সহযোগী দেশগুলোর চমক জাগানো পারফরম্যান্সে জমে উঠেছে বিশ্বকাপ। আজও রয়েছে সহযোগী দেশের ম্যাচ। আয়ারল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে কানাডা। সে ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং।
শুক্রবার (৭ জুন) নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে মাঠে গড়াবে ম্যাচটি। দুই দলই হেরেছে তাদের প্রথম ম্যাচ। কানাডা হেরেছে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে ৭ উইকেটে। আয়ারল্যান্ড হেরেছে ভারতের কাছে ৮ উইকেটের ব্যবধানে।
টস জিতে আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং বলেন, ‘আমরা আগে ফিল্ডিং করবো। গত দুইদিনে পিচের অনেক পরিবর্তন এসেছে। মনে হচ্ছে পরবর্তীতে সামান্য কম মুভমেন্ট হবে এখানে। উইকেটকিপার ও বোলারের মধ্যে শুরুর কিছু ওভারে ভালো বোঝাপড়া থাকতে হবে। হোয়াইট একাদশ থেকে বাদ পড়েছে। আমরা একজন অতিরিক্ত পেসার নিয়ে নামছি।’
অন্যদিকে টস হেরে কানাডার অধিনায়ক সাদ বিন জাফর বলেন, ‘আমরাও আগে ফিল্ডিং করতে চেয়েছিলাম। আমরা যদি মানসম্মত রান বোর্ডে যোগ করতে পারি তাহলে রান তাড়া করা সহজ হবে না। এটা সবসময় খুবই দারুণ যে সহযোগী দেশ পূর্ণ সদস্যের দেশকে পরাজিত করছে। যুক্তরাষ্ট্র পাকিস্তানের বিপক্ষে যা করেছে আশা করছি আমরাও তা করতে পারবো আয়ারল্যান্ডের বিপক্ষে। আপনি যদি আপনার দিনে আপনার খেলা খেলতে পারেন, আপনি সবাইকেই হারাতে পারবেন। একটি পরিবর্তন আছে আমাদের দলে। নিখিল দত্তের জায়াগায় একাদশে এসেছেন জুনায়েদ সিদ্দিকী।
আয়ারল্যান্ড একাদশ
পল স্টার্লিং (অধিনায়ক), অ্যান্ড্রু বালবির্নি, লোরকান টাকার , হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ব্যারি ম্যাকার্থি, জোশুয়া লিটল, বেঞ্জামিন হোয়াইট, ক্রেইগ ইয়ং।
কানাডা একাদশ
অ্যারন জনসন, নবনীত ধালিওয়াল, সাদ বিন জাফর (অধিনায়ক), প্রগত সিং, নিকোলাস কির্টন, শ্রেয়াস মোভা, দিলপ্রীত বাজওয়া, ডিলন হেইলিগার, কলিম সানা, জেরেমি গর্ডন।