। প্যাভিলিয়নে ফেরার আগে তার ব্যাটে আসে ১০ বলে ১০ রান।

সৌম্যর বিদায়ের পর তাওহিদ হৃদয় উইকেটে আভাস দেন ঝড় তোলার। তবে ভাগ্য তার পক্ষে ছিল না। ৮ম ওভারের তৃতীয় বলে জীবন পেলেও বড় করতে পারেননি ইনিংস। রশিদ খানের দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে তার ব্যাটে আসে ৯ বলে ১৪ রান। পরে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ৯ বলে ৬ ও রিশাদ হোসেন আউট হন গোল্ডেন ডাকের শিকার হয়ে। দুজনই ছিলেন রশিদ খানের শিকার। নিজের কোটার পুরোটা বোলিং করে ২৩ রান খরচায় ৪ গুরুত্বপূর্ণ ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরান এই লেগি।

আফগানদের হয়ে নাভিন উল হক ২৬ রানে নেন ৪ উইকেট। এছাড়া একটি করে উইকেট নেন ফজল হক ফারুকি ও গুলবাদিন নাঈব।

এর আগে সেন্ট ভিনসেন্টের আর্নোস ভ্যাল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের নিখুঁত লাইন ও লেন্থের বোলিংয়ে শুরু থেকেই রান   করতে ভুগতে হচ্ছিল আফগান ব্যাটারদের। বিশেষত বিশ্বকাপে দুর্দান্ত ব্যাটিং করা দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহীম জাদরান এদিনও ৫৯ রানের জুটি গড়লেও এই রাত করতে তারা খেলেছে ৬৪ বল। ইব্রাহীম লেগস্পিনার রিশাদ হোসেনের বলে ২৯ বলে মাত্র ১৮ রান করে তানজিম হাসান সাকিবকে ক্যাচ দেন তিনি।

অন্য ওপেনার রহমানউল্লাহ গুরবাজও আউট হন রিশাদের বলে। দলের তৃতীয় উইকেট হিসেবে তিনি আউট হলেও করেন স্বভাব বিরুদ্ধ ব্যাটিংয়ে ৫৫ বলে ৪৩ রান। একই ওভারেই গুলবেদীন নাইবকে ফেরান এই বোলার। তিনি করেন ৪ রান। মাঝখানে মোস্তাফিজের বলে ১২ বলে ১০ রান করে আজমতউল্লাহ ওমরজাই। 

ব্যর্থ হয়েছেন অভিজ্ঞ মোহাম্মদ নবীও। তাসকিনের আহমেদের বলে ১ রান করে আউট হন তিনি। তার বিদায়ে ১৭.৪ বলে ৯৩ রানে ৫ উইকেটে হারায় আফগানিস্তান। মাঠে নেমে দ্বিতীয় বলেই তাসকিনকে ছয় হাঁকান আফগানদের অধিনায়ক রশিদ খান। কিন্তু পরের ওভারে মোস্তাদিজ দেন মাত্র ১ রান।

শেষ ওভার করতে আসা তানজিমকে দুই ছয় হাঁকিয়ে ১০ বলে ১৯ রান করে দলের বোর্ডে ৫ উইকেট হারিয়ে ১১৫ রান যোগ করে মাঠ ছাড়েন। ততক্ষণে মাঠে বৃষ্টি শুরু হলে আম্পায়ারও মাঠকর্মীদের মাঠ ঢেকে দেওয়ার জন্য ডাক দেন।

লেগ স্পিনার রিশাদ হোসেন ৩টি, তাসকিন ও মোস্তাফিজ নেন ১টি করে উইকেট।

পয়েন্ট হারিয়ে শুরু ব্রাজিলের কোপা মিশন

প্রকাশ: ২৫ জুন ২০২৪, ১০:২৪ এএম
আপডেট: ২৫ জুন ২০২৪, ১০:২৯ এএম
পয়েন্ট হারিয়ে শুরু ব্রাজিলের কোপা মিশন
ছবি- সংগ্রহীত

কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। তুলনামূলক দূর্বল প্রতিপক্ষের বিপক্ষে গোল শূন্য ড্র করেছে ভিনিসিউয়াস-রদ্রিগোরা। আজ মঙ্গলবার (২৫ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে বিস্ময় বালক এন্ড্রিককে ছাড়াই মাঠে নামে ব্রাজিল। কোচ দরিভাল জুনিয়র দলকে মাঠে নামান ৪-২-৩-১ ফরমেশনে।

কোস্টারিকার বিপক্ষে ম্যাচে পুরোটা সময় বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল ব্রাজিল। ম্যাচের ৭৩ শতাংশ সময় নিজেদের পায়ে বল রাখে তারা। বিপরীতে কোস্টারিয়ার পায়ে বল ছিল ২৭ শতাংশ সময়। বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকা ব্রাজিল আক্রমণ সাজায় ১৯ বার। এরমধ্যে মাত্র দুইটি শট ছিল লক্ষ্যে। বিপরীতে 

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ব্রাজিল। তাতে সপ্তম মিনিটে ভালো সুযোগ পেয়েছিলেন রাফিনহা। কিন্তু দানিলোর ক্রসে ছয় গজ বক্স থেকে নেওয়া তার শট রুখে দেন কোস্টারিকা গোলরক্ষক। এরপর বেশ কয়েকবার আক্রমণ সাজায় ব্রাজিল। তবে কোস্টারিকার জালে বল জড়াতে পারেনি ব্রাজিল। শেষ পর্যন্ত আর কোনো গোল করতে না পারায় গোল শূন্য ড্র করে মাঠ ছাড়তে হয় ব্রাজিলকে।

এই ম্যাচ ড্রয়ের ফলে ‘ডি’ গ্রুপের পয়েন্ট তালিকায় ১ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করেছে ব্রাজিল। প্রথম ম্যাচেই জয় তুলে ৩ পয়েন্টে নিয়ে শীর্ষে অবস্থান করেছে কলম্বিয়া।