ঢাকা ২২ আষাঢ় ১৪৩১, শনিবার, ০৬ জুলাই ২০২৪

চীনের ইউনান প্রাদেশিক সরকারের প্রতিনিধি দলের বিসিসিসিআই পরিদর্শন

প্রকাশ: ২০ মে ২০২৪, ১০:৪৮ এএম
আপডেট: ২০ মে ২০২৪, ১০:৫৪ এএম
চীনের ইউনান প্রাদেশিক সরকারের প্রতিনিধি দলের বিসিসিসিআই পরিদর্শন
ছবি: বিজ্ঞাপন

চীনে বাংলাদেশের রপ্তানি সম্ভাবনার নতুন বার্তা নিয়ে বাংলাদেশ সফররত ইউনান প্রাদেশিক সরকারের উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) কার্যালয় পরিদর্শন করেন। 

চেম্বার নেতাদের সঙ্গে আলোচনাকালে প্রতিনিধি দলের নেতা ইউনান প্রাদেশিক সরকারের বাণিজ্য বিভাগের উপ-মহাপরিচালক মিস কুন মিন বাংলাদেশের রপ্তানিকারকদের আসন্ন চায়না সাউথ এশিয়ান আমদানি ও রপ্তানি মেলা (যা কুনমিং ফেয়ার হিসাবে বহুল পরিচিত) ৮ম এক্সপো’২৪-এ তাদের রপ্তানি ও সেবাপণ্য প্রদর্শনীর সুযোগ এবং চীনের বাজারে কার্যকর অনুপ্রবেশের সম্ভাবনা কাজে লাগানোর গুরুত্ব তুলে ধরেন। 

ছয়দিন ব্যাপী এই আন্তর্জাতিক মেলা চীনের কুনমিংএ আগামী ২৩ জুলাই থেকে ২৮ জুলাই অনুষ্ঠিত হবে, যেখানে আমদানি ও রপ্তানি বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট খাতসমূহ ১৫টি স্বতন্ত্র প্যাভিলিয়নে প্রদর্শিত হবে।

৯ সদস্যের এই প্রতিনিধি দলে আরও অন্তর্ভুক্ত ছিলেন কুনমিং মেলা বিভাগের পরিচালক মা লিক্সিন, ইউনান প্রদেশিক সরকারের আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের উপ-পরিচালক সিনা কুজং, পররাষ্ট্রবিষয়ক বিভাগের পরামর্শক দুয়ান ঝা হুই, পরামর্শক সিসিপিইটি ইউনান সাব-কাউন্সিলের মিং দাওয়ার পিচু, অর্থ ও পরিসংখ্যান বিভাগের ওয়াং ঝং এবং চীনা ব্যবসায়ী প্রতিষ্ঠান ইসিএসএইর নির্বাহী পরিচালক হে হাং প্রমুখ।

(১৮ মে) সফররত চীনা প্রতিনিধি দলকে বিসিসিসিআই কার্যালয়ে স্বাগত জানান চেম্বারের সেক্রেটারি জেনারেল আল মামুন মৃধা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্রি. জেনারেল (অব.) সুলতান উদ্দীন ইকবাল (বীর প্রতীক), পরিচালক মেহেরুন নেসা ইসলাম, পরিচালক হারুন উর-রশিদ, পরিচালক লি শিয়াও এবং চেম্বারের অফিস সেক্রেটারি আবু তাহের প্রমুখ।

বিসিসিসিআই এর সেক্রেটারি জেনারেল আল মামুন মৃধা কুনমিং-এ ৮ম এক্সপো’২৪-এ বাংলাদেশর রপ্তানি ও সেবাপণ্য প্রদর্শনীর ক্ষেত্রে অংশগ্রহণকারীদের ভিসা প্রসেসিং, প্রদর্শনীয় পণ্যসামগ্রী প্রেরণ বা পরিবহন এবং মেলায় দোভাষী সেবা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। 

বিসিসিসিআই এর পরিচালক মেহেরুন নেসা ইসলাম তার বক্তব্যে প্রবাসে এ ধরণের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশী এক্সিবিটরদের নানা রকম প্রতিকূল পরিস্থিতির অভিজ্ঞতার আলোকে মেলা প্রাঙ্গণে অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা নিশ্চিত করার জন্য এবং বাংলাদেশের অংশগ্রহণকারীদের রেজিস্ট্রেশনের শেষ সময়সীমা আসন্ন ঈদুল-আজহার ছুটি বিবেচনা করে আর একটু দীর্ঘায়ত করার জন্য সুপারিশ করেন।

প্রতিনিধি দল ও বিসিসিসিআই এর যৌথ আলোচনায় উঠে আসে বাংলাদেশ থেকে ও চীনের ইউনান প্রদেশে রপ্তানি বৃদ্ধির নানমুখী প্রচেষ্টার কথা এবং এই লক্ষ্যে বাংলাদেশের রপ্তানিকারকদের ৮ম কুনমিং মেলায় অংশগ্রহণ ও পণ্য প্রদর্শনীর সার্বিক বিষয়াদি। 

চীনা প্রতিনিধি দলের পক্ষ থেকে উল্লেখ করা হয় যে, বাংলাদেশের ব্যবসায়ী সমাজ, যাদের চীনে রপ্তানির ব্যাপারে আগ্রহ এবং বৃহত্তর চীনা বাজারে প্রবেশের লক্ষ্য রয়েছে এই মেলা তাদের অভীষ্ট লক্ষ্য বাস্তবায়নে কার্যকর অবদান রাখবে।

বিজ্ঞপ্তি/সাদিয়া নাহার/অমিয়/

বরিশালে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ ষষ্ঠ আসরের বাছাইপর্ব অনুষ্ঠিত

প্রকাশ: ০৫ জুলাই ২০২৪, ০৩:৩৮ পিএম
আপডেট: ০৫ জুলাই ২০২৪, ০৩:৩৮ পিএম
বরিশালে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ ষষ্ঠ আসরের বাছাইপর্ব অনুষ্ঠিত
প্রতিযোগিতায় অংশ নেওয়াদের একাংশ। ছবি: খবরের কাগজ

বরিশাল মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজে ও ইউরো কনভেনশন হলে তিনটি সেশনে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ ষষ্ঠ আসরের বরিশাল বিভাগের বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে। এতে বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে প্রায় এক হাজার প্রতিযোগী অংশ নেয়। তাদের মধ্য থেকে বেছে নেওয়া হবে বিভাগের সেরা পাঁচ বাংলাবিদকে।

শুক্রবার (৫ জুলাই) প্রাথমিক বাছাইপর্ব শেষে মূলপর্বে বরিশাল থেকে ঢাকায় যাওয়ার সুযোগ পাবে সেরা ৫ বাংলাবিদ। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান উন্মেষ রায় এবং প্রথিতযশা আবৃত্তিশিল্পী মাহীদুল ইসলাম।

শুদ্ধ ও সঠিক বাংলার চর্চা নিশ্চিত করতে এবং নতুন প্রজন্মের মধ্যে শুদ্ধ বাংলা ছড়িয়ে দিতে চ্যানেল আই আয়োজন করছে মেধাভিত্তিক টিভি রিয়ালিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’। ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগ, পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতায় ২০১৭ সাল থেকে এই প্রতিযোগিতা নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে।

ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের পরিচালক তাহের স্বপন বলেন, ‘ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতায় প্রাথমিক পর্যায়ের ৯০ জনকে বাছাই করা হয়। তাদের মধ্য থেকে ৪০ নম্বরের সাহিত্য ও ব্যাকরণভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও ৩০ নম্বরের অনুধাবনমূলক প্রশ্নোত্তরের মাধ্যমে নির্বাচন করা হয় বিভাগীয় সেরা ২০ প্রতিযোগীকে। পরে উচ্চারণ, বানান ও ব্যাকরণের দক্ষতা যাচাইয়ের মাধ্যমে বিচারকদের চুলচেরা বিশ্লেষণে সেরা ৫ জন নির্বাচিত হয়ে ঢাকায় মূলপর্বে যাওয়ার সুযোগ পাবে।’ 

এ বিভাগে মোট ১৪ হাজার শিক্ষার্থী বাংলাবিদ প্রতিযোগিতায় নিবন্ধন করেছিল। এর মধ্যে বাছাইপর্বে অংশ নিয়েছে সহস্রাধিক প্রতিযোগী।

ইস্পাহানি টি লিমিটেডের উপমহাব্যবস্থাপক এইচ এম ফজলে রাব্বি খবরের কাগজকে বলেন, ‘২০১৭ সালে বাংলাবিদ প্রতিযোগিতা শুরু হয়। এরপর করোনা মহামারির কারণে দুই বছর আয়োজন করা যায়নি। বহুনির্বাচনি প্রশ্নের উত্তর, উচ্চারণ ও ব্যাকরণের দক্ষতার মধ্য দিয়ে সেরা ১০০ জনকে বাছাই শেষে ঢাকায় শুরু হবে মূলপর্ব। মূলপর্ব শেষে দেশসেরা বাংলাবিদ জিতে নেবে ১০ লাখ টাকার মেধাবৃত্তি এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবে যথাক্রমে ৩ লাখ ও ২ লাখ টাকার মেধাবৃত্তি। এ ছাড়াও প্রথম ১০ জন প্রতিযোগী পাবে একটি ল্যাপটপসহ ব্যক্তিগত গ্রন্থাগার করার জন্য ৫০ হাজার টাকা সমমূল্যের বাংলা বই ও বইয়ের আলমারি।’

মঈনুল ইসলাম/ইসরাত চৈতী/

সরকারের শ্রমিক কল্যাণ তহবিলে ৩.৯৩ কোটি টাকা দিলো ওয়ালটন

প্রকাশ: ০৪ জুলাই ২০২৪, ০৮:৩৯ পিএম
আপডেট: ০৪ জুলাই ২০২৪, ০৮:৪০ পিএম
সরকারের শ্রমিক কল্যাণ তহবিলে ৩.৯৩ কোটি টাকা দিলো ওয়ালটন
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরীর হাতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে চেক হস্তান্তর করেন ওয়ালটনের ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। ছবি: বিজ্ঞপ্তি

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৩ কোটি ৯৩ লাখ ৬৫ হাজার ৪৪৬ টাকা জমা দিয়েছে বাংলাদেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ‘ওয়ালটন হাই-টেক ইন্ডাষ্ট্রিজ পিএলসি’। 

বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) মো. নজরুল ইসলাম সরকারের নেতৃত্বে ৯-সদস্যের প্রতিনিধিদল বাংলাদেশ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরীর হাতে চেক হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব হোসেন, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. ইউসুফ আলী, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর শরিফ হারুনুর রশিদ ও মো. সাদেকুর রহমান, অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর হাফিজ উল্যাহ, ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মিনহাজ উদ্দিন প্রমুখ। 

উল্লেখ্য, বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী প্রতি বছর কোম্পানির করপূর্ব মোট লাভের ৫ শতাংশ ওয়ার্কারস প্রফিট পার্টিসিপেশন অ্যান্ড ওয়েলফেয়ার ফান্ডের (ডব্লিউপিপিএফ) মাধ্যমে কর্মীদের মধ্যে সমভাবে বন্টন করছে ওয়ালটন। পাশাপাশি সরকারের শ্রমিক কল্যাণ তহবিলে উক্ত লাভের নির্দিষ্ট অংশ জমা দেওয়া হয়। সেই অনুযায়ী ২০২২-২৩ হিসাব বছরে ওয়ালটন পরিবারের প্রত্যেক সদস্য প্রফিট শেয়ারিং ফান্ড থেকে করবাদ ১৯ হাজার ৮৩৮ টাকা করে পেয়েছেন। এর মধ্যে করবাদ ১১ হাজার ৯০৩ টাকা তাৎক্ষণিক প্রদান করা হয়। বাকি অর্থ ডব্লিউপিপিএফ এ রিটেনশন করা আছে। আর সরকারের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৩ কোটি ৯৩ লাখ ৬৫ হাজার ৪৪৬ টাকা প্রদান করা হয়েছে। সব মিলিয়ে ওয়ার্কারস প্রফিট পার্টিসিপেশন অ্যান্ড ওয়েলফেয়ার ফান্ডে মোট ৩৯ কোটি ৩৬ লাখ ৫৪ হাজার ৪৬৪ টাকা দিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রেস বিজ্ঞপ্তি

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরীর হাতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দেওয়া ৩ কোটি ৯৩ লাখ ৬৫ হাজার ৪৪৬ টাকার চেক হস্তান্তর করছেন ওয়ালটনের ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। 

 

আটোয়ারীতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের  শাখা উদ্বোধন

প্রকাশ: ০৪ জুলাই ২০২৪, ০৫:১৫ পিএম
আপডেট: ০৪ জুলাই ২০২৪, ০৫:১৫ পিএম
আটোয়ারীতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের  শাখা উদ্বোধন

পঞ্চগড়ের আটোয়ারীতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২০তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী এই শাখা উদ্বোধন করেন।
 
শাখা উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আটোয়ারী উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট আনিছুর রহমান, বিসিআইসি ডিলার ও মিল চাতাল ও ইটভাটার মালিক মোা. খলিলুর রহমান, এস কে কোল্ড স্টোরেজের মালিক মো. দেলোয়ার হোসেন, ব্যবসায়ী শ্রী কমলেশ চন্দ্র ঘোষ, সায়ান কোল্ড স্টোরেজের ম্যানেজিং ডিরেক্টর সামসুজ্জোহা আর আহম্মেদ এবং ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. হাবীব উল্লাহ।
 
বগুড়া জোনাল হেড ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ এন এম মুফীদুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব পিআর জালাল আহমেদ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

এ সময় গ্রাহক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। 

আটোয়ারী শাখার ব্যবস্থাপক মো. জাহেদুল ইসলাম উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব। দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এরই মধ্যে তা প্রমাণে সফল হয়েছে। সর্বাধুনিক সকল ব্যাংকিং পরিষেবা নিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এই এলাকার উন্নয়নে সহযোগী হবে।

বিজ্ঞপ্তি/অমিয়/

স্টার্টআপ ফাউন্ডারস’ মিট অনুষ্ঠিত

প্রকাশ: ০৪ জুলাই ২০২৪, ০৩:২৭ পিএম
আপডেট: ০৪ জুলাই ২০২৪, ০৩:৫০ পিএম
স্টার্টআপ ফাউন্ডারস’ মিট অনুষ্ঠিত
ছবি: বিজ্ঞাপন

এশিয়ার দ্রুতবর্ধনশীল সম্ভাবনার বাজারগুলোর মধ্যে বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও উচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে, ‘স্মার্ট বাংলাদেশ এন্ডলেস পসিবিলিটিজ’ থিম নিয়ে দ্বিতীয় বছরের মতো আয়োজন হচ্ছে ‘বাংলাদেশ স্টার্টআপ সামিট’। 

এই প্রেক্ষিতেই, দেশের ৮টি উল্লেখযোগ্য স্টার্টআপের শীর্ষ প্রতিনিধি, সেই সঙ্গে আরও কিছু ভেঞ্চার ক্যাপিটালিস্ট এবং ইকোসিস্টেম বিল্ডার স্টেকহোল্ডারকে নিয়ে ২৭ জুন ঢাকায় স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের কার্যালয়ে হয়ে গেল একটি স্টার্টআপ ফাউন্ডারস’ মিট।

উপস্থিত স্টার্টআপগুলো ছিল শপআপ, চালডাল, এমই সোলশেয়ার লিমিটেড, আমার ল্যাব, আই ফার্মার, ট্রাক লাগবে, আমি প্রবাসী এবং পাঠাও। 

ভেঞ্চার ক্যাপিটালিস্টদের মধ্য থেকে উপস্থিত ছিলেন অ্যাংকরলেস বাংলাদেশের ফাউন্ডিং পার্টনার অ্যান্ড সিইও রাহাত আহমেদ এবং আইডিএলসি ভিসি ফান্ডের অন্যতম পার্টনার মুস্তাফিজুর খান।

আরও উপস্থিত ছিলেন ইকোসিস্টেম বিল্ডারদের মধ্য থেকে লাইট ক্যাসল পার্টনার্সের সিইও বিজন ইসলাম এবং বিল্ড বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর ইরাদ কাওসার।

অনুষ্ঠানে আয়োজকদের দিক থেকে উপস্থিত ছিলেন স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সামি আহমেদ, সামিটটির ইভেন্ট পার্টনার উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেড থেকে ম্যানেজিং ডিরেক্টর সাব্বির রহমান তানিম, কম্যুনিকেশন পার্টনার এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেডের পক্ষ থেকে ম্যানেজিং ডিরেক্টর মোরশেদ আলম এবং ম্যানেজিং পার্টনার তাসনুভা আহমেদ টিনাসহ প্রতিষ্ঠানগুলোর অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তা।

আসছে ২৭ এবং ২৮ জুলাই তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া সামিট ইভেন্টটির প্ল্যান এবং ডিজাইনের দিকগুলো নিয়ে আগত অতিথিদেরকে সেখানে বিস্তারিত ধারণা দেন উইন্ডমিল প্রতিনিধিরা। দেশের বাইরে থেকে বিজনেস ও স্টার্টআপ জগতের কোন কোন গুরুত্বপূর্ণ ভিসিগণ এবং ইনভেস্টর অর্গানাইজেশনগুলো এই ইভেন্টে অংশ নিতে আসছেন, সেই বিষয়েও জানানো হয়। 

ইভেন্টের আগে-পরে এবং সমস্ত আয়োজন চলাকালে পুরো সামিটের বিষয়ে আগ্রহী এবং সংশ্লিষ্ট নাগরিকসহ সব মহলকে যথাযথভাবে অবগত করতে মিডিয়ায় কেমন কার্যক্রম চালানো হচ্ছে এবং হবে, সেটিও সবিস্তারে তুলে ধরা হয় মাইন্ডশেয়ারের পক্ষ থেকে। 

উপস্থিত সবার মাঝে এই অংশে ‘বাংলাদেশ স্টার্টআপ সামিট ২০২৪’-এর অডিওভিজুয়াল ট্রেইলারটিও লঞ্চ করা হয়। কী কী বিষয়ে কতটি সেশন নিয়ে সাজানো হচ্ছে এবারের দুইদিনব্যাপী সামিট, কোন অংশ কে উপস্থাপন অথবা সঞ্চালন করবেন আর সেখানে আমন্ত্রিত অতিথি ও বক্তারাই-বা কারা, এই বিষয়গুলো নিয়েও এখনকার সর্বশেষ চিত্রটি সবাইকে অবগত করা হয়। 

অনুষ্ঠানের শেষ ধাপে, উপস্থিত স্টার্টআপ ফাউন্ডাররা সামিটের কার্যপরিকল্পনা এবং প্রতিপাদ্য বিষয়গুলো নিয়ে তাদের মতামত আর পরামর্শও জানান।

সব মিলিয়ে স্টার্টআপ খাতের গুরুত্বপূর্ণ প্রতিনিধি এবং সংশ্লিষ্ট আয়োজক পক্ষগুলোর মধ্যে সরাসরি আলোচনা ও অভিমত বিনিময়ের এই গুরুত্বপূর্ণ পর্বটি আসন্ন সামিটকে সম্পূর্ণ ও সফল করতে অনেক দিক থেকেই গুরুত্বপূর্ণ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা রাখছেন সংশ্লিষ্ট সকলেই।

বিজ্ঞপ্তি/সাদিয়া নাহার/অমিয়/

ট্রাস্ট ব্যাংক-শেয়ারট্রিপ লিমিটেডের চুক্তি স্বাক্ষর

প্রকাশ: ০৪ জুলাই ২০২৪, ০২:৪৮ পিএম
আপডেট: ০৪ জুলাই ২০২৪, ০২:৪৮ পিএম
ট্রাস্ট ব্যাংক-শেয়ারট্রিপ লিমিটেডের চুক্তি স্বাক্ষর
ছবি: বিজ্ঞপ্তি

ট্রাস্ট ব্যাংক লিমিটেড ও শেয়ারট্রিপ লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

ট্রাস্ট ব্যাংক লিমিটেডের হেড অব কার্ড ডিভিশন মো. মোস্তফা মোশাররফ এবং শেয়ারট্রিপ লিমিটেডের চিফ সেলস অফিসার এ কে এম মাহফুজুল আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এই চুক্তির মাধ্যমে ট্রাস্ট ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড হোল্ডাররা শেয়ারট্রিপ লিমিটেড থেকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে টিকেট কেনার ক্ষেত্রে বেস ফেয়ারে ১২ শতাংশ এবং হোটেলে রাত্রিযাপনে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। 

ট্রাস্ট ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডাররা শেয়ারট্রিপ লিমিটেড থেকে বিমান ভাড়া ও বিভিন্ন ভ্রমণ প্যাকেজে সর্বোচ্চ ৩৬ মাসের কিস্তি সুবিধা পাবেন। 

এই অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি/পপি/