মাশরাফি বিন মুর্তজা আছেন, আবার নেইও! সিলেট স্ট্রাইকার্সের নেতৃত্ব তার কাঁধে। কিন্তু বিপিএলের দশম আসর শুরুর আগে পরশু সব দলের অধিনায়কদের নিয়ে আয়োজিত আনুষ্ঠানিক ফটোসেশনে ছিল না তার উপস্থিতি।
এমনকি গতকাল (১৮ জানুয়ারি) ম্যাচপূর্ব সংবাদসম্মেলনেও দেখা মেলেনি জাতীয় দলের সাবেক এই অধিনায়কের। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে সিলেট তাকে পাচ্ছে কি না, সেই প্রশ্ন তাই ডানা মেলেছিল বেশ ভালোভাবেই। তবে দলের প্রতিনিধি হিসেবে সংবাদসম্মেলনে এসে মাশরাফিকে নিয়ে অনিশ্চয়তা দূর করলেন মোহাম্মদ মিঠুন, ‘আমরা যতটুকু জানি উনি (মাশরাফি) অ্যাভেইলেবল আছেন।’
আর সেটা হলে ৮ মাস পর ফের মাঠে দেখা যাবে কিছুদিন আগে টানা দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়া মাশরাফিকে। গত ১৩ মে ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে নিজের সবশেষ ম্যাচটা খেলেছিলেন তিনি। আজ (১৯ জানুয়ারি) চট্টগ্রাম-সিলেট দ্বৈরথে সবার দৃষ্টি তাই থাকবে মাশরাফির দিকে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।
বিপিএলের গত আসরের রানার্সআপ সিলেট। প্রথমবার খেলতে এসেই দারুণ পারফরম্যান্সে বাজিমাত করেছিল ফ্র্যাঞ্চাইজিটি। যার নেতৃত্বে ছিলেন মাশরাফি। এবারও দলটা বেশ ভারসাম্যপূর্ণ। এই সময়ে দেশের সেরা পারফর্মারদের একজন নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, তানজিম হাসানের মতো তরুণরা রয়েছেন দলটিতে। রায়ান বার্ল, বেন কাটিং ও বেনি হাওয়েলের মতো কার্যকরী কিছু বিদেশি তো রয়েছেনই। এখন শুরুটা ভালো করার লক্ষ্য দলটির। আজকের ম্যাচ নিয়ে মিঠুন বলেছেন সেটিই, ‘দিন শেষে যারা ভালো ক্রিকেট খেলবে, ফলাফল তাদের দিকেই যাবে। আমাদের লক্ষ্য ম্যাচ ধরে ধরে এগোনো। ভালো পরিকল্পনা করে কীভাবে প্রতিরোধ করতে পারি, সেদিকে আমাদের মনোযোগ।’
গত আসরের মতো এবারও চট্টগ্রামকে নেতৃত্ব দেবেন ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত সৈনিক শুভাগত হোম। যদিও গতবার সাত দলের আসরে সবার তলানিতে থেকে লিগ পর্ব শেষ করেছিল দলটি। তবে এবার ভালো কিছুর আশা তাদের। আর সেই লক্ষ্য পূরণে প্রথম ম্যাচটাকে বেশ গুরুত্ব দিচ্ছেন শুভাগত, ‘একটা টুর্নামেন্টের প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই প্রথম ম্যাচ নিয়ে বেশ ফোকাসড আছি। অনুশীলন ভালোভাবে সারার চেষ্টা করছি। ব্যক্তিগত প্রস্তুতিটাও যে যেমন নেওয়ার, সে তেমন নিচ্ছে। প্রথম ম্যাচটা আমরা জেতার জন্যই যাব। প্রথম ম্যাচটা ভালোভাবে শেষ করতে পারলে টুর্নামেন্টটাও ভালো যাবে।’
অধিনায়ক না বদলালেও কোচ-ম্যানেজারসহ এবারের দলটা বলতে গেলে ঢেলে সাজিয়েছে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি। কোচ হিসেবে এবার তারা নিয়েছে জাতীয় দলের সাবেক ব্যাটার তুষার ইমরানকে। ক্রিকেটার হিসেবে তানজিদ হাসান তামিম ও শাহাদাত হোসেন দিপুর মতো তরুণ ক্রিকেটারের সঙ্গে বেশকিছু ভালোমানের বিদেশি দলে ভিড়িয়েছে দলটি। যাদের মধ্যে অন্যতম কুশল মেন্ডিস, নাজিবউল্লাহ জাদরান ও আবদুল্লাহ শফিক। শুভাগত বলেছেন, ‘এ বছর আমাদের যে দল হয়েছে, তাতে সবাই আত্মবিশ্বাসী। আমাদের প্রথম লক্ষ্য প্লে অফ, আমরা সে লক্ষ্যের দিকেই মনোযোগ দিচ্ছি।’