ঢাকা ২১ আষাঢ় ১৪৩১, শুক্রবার, ০৫ জুলাই ২০২৪

ভোট বর্জনে বিএনপির প্রচার সারা দেশে

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৩, ১২:৩৩ পিএম
আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০৩ এএম
ভোট বর্জনে বিএনপির প্রচার সারা দেশে
জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি নেতা ড. জাহিদের লিফলেট বিতরণ। খবরের কগজ

নির্বাচনের তফসিল বাতিল এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি, জামায়াতসহ সমমনা বিরোধী দলগুলো অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। এর বাস্তবায়নে সারা দেশে ২১, ২২ ও ২৩ ডিসেম্বর গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি নেওয়া হয় এবং ২৪ ডিসেম্বর রবিবার সকাল-সন্ধ্যা অবরোধের ডাক দেওয়া হয়েছে। 

কর্মসূচির ধারাবাহিকতায়  শুক্রবারও (২২ ডিসেম্বর) রাজধানী ঢাকাসহ সারা দেশে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামী, ১২-দলীয় জোট, গণফোরাম (একাংশ) এবং পিপলস পার্টিও গতকাল পৃথকভাবে গণসংযোগ ও লিফলেট বিতরণ করে। শনিবারও (২৩ ডিসেম্বর) সারা দেশে এই আহ্বানে প্রচারপত্র বিতরণ করা হবে। 

রাজধানীতে বিএনপির লিফলেট বিতরণ
ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে বিএনপি ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা ও উত্তরা পশ্চিম থানার উদ্যোগে গতকাল সকালে উত্তরা ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজারে লিফলেট বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের কোলাবরেটর হিসেবে কাজ করছে। বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা নব্য রাজাকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। সাবেক সংসদ সদস্য ও ডাকসুর সাবেক এজিএস নাজিমুদ্দিন আলমের নেতৃত্বে মহাখালীতে লিফলেট বিতরণ করা হয়। রাজধানীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল। সকালে যাত্রাবাড়ীর ডেমরা রোড থেকে কাজলা বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগকালে নেতৃত্ব দেন সদস্যসচিব আবদুর রহিম। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ব্যানারে পেশাজীবী নেতৃবৃন্দ জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তোপখানা রোডে পথচারী, রিকশাচালক-সিএনজিচালক ও যাত্রীদের হাতে ‘ডামি নির্বাচন বর্জন ও সহযোগ আন্দোলনের ডাক’ সংবলিত লিফলেট বিতরণ করেন। 

এর আগে সংক্ষিপ্ত সমাবেশ শেষে পেশাজীবী নেতা ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, কোনো অবস্থাতেই গ্যাসের লাইন, পানির লাইন, ইলেকট্রিক লাইন কাটার ভয় দেখাবেন না। এটি কারও বাপ-দাদার পৈতৃক সম্পত্তি নয়। এটি জনগণের সম্পদ, জনগণ ব্যবহার করবে। ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে রাজধানীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। সংসদ ভবন, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন তারা।

রাজধানীর থানায় থানায় জামায়াতের গণসংযোগ 
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরের ৬৮টি সাংগঠনিক থানায় একযোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে গণ-আন্দোলনের অংশ হিসেবে প্রহসনের নির্বাচন বর্জন ও ভোট প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে রাজধানীর পল্টন ও শান্তিনগর বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন। 
সকালে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিলি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর হাতিরঝিল অঞ্চলের নেতা-কর্মীরা। এতে নেতৃত্ব দেন সংগঠনের ঢাকা মহানগর উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার। এ ছাড়া পল্টন, মতিঝিল, খিলগাঁও, যাত্রাবাড়ী, ওয়ারী, বংশাল, লালবাগ, চকবাজার, শাহবাগ, সবুজবাগ, রমনা, ধানমন্ডি, কোতোয়ালি, মুগদা, নিউ মার্কেট, কলাবাগান, হাজারীবাগ, কদমতলী, শ্যামপুর, সূত্রাপুর, গেন্ডারিয়া, ডেমরা, শাহজাহানপুরসহ রাজধানীর ৬৮টি সাংগঠনিক থানায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

নির্বাচনে ভোটারের ভূমিকায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী ও ১২-দলীয় জোট 
গতকাল শুক্রবার সকালে এক দফা দাবিতে রাজধানীর দৈনিক বাংলার মোড়, কালভার্ট রোড ও ফকিরাপুলে লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে সংক্ষিপ্ত সমাবেশে ৭ জানুয়ারির পর বাংলাদেশের আকাশে অন্ধকার নেমে আসবে- এমন শঙ্কা প্রকাশ করে ১২-দলীয় জোটের শীর্ষ নেতারা বলেছেন, ডামি নির্বাচনের আয়োজক আজ্ঞাবহ নির্বাচন কমিশন, পরিচালক হিসেবে থাকবে শেখ হাসিনা এবং ৭ জানুয়ারি ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী থাকবে ভোটারের ভূমিকায়। আর সন্ধ্যায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বাকশালি স্লোগান দিয়ে উৎসব পালন করবে। সুতরাং এই নির্বাচন হতে দেওয়া যাবে না।

৭ জানুয়ারি বানরের পিঠা ভাগের নির্বাচন: গণফোরাম 
সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে গতকালের গণসংযোগ কর্মসূচি সফল করতে বেলা ১১টায় রাজধানীর কাকরাইল থেকে নাইটিঙ্গেল মোড়, নয়াপল্টন মোড়, বিজয়নগর পানির ট্যাংকি হয়ে পুরানা পল্টন মোড় ও আশপাশের এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি। এ সময় গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘পৃথিবীর বহু দেশে নির্বাচন হয় কিন্তু এই হাসিনা মার্কা নির্বাচন আর অন্য কোনো দেশে আমরা দেখি না।’ 

সারা দেশে বিএনপির লিফলেট বিতরণ 
চট্টগ্রাম: চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিএনপির লিফলেট বিতরণকালে পুলিশের বাধা দেওয়া ও কয়েকজন নেতা-কর্মীকে গ্রেপ্তারের অভিযোগ করেছে দলটি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ করেন চট্টগ্রাম মহানগর ও জেলা বিএনপির নেতা-কর্মীরা। মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ ও যুবদল নেতা আরিফুর রহমানকে জুমার নামাজের পর গ্রেপ্তার করেছে পুলিশ। নগরের বন্দর এলাকার কলসিদীঘি সড়কে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে বন্দর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। এদিকে চট্টগ্রাম উত্তর জেলার নেতা নুরুল হুদাকে পুলিশ গ্রেপ্তার করেছে বলেও দলের পক্ষ থেকে জানানো হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের মজুমদার খবরের কাগজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার চেষ্টা ও ভাঙচুর মামলা রয়েছে। 

খুলনায় বিএনপির লিফলেট বিতরণ
খুলনা মহানগর বিএনপির নেতারা বলেছেন, একতরফা নির্বাচন করে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে সরকার। তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছে। অবৈধ কমিশনের এই নির্বাচন দেশে-বিদেশে কারও কাছে গ্রহণযোগ্যতা পাবে না। গতকাল অসহযোগ ও ভোট বর্জনের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে গণসংযোগের দ্বিতীয় দিনে নগরীতে লিফলেট বিতরণ কর্মসূচি পালনকালে নেতারা এসব কথা বলেন। 


অসহযোগ সফলে বরিশালে লিফলেট বিতরণ
অসহযোগ আন্দোলন সফল করতে বরিশাল নগরীর বিভিন্ন ওয়ার্ডে লিফলেট বিতরণ করা হয়েছে। মহানগর বিএনপির উদ্যোগে গতকাল এ কর্মসূচি পালন করা হয়। দুপুরে নগরীর বটতলা বাজার এলাকায় মহানগর বিএনপির সদস্যসচিব জাহিদুল কবির জাহিদের নেতৃত্বে লিফলেট বিতরণ করেন নেতা-কর্মীরা। ভোট বর্জনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচন বর্জন করি, ভোটকে না বলি। জনসাধারণের প্রতি অনুরোধ জানাই তারা যেন ভোটকেন্দ্রে না যান।’

সিলেটে জেলা বিএনপির লিফলেট বিতরণ
অসহযোগ আন্দোলনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করেছেন সিলেট জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। গতকাল দুপুরে নগরীর বন্দরবাজার এলাকায় লিফলেট বিতরণ শেষে নগরীর পেপার পয়েন্ট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। সমাবেশে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগের অধীনে জনসম্পৃক্ত কোনো রাজনৈতিক দল নির্বাচনের নামে প্রহসনে অংশ নেয়নি। তাই তারা কিছু জনবিচ্ছিন্ন ও গৃহপালিত, নামসর্বস্ব দলকে নিয়ে এবং স্বতন্ত্র প্রার্থীর নামে নিজ দলের নেতা-কর্মীদের ডামি প্রার্থী করে নির্বাচনের নামে জাতির সঙ্গে তামাশা করছে।’ 

যশোর: যশোরের মনিরামপুরে উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেনের নেতৃত্বে ভোট বর্জনের পক্ষে লিফলেট বিতরণ করা হয়। 

নড়াইলে বিএনপির ভোট বর্জনের প্রচারে বাধা, যুবলীগ নেতাকে পিটিয়ে জখম 
নড়াইলের লোহাগড়ায় বিএনপির ভোট বর্জনের লিফলেট বিতরণের সময় বাধা দেওয়ায় শালনগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম রনিকে (৩৫) পিটিয়ে জখম করা হয়েছে। গতকাল সকালে উপজেলার শালনগর ইউনিয়নের মণ্ডলবাগ বাজারে এ ঘটনা ঘটে। আহত রনিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে মণ্ডলবাগ বাজারের পাশের দোকানগুলোতে ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে ২০-২৫ জন কর্মী ভোট বর্জনের লিফলেট বিতরণ করছিলেন। এ সময় মঈনুল ইসলাম রনি তাদের বাধা দিলে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় বিএনপির কর্মীরা রনিকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 
এদিকে লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র ও যুবলীগ সভাপতি আশরাফুল আলম তাকে দেখতে গিয়ে বলেন, ‘বিএনপির সন্ত্রাসীরা আমাদের দলের নেতাকে পিটিয়ে আহত করেছে। অবিলম্বে এসব সন্ত্রাসীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনত হবে।’ 

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

সাতক্ষীরায় ডামি নির্বাচন বর্জন করতে গণসংযোগ
ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরি করতে সাতক্ষীরায় লিফলেট বিতরণ করেছে যুবদল। গতকাল শহরের সংগীতা মোড় থেকে কামালনগর এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়।

এবার টিকটকে অ্যাকাউন্ট খুলল বিএনপি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৪, ১২:৫৮ এএম
আপডেট: ০৫ জুলাই ২০২৪, ১২:৫৮ এএম
এবার টিকটকে অ্যাকাউন্ট খুলল বিএনপি
ছবি: সংগৃহীত

এবার টিকটকে অ্যাকাউন্ট খুলল জাতীয়তাবাদী দল বিএনপি। মূলত তরুণদের কাছে দলের বার্তা, দলীয় ও সাংগঠনিক কর্মকাণ্ড পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। গত বুধবার রাত ১২টার দিকে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ-সংক্রান্ত একটি পোস্ট দেওয়া হয়। সেখানে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির টিকটক অ্যাকাউন্টে ফলো দিয়ে সঙ্গে থাকুন।’

বিএনপির এই টিকটক অ্যাকাউন্টটি দলের তথ্য ও প্রযুক্তি দপ্তর পরিচালনা করবে।

জানা গেছে, বিএনপির মিডিয়া সেলেরও একটি টিকটক অ্যাকাউন্ট রয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘টিকটকের বেশি ভিউয়ার হচ্ছে দেশের তরুণ ও টিএনজাররা। তাদের কাছে বিএনপির বার্তা পৌঁছে দেওয়ার জন্য এ অ্যাকাউন্টটা করা হয়েছে। এ ছাড়া দেশ এবং বিদেশে অবস্থানরত নেতা-কর্মীদের কাছে দলীয় ও সাংগঠনিক কর্মকাণ্ড তুলে ধরতে নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমকেও ব্যবহার করছে দলটি।’ 

হাসানাত আবদুল্লাহর সঙ্গে বরগুনার নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সাক্ষাৎ

প্রকাশ: ০৪ জুলাই ২০২৪, ০৬:৫৯ পিএম
আপডেট: ০৪ জুলাই ২০২৪, ০৬:৫৯ পিএম
হাসানাত আবদুল্লাহর সঙ্গে বরগুনার নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সাক্ষাৎ
ছবি : সংগৃহীত

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরগুনা জেলার স্থানীয় পর্যায়ে নবনির্বাচিত জনপ্রতিনিধিরা। 

বুধবার (৩ জুলাই) বরগুনা-২ আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরার নেতৃত্বে জাতীয় সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবনে তারা সাক্ষাৎ করেন।

এ সময় বেতাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. খলিলুর রহমান, পৌর মেয়র এবি এস গোলাম কবীর ও পাথরঘাটা পৌর মেয়র আনোয়ার হোসেন আকন্দ উপস্থিত ছিলেন।

সালমান/

সরকারের নির্দেশেই বিএনপি নেতাদের ওপর আক্রমণ: রিজভী

প্রকাশ: ০৪ জুলাই ২০২৪, ০৬:১০ পিএম
আপডেট: ০৪ জুলাই ২০২৪, ০৬:১০ পিএম
সরকারের নির্দেশেই বিএনপি নেতাদের ওপর আক্রমণ: রিজভী
নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুকে দেখতে হাসপাতালে রুহুল কবির রিজভী

সরকারের নির্দেশেই বিএনপি নেতাদের ওপর আক্রমণ হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘আমি মনে করি সরকারপ্রধানের নির্দেশেই এই বর্বরোচিত আক্রমণটা করা হয়েছে বাচ্চুর ওপর। কারণ বিএনপি নেতাদের রক্ত দেখলেই সরকারপ্রধান আনন্দিত ও খুশি হন। এই কারণেই একটি দোয়ার অনুষ্ঠান এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে বর্বরোচিত হামলা করা হয়েছে। এই হামলা শুধু ন্যক্কারজনক ও কাপুরুষোচিত নয়, আওয়ামী লীগ যে একটি বর্বর সংগঠন সেটির বহিঃপ্রকাশ।’

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন গুরুতর জখম নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু একজন বর্ষীয়ান ও অভিজ্ঞ রাজনীতিবিদ। যাকে গোটা উত্তরবঙ্গের মানুষ সজ্জন হিসেবেই চেনেন। জেলার একজন গুরুত্বপূর্ণ নেতা। এমনকি জেলার তিনি প্রধান নেতা। তার গায়ে আদিম বন্য হিংস্রতায় এভাবে আক্রমণ করে তার হাত, পা, শরীর ক্ষতবিক্ষত করেছে। আজকে তাকে মৃত্যুমুখে ঠেলে দিয়ে কী আনন্দ পেলেন সেখানকার আওয়ামী লীগ এবং এমপি শিমুল সাহেব?’ শহীদুল ইসলাম বাচ্চুর সুস্থতা কামনা করেন তিনি।

এ সময় বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, যুবদল নেতা মেহবুব মাসুম শান্ত, ছাত্রদলের সহসভাপতি তৌহিদুর রহমান আউয়াল, বিএনপি নেতা জাকির হোসেন উপস্থিত ছিলেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গতকাল বুধবার (৩ জুলাই) কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নাটোর জেলা বিএনপির সমাবেশ ঘিরে হামলায় গুরুতর জখম হন জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু। 

মিজানুর রহমান/সালমান/

 

দেশের স্বাধীনতা বিকিয়ে দিচ্ছে সরকার : মান্না

প্রকাশ: ০৪ জুলাই ২০২৪, ০৫:৫০ পিএম
আপডেট: ০৪ জুলাই ২০২৪, ০৫:৫০ পিএম
দেশের স্বাধীনতা বিকিয়ে দিচ্ছে সরকার : মান্না
ছবি : খবরের কাগজ

আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য দেশের স্বাধীনতা বিকিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, ‘আজ পত্রিকায় দেখলাম প্রধানমন্ত্রী বলেছেন, ভারতকে ট্রানজিট দিলে ক্ষতি কী? আপনি তো ট্রানজিট দেননি, দিয়েছেন তো করিডোর। তাদের দেশ থেকে ট্রেন ঢুকবে, সেই ট্রেন আবার তাদের দেশে যাবে। সেখানে কী থাকবে আমরা জানি না।’ 

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের উদ্যোগে ‘সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর পুলিশি হামলার ১৪ বছরেও বিচার না হওয়ায় দোষীদের বিচারের দাবিতে’ এ প্রতিবাদ সভা হয়। 

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘সরকার কিছু কিছু মানুষকে হঠাৎ করে সামনে আনেন। খুব রসিকতা করে, হাসি-ঠাট্টা করে তাকে সর্বোচ্চ দায়িত্ব দিয়ে দেন। আজ রাষ্ট্রের প্রধান, এক নম্বর ব্যক্তি রসিকতা করতে করতে খুনিদের মুক্তির সনদে স্বাক্ষর করে দেন। রসিকতা করতে করতে তাদের আত্মীয়স্বজনদের আরও প্রমোশন দিয়ে দেন। এরা জালিম সরকার, প্রতারক সরকার।’

তিনি বলেন, “প্রধানমন্ত্রী বলেন, ‘তার সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স।’ কিন্তু তিনি বেনজীর আহমেদ, আজিজ আহমেদ, মতিউরসহ তাদের প্রথম দেখেছেন? আজিজের ভাইদের তিনি প্রথম দেখেছেন? তাকে তিনি প্রমোশন দেননি, প্রশ্রয় দেননি আর আমাদের ডেপুটি স্পিকারের ছেলে ২০০ কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। এ নিয়ে সাংবাদিকরা জিজ্ঞাসা করলে পরিবার থেকে বলা হয়েছে, বেড়াতে গেছে। এই ২০০ কোটি টাকা ট্যাক্স ফাঁকির মামলা কি আছে? এই নিয়ে কোনো মামলা হয়েছে কি? এই নিয়ে কয়েকটি গণমাধ্যম নিউজও করেছে। আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল বলেছেন, ‘এরা আমাদের দলের কেউ নয়’।”

মান্না বলেন, ‘পুলিশের একটি সিপাহি পদে চাকরি দিতে গেলে আগে তার পরিবারের ব্যাকগ্রাউন্ড দেখে। তার পরিবারের কেউ, দূর সম্পর্কের কেউ বিএনপির রাজনীতির সঙ্গে থাকলে তার চাকরি হয় না। কিন্তু সরকার একজন মানুষকে সামরিক বাহিনী থেকে ধীরে ধীরে বাহিনীপ্রধান বানিয়ে দিলেন, তার পরিবারের খোঁজ নেননি। তার আপন ভাই জেলে আছে এটা জানতেন না?’

তিনি বলেন, ‘এই সরকার আমার-আপনার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে পারে না। কিন্তু কোর্টকে দিয়ে কোটা তুলে দিতে পারে। কোর্টকে দিয়ে এমন এমন কাজ করে যাতে জনগণের অধিকার খর্ব হয়। জনগণের অধিকার খর্ব করতে সরকার আদালতকে ব্যবহার করছে।’ 

নাগরিক ঐক্যের সভাপতি আরও বলেন, ‘এই সরকার দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পারে না। এই সরকার জিনিসের দাম কমাতে পারে না, জনগণের ভরণপোষণ দিতে পারে না, ভোট দিতে দেয় না, বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয় না, মানুষের ওপর অত্যাচার করে, নির্যাতন করে, এখন পর্যন্ত জয়নুল আবদিন ফারুকের ওপর হামলার বিচার করা হয়নি। এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। ভরসা রাখেন, আজ হোক, কাল হোক এর বিরুদ্ধে সেরকম আন্দোলনই গড়ে তোলার চেষ্টা করছি।’ 

মিজানুর রহমান/সালমান/

বিতর্কিত কারিকুলাম ও সিলেবাস মেধাশূন্য প্রজন্ম তৈরি করবে: চরমোনাই পীর

প্রকাশ: ০৪ জুলাই ২০২৪, ০৫:২১ পিএম
আপডেট: ০৪ জুলাই ২০২৪, ০৫:২১ পিএম
বিতর্কিত কারিকুলাম ও সিলেবাস মেধাশূন্য প্রজন্ম তৈরি করবে: চরমোনাই পীর
ছবি : সংগৃহীত

বিতর্কিত কারিকুলাম ও পাঠ্যসিলেবাস মেধাশূন্য প্রজন্ম তৈরি করবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। 

তিনি বলেন, ‘নতুন কারিকুলাম ১০০ শতাংশ কারিগরিনির্ভর হওয়ায় শিক্ষার্থীরা উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হবে। শুধু তাই নয়, এই কারিকুলামের পাঠ্যসিলেবাস লজ্জাহীন প্রজন্ম উপহার দিতে চলেছে।’ 

বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে কুমিল্লার লাকসামে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কুমিল্লা জেলা দক্ষিণের উদ্যোগে আয়োজিত ওলামা মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চরমোনাই পীর।

রেজাউল করীম বলেন, ‘ধর্মীয় ও ইসলামী শিক্ষার অভাবে মানুষ বিপথগামী হচ্ছে। বিশেষ করে তরুণ ও উঠতি বয়সীদের কিশোর গ্যাংসহ ভয়াবহ অপরাধে জড়িয়ে পড়েছে।’

চরমোনাই পীর বলেন, “৯ম শ্রেণির ‘জীবন- জীবিকা’ বইয়ে ‘নারীরূপী পুরুষের অন্তর্বাসে ভরপুর ছবি সম্বলিত কিউআর কোড ব্যবহার’ করে যে বিজ্ঞাপন দেওয়া হয়েছে তা উদ্দেশ্যপ্রণোদিত। ইচ্ছাকৃতভাবেই এসব করা হলেও কর্তৃপক্ষ বেখবর। প্রয়োজনে এসব পাঠ্যপুস্তক বাতিল করে আবারও অভিজ্ঞ, দক্ষ, রুচিশীল স্কলারদের মাধ্যমে পাঠ্যপুস্তক প্রণয়ন করতে হবে। যেন ধর্মীয় চেতনায় বেড়ে উঠা আমাদের সন্তানরা চরিত্রহীন হয়ে না যায়।”

তিনি বলেন, ‘সমাজ ও রাষ্ট্রে ওলামায়ে কেরামের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। জালিমদের কবল থেকে আলেমদের কর্তৃত্ব প্রতিষ্ঠায় ওলামায়ে কেরামকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’ 

জেলা সভাপতি মুফতি শাসছুদ্দোহা আশরাফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইলিয়াসের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীশ আবরার, কেন্দ্রীয় নেতা ও কুমিল্লা জেলা উত্তর সভাপতি শায়খুল হাদিস মাওলানা মাহবুবুর রহমান আশরাফী।

এনাম আবেদীন/সালমান/