ঢাকা ২১ আষাঢ় ১৪৩১, শুক্রবার, ০৫ জুলাই ২০২৪

আসলেন বাবর, জিতল রংপুর

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৪, ০৯:২০ পিএম
আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৬ এএম
আসলেন বাবর, জিতল রংপুর
ছবি : সংগৃহীত

চোখের সমস্যায় রংপুর রাইডার্স শিবিরে নেই সাকিব আল হাসান। তার অনুপস্থিতিতে দলটির বড় তারকা পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। সোমবার রাতে রংপুরে যোগ দেওয়া বাবর হয়ে ওঠেন দলটির জয়ের নায়ক। সিলেট স্ট্রাইকার্সকে দ্বিতীয় হারের স্বাদ দিয়ে টুর্নামেন্টে প্রথম জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। তার ৫৬ রানে ভর করে ম্যাচ নিজেদের করে নেয় রংপুর। দুই ম্যাচে রংপুরের এটি ছিল প্রথম জয়। সমান ম্যাচে সিলেটের ছিল দ্বিতীয় হার। 

লো-স্কোরিং ম্যাচে দুই দলের হয়েই ব্যাট হাতে রানের দেখা পেয়েছেন চার বিদেশি। সিলেটের হয়ে বেনি হাওয়েল ও বেন কাটিং এবং রংপুরের হয়ে বাবর আজম ও আজমতউল্লাহ ওমরজাই। বেনি হাওয়েল ও বেন কাটিংয়ের ৩৭ রানের ইনিংস সিলেটের রানকে ১০০ পার করতে বড় ভূমিকা রাখে। আর বাবর আজমের অপরাজিত ৫৬ ও আজমতউল্লাহর অপরাজিত ৪৭ রান রংপুরের জয়ে রাখে বড় ভূমিকা। এই চারজনই রানের দেখা পেতে গিয়ে একটি জায়গায় দারুণভাবে মিলে গিয়েছিল।

টস হেরে ব্যাট করতে নেমে সিলেট একপর্যায়ে ৩৯ রানে হারিয়েছিল ৫ উইকেট। ওভার খেলেছিল ৮.২টি। দুজনে ষষ্ঠ উইকেট জুটিতে ৯.২ ওভারে ৬৮ রান যোগ করলে দলের শতরান ছাড়িয়ে শেষ পর্যন্ত ১২০-এ গিয়ে ঠেকে। দুজনেই আউট হন ৩৭ রান করে। দুজনকেই আউট করেন রিপন মণ্ডল। হাওয়েলের ক্যাচ ধরেন ব্রান্ডন কিং আর কাটিংয়ের ক্যাচ যায় রনি তালুকদারের হাতে। রংপুরের বোলারদের তোপে পড়ে সিলেটের এই দুই ব্যাটার ছাড়া শুধু ওপেনার নাজমুল হোসেন শান্ত দুই অঙ্কের ঘরে গিয়ে ১৩ রান করতে পেরেছিলেন। শেখ মাহেদি ১৮ ও রিপন মণ্ডল ১৯ রানে ২টি করে উইকেট।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মাত্র ১২০ রান তাড়া করতে নেমে রংপুর সিলেটের চেয়েও বড় বিপদে পড়ে। তারা ৩৯ রানে হারায় ৬ উইকেট। ওভার খেলেছিল ৭টি। এই রানে সিলেটের উইকেট পড়েছিল একটি কম। কিন্তু ওভার খেলেছিল ১.২টি বেশি। এই সময় হার দেখছিল রংপুর। কিন্তু ক্রাইস্টচার্চ থেকে উড়ে এসেই ইনিংসের উদ্বোধন করতে নামা বাবর আজম ভাবছিলেন তখন অন্য হিসাব। আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাইকে সঙ্গে নিয়ে দাঁড়িয়ে যান। পরে আর কোনো উইকেটেরই পতন হতে দেননি। করেন আক্রমণাত্মক ব্যাটিং। একেবারে দলকে জয়ী করে মাঠ ছাড়ের দুজনে। জুটিতে তারা অবিচ্ছিন্ন ৮৬ রান যোগ করেন ১১.২ ওভারে। ৪৫ বলে হাফ সেঞ্চুরি করে বাবর আজম অপরাজিত থাকেন ৫৬ রানে। তার ৪৯ বলের ইনিংসে ছিলে ৬টি চারের মার। আজমতউল্লাহ ৩৫ বলে ২টি করে চার ও ছয় মেরে ৪৭ রানে অপরাজিত থেকে জিতে নেন ম্যাচসেরার পুরস্কার। সিলেটের দুসান হেমন্ত ২০ রানে নেন ৩ উইকটে।

এমএ/

খেলতে খেলতেই চলে গেলেন গ্র্যান্ডমাস্টার জিয়া

প্রকাশ: ০৫ জুলাই ২০২৪, ০৭:৪৪ পিএম
আপডেট: ০৫ জুলাই ২০২৪, ০৮:০২ পিএম
খেলতে খেলতেই চলে গেলেন গ্র্যান্ডমাস্টার জিয়া
গ্র্যান্ডমাস্টার জিয়ারউর রহমান। ছবি: সংগৃহীত

গ্র্যান্ডমাস্টার জিয়ারউর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (৫ জুলাই) জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ চলাকালে খেলতে খেলতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকিৎসার জন্য দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি।

সংবাদমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশে দাবা ফেডারেশনের ইন্টারন্যাশনাল জাজ হারুনুর রশিদ।

মৃত্যুকালে জিয়াউর রহমানের বয়স হয়েছিল ৫০ বছর। ২০০২ সালে দাবার গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন জিয়া। তিনি ছিলেন বাংলাদেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার।

বাংলাদেশ দলের পাকিস্তান সিরিজের সূচি প্রকাশ

প্রকাশ: ০৫ জুলাই ২০২৪, ০২:৩৪ পিএম
আপডেট: ০৫ জুলাই ২০২৪, ০২:৩৪ পিএম
বাংলাদেশ দলের পাকিস্তান সিরিজের সূচি প্রকাশ
ফাইল ছবি

আগামী ২১ আগস্ট থেকে পাকিস্তানের বিপক্ষে শুরু হবে বাংলাদেশ দলের দুই ম্যাচের টেস্ট সিরিজ। রাওয়ালপিন্ডি ও করাচিতে হবে সিরিজের দুই টেস্ট।

শুক্রবার (৫ জুলাই) সকালে বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সূচি অনুযায়ী সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ২১ আগস্ট। রাওয়ালপিন্ডিতে হবে প্রথম টেস্ট।

দ্বিতীয় টেস্টের ভেন্যু করাচি। এই ভেন্যুতে দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ৩০ আগস্ট। 

এই সিরিজকে সামনে রেখে আগামী ১৭ আগস্ট পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের।

পার্থ/সালমান/

হামবুর্গে বদলা না পুনরাবৃত্তি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৪, ১২:১৪ পিএম
আপডেট: ০৫ জুলাই ২০২৪, ১২:১৫ পিএম
হামবুর্গে বদলা না পুনরাবৃত্তি
অনুশীলনে ফ্রান্সের অলিভার জিরুদ ও ক্রিশ্চিয়ানে রোনালদো

১৯৭৮ থেকে ২০১৫, দীর্ঘ এই সময়ে টানা ১০ ম্যাচে ফ্রান্সের কাছে হেরেছিল পর্তুগাল। সেই খরা পর্তুগাল কাটায় ২০১৬ সালে, ইউরোর ফাইনালে (১-০)। ফরাসিদের হারিয়ে রোনালদোরা জেতে পরম আরাধ্যের প্রথম ইউরো শিরোপা। এরপর দুই দল মুখোমুখি হয়েছে ইউরোর সবশেষ আসরে। গ্রুপ পর্বের সেই লড়াইটি ছিল অমীমাংসিত (২-২)। সেই লড়াইয়ের চার বছর পর ফ্রান্স ও পর্তুগাল আবার মুখোমুখি। এবার কোয়ার্টার ফাইনালের মঞ্চ। সেমিতে যাওয়ার লড়াইয়ে আজ হামবুর্গে মুখোমুখি দুই সাবেক চ্যাম্পিয়ন। ফ্রান্সের সামনে ২০১৬ ফাইনাল হারের শোধ তোলার উপলক্ষ। পর্তুগালের চোখ চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম সেমিতে পা রাখা। হামবুর্গে কী হবে শুক্রবার (৫ জুলাই) , ফরাসিদের বদলা নাকি পর্তুগিজদের পুনরাবৃত্তি?

লড়াইটা শুক্রবার ক্রিশ্চিয়ানো রোনালদো বনাম কিলিয়ান এমবাপ্পেরও। যদিও সময়ের দুই তারকা ফুটবলার এখনো নামের সুবিচার করতে পারেনি। এমবাপ্পে পেনাল্টি থেকে একটি গোল পেলেও রোনালদোর হিসেবটা শূন্য। দুই ঘুমন্ত দৈত্য আজ জেগে উঠতে চাইবে প্রাণপণ, তা অনুমেয়।

হেড টু হেড কিংবা সাম্প্রতিক পারফরম্যান্স- সব দিক থেকেই এগিয়ে থাকছে ফ্রান্স। ২৮ বারের মোকাবিলায় ফ্রান্সের জয় ১৯টি। সেখানে পর্তুগালের জয় ৬টি। ড্র হয়েছে তিন ম্যাচ। ২০১৬ ইউরো ফাইনালে ফ্রান্সকে হারানোর পর আর জয় পায়নি পর্তুগাল। তিনবারের দেখায় হার দুটি, ড্র একটি। 

ইউরো ফুটবলে ফ্রান্স দুবারের চ্যাম্পিয়ন (১৯৮৪ ও ২০০০)। ২০১৬-তে ফাইনালে উঠলেও শিরোপা থেকেছে অস্পর্শ। গত আসরে দলটি বিদায় নেয় শেষ ষোলো থেকে। এবার কতদূর যাবে ফ্রান্স, তা সময়ই বলে দেবে। যদিও চলতি টুর্নামেন্টে ফ্রান্স অজেয়। কিন্তু নামের সঙ্গে পারফরম্যান্সের ব্যাপক তফাত দলটির। গ্রুপ পর্বে এক জয় ও দুই ড্রয়ের পর শেষ ষোলোয় বেলজিয়ামকে দিদিয়ে দেশমের দল হারায় ১-০ গোলে। গোলটি ছিল প্রতিপক্ষের আত্মঘাতী।

অন্যদিকে পর্তুগাল শেষ দুই ম্যাচে গোলহীন, শেষ ষোলোর বৈতরণী দলটি পার হয়েছে টাইব্রেকারে স্লোভেনিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়ে। যেখানে পেনাল্টি মিসের পর কেঁদেছিলেন রোনালদো। গোলরক্ষক দিয়েগো কস্তার অবিশ্বাস্য বীরত্বে শেষ আটে নাম লেখায় পর্তুগিজরা। 

তারপরও ফ্রান্সের বিপক্ষে লড়তে প্রস্তুত পর্তুগাল। দলটির হেড কোচ রবার্তো মার্তিনেজ বলেন, ‘আমাদের পূর্ণ মনোযোগ কোয়ার্টারের ম্যাচে এবং প্রস্তুত ফ্রান্সের জন্য। তারা খুব শক্তিশালী, তবে সুযোগের সদ্ব্যবহার করতে মরিয়া আমরা।’ অন্যদিকে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমের চোখ সেমিতে।

তিনি বলেন, ‘এখনো আমরা নিজেদের সেরাটা দিতে পারিনি। অথচ দল হিসেবে আমাদের আরও ভালো কিছু করা উচিত। সবাই ক্ষুধার্ত সামনে এগিয়ে যাওয়ার জন্য।’

ইউরোর চলতি আসরে সবচেয়ে বেশি শট নিয়েছেন রোনালদো (২০টি)। কম যাননি এমবাপ্পেও (১৫টি)। কিন্তু চেষ্টার সমান্তরালে মেলেনি ফল। এবার হামবুর্গের লড়াইয়ে ফরাসি দুর্গের পতন ঘটাতে পর্তুগাল তাকিয়ে থাকবে রোনালদোর দিকে। ফরাসিরা সওয়ার হতে চাইবে এমবাপ্পের কাঁধে। শেষ হাসি কে হাসবেন, তা সময়ই বলে দেবে। 

ফাইনালের আগে ‘ফাইনাল’

প্রকাশ: ০৫ জুলাই ২০২৪, ১১:৪৭ এএম
আপডেট: ০৫ জুলাই ২০২৪, ১১:৫০ এএম
ফাইনালের আগে ‘ফাইনাল’
স্পেনের লামিনে ইয়ামেল ও অনুশীলনে জার্মানি শিবির

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সবচেয়ে সফল দুটি দল জার্মানি ও স্পেন। তিনবার করে মহাদেশীয় এই ফুটবল আসরে শ্রেষ্ঠত্বের মুকুট পরেছে দুই দল। এবার চতুর্থ শিরোপায় চোখ রেখেই এগোচ্ছিল তারা। তবে শেষ আটেই দুই দলের একটিকে থামতে হচ্ছে। সেমিফাইনালে ওঠার লড়াইয়েই যে মুখোমুখি সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন।

স্টুটগার্টে শুক্রবার (৫ জুলাই) প্রতিযোগিতার প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক জার্মানি ও স্পেন। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি।

চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির জন্য ইউরো কাপ এখন এক হাহাকারের নাম। ১৯৯৬ সালের পর আর এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে পারেনি দলটি। ঘরের মাঠে আয়োজিত এবারের আসরে এখন পর্যন্ত শিরোপার দীর্ঘ খরা কাটানোর মিশনে দুর্দান্তই দলটি। ওদিকে সবশেষ ২০১২ সালে ইউরো জেতা স্পেন অনেকদিন পর যেন নিজেদের স্বকীয় ফুটবল শৈলী দেখাতে পারছে। এক কথায় যাকে বলে নান্দনিক ফুটবল।

দে লা ফুয়েন্তের স্পেন এবারের ইউরো মিশন শুরু করে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে উড়িয়ে। পরের ম্যাচেই তারা ইতালিকে হারায় ১-০ গোলে। এরপর আলবেনিয়াকে একই ব্যবধানে হারিয়ে গ্রুপসেরা হিসেবে শেষ ষোলোতে ওঠে। স্পেনই এবারের আসরে গ্রুপ পর্বে শতভাগ জয় পাওয়া একমাত্র দল। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে জর্জিয়াকে তো কোনো পাত্তাই দেয়নি দলটি। প্রথমে গোল হজম করলেও তুলে নেয় ৪-১ গোলের দাপুটে এক জয়।

ইউলিয়ান নাগেলসমানের জার্মানিও সাম্প্রতিক অতীতের বিবর্ণতা ঘুচিয়ে চলতি বছরের শুরু থেকেই এগোচ্ছিল দারুণ ছন্দে। স্বাগতিক হওয়ায় এবারের ইউরোয় তাদের প্রতি সমর্থকদের প্রত্যাশা বেশি। এখন পর্যন্ত প্রত্যাশার প্রতিদান দারুণভাবেই দিয়েছে তারা। স্কটল্যান্ডকে ৫-১ গোলে গুঁড়িয়ে আসর শুরুর পর হাঙ্গেরিকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে। গ্রুপের শেষ ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে বেশ চ্যালেঞ্জের মুখে পড়ে দলটি। বলতে গেলে হারতে হারতে ম্যাচটা ড্র করে। শেষ ষোলোয় বিপজ্জনক দল ডেনমার্ককে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের জায়গা করে নেয় তারা।

এখন তাদের সামলাতে হবে স্পেন চ্যালেঞ্জ। মুখোমুখি লড়াইয়ে যদিও দুই দল প্রায় সমানে সমান। এখন পর্যন্ত ২৬ বারের দেখায় ৯টিতে জিতেছে জার্মানি, ৮টিতে স্পেন, বাকি ৯ ম্যাচ ড্র হয়েছে। কিন্তু ১৯৮৮ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর বড় প্রতিযোগিতায় আর স্পেনের বিপক্ষে জয় পায়নি জার্মানি। সেবার গ্রুপ পর্বের দেখায় ২-০ গোলে জিতেছিল জার্মানি। এরপর ইউরো, বিশ্বকাপ ও নেশন্স লিগ মিলিয়ে ছয়বারের দেখায় কোনোবারই জার্মানি জয় পায়নি। হয় ম্যাচ ড্র হয়েছে, না হয় স্পেন জিতেছে। 

সবশেষ এই দুই দল মুখোমুখি হয় কাতার বিশ্বকাপে। গ্রুপ পর্বের ম্যাচটি ১-১ ড্র হয়েছিল। এর দুই বছর আগে নেশন্স লিগে জার্মানিকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছিল স্পেন। সবমিলিয়ে স্পেনের বিপক্ষে পাওয়া জার্মানির জয়টাও সেই ১০ বছর আগের, ২০১০ সালে প্রীতি ম্যাচে। টনি ক্রুসের শেষ মুহূর্তের গোলে স্পেনের মাঠে ম্যাচটি ১-০ গোলে জিতেছিল জার্মানি। দীর্ঘ অপেক্ষার পর আজ জার্মানি কি হাসতে পারবে? নাকি স্বাগতিকদের স্তব্ধ করে নিজেদের দুর্দান্ত যাত্রা অব্যাহত রাখবে স্পেন?

টি-২০ বিশ্বকাপ অনলাইন কুইজ পুরস্কার ‘খবরের কাগজ সবার কথা বলে’

প্রকাশ: ০৫ জুলাই ২০২৪, ১১:৩২ এএম
আপডেট: ০৫ জুলাই ২০২৪, ১১:৪১ এএম
‘খবরের কাগজ সবার কথা বলে’
কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে খবরের কাগজের সম্পাদক মোস্তফা কামাল

খবরের কাগজ সবার কথা বলে নিরপেক্ষভাবে। সংবাদ প্রকাশ করতে গিয়ে দলমত নির্বিশেষে সব ধরনের পাঠকদের মতামতকে গুরুত্ব দিচ্ছে। বৃহস্পতিবার (৪ জুলাই) দৈনিক খবরের কাগজের সম্পাদক মোস্তফা কামাল রাজধানীর বাংলামোটরে খবরের কাগজ মিলনায়তনে লিলি গ্ল্যাম বিউটি সোপ-খবরের কাগজ টি-২০ বিশ্বকাপ অনলাইন কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন খবরের কাগজ সম্পাদক। দুই দফায় ৩৩ জন বিজয়ী এই পুরস্কার পেয়েছেন। 

তিনি বলেন, খবরের কাগজের বয়স এক বছরেরও কম। অল্প সময়ের মধ্যে খবরের কাগজ পাঠকের মধ্যে একটি অবস্থান তৈরি করে নিতে সক্ষম হয়েছে। পাঠকদের আস্থার পত্রিকা হতে চায় খবরের কাগজ। পত্রিকার বয়স এক বছর না হলেও বিশ্বকাপ ক্রিকেট সামনে রেখে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছিল। এ ধরনের প্রতিযোগিতার আয়োজন ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এ সময় অন্যান্যের মধ্যে উপ-সম্পাদক এনাম আবেদীন, উপ-সম্পাদক ড. মুহম্মদ এমদাদ হাসনায়েন, প্রধান বার্তা সম্পাদক খালেদ ফারুকী, কপি এডিটর কবি হাসান হাফিজ, চিফ রিপোর্টার তৌফিক মারুফ, জিএম (মার্কেটিং) মাসুদুর রহমান, মানবসম্পদ ও প্রশাসন প্রধান মিন্টু ভূষণ রায়, সার্কুলেশন প্রধান মাসুদ কবির পাভেল, আইটি হেড প্রিন্স মাহমুদ অর্ণব, ডিজিটাল প্রধান কাজী গোলাম রাব্বানী, ব্র্যান্ড ও ইভেন্ট প্রধান আতিয়া সুলতানা এবং রিমার্ক এইচবি লিমিটেডের জ্যেষ্ঠ নির্বাহী (মিডিয়া এবং কমিউনিকেশন) আব্দুল্লাহ আল মাহমুদ উপস্থিত ছিলেন।

প্রধান বার্তা সম্পাদক খালেদ ফারুকী বলেন, ‘আজ একটি আনন্দের দিন। কুইজে অংশ নিয়ে কয়েক লাখ পাঠকের মধ্যে থেকে যারা বিজয়ী হয়েছেন তাদের সবাইকে অভিনন্দন।’ সামনের দিনগুলোতে খবরের কাগজ আরও নানা ধরনের কুইজের আয়োজন করবে বলে তিনি জানান।

চিফ রিপোর্টার তৌফিক মারুফ বলেন, ‘যেকোনো অনুষ্ঠানকে সামনে রেখে কুইজ প্রতিযোগিতার আয়োজন নতুন নয়। তবে আমরা চাই আপনারা খবরের সঙ্গে থাকুন। খবরের কাগজের কুইজে অংশগ্রহণ করুন এবং আপনাদের বন্ধু বা প্রিয়জনদের মধ্যে খবরের কাগজের কথা পৌঁছে দিন।’ পাঠকদের সঙ্গে নিয়ে খবরের কাগজ সামনে এগিয়ে যেতে চায় বলে তিনি জানান।

পুরস্কার বিজয়ীদের মধ্যে ফেনীর নাজমুন নাহার, জারিন আঞ্জুম, মালিবাগ চৌধুরীপাড়া, ঢাকার মারিয়া খান, কেশবপুর, যশোরের নাহিদ হাসান, ডেমরা, ঢাকার তামান্না হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাবিবা আক্তার ইমা, মতলব, চাঁদপুরের আরিফুল ইসলাম সোহাগ, ধানমন্ডি ২, ঢাকার সাদিয়া ফারহা, বাগাতিপাড়া, নাটোরের তাবাসসুম তামান্না, এ কে খান, চট্টগ্রামের এ জে বাপ্পী, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জের মো. আসিক আলী, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গার মো. সোহেল রানা, মালিবাগ রেলগেট, ঢাকার মাইনুল ইসলাম, রামপুরা বনশ্রী, ঢাকার রাহিমা আক্তার, কাকরাইল, ঢাকার ফারিয়া মোস্তফা, কাজীপাড়া, ঢাকার জাহিন ফাবিহা, সিনিয়র অফিসার, আইটি, সোনালী ব্যাংক লিমিটেড সদরঘাট মো. আরিফুল ইসলাম, বাগাতিপাড়া উপজেলা, নাটোরের কৌশিক আহম্মেদ, উত্তরা ব্যাংক, নড়াইলের রুবিনা খাতুন, উত্তর বাড্ডা, ঢাকার মো. রাজন, আজিমপুর, ঢাকার ফারহানা আক্তার লিমা, রেল বন্দর, নারায়ণগঞ্জের মো. রাসেল খান উপস্থিত ছিলেন।