ঢাকা ২১ আষাঢ় ১৪৩১, শুক্রবার, ০৫ জুলাই ২০২৪

রাবি ভর্তি পরীক্ষায় নৈরাজ্য বিভাগীয় শহরে পরীক্ষা দিতে চান ভর্তিচ্ছুরা

প্রকাশ: ০৮ মার্চ ২০২৪, ১০:৩৬ এএম
আপডেট: ০৮ মার্চ ২০২৪, ১০:৩৬ এএম
বিভাগীয় শহরে পরীক্ষা দিতে চান ভর্তিচ্ছুরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও আবাসন, খাদ্য ও ভাড়া-নৈরাজ্যের অভিযোগ করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা। এসব সমস্যা সমাধানে তারা বিভাগীয় শহরে পরীক্ষা কেন্দ্র চেয়েছেন।

তাদের দাবি, বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা হলে সময়, অর্থ ও হয়রানি কমবে। ঢাবি ও চবির ক্ষেত্রেও তা-ই হয়েছে। রাবির ভর্তি পরীক্ষাও বিভাগীয় শহরে নেওয়ার আহ্বান জানান তারা।

চট্টগ্রাম থেকে পরীক্ষা দিতে আসা বৃত্ত ঘোষ জানান, থাকার জায়গা না পেয়ে পরীক্ষার আগের দিন রাতে বাসে করে ভোর ৬টায় রাজশাহীতে এসে পৌঁছান। খাবারও খেয়েছেন বেশি দামে। এত বড় ভ্রমণ শেষে পরীক্ষা দেওয়ার মনমানসিকতাও হারিয়েছিলেন এই পরীক্ষার্থী। 

নৈরাজ্য থেকে রেহাই পাননি বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীরাও। শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সাজ্জাদ হোসেইন নামে এক শিক্ষার্থী লাঞ্ছনার অভিযোগ করে ফেসবুকে পোস্ট দেন।

তিনি লেখেন, ভাইয়ের সঙ্গে অটোতে ওঠার সময় চালক অতিরিক্ত ভাড়া চান। প্রতিবাদ করলে অটো থেকে হাতুড়ি বের করে তারা বড় ভাইয়ের কপালে আঘাতসহ এলোপাতাড়ি কিল-ঘুষিও মারেন। পরে টহল পুলিশ তাদের উদ্ধার করে। এ বিষয়ে কাটাখালি থানায় জিডি করা হয়েছে। 

বিষয়গুওলো নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম বলেন, ‘নৈরাজ্য বন্ধ করতে আমরা সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছিলাম। তারপরও কয়েকটি অভিযোগ পেয়েছি। বিষয়গুলো নিয়ে আমাদের প্রক্টরিয়াল টিম কাজ করছে।’

ভর্তি পরীক্ষার কেন্দ্র বিকেন্দ্রীকরণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা চাইলেই এ ব্যবস্থা করতে পারি না। রাজশাহী বিশ্ববিদ্যালয় ১৯৭৩ সালের আইন অনুযায়ী চলে। ভর্তিবিষয়ক যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র একাডেমিক কাউন্সিলের। আমরা এ বিষয়টি একাডেমিক কাউন্সিলে উত্থাপন করব।’

কোটা পুনর্বহালের প্রতিবাদে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশ: ০৪ জুলাই ২০২৪, ০৪:৩৫ পিএম
আপডেট: ০৪ জুলাই ২০২৪, ০৪:৩৫ পিএম
কোটা পুনর্বহালের প্রতিবাদে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
ছবি: খবরের কাগজ

সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল বাতিল, কোটা সংস্কারের দাবিসহ কয়েকটি দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (৪ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন তারা। 

আন্দোলনের প্রথম থেকেই বৃষ্টি শুরু হলেও তা উপেক্ষা করেই আন্দোলন চালিয়ে যান শিক্ষার্থীরা।

এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধ প্রত্যাহার করেন তারা।

এর আগে সকাল সাড়ে ৯টা থেকেই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে জমা হতে থাকেন।

বেলা পৌনে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অবস্থান নিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। 

এরপর শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন। 

এ সময় বৃষ্টিতে ভিজেই শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যান। 

পরে দুপুর সোয়া ১২টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। 

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে কাজলা গেট হয়ে প্যারিস রোডে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ চলার সময় শিক্ষার্থীরা চারটি দাবি উত্থাপন করেন। 

দাবিগুলো হলো- ২০১৮ সালের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার করতে হবে, তবে কোটায় প্রার্থী না পাওয়া গেলে মেধাকোটায় শূন্যপদ পূরণ করতে হবে; ব্যক্তি তার জীবদ্দশায় সব ধরনের সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষায় একবার কোটা ব্যবহার করতে পারবেন, এর মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অন্তর্ভুক্ত থাক; প্রতি জনশুমারির সঙ্গে অর্থনৈতিক সমীক্ষার মাধ্যমে বিদ্যমান কোটার পুনর্মূল্যায়ন নিশ্চিত করতে হবে এবং দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। 

দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এ আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন। 

এরই ধারাবাহিকতায় আগামীকাল শুক্রবার (৫ জুলাই) সকাল ১০টায় একই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।  

এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন লেখা-সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। 

কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘সারা বাংলা খবর দে, কোটা পদ্ধতির কবর দে’, ‘দেশটা নয় পাকিস্তান, কোটার হোক অবসান’, ‘মেধাবীদের কান্না, আর না আর না’, ‘কোটা-বৈষম্য নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ‘মেধাবীদের যাচাই করো, কোটাপদ্ধতি বাতিল করো’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, কোটা পদ্ধতির ঠাঁই নাই’, ‘১৮ এর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘বৈষম্যর বিরুদ্ধে, লড়াই করো একসাথে’, ‘ঝড় বৃষ্টি আধার রাতে, আমরা আছি রাজপথে’ ইত্যাদি স্লোগান দিয়ে বিক্ষোভ করেন।

এ ছাড়া বিক্ষোভ চলার সময় বিখ্যাত কবিদের বিভিন্ন প্রতিবাদী কবিতা ও সংগ্রামী গান পরিবেশন করা হয়।

বিক্ষোভ কর্মসূচির মুখপাত্র ও রাকসু আন্দোলন মঞ্চের সদস্য সচিব আমানুল্লাহ আমান বলেন, ‘আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার। আমরা হাইকোর্টের বিচারকদের মতো জ্ঞান রাখি না। তবে আমরা এটা জানি, এক শতাংশের কম জনসংখ্যার জন্য ৩০ শতাংশ কোটা অন্যায্য। এটা বুঝতে পৃথিবীর কোনো আইন জানা লাগে না। আমাদের দাবিগুলো স্পষ্ট, আমাদের আইন বোঝার দরকার নেই। দাবি কিভাবে আদায় করতে হয় তা বঙ্গবন্ধু আমাদের শিখিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের ধারাবাহিক আন্দোলন চলমান থাকবে।’

শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে আন্দোলনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান। 

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘বিবেকের তাড়নায় শিক্ষার্থীদের আন্দোলনে উপস্থিত হয়েছি। শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। এই রাষ্ট্রের জন্মের পেছনে সমতাভিত্তিক সমাজব্যবস্থা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা অন্যতম প্রধান কারণ ছিল। রাষ্ট্রের চোখে সব নাগরিক সমান। এ ব্যাপারে কোনো বিভেদ সৃষ্টি করলে সেটা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী হবে। সংবিধানের নিয়ম অনুযায়ী, যারা সংখ্যাগরিষ্ঠ তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবেন। আজকে জাতিকে মেধাশূণ্য করে এগিয়ে নেওয়ার যে চক্রান্ত করা হয়েছে, সেটি বাস্তবায়ন করতে দেওয়া যাবে না।’

হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অনিকেত বর্ধন আকাশ বলেন, ‘সবধরনের চাকরি থেকে কোটা প্রথার অবসান করা হোক। একজন মেধাবী শিক্ষার্থী কঠোর পরিশ্রম করেও চাকরি পাচ্ছেন না। অন্যদিকে একজন কোটাধারী অল্প নম্বর পেয়েও চাকরিতে যোগদানের সুযোগ পাচ্ছেন। যা সম্পূর্ণভাবে বৈষম্য। এ বৈষম্যের অবসান হোক।’

আন্দোলন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আজিজুর রহমান বলেন, ‘দেশের কোটা প্রথায় উপযোগী জনসংখ্যার সংখ্যা ১ শতাংশের কম কিন্তু তাদের জন্য কোটা ৫৬ শতাংশ। এমনিতেই দেশের চাকরির বাজার প্রতিযোগিতাপূর্ণ। সেখানে কোটায় অধিকাংশ সিট চলে যাওয়া আমাদের প্রতিযোগিতা আরও বাড়িয়ে দেয়। আমাদের দাবি, ২০১৮ সালে কোটা নিয়ে যে সিদ্ধান্ত এসেছিল তা পুনর্বহাল থাকুক।’

গত ৫ জুন সরকারি প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে মুক্তিযোদ্ধাসহ অন্য কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। 

এতে সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকবে। 

মুক্তিযোদ্ধা সন্তানের করা এক রিটের প্রেক্ষিতে জারি করা রুল যথাযথ ঘোষণা করে হাইকোর্টের একটি বেঞ্চ এ রায় দেন।

সুমন/পপি/

শিশুদের বইমুখী করতে ‘লেটস রিড ইন দ্য পার্ক’ উদ্ভাবন

প্রকাশ: ০৪ জুলাই ২০২৪, ০৩:২৪ পিএম
আপডেট: ০৪ জুলাই ২০২৪, ০৩:২৫ পিএম
শিশুদের বইমুখী করতে ‘লেটস রিড ইন দ্য পার্ক’ উদ্ভাবন
ছবি: বিজ্ঞপ্তি

শিশুদের জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতা বাড়ানো এবং মোবাইল আসক্তি থেকে রক্ষায় ‘লেটস রিড ইন দ্য পার্ক’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

শনিবার (২৯ জুন) গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্কে এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় ঘাসফুল ও লাইট অব হোপ এই অনুষ্ঠানের আয়োজন করে।

এতে অংশ নেন অভিভাবকসহ তিন থেকে ১২ বছর বয়সী ৫০০ জনেরও বেশি শিশু এবং পাঁচটি স্কুল।

অনুষ্ঠানে গুফি পাপেট শো, গল্পের বই পড়ার সেশন, বিভিন্ন খেলা, চিত্রাঙ্কন, সঙ্গীত ও মাটির কারুকাজের মতো সৃজনশীল কাজসহ নানা ইন্টারেকটিভ এবং শিক্ষামূলক কাজের মাধ্যমে বইয়ের প্রতি শিশুদের আগ্রহ ও ভালোবাসা জাগিয়ে তোলার চেষ্টা করা হয়। 

অনুষ্ঠানের ‘কিডস টাইম ক্রিয়েটিভ জোন’ এবং ‘ক্লে স্টেশন-মাড ক্রাফ্টিং’ জোন নিয়ে শিশুদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। 

এতে শিশুরা শিল্প ও কারুকার্যের বিভিন্ন কার্যক্রমে অংশ নেয়। 

এ ছাড়া ডুডল বোর্ড, ফটো বুথ এবং ছবি আঁকার সেশনেও শিশু ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।

এতে ইনোভেশন কিট, চকপেনসিল, পাজল ফান, গুফি, ক্লেস্টেশন এবং কিডস টাইমে, পেনি অ্যান্ড পিটার শিশুদের জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতা সম্পর্কিত নানা শিক্ষামূলক উপকরণ প্রদর্শন করা হয়।   

বিকেলে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উন্নয়ন সহযোগী, কর্পোরেট প্রতিষ্ঠান এবং দেশীয় আন্তর্জাতিক এনজিও সংগঠনগুলোর মধ্যে অংশীদারিত্ব ও সহযোগিতায় ‘রিডিং চ্যাম্পিয়ন এলায়েন্স’ কর্মসূচির মতো কিভাবে বই পড়াকে জনপ্রিয় করা ও বৃহত্তর পর্যায়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে আলোচনা করা হয়।

এতে সেভ দ্য চিলড্রেন, সাজেদা ফাউন্ডেশন, প্ল্যান ইন্টারন্যাশনাল, আগামী ফাউন্ডেশন, ব্র্যাক, ঝেপআইগো, হ্যালোটাস্কসহ আরও বেশকিছু খ্যাতনামা প্রতিষ্ঠানের কর্মীরা অংশগ্রহণ করেন। 

লাইট অব হোপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এবং ২০২৪ সালের জাতীয় এসএমই পুরস্কারপ্রাপ্ত আরিফ মো. ওয়ালিউল্লাহ ভূঁইয়া গত কয়েক বছরে লাইট অব হোপের অধীনে রিডিং চ্যাম্পিয়ন অ্যালায়েন্স প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন।
এতে প্রধান অতিথির বক্তব্যে দ্যা এশিয়া ফাউন্ডেশনের বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জেরোম সায়ের বলেন, ‘স্মার্টফোনে আসক্ত শিশুদের বইমুখী ও সৃজনশীল কার্যক্রমে আগ্রহী করতে আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দ্যা এশিয়া ফাউন্ডেশনের লেটস রিডের আঞ্চলিক কর্মসূচী ব্যবস্থাপক জ্যাকো রোয়েশ শিশুদের পড়ার অভ্যাস গড়ে তোলার নানা উপকারিতা তুলে ধরেন। 

বিজ্ঞপ্তি/পপি/

গিনেস বুকে নাম লেখালেন ঢাবি শিক্ষার্থী অংকন

প্রকাশ: ০৪ জুলাই ২০২৪, ০৯:১৪ এএম
আপডেট: ০৪ জুলাই ২০২৪, ০৯:১৪ এএম
গিনেস বুকে নাম লেখালেন ঢাবি শিক্ষার্থী অংকন
সার্টিফিকেট হাতে গিনিস বুকে নাম লেখানো রাগীব শাহরিয়ার অংকন

ফুটবলকে শূন্যে ভাসিয়ে মিনিটে ২২০ বার পায়ের পাতা দিয়ে সর্বোচ্চবার স্পর্শ করে গিনেস বুকে নাম তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী রাগীব শাহরিয়ার অংকন। অংকন ঢাবির কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি ঝালকাঠির নলছিটিতে।

জানা যায়, আগের রেকর্ড ছিল ২১২ বার। গত ২০ ফেব্রুয়ারি তার এ কৃতিত্বের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে তার নাম অন্তর্ভুক্ত হয়। ওই ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, ‘দ্য মোস্ট ফুটবল (স্কোরার) টো ট্যাপস ইন ওয়ান মিনিট’ ক্যাটাগরি অর্থাৎ এক মিনিটে ফুটবলে সর্বোচ্চবার স্পর্শ করার রেকর্ডধারী হিসেবে নাম উঠেছে রাগীব শাহরিয়ার অংকনের। 

এক মিনিটে ২২০ বার ট্যাপ করে তিনি এ রেকর্ড অর্জন করেন। আগের রেকর্ড ছিল ২১২ বার। গত ২০ ফেব্রুয়ারি ঢাকায় তিনি এই রেকর্ড গড়েন। গত ২ জুলাই অংকন অফিসিয়ালি তার এ অর্জনের সার্টিফিকেট হাতে পেয়েছেন বলে জানা গেছে।

এদিকে রেকর্ড গড়ার পর অংকন বলেন, ‘দীর্ঘদিন অনুশীলন করেছি। এ রেকর্ড গড়তে পেরে আমি খুব আনন্দিত।’

অংকনের এমন অর্জনে বেশ আনন্দিত তার সহপাঠীরা। তার সহপাঠী রাইদ ইসলাম খান বলেন, ‘অংকন আমাদের গর্বিত করেছে, সে বিশ্ব রেকর্ড করায় আমরা আনন্দিত। তার জন্য সব সময় শুভ কামনা।’

কোটা বাতিলের দাবিতে আবারও শাহবাগ অবরোধ

প্রকাশ: ০৩ জুলাই ২০২৪, ০৪:৪৬ পিএম
আপডেট: ০৩ জুলাই ২০২৪, ০৪:৪৭ পিএম
কোটা বাতিলের দাবিতে আবারও শাহবাগ অবরোধ
ছবি : খবরের কাগজ

সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত বা আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন করপোরেশনে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার সন্তানদের ৩০ শতাংশ কোটা বাতিলের ২৩ দিনের আল্টিমেটাম শেষে আবারও আন্দোলনে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)-সহ দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়।

গতকাল মঙ্গলবারের (২ জুলাই) মতো বুধবার (৩ জুলাই) আবারও একই দাবিতে শাহবাগ অবরোধ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিন দুপুর পৌনে ৩টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। পরে সেখান থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৎস্য ভবন হয়ে পৌনে ৪টার দিকে শাহবাগে অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে প্রায় কয়েক হাজার শিক্ষার্থীরা অংশ নেন। 

এ সময় পুলিশের অবস্থান থাকলেও আন্দোলনরত শিক্ষার্থীরা জাতীয় পতাকা উড়াতে থাকেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। 

এ সময় শিক্ষার্থীরা ‘সংবিধানের/মুক্তিযুদ্ধের মূলকথা, সুযোগের সমতা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুন আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘কোটা প্রথা বাতিল চাই বাতিল চাই’, ‘কোটা প্রথার বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

এর আগে গত সোমবার চার দফা দাবি ঘোষণা করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। দাবিগুলো হলো- ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখতে হবে; ২০১৮ সালের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে (সব গ্রেডে) অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে (সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কথা বিবেচনা করা যেতে পারে), সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে; দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

আরিফ জাওয়াদ/সালমান/

কোটা বাতিলের দাবিতে জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশ: ০৩ জুলাই ২০২৪, ০৪:২২ পিএম
আপডেট: ০৩ জুলাই ২০২৪, ০৪:২২ পিএম
কোটা বাতিলের দাবিতে জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
কোটা বাতিলের দাবিতে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ। ছবি: খবরের কাগজ

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখাসহ নানা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয়পাশে কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।

বুধবার (৩ জুন) বিকেল সোয়া ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ডেইরি গেট এলাকায় বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

এ সময় ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম আন্দোলনকারীদের বাঁধার মুখে পড়েন। পরে তিনি ব্যক্তিগত গাড়ি নিয়ে বিকল্প পথে হেমায়েতপুরে আওয়ামী লীগের সমাবেশে যোগ দেন। 

এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক সংলগ্ন মহাসড়কের ডেইরি গেইট এলাকায় অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। 

শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হলো, ২০১৮ এর পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে (সকল গ্রেডে) অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে এবং সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কথা বিবেচনা করা যেতে পারে, সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে, দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ খবরের কাগজকে বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।’ 

ইমতিয়াজ/ইসরাত চৈতী/অমিয়/