যুক্তরাষ্ট্রে গত মাসে নতুন কর্মসংস্থানের হার কমে গেছে এবং বেকারত্বের হারও সামান্য বৃদ্ধি পেয়েছে। এটিকে বিশ্বের এই শীর্ষ অর্থনীতির দেশটির গতি কিছুটা স্তিমিত হওয়ার লক্ষণ বলে মনে করা হচ্ছে। খবর বিবিসির।
যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগের প্রতিবেদনে জানানো হয়েছে, এপ্রিলে নিয়োগকর্তারা মোট ১ লাখ ৭৫ হাজার নতুন পদ সৃষ্টি করেছেন। এ ছাড়া মার্চ মাসের ৩ দশমিক ৮০ শতাংশ থেকে দেশটির বেকারত্বের হার বেড়ে এপ্রিলে ৩ দশমিক ৯০ শতাংশে পৌঁছেছে।
এটি গত অক্টোবরের পরে চাকরিতে সবচেয়ে কম নিয়োগের রেকর্ড এবং বিশ্লেষকদের প্রত্যাশার চেয়ে অনেক কম গতির প্রথম ঘটনা। এমন পরিস্থিতিতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর বিষয়ে আবারও জল্পনা তৈরি হয়েছে।
ব্রিটিশ সম্প্রচার মাধ্যমটির খবরে বলা হয়, দীর্ঘদিন ধরে ঋণের সুদের হার দুই দশকের সর্বোচ্চে থাকায়, যুক্তরাষ্ট্রের শ্রম বাজারে মন্দার কোনো লক্ষণ দেখা দেয় কি না, সেদিকে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে।
বিশ্লেষকরা মনে করেন, এই প্রতিবেদনটি ফেডারেল রিজার্ভকে এই বছরের শেষের দিকে সুদের হার কমানোর পক্ষে আরও জোর দেবে।
প্রিমিয়ার মিটন ইনভেস্টার্সের প্রধান বিনিয়োগ কর্মকর্তা নিল বিরেল বলেন, ‘অবশেষে যুক্তরাষ্ট্রের চাকরির বাজারে কিছুটা দুর্বলতার প্রমাণ পাওয়া গেছে। ফলে, সুদের হার কমানো আবারও এজেন্ডার শীর্ষে চলে আসবে এবং বাজার অবশ্যই এটিকে ইতিবাচক খবর হিসেবে গ্রহণ করবে।’
নিল বিরেল বলেন, ‘যেকোনো একক তথ্যকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া যদিও আমাদের উচিত নয়, তবুও এটি ফেডের (ফেডারেল রিজার্ভ) জন্য একটি ইতিবাচক প্রবণতার সূচনাও হতে পারে।’
খবরে বলা হয়, অর্থনীতিকে স্বাভাবিক করা এবং কয়েক দশকের মধ্যে সবচেয়ে দ্রুতগতিতে দাম বাড়ার চাপ কমানোর প্রত্যাশায়, ২০২২ সাল থেকে সুদের হার দ্রুত বৃদ্ধি করেছে ফেডারেল রিজার্ভ।
মূল্যবৃদ্ধির গতি পরিমাপকারী মুদ্রাস্ফীতি শীতল হওয়ার কারণে বিশ্লেষকরা আশা করেছিলেন যে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক এই বছর সুদহার কমিয়ে দেবে। কিন্তু গত মার্চ মাসে ৩ দশমিক ৫০ শতাংশ সুদহার, ব্যাংকটির ২ শতাংশ লক্ষ্যমাত্রার থেকেও বেশি রয়ে গেছে। লক্ষ্যমাত্রার চেয়েও সুদহার বেশি থাকায়, ব্যাংক কখন সুদহার কমাবে সেটি নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।
বিবিসি জানায়, অপ্রত্যাশিতভাবে শক্তিশালী অবস্থানে থাকা কর্মসংস্থানের বাজারটি ভোক্তা ব্যয় এবং সামগ্রিক অর্থনীতিকে জোরদার করেছে, যা বিশেষজ্ঞদের মধ্যে প্রশ্ন জাগিয়েছে। তবে একই সঙ্গে এটি আশা জাগিয়েছে যে, ঐতিহাসিকভাবে ঋণের সুদহার বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশটিতে দেখা দেওয়া অর্থনৈতিক মন্দা এড়াতে সক্ষম হবে যুক্তরাষ্ট্র। শ্রম বিভাগ থেকে প্রাপ্ত সর্বশেষ কর্মসংস্থানের তথ্যের পরে, মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার ঊর্ধ্বমুখী হয়েছে।
ক্রেডিট রেটিং এজেন্সি এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংয়ের প্রধান মার্কিন অর্থনীতিবিদ সত্যম পান্ডে বলেছেন, নিয়োগের মন্দার লক্ষণ প্রত্যাশিত ছিল এবং মন্দা সম্পর্কে উদ্বেগ না বাড়িয়ে মুদ্রাস্ফীতিকে স্থিতিশীল করতে সাহায্য করবে।
সত্যম পান্ডে বলেন, আমি এটিকে চাকরির একটি পরিমিত প্রতিবেদন বলব। তবে খুব বেশি উত্তাপেরও নয়, তাই ফেডারেল রিজার্ভ সত্যিই এটিকে (চাকরির প্রতিবেদন) পছন্দ করে। তিনি আরও বলেন, তিনি আশা করেছিলেন যে ফেড সম্ভবত শরৎকালে অথবা ডিসেম্বরের মধ্যে কোনো এক সময় সুদহার কমাতে প্রস্তুত হবে।
খবরে বলা হয়, এপ্রিল মাসে চাকরির প্রবৃদ্ধির গতি তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল, যদিও আগের মাসের তুলনায় এই সময়ে প্রবৃদ্ধি কিছুটা কমেছে।
মার্কিন শ্রম বিভাগ বলেছে, নিয়োগকর্তারা মার্চ মাসে ৩ লাখ ১৫ হাজার এবং ফেব্রুয়ারিতে ২ লাখ ৩৬ হাজার মানুষকে কর্মে নিয়োগ দিয়েছে। এটি আগের অনুমান করা নিয়োগের তুলনায় প্রায় ২২ হাজার কম ছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিলে বেশির ভাগ খাতে কর্মী বাড়ানো হয়েছে। স্বাস্থ্যসেবা সংস্থাগুলোর কর্মসংস্থান বৃদ্ধি মোট চাকরির প্রবৃদ্ধির হার বাড়িয়েছে।
শ্রম বিভাগ জানিয়েছে, এপ্রিল পর্যন্ত সর্বশেষ ১২ মাসে গড় ঘণ্টায় আয় ৩ দশমিক ৯০ শতাংশ বেড়েছে, যা আগের মাসের তুলনায় একটি ধীর গতিকে নির্দেশ করছে।