ঢাকা ১৫ আষাঢ় ১৪৩১, শনিবার, ২৯ জুন ২০২৪

রমজানের আগে বেগুনে সেঞ্চুরি

প্রকাশ: ০১ মার্চ ২০২৪, ১১:০৬ এএম
আপডেট: ০১ মার্চ ২০২৪, ১১:০৭ এএম
রমজানের আগে বেগুনে সেঞ্চুরি

রমজান মাস আসতে ১২ দিন বাকি। তার আগেই বেগুনের কেজি ১০০-১১০ টাকা হয়েছে। গত সপ্তাহে বেগুন ছিল ৬০-৭০ টাকা কেজি। সরবরাহ ভালো হাওয়ার পরও বাজারে বেগুনের দাম দ্বিগুণ বেড়ে গেছে। এদিকে বাড়তে শুরু করেছে মরিচের দামও। সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০-৩০ টাকা বেড়ে গেছে।

পেঁয়াজ বাজারে উঠতে শুরু করলেও কমছে না দাম। আগের মতোই ক্রেতাদের পেঁয়াজ ১১৫-১২০ টাকা কেজি কিনতে হচ্ছে। তবে চাল, মাছ, মাংস, ডিমের দাম স্থিতিশীল রয়েছে। শীতের সবজির দাম তেমন না বাড়লেও সজনে ডাটা ডাবল সেঞ্চুরি ছাড়িয়েছে। ২২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। করলা পটোলও বিক্রি হচ্ছে বেশি দামে। তবে বাজারভেদে একই পণ্য কেজিতে ১০-২০ টাকা কমবেশি বলে জানান ব্যবসায়ীরা। 

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজারে ঘুরে এসব তথ্য পাওয়া যায়।

বিভিন্ন বাজার ঘুরে জানা যায়, নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে। শ্যামবাজারের আড়তে পেঁয়াজ ৮০-৯০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কিন্তু সেই পেঁয়াজ বিভিন্ন খুচরা বাজারে ১১৫-১২০ টাকা। টাউনহল বাজারের খুচরা বিক্রেতা অলি ইসলাম খবরের কাগজকে বলেন, পাইকারিতে দাম বেশি। ১১০ টাকা কেনা। লোকসান করে ব্যবসা করা যায় না। ১১৫-১২০ টাকা কেজি বিক্রি করা হচ্ছে। অন্য বিক্রেতারা জানান, ভারতের পেঁয়াজ না এলে কমবে না দাম। এ ছাড়া আলু ৩০-৩৫ টাকা কেজি। আদা ২২০-২৮০ টাকা, দেশি রসুন ১৭০ টাকা ও আমদানি করা রসুন ২২০-২৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। 

রমজান মাস ঘনিয়ে আসায় বেগুনের দাম বাড়তে শুরু করেছে। গত সপ্তাহে বেগুন ৬০-৭০ টাকা কেজি ছিল। এখন ৭০-১২০ টাকা কেজি। এত দাম কেন, জানতে চাইলে সবজি বিক্রেতা কালু বলেন, সামনে রমজান আসছে। চাহিদা বাড়ছে। এ জন্য দাম বেশি। এগুলো কলাতিয়ার বেগুন ১০০-১২০ টাকা। কম দামেরও আছে। ৭০-৮০ টাকা কেজি। 

গত সপ্তাহ থেকে শসার দামও বাড়তে শুরু করেছে। হাইব্রিড শসা ৭০-৮০ ও দেশিটা ১২০-১৩০ টাকা, খিরার কেজি ৫০-৬০ টাকা। টমেটো ৪০-৫০ টাকা। মরিচের দামও বাড়তে শুরু করেছে। গত সপ্তাহের ৮০-১০০ টাকার মরিচ বর্তমানে ১০০-১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কপির পিস ৩৫-৪০ টাকা, শাকের আটি ১০-১৫ টাকা, লেবুর হালি ৩০-৫০ টাকা। সজনের ডাটা ২২০ টাকা, করলার কেজি ১৮০, ঢেঁড়স ১২০ টাকা, পটোলও বেশি দামে ১৭০-১৮০ টাকা কেজি। 

আজ থেকে কম দামে মিলবে সয়াবিন তেল

সরকার তেলের দাম লিটারে ১০ টাকা কমানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে, যা বাজারে আজ (১ মার্চ) থেকে পাওয়া যাবে। খুচরা ব্যবসায়ীরা বলছেন, কম দামের সয়াবিন তেল এখনো কোম্পানি থেকে দেয়নি। তারা দিলে বিক্রি করা হবে। ১ মার্চ এলে দেখা যাবে। কারওয়ান বাজারের রব স্টোরের মালিক আব্দুর রব বলেন, ১ লিটার বোতলের সয়াবিন তেলের মূল্য ১৭৩ টাকা। সেই দামেই বিক্রি করা হচ্ছে। ৫ লিটারের মূল্য আছে ৮৪৫ টাকা। এটা একটু কম দামে ৮২০-৮২৫ টাকা বিক্রি হচ্ছে। চিনির কেজি ১৪০-১৪৪ টাকা। ডাল ১১০-১৩৫ টাকা, ছোলার কেজি ১০৫-১১০ টাকা। বস্তার খোলা খেজুর ২৫০ টাকা, প্যাকেটের ভালো মরিয়ম খেজুর ১২০০-১৫০০ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে।

চালের দাম স্থিতিশীল রয়েছে। সপ্তাহের ব্যবধানে কমেনি। টাউনহল বাজারের কুমিল্লা রাইস এজেন্সির জাহেদ বলেন, বর্তমানে ৬৮ টাকা কেজি মিনিকেট, ২৮ চাল ৫৩ টাকা ও মোটা চাল ৪৮-৫২ টাকা কেজি বিক্রি করা হচ্ছে। অন্য চাল বিক্রেতারাও বলছেন, চালের দাম কমেনি। 

কমেনি মাংসের দাম 

সপ্তাহের ব্যবধানে কমেনি কোনো মাংসের দাম। কারওয়ান বাজারসহ বিভিন্ন বাজারে পোলট্রি মুরগি ২০০-২২০ টাকা কেজি, পাকিস্তানি কর্ক ৩১০-৩২০ টাকা ও দেশি মুরগি ৫৫০-৫৮০ টাকা কেজি বলে বিক্রেতারা জানান। গত সপ্তাহের মতোই ডিম ১৩৫-১৪০ টাকা ডজন বিক্রি হচ্ছে। ৭৩০-৭৫০ টাকার কমে পাওয়া যাচ্ছে না গরুর মাংস। টাউনহল বাজারের আজিজ দেওয়ান মাংস বিতানের আজিজ ও খুরশিদ মাংস বিতানের খুরশিদ বলেন, গরুর মাংস ৭৫০ টাকা, খাসির ১১৫০ টাকা কেজি। 

বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় উত্থান

প্রকাশ: ২৮ জুন ২০২৪, ১০:৫৯ পিএম
আপডেট: ২৮ জুন ২০২৪, ১০:৫৯ পিএম
বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় উত্থান
ছবি: সংগৃহীত

বহুল আলোচিত বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় উত্থান হয়েছে। রিজার্ভের এ উত্থানে দেশে বৈদেশিক মুদ্রার বিনিময় হারে বিগত দুই বছর ধরে চলমান অস্থিরতা ও শঙ্কা কেটে যাবে বলে কেন্দ্রীয় ব্যাংক প্রত্যাশা করছে।

বাংলাদেশ ব্যাংক শুক্রবার (২৮ জুন) জানায়, এদিন গ্রস বা মোট রিজার্ভ দাঁড়িয়েছে ২৭ দশমিক ১৫ বিলিয়ন বা ২ হাজার ৭১৫ কোটি ডলার। আর আইএমএফের হিসাব পদ্ধতি আমলে নিলে নিট রিজার্ভ দাঁড়িয়েছে ২২ বিলিয়ন বা ২ হাজার ২০০ কোটি ডলার। রিজার্ভ বৃদ্ধির এ পরিমাণ ২৩৬ কোটি বা ২ দশমিক ৩৬ বিলিয়ন ডলার। বৃদ্ধির হার প্রায় ১০ শতাংশ। 

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী মূলত বৈদেশিক ঋণ, সরকারকে বিভিন্ন দেশ ও উন্নয়ন সহযোগীদের দেওয়া বাজেট সহায়তা এবং রেমিট্যান্সের প্রবৃদ্ধির ওপর ভর করে ক্ষয় হতে থাকা রিজার্ভ বাড়ল।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণের ১১৫ কোটি ডলার, এশিয়ান অবকাঠামো উন্নয়ন ব্যাংক, এডিবি ও কোরিয়ার বাজেট সহায়তা মিলিয়ে আরও ১২১ কোটি ডলার রিজার্ভে যোগ হওয়ার ফলে এ উত্থান হলো।

গত মে মাসে রিজার্ভ দাঁড়ায় গ্রস বা মোট ২৪ দশমিক ১৯ বিলিয়ন বা ২ হাজার ৪১৯ কোটি ৭২ লাখ ডলার। নিট রিজার্ভ কমে হয় ১৮ দশমিক ৬৪ বিলিয়ন বা ১ হাজার ৮৬৪ কোটি ৬২ লাখ ডলার। এ নিট রিজার্ভ হলো আইএমএফের দেওয়া বিপিএম-৬ প্রক্রিয়ায় রিজার্ভের হিসাব পদ্ধতি। 

জুন মাসের প্রথম প্রান্ত থেকেই রেমিট্যান্সপ্রবাহ বাড়তে থাকলে রিজার্ভ পুনর্গঠনে আশার আলো দেখতে পায় বাংলাদেশ ব্যাংক। জুন মাসে ঈদুল আজহা উপলক্ষে প্রবাসী বাংলাদেশিরা যার যার পরিবারের কাছে বেশি পরিমাণ অর্থ পাঠান। জুনের শেষ প্রান্তে এসে বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় উত্থান ঘটেছে। চলতি জুনে ইতোমধ্যে একক মাসে রেকর্ড পরিমাণ সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক খবরের কাগজকে বলেন, রিজার্ভ বাড়তে থাকায় বাজারে ডলারের চাহিদার বিপরীতে সরবরাহ বৃদ্ধি পেয়েছে। এতে বিনিময় হারে স্থিতিশীলতা ফিরে আসবে। আগামী দিনগুলোতে পরিস্থিতির আরও উন্নতি হবে বলে জানান তিনি।

সর্বশেষ গত আগস্ট মাসে গ্রস রিজার্ভ ২৭ বিলিয়ন ডলারের ঘরে ছিল। গত ১০ মাসে রিজার্ভ ক্ষয় হয় দ্রুত। একপর্যায়ে রিজার্ভ কমে গত নভেম্বরে ২৪ বিলিয়ন ডলারের ঘরে নেমে আসে। এরপর ডিসেম্বরে আইএমএফের কিস্তি পাওয়ার পর রিজার্ভ ২৭ বিলিয়নের ঘরে উঠেছিল।

বাজারদর আলু-চালের চড়া দাম

প্রকাশ: ২৮ জুন ২০২৪, ১১:২১ এএম
আপডেট: ২৮ জুন ২০২৪, ১১:২১ এএম
আলু-চালের চড়া দাম
চড়া দামে বিক্রি হচ্ছে আলু-চাল

ঈদের আমেজ শেষ! বাজারে লোকে ভরা। কিন্তু বেচা-কেনা কম। আলুর দাম কমছে না। কেজিতে ৫ টাকা বেড়ে ৬০-৬৫ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, বিভিন্ন মোকামে দাম বেশি। আর কমবে না আলুর দাম। 

বর্ষা মৌসুম শুরু হয়েছে। পেঁয়াজসহ অন্য জিনিসের দামও বেশি। চালের দামও বাড়তি। ৭০ টাকার মিনিকেট চাল ৭২ টাকা হয়ে গেছে। তবে পোলট্রি মুরগির দাম কমে ১৭৫-১৮০ টাকা কেজিতে নেমেছে। 

গতকাল বৃহস্পতিবার (২৭ জুন) বিভিন্ন বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমনই তথ্য পাওয়া যায়। 

কমবে না আলু ও পেঁয়াজের দাম

ঈদের পর আলুর দাম আরেক দফা কেজিতে ৫ টাকা বাড়ল। রাজধানীর কারওয়ান বাজারের বিক্রমপুর বাণিজ্যালয়ের পাইকারি ব্যবসায়ী সবুজ খবরের কাগজকে বলেন, যতই দিন যাচ্ছে কোনো সুখবর নেই আলুর বাজারে। ঈদের পর কমবে মনে হলেও বাজারের চিত্র উল্টো। গতকাল মুন্সীগঞ্জের আলু বিক্রি হয় ৫২ টাকা। আর কমার লক্ষণ নেই। কারণ বর্ষাকালে অন্যান্য সবজির সরবরাহ কম হওয়ায় আলুর ওপর চাপ বাড়ে। এ জন্য দামও কিছুটা চড়া। 

মোহাম্মদপুর কৃষি মার্কেটের মায়ের দোয়া বাণিজ্যালয়ের পাইকারি ব্যবসায়ী মিরাজও বলেন, আলুর দাম বেশি। ৫৩-৫৫ টাকা কেজি। ঈদের পর আলুতে চাপ বেড়েছে। এই বাজারের খুচরা বিক্রেতা মোবারক বলেন, ঈদের পর লোকে ভরে গেছে বাজার। কিন্তু বাজার চড়া। এ জন্য বিক্রিও কমে গেছে। আগে বেশি বেচাকেনা হতো। দুপুর গড়িয়ে গেলেও ২ হাজার টাকা বিক্রি হয়নি। 

তিনি আরও বলেন, পেঁয়াজও বেশি দামে কেনা। তাই ১০০ টাকা কেজি বিক্রি করতে হচ্ছে। অন্যান্য বাজারের বিক্রেতারাও বলেন আলু, পেঁয়াজে আর স্বস্তি নেই। তবে ঈদের পর রসুনের দাম কমে ২২০-২৪০ টাকা কেজি ও আদা ৩০০-৩২০ টাকা কেজি হয়েছে। 

দেশে প্রচুর পেঁয়াজ উৎপাদন হলেও ঈদুল আজহার আগে দাম বেড়ে যায়। খুচরা বিক্রেতারা বলছেন, মোকামেই বেশি দাম। ঈদের পর আর কমেনি। এ জন্য বাড়তি দামেই বিক্রি করতে হচ্ছে। ফরিদপুরের পেঁয়াজ ৯০ টাকা ও পাবনারটা ১০০ টাকা কেজি। পাইকারি শ্যামবাজারেও পেঁয়াজের দাম বেশি বলে বিক্রেতারা জানান।  

স্বস্তি নেই সবজিতে

ঈদের পরে সবজিতেও স্বস্তি নেই। বর্ষা মৌসুমে ফসলের খেত ডুবে যাওয়ায় অধিকাংশ সবজির দাম বেড়ে গেছে বলে খুচরা বিক্রেতারা জানান। কাঁচা মরিচের দামও বাড়তি। বর্তমানে ২৫০ গ্রামের দাম ৬০ টাকা বা কেজি ২২০-২৪০ টাকা বিক্রি হতে দেখা গেছে। 

খুচরা বিক্রেতারা জানান, বেগুন ৮০-১০০ টাকা, পটোল, ঝিঙে ও ধুন্দল ৫০-৬০ টাকা, করলা ৭০-৮০ টাকা, শসা ৮০-১০০ টাকা, লেবুর হালি ২০-৩০ টাকা, ঢ্যাঁড়স ৪০-৫০ টাকা, মিষ্টিকুমড়া ৩০-৪০ টাকা, লাউ ও চালকুমড়ার পিস ৬০-৭০ টাকা। কচুর লতির কেজি ৮০-১০০ টাকা, পেঁপে ৫০ টাকা, টমেটোর কেজি ১০০-১২০ টাকা। পুঁইশাকের আঁটি ২৫-৩০ টাকা, লালশাক, পাট ও কচুশাকের আঁটি ১৫-২০ টাকা। 

বাড়তি চালের দাম 

সারা দেশেই বোরো ধান উঠে গেছে। বিভিন্ন রাইসমিল ভরে গেছে ধানে। তার পরও মিনিকেট চালের দাম বেড়ে গেছে। গত সপ্তাহে মিনিকেট ৬৬-৭০ টাকা বিক্রি হলেও গতকাল তা ৭২ টাকায় উঠেছে। খুচরা বিক্রেতারা জানান, সরকার নিষেধ করলেও রশিদসহ বিভিন্ন কোম্পানি মিনিকেট নামেই সরু চাল বিক্রি করছে। 

এর মধ্যে মোজাম্মেল চালের দাম সপ্তাহের ব্যবধানে ২ টাকা বেড়েছে। ৭০ টাকার চাল ৭২ টাকা, আটাশ চাল ৫২-৫৫ টাকা ও মোটা চাল ৫০-৫২ টাকা কেজি বিক্রি করা হচ্ছে। বিভিন্ন ব্র্যান্ডের পোলাওয়ের প্যাকেট চাল ১৫০-১৭০ টাকা ও বস্তার চাল ১২০-১৪০ টাকা কেজি। 

কৃষি মার্কেটের আল্লাহর দান রাইস এজেন্সির শওকত ও কারওয়ান বাজারের কুমিল্লা রাইস এজেন্সির ইউসুফ বলেন, অন্যদের চেয়ে মোজাম্মেল-এর চাল বস্তায় ১০০ টাকা বা কেজিতে ২ টাকা বেড়েছে। এ জন্য আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।  

পোলট্রির কেজি ১৭৫ টাকা

ঈদের আগে ১৯০-২০০ টাকা কেজিতে পোলট্রি মুরগি বিক্রি হলেও গতকাল দাম কমে ১৭৫ থেকে ১৮০ টাকা কেজি বিক্রি করতে দেখা গেছে। আগের মতোই সোনালী মুরগি ৩১০-৩২০ টাকা ও দেশি মুরগি ৬৫০ টাকা কেজি বলে খুচরা বিক্রেতারা জানান। কারওয়ান বাজারের সততা পোলট্রি হাউজের সবুজ বলেন, চাহিদা কম থাকায় পোলট্রির দাম কমেছে। ১৮০ টাকার মধ্যেই বিক্রি করা হচ্ছে। অন্যান্য খুচরা বিক্রেতারাও জানান, ঈদের পর বাড়েনি কোনো মুরগির দাম।  

ঈদে বেশি করে গরু-ছাগল জবাই হওয়ার কারণে বাজারে মাংসের চাহিদা কম। এ জন্য দামও কিছুটা কমেছে। 

গতকাল বৃহস্পতিবার বিভিন্ন বাজারে দেখা যায়, ৭৫০ টাকা গরুর মাংস ও খাসির মাংস ১ হাজার ১০০ টাকা কেজি। কারওয়ান বাজার, কৃষিমার্কেট, টাউনহল বাজারে ডিমের দাম কিছুটা কম হলেও বিভিন্ন পাড়া-মহল্লায় বেশি দামে ডিম বিক্রি হচ্ছে। 

কৃষিমার্কেটের পদ্মা ব্রয়লার হাউসের সাহিন জানান, ডিমের ডজন ১৫০ টাকা। কারওয়ান বাজারের জহিরও জানান, ডিমের ডজন ১৫০ টাকা। কিন্তু বিভিন্ন পাড়ার দোকানে ১৫৫-১৬০ টাকায় ডজন বিক্রি করা হচ্ছে বলে ক্রেতারা অভিযোগ করে জানান।

মাছের দামও চড়া

ঈদের পর প্রায় সব মানুষ ঢাকায় ফিরে আসায় মাছের দামও বেড়ে গেছে। বিভিন্ন বাজারের বিক্রেতারা জানান, রুই ও কাতল ৩৫০-৭০০ টাকা কেজি, চাষের চিংড়ি ৫৫০-৮০০ টাকা, নদীর চিংড়ি ১২০০-১৬০০ টাকা কেজি। পাবদা ৫০০-৭০০ টাকা, পাঙাশ ও তেলাপিয়া ২০০-২৫০, শিং ও মাগুর ৪০০-৬০০ টাকা কেজি। চাষের ট্যাংরা ৬০০-৭০০, দেশি ট্যাংরা ১০০০-১২০০ টাকা,  কাচকি ও মলা মাছ ৫০০-৭০০ টাকা, বাতাসি ৭০০-১২০০ টাকা কেজি। বিক্রেতারা বলছেন, ঈদের পর চাহিদা বেড়ে গেছে। কিন্তু সরবরাহ বাড়েনি। বন্যার কারণে নদীর মাছও কমে গেছে। এ জন্য দাম বেশি।

ছোলার কেজি ১২০ টাকা

বিক্রেতারা জানান, রমজান মাসে ব্যাপক চাহিদা বাড়ায় ৯০ টাকার ছোলা ১১০ টাকা ছিল। কিন্তু বাজেটের পর বেড়ে ১২০ টাকা কেজি হয়ে গেছে। আগের মতোই বোতলজাত সয়াবিন তেলের লিটার ১৬৭ টাকা, ৫ লিটার ৭৯০-৮১০ টাকা, ২ কেজি আটা ১০০-১২০ টাকা কেজি, খোলা চিনি ১৩০, প্যাকেট চিনি ১৩৫ টাকা। তবে দেশি প্যাকেট চিনি ১৭০ টাকা কেজি বিক্রি হতে দেখা যায়। ঈদের আগে মসলার দাম বেড়েছিল। ঈদ ফুরিয়ে গেলেও পরে আর কমেনি।

শ্রম খাত সংস্কারে সহায়তা করবে ‘অ্যাডভান্সিং ডিসেন্ট ওয়ার্ক ইন বাংলাদেশ’ প্রকল্প

প্রকাশ: ২৭ জুন ২০২৪, ০৭:৩০ পিএম
আপডেট: ২৭ জুন ২০২৪, ০৭:৩০ পিএম
শ্রম খাত সংস্কারে সহায়তা করবে ‘অ্যাডভান্সিং ডিসেন্ট ওয়ার্ক ইন বাংলাদেশ’ প্রকল্প
ছবি : সংগৃহীত

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বাংলাদেশ বৃহস্পতিবার (২৭ জুন) লা মেরিডিয়ান হোটেলে ‘অ্যাডভান্সিং ডিসেন্ট ওয়ার্ক ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন করেছে। টিম ইউরোপ ইনিশিয়েটিভের আওতায় এ প্রকল্পে অর্থায়ন করছে ইউরোপীয় ইউনিয়ন ডেনমার্ক, নেদারল্যান্ডস ও সুইডেন।

আগামী চার বছরে ২৪.৭ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের মাধ্যমে বাংলাদেশ সরকারের শ্রম খাত সংস্কার প্রতিশ্রুতি বাস্তবায়নে সহায়তা করবে প্রকল্পটি। আর এই সংস্কার সুশাসন, মৌলিক নীতি ও কর্মক্ষেত্রে শ্রমিক অধিকারের সুরক্ষা এবং টেকসই ও প্রতিযোগিতামূলক উদ্যোগ ২০২৬ সালে বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা থেকে উত্তরণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমরা সামাজিক ন্যায়বিচার সমর্থন করি। বাংলাদেশে শ্রম সংস্কারকে উৎসাহিত করতে এবং অর্থনীতির সব সেক্টরে পুরুষ ও নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

শ্রম ও কর্মসংস্থান সচিব মো. মাহবুব হোসেন আইএলওর গভর্নিং বডির সদস্য হিসেবে বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনের কথা উল্লেখ করে বলেন, ‘আমাদের শ্রমিকদের কল্যাণ ও নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিত করতে এই সংস্কার উদ্যোগকে আরও এগিয়ে নিতে আমরা কাজ করব।’

আইএলওর কান্ট্রি ডিরেক্টর টুমোপুতিয়ানিন তার বক্তব্যে ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের মর্যাদা থেকে উত্তরণে কার্যকর ত্রিপক্ষীয় অংশীদারত্বের গুরুত্ব উল্লেখ করে বলেন, ‘মৌলিক নীতি ও নিরাপদ কর্ম-পরিবেশের অধিকার কেবল শ্রমিক ও নিয়োগকর্তা প্রতিষ্ঠানের সঙ্গে স্বচ্ছ ও পরামর্শমূলক প্রক্রিয়ার মাধ্যমেই সুরক্ষিত হতে পারে।’

এইচ ই চার্লস হোয়াইটলি বাংলাদেশ সরকারের চলমান উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘আমরা শ্রম সংস্কারের বিষয়ে সরকারের অঙ্গীকারকে স্বাগত জানাই এবং আগামী কয়েক বছরে নতুন সাফল্যের গল্প তৈরিতে এই প্রচেষ্টায় সহায়তা করতে আগ্রহী। এই প্রকল্পের মাধ্যমে ব্যক্তির উন্নয়ন, শ্রমিক সম্প্রদায়কে শক্তিশালী করা এবং বাংলাদেশে একটি টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির গল্প রচিত হবে।’

অনুষ্ঠানে কানাডিয়ান হাইকমিশনার এইচ ই লিলি নিকোলস বাংলাদেশ সরকারের অনুমোদনসাপেক্ষে একটি পরিপূরক প্রকল্পের মাধ্যমে অ্যাডভান্সিং ডিসেন্ট ওয়ার্ক ইনিশিয়েটিভে কানাডা যোগ দেবে বলে ঘোষণা দেন। 

টিম ইউরোপ থেকে উপস্থিত ছিলেন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত এইচ ই চার্লস হোয়াইটলি, সুইডেনের রাষ্ট্রদূত এইচ ই আলেকজান্দ্রা বার্গ ভনলিন্ডে, ডেনমার্ক দূতাবাসের হেড অব কো-অপারেশন অ্যান্ডার্স কার্লসেন এবং নেদারল্যান্ডস দূতাবাসের হেড অব কো-অপারেশন থিজ ওউডস্ট্রা।

সূচকের উত্থানে লেনদেন ছাড়াল ৬০০ কোটি টাকা

প্রকাশ: ২৭ জুন ২০২৪, ০৩:৩১ পিএম
আপডেট: ২৭ জুন ২০২৪, ০৩:৩১ পিএম
সূচকের উত্থানে লেনদেন ছাড়াল ৬০০ কোটি টাকা

দেশের পুঁজিবাজারে আগের কার্যদিবসের ধারাবাহিকতায় গতকাল বুধবারও ঊর্ধ্বমুখিতার দেখা মিলেছে। এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচক বেড়েছে। সেই সঙ্গে ডিএসইতে লেনদেন বেড়ে ৬০০ কোটি টাকা ছাড়িয়েছে।

এর মাধ্যমে ২৫ কার্যদিবস বা এক মাসের বেশি সময় পর ডিএসইতে ৬০০ কোটি টাকার বেশি লেনদেন হলো।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের তৃতীয় কিস্তির অনুমোদন মেলায় পুঁজিবাজারে তার ইতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

অর্থনৈতিক সংকট মোকাবিলায় ২০২২ সালের জুলাই মাসে আইএমএফের কাছে ঋণ চায় বাংলাদেশ। আইএমএফের ঋণের প্রথম কিস্তির ৪৭৬ দশমিক ২৭ মিলিয়ন ডলার আসে গত বছরের ফেব্রুয়ারিতে। এরপর ডিসেম্বরে আসে দ্বিতীয় কিস্তি হিসেবে প্রায় ৬৮১ মিলিয়ন ডলার। তবে তৃতীয় কিস্তির ঋণ পাওয়া নিয়ে শঙ্কা দেখা দেয়। এ নিয়ে ছড়ায় নানা গুঞ্জন। যার নেতিবাচক প্রভাব পড়ে পুঁজিবাজারেও। 

এমন পরিস্থিতিতেই আইএমএফের ঋণের তৃতীয় কিস্তি পাওয়ার সব শঙ্কা কেটে গেছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আইএমএফের নির্বাহী পর্ষদের সভায় তৃতীয় কিস্তির প্রায় ১১১ কোটি ৫০ লাখ ডলার ঋণ অনুমোদন দেওয়া হয়। 

আইএমএফ ঋণ অনুমোদনের খবরে গত মঙ্গলবার পুঁজিবাজারে  ঊর্ধ্বমুখিতার দেখা মেলে। বুধবার এসে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা আরও বেড়েছে। 

এদিন পুঁজিবাজারে লেনদেন শুরু হয় বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার দেখা মিলে। লেনদেনের শেষ পর্যন্ত এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকে। এমনকি লেনদেনের শেষদিকে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা বেড়ে যায়। ফলে সূচকের বড় উত্থান দিয়েই দিনের লেনদেন শেষ হয়।

দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ২৫১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ৮৯টি প্রতিষ্ঠানের। আর ৬৪টির দাম অপরিবর্তিত রয়েছে।

এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩০২ পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ২৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯০৩ পয়েন্টে অবস্থান করছে।

এদিকে সবকটি মূল্যসূচক বাড়ার পাশাপাশি লেনদেনের গতিও বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৬০৫ কোটি ১২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৫২৪ কোটি ৫৬ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ৮০ কোটি ৫৬ লাখ টাকা।

টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের শেয়ার। কোম্পানিটির ৬২ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ক্যাপটিভ গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ২১ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৬ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ।

এ ছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- সি পার্ল বিচ রিসোর্ট, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, লাভেলো আইসক্রিম, ওরিয়ন ফার্মা, ব্র্যাক ব্যাংক এবং রবি।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৮৭ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ১৪ কোটি ৫২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১৪৫ কোটি ৭৯ লাখ টাকা।

ডিএসই পরিচালকের শেয়ার কারসাজি তদন্তের নির্দেশ

প্রকাশ: ২৭ জুন ২০২৪, ০৩:২৪ পিএম
আপডেট: ২৭ জুন ২০২৪, ০৩:২৪ পিএম
ডিএসই পরিচালকের শেয়ার কারসাজি তদন্তের নির্দেশ
ডিএসই স্বতন্ত্র পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) স্বতন্ত্র পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদের বিরুদ্ধে অনৈতিকভাবে শেয়ার লেনদেন ও কারসাজিতে সহায়তার যে অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) আলাদাভাবে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে তার প্রতিবেদনের ভিত্তিতে আব্দুল্লাহ আল মাহমুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে অর্থ মন্ত্রণালয়।

অন্যদিকে তদন্তকালীন সময়ে আব্দুল্লাহ আল মাহমুদকে ডিএসইর পরিচালকের দায়িত্ব পালন থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানকে তদন্তসংক্রান্ত এ নির্দেশনা পাঠানো হয়েছে। মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদকে শেয়ার কারসাজিতে জড়িত সাম্প্রতিক সময় গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশ হয়। এমন সংবাদের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় থেকে বিষয়টি তদন্ত করে দেখার নির্দেশ দেওয়া হয়। 

মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ‘ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের প্রভাবশালী সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ বিধি লঙ্ঘন করে কারসাজির মাধ্যমে ৩টি বিও অ্যাকাউন্টে ১৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছেন।

আর এ কাজের মাধ্যমে তিনি তিনটি অপরাধ করেছেন মর্মে বলা হয়েছে। প্রথমত, তিনি স্টক এক্সচেঞ্জের পর্ষদে থেকে বেআইনি ও অনৈতিকভাবে শেয়ার লেনদেন করে সুবিধা নিয়েছেন, দ্বিতীয়, কারসাজির কারণে যেসব কোম্পানিকে শাস্তি দেওয়া হয়েছে, এর অধিকাংশের শেয়ার লেনদেন করে সুবিধা নিয়েছেন এবং তৃতীয়ত, নিয়ন্ত্রক সংস্থার সহায়তায় পর্ষদ ভেঙে যেসব কোম্পানি দখল করা হয়েছে, এর সবকটি থেকেই তিনি আগাম তথ্য জেনে শেয়ার লেনদেন করে লাভবান হয়েছেন।

আব্দুল্লাহ আল মাহমুদ ডিএসইর পরিচালক পদে থাকার কারণে কোম্পানির গোপন সংবাদের সুযোগ কাজে লাগিয়ে পুঁজিবাজারে আস্থার সংকট তৈরি করেছেন এবং এর ফলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

চিঠিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ এর ২১ ধারামতে প্রকাশিত অভিযোগের বিষয়ে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে তদন্ত করে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
অন্যদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নির্দেশ দেওয়া হয়েছে, আব্দুল্লাহ আল মাহমুদ ঢাকা স্টক এক্সচেঞ্জ (বোর্ড এডমিনিস্ট্রেশন) রেজুলেশন ২০২৩ এর ধারা ৮ (২) (এ), ৮(২) (বি), ৮(২) (ডি), ৮(৩)(১)-সহ বিএসইসি এবং ডিএসইএ কর্তৃক অনুসৃত অন্যান্য আইন, বিধি, প্রবিধি অথবা নির্দেশনা পরিপন্থী কোনো কার্য করছেন কি না তা তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের তদন্ত প্রতিবেদন মোতাবেক অনতিবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তা আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে অবহিত করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে।

ড. আব্দুল্লাহ আল মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক। গত বছরের ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তাকেসহ চারজনকে ডিএসইর স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে। ডিএসইর পাঠানো একটি তালিকা থেকে তাদের নিয়োগ দেওয়া হয়। তবে নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, বিএসইসির শীর্ষ ব্যক্তির পছন্দের আলোকে তার পরামর্শেই ওই তালিকায় আব্দুল্লাহ আল মাহমুদসহ কয়েকজনের নাম অন্তর্ভুক্ত করে ডিএসই। আব্দুল্লাহ আল মাহমুদ এবং ডিএসইর চেয়ারম্যান ড. হাফিজ মো. হাসান বাবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতিতে একই গ্রুপে অবস্থান করেন, বিএসইসির ওই কর্মকর্তা গ্রুপটির অন্যতম পুরোধা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ড. আব্দুল্লাহ আল মাহমুদ পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনেরও (পিকেএসএফ) গভর্নিং বডির সদস্য। বিএসইসির সাবেক চেয়ারম্যান ড. খায়রুল হোসেন পিকেএসএফের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর ড. মাহমুদ সেখানে গভর্নিং বডির সদস্য হিসেবে যোগ দেন।