দেশকে বহুমুখী সংকট থেকে উত্তরণ, সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ জাতীয় নেতাদের মুক্তি ও পাঠ্যপুস্তক থেকে বিতর্কিত লেখা বাতিলের দাবিতে দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১ মার্চ) সকালে খেলাফত মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কমসূচি পালন করা হয়।
এ ছাড়া একই দাবিতে খুলনা জেলা ও মহানগর শাখা, সিলেট জেলা ও মহানগর শাখা, শরীয়তপুর, মৌলভীবাজার, নরসিংদী, কুমিল্লা, হবিগঞ্জ, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন জেলায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
জাতীয় প্রেসক্লাবের সামনে ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও বহু দাগি আসামি মুক্তি পেলেও দলের মহাসচিব মাওলানা মামুনুল হক মুক্তি পান না কেন? আজকে কেউ কোথাও ন্যায়বিচার পায় না। এক ব্যক্তির ইশারায় আইন-আদালত সবকিছু চলে। এভাবে একটি দেশ চলতে পারে না। মাওলানা মামুনুল হকসহ জাতীয় নেতাদের দ্রুত মুক্তি দিতে হবে।
ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা নুর মোহাম্মদ আজিজীর সভাপতিত্বে ও ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন রাজীর পরিচালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলালসহ অন্যরা।